Muhammad Tarek Abdur Rahman

Muhammad Tarek Abdur Rahman আস সালামু আলাইকুম।

আমাদের উগ্রপন্থী বলতে কারো কোন প্রমাণ লাগে না, ইভেন নিজেদের ঘরাণার মানুষও এটা বলে ফেলে। এই বাম সান্ডাটাকে কি উগ্রবাদী বল...
29/05/2025

আমাদের উগ্রপন্থী বলতে কারো কোন প্রমাণ লাগে না, ইভেন নিজেদের ঘরাণার মানুষও এটা বলে ফেলে।

এই বাম সান্ডাটাকে কি উগ্রবাদী বলা যাবে?
বামরা কিন্তু বাই নেচার উগ্রবাদী। তারা ৫জনের মিছিল নিয়ে আগে গায়ে হাত তুলতে আসে, যেন তাদের মারা হয় এবং সেটা নিয়ে তারা কান্নাকাটি করতে পারে৷

ঐ শাহাবাগী সবজিখোর মেয়েটার কথা মনে আছে? ঐ যে পুলিশকে নিজে ধাক্কা দিয়ে বলেছিলো, টাচ করবি না। একদম টাচ করবি না। মেয়েটা বাঙ্গু বামদের একটা টিপিকাল উদাহরণ।

এই বাম উগ্রবাদীরা নিজেরা মবপন্থী, কিন্তু তারা তৌহিদি জনতার প্রতিরোধকে মব বলে, আর নিজেদের মবকে বলে বিপ্লব৷ এরা মূলতঃ লীগের বি টিম।

ভায়েরা! উগ্রবাদী বলে আমাদের আন্ডারমাইন করার চেষ্টা বাদ দিয়ে রিয়েল এনিমিতে ফোকাস করেন। এরাই বাংলাদেশে ইসলামপন্থার মূল শত্রু।

27/05/2025

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।

১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পড়বেন।

২.আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

৩.আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।

৪.আমার মৃ'ত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না।কারণ এটা স্পষ্ট বিদ'আত।

৫.যারা আমার মৃ'ত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

৬.আমার ল!শ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।

৭.আমার লা"শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।

৮.লা"শ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।

৯.আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজ!ব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।

১০.আমার হয়ে দান-সাদাকা করবেন। আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

১১.আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন।আপনার সময়ও অতি নিকটে।

১২. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।

১৩.আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।

১৪.আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম"রে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

১৫.আমার জন্য বেশি বেশি দুআ করবেন। আমার নামে গী'বত করবেন না। কারণ, আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।

আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত ক!লিম! উচ্চারণের মাধ্যমে শ"হী'দি মৃ'ত্যু দান করেন।আমিন।

— লেখা : সংগৃহীত!

13/01/2025

বললো,
আপনারা অমানবিক। হলিউড পুড়ছে আর আপনারা আলহামদুলিল্লাহ বলছেন।

বললাম,
তাদের টাকায় গাযা ধ্বংস হয়েছে৷ আমাদের সন্তানদের নির্বিচারে হত্যা করা হয়েছে।আমেরিকার ক্ষতিতে আমরা আনন্দ তো করবোই।

বললো,
কিন্তু, আমেরিকার বেশির ভাগ জনগণ তো গাযায় বোমা মারার বিপক্ষে। তাদের বিষয়ের কী বলবেন?

বললাম,
আমেরিকা তো আদর্শ গনতন্ত্রের দেশ। বেশিরভাগ মানুষ বিপক্ষে থাকার পরও, নারী ও শিশু হত্যার জন্য আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে কিভাবে? গনতন্ত্রের তো পুরাই গোমাসা হয়ে গেলো৷

বললো, হুজুররা অনামবিক, অমানিকবিক, অনামোবিক........ মানে খারাপ আরকি!

03/01/2025

ইয়া রব্বা মুহাম্মাদ! গাজ্জাবাসীর উপর রহম করুন! তাদের হিফাযাত করুন। তাদের কষ্ট দূর করে দিন।
নারী ও শিশুদের প্রতি আপনার খাস আফিয়াত নাজিল করুন ইয়া রব্ব!

হে আল্লাহ! তাদের স্বাধীন ও শত্রুমুক্ত করুন
আর আমাদের ক্ষমা করুন ইয়া রব্ব! আমিন।

আল্লাহুমা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।

বিষয়ডা কেমন হইল না!
29/12/2024

বিষয়ডা কেমন হইল না!

27/12/2024

বিচার বিভাগ কিছুটা মেরামত করেছেন। কিন্তু প্রশাসন ও পুলিশের তেমন কিছুই করতে পারেননি। দুর্বৃত্তদের যে গ্রেফতার করে রিমান্ডে নেবেন, বিচার করবেন, কোন পুলিশের হাতে তুলে দেবেন? গোয়েন্দা দিয়ে তথ্য সংগ্রহ করবেন, তারা কোন সময়ে নিযুক্ত? দুই বছর আগে যারা আলেমদের ডান্ডা বেড়ি লাগিয়েছিল তারা এখন ফ্যাসিবাদের নেতাদেরকে হাত ধরে ধরে আদালতে তুলে, কেন? প্রশাসনের বড়-ছোট কর্তারা এতটা ইন-একটিভ কেন?

এগুলোর সমাধান করতে না পারলে কোনোভাবেই দুর্বৃত্তদেরকে থামাতে পারবেন না। গোয়েন্দা লাগালেও, গ্রেফতার করলেও তারা মুখে মুচকি হাসি নিয়ে রাজকীয় হালে থাকবে। চিন্তা বড় করে করুন, দ্রুত করুন। এখনো সময় শেষ হয়ে যায় নাই। ফ্যাসিবাদী অপরাধী এবং দুর্বৃত্ত সহযোগীদের চোখে পানি আনতে না পারলে আপনাদের চোখের পানি কিন্তু ঝরতেই থাকবে।

26/12/2024

স্বৈরাচার পতন পরবর্তী বিপ্লবী সরকার আসা মানে স্বৈরাচারের দোসরদের অবস্থা খারাপ। হাজার হাজার আমলার চাকরি চলে যাবে,হাজার হাজার পুলিশের চাকরি চলে যাবে,আর্মিতে শতশত মানুষ চাকরি হারাবে ,সেই পলিটিকাল পার্টির হাজার হাজার লোককে জেলে ভরা হবে।
যেখানে স্বৈরাচারের চিহ্ন থাকবে তা উপড়ে ফেলা হবে। এটাই নিয়ম।

২০১৬ সালে এরদোগান ব্যর্থ অভ্যুত্থানের পর ১.৫ লাখ মানুষকে চাকরিচ্যুত করে এবং ৫০ হাজার জনকে গ্রেফতার করে।

কিন্তু আমাদের বিপ্লব পরবর্তী অতিরিক্ত সুশীল সরকার স্বৈরাচার আমলের ১০০ জনকেও চাকরিচ্যুত করে নাই,১০০০ জনকেও গ্রেফতার করে নাই।
সমণ্বয়করা প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুস সাহেবকে বসাইছে ঠিক আছে তার টিমমেট হিসেবে কিছু বিপ্লবী মানুষ দিতো? দিছে সবগুলা নপুংসককে।

সব বাটপার এবং অযোগ্য লোক দিয়ে উপদেষ্টামন্ডল বানাইছে,যারা চারমাসেও দেশে কোন কন্ট্রোল আনতে পারে নাই।
এই সরকার নিজে তো ডুববে ডুববেই ,পুরো দেশ নিয়ে ডুববে। দেশে একটা ম্যাসাকার বাধায় দিয়ে এরা চলে যাবে বিদেশ। ইউনুস সাহেবকে আম্রিকা রেসকিউ করবে কিন্তু আমাদের কে রেসকিউ করবে?
ছাত্রনেতা ও ক্ষমতাবান জনতারা আগে এই সরকারকে সংস্কার করেন নাইলে আম-ছালা সব যাবে এবং সবার আগে পিঠের চামড়া আপনাদের যাবে।

26/12/2024

লীগের বিচার করতে পারে নাই,
আহতদের পাশে দাঁড়াতে পারে নাই,
আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে পারে নাই,
বাজারের সিন্ডিকেট ভাঙতে পারে নাই,
আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই,

পারছে লীগের অপরাধীদের সেইফ এক্সিট দিতে,
চেতনাবাজদের ক্ষমতায় বসাতে।
পারছে বইতে এবর্শন ঢুকাতে,
নয়া বাকশাল তথা সাইবার বুলিং এক্ট করতে।

জনগণের গলা টিপে ধরার জন্য ছাত্র-জনতা রক্ত দিয়ে তোমাদের ক্ষমতায় বসাইছে?

17/12/2024

আপনার স্বামী যদি আলেম হন, সারাক্ষণ দীন নিয়ে ভাবেন, দাওয়াতের কাজ করেন, তাহলে তার প্রতি আপনার আলাদা সম্মান থাকা উচিত। আলেম হওয়া যেমন সহজ নয়, আলেমের স্ত্রী হওয়াও সহজ ব্যাপার নয়। অনেকেই বলেন, অমুক সমাজে যত বড় ব্যক্তিই হোন, বাসায় হোমমিনিস্টারের সামনে বিলাই। কথাটা হয়তো ফান হিসেবে বলা হয়, কিন্তু বাস্তবতা এমন হলে, সেটা কি ফান হিসেবে উড়িয়ে দেয়ার মতো?

সারাক্ষণ দীনের মেহনতে লেগে থাকা লোকগুলো ঈর্ষাযোগ্য। তাদেরকে যদি স্ত্রীরা পেটের জন্য খাটা পুরুষদের মতো কেবল বেতনের নোট দিয়ে হিসেব করে, তাহলে ব্যাপারটা দুঃখজনক। মাদারিসে কওমিয়্যা কেবল উপার্জনের জন্য আলেম তৈরি করে না; তারা সমাজের দীনি চাহিদা পূরণ, দীনি শিক্ষার প্রচার এবং দাওয়াতের মেহনত এগিয়ে নেয়ার জন্যই নায়েবে-নবি হিসেবে তৈরি হন। সুতরাং তাদেরকে টাকা দিয়ে মাপা অন্যায়। যদি এটুকু বুঝ না থাকে, তাহলে আপনি আলেমের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। এখানে ক্যালকুলেশন সম্পূর্ণ আলাদা।

তিনি প্রথমত আপনার স্বামী, দ্বিতীয়ত আলেম এবং তৃতীয়ত দীনের একনিষ্ঠ দায়ী। পিঠ সোজা রাখার মতো ইনকাম করার পর তিনি দিনরাত দীনি দাওয়াতে কাটিয়ে দেন। তাই, তাকে স্বামী হিসেবে সম্মান করুন, আলেম হিসেবে শ্রদ্ধা করুন, দায়ী হিসেবেও মর্যাদা দিন। কেবল স্বামীর সন্তুষ্টিই স্ত্রীর জান্নাতে যাওয়ার কারণ হলে তাকে আলিম ও দায়ী হিসেবে সম্মান করা, স্ত্রীর মর্যাদা বহুগুণ বাড়াবে। আলেম হিসেবে তিনি যত ভালো কাজ করবেন, সবগুলোর সওয়াব স্ত্রীও পুঙ্খানুপুঙ্খ নিজের আমলনামায় পাবেন।

অতএব, আপনার আলেম বাসায় ফিরলে তার সঙ্গে হাসিমুখে কথা বলুন। জামাটা জায়গামতো রাখুন, রুমালটা ভাঁজ করে নিন। পারলে একগ্লাস পানি দিন। আগেই কত টাকা ইনকাম করে এসেছে না জিগ্যেস করে, তার দাওয়াতি মেহনতের খোঁজ নিন। সে কোথাও জনকল্যাণে যেতে চাইলে তাকে ‘গিয়ে কী লাভ’ বলে আটকে দেবেন না, আলেম মানে সে সমাজের বিশেষ ও নির্বাচিত ব্যক্তি— লাভ ছাড়াও নিস্বার্থে সমাজকে তার বহুকিছু দেয়ার আছে। সেগুলো বুঝুন। নতুবা আপনার স্বামী ও অন্যদের ভেতর পার্থক্য খুঁজে পাবেন না। অন্যায় তুলনা শুরু করবেন।

আলেমের স্ত্রী হতে হলে মানসিকভাবে প্রস্তুত থাকুন, তারা আপনাকে টাকার বিছানায় রাখতে পারবে না। দীনের জন্য সবকিছু উজাড় করে দিয়ে, তারা হয়তো নিতান্ত পেটবাঁচানো জীবন বেছে নিবে। আপনাকেও সঙ্গ দিতে হবে। দরকারে মাটিতে শোয়া লাগবে, ডাল-আলু ভর্তা খেয়ে বাঁচা লাগবে। গাড়ি-বাড়ি তার হয়তো হবে না, মেনে নিতে হবে। এইটুকু মানসিক প্রস্তুতি কোনো স্ত্রীর থাকলে, তার স্বামী দায়িত্বসচেতন না হলেও সে তার পাওয়ারহাউজ হিসেবে কাজ করবে। এভাবে সমাজে না গিয়েও, স্বামীর যাবতীয় সামাজিক ও দাওয়াতি কাজের সওয়াব স্ত্রী নিজের করে নিতে পারবে।

আর যদি মাকসাদ থাকে জাগতিক আরাম-আয়েশ, তাহলে আগেভাগে সিদ্ধান্ত নিন। সমাজে দাড়িওয়ালা দুনিয়াদারের সংখ্যা বেড়েছে; ডাক্তার-ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরিজীবী। তাদের কারো জন্য নিজেকে প্রস্তুত করুন। অযথাই ‘মা লি ওয়া লিদ-দুনইয়া’ চেতনা লালন করা লোককে স্বামী করে, তাকে আলেম থেকে দুনিয়াদার বানানোর মেহনতে যুক্ত হয়ে লাভ কী? তার ভেতরের দায়িসত্তাকে মাটি দিয়ে, তাকে টাকার মেশিন বানাতে পাওয়ারহাউজ হিসেবে আপনি যে ভূমিকা নেবেন, পরকালে সেটার দায় এড়াতে পারবেন?

16/12/2024

বিজয় দিবসের শুভেচ্ছা।

১৮৩১ বালাকোট আন্দোলন
১৮৫৭ সিপাহী সংগ্রাম
১৯৪৭ ব্রিটিশ থেকে স্বাধীনতা
১৯৭১ পাকিস্তান থেকে মুক্তি
২০২৪ জুলাই সংগ্রামের নতুন স্বাধীনতার


জন্য নিবেদিত সংগ্রামী ও প্রাণ-উৎসর্গকারী প্রতিজন যোদ্ধার প্রতি শ্রদ্ধা এবং দোয়া। আল্লাহ তাআলা এদেশের স্বাধীনতাকে অর্থবহ করে দিন।

24/11/2024

(প্রাইভেসি)

আজ থেকে আর মাত্র ১০ বছর পর প্রাইভেসি বলে কিছুই থাকবে না।

আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবেনা। কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে---------

: হ্যালো ! এটা কি পিৎজা হাট?🙂

- না স্যার, এটা গুগল'স পিৎজা।🙄

: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?😒

- না স্যার, গুগল দোকানটা কিনে নিয়েছে।😱

: ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?🙂

- স্যার, আপনি সাধারণত যে পিজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন?🙄

: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?🤔

- আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিজা অর্ডার করেছেন।😳

: আমি এবারও ওটাই চাই।☺

- কিন্তু স্যার আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।😳

: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন?🤔

-সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।😱

: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন । কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই।😇

- কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন।🙄

: আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলা নিয়েছি।😇

- কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না!

: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।😑

- আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি।🙄

: আমার অন্য আয়ের উৎস আছে।😇

- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই।😠

: ধুর মিয়া, আপনার পিজার গুষ্টি কিলাই। পিজাই খামু না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।

- জি স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ শেষ হয়ে গেছে।🌍😠

এই হবে আমদের প্রাইভেসির অবস্থা।🙂🙂
ধন্যবাদ ✌😍

Address

Kalapara

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Tarek Abdur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Tarek Abdur Rahman:

Share

Category