12/11/2020
ভোলা জেলার বিদ্যুৎ সমস্যা সমাধানে
আপনাদের প্রিয় সংগঠন বিডিএফআই এর উদ্দ্যোগে বিগত ১৩/০৭/২০২০ তারিখে বিদ্যুত সচিব জনাব ডঃসুলতান আহমেদের সভাপতিত্ত্বে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী সভা অনুস্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্হত ছিলেন প্রাক্তন সচিব ও বর্তমান রাস্ট্রদুত জনাব শাহবুদ্দিন আহমেদ ও মাননীয় সচিব জনাব আবুল কালাম আজাদ। বিদ্যুৎ সংশ্লিষ্ট আরইবি, পিডিবি সহ সকল প্রতিষ্ঠানের প্রধানগন । সর্বমোট ১৩টি দাবী বিডিএফআই এর পক্ষ থেকে তুলে ধরা হয়। ৩ ঘন্টা ব্যাপি সভা শেষে সার সংক্ষেপে দেখা যায় ১২টি দাবীই প্রক্রিয়াধীন ও চলমান কিন্তু কভিড ১৯ এর কারনে কাজের গতি শ্লথ যাহাতে বিদেশী প্রকৌশলী ও শ্রমিকদেরও অংশগ্রহনও আছে। সংস্লিস্ট প্রধানদের অভিমতে উঠে আসে যে এসকল কাজ আগামী ফেব্রুয়ারী ও এপ্রিল ২০২১ এর মধ্যে সম্পন্ন হবে। তাতে ভোলার বিদ্যুৎ সমস্যা প্রায় ৮০ ভাগ সমাধান হবে। বিডিএফআই এর মূল ১ নং দাবী ছিল, জাতীয় গ্রীড থেকে ভোলায় সরাসরি বিদ্যুৎ পাওয়া। বিগত ০৫/১১/২০২০ এব্যাপারে সচিব মহোদয়,বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডঃ সুলতান আহমেদের সাথে বিডিএফআই এর বিদ্যুৎ কমিটির সদস্য সচিব বীর মুক্তিযুদ্ধা মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক এম এ মজিদ ও উপদেষ্টা ইন্জিনিয়ার আবু নোমান হাওলাদার মন্ত্রণালয়ে দেখা করেন। সচিব মহোদয় চরফ্যাসনে ও ভোলায় গ্রিড নির্মান পূর্বক জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ পাওয়ার প্রক্রিয়াটি শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন। চরফ্যাসনে ভূমি অধীগ্রহন সমাপ্ত ও কাজ সম্পাদনের আদেশ দেয়া হয়েছে বলে জানান এবং ভোলায় ভূমি অধীগ্রহন প্রক্রিয়ায় আছে বলে সচিব মহোদয় বিডিএফআই প্রতিনিধিদের জানিয়েছেন।তিনি আরও বলেন সকল দ্বীপ গুলোকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মুল গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে।