ভোলা ডিস্ট্রিক টিভি ৭১- bdtv71

ভোলা ডিস্ট্রিক টিভি ৭১- bdtv71 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভোলা ডিস্ট্রিক টিভি ৭১- bdtv71, Media/News Company, 254 Ibrahimpur, Kafrul.

12/11/2020

ভোলা জেলার বিদ্যুৎ সমস্যা সমাধানে
আপনাদের প্রিয় সংগঠন বিডিএফআই এর উদ্দ্যোগে বিগত ১৩/০৭/২০২০ তারিখে বিদ্যুত সচিব জনাব ডঃসুলতান আহমেদের সভাপতিত্ত্বে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী সভা অনুস্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্হত ছিলেন প্রাক্তন সচিব ও বর্তমান রাস্ট্রদুত জনাব শাহবুদ্দিন আহমেদ ও মাননীয় সচিব জনাব আবুল কালাম আজাদ। বিদ্যুৎ সংশ্লিষ্ট আরইবি, পিডিবি সহ সকল প্রতিষ্ঠানের প্রধানগন । সর্বমোট ১৩টি দাবী বিডিএফআই এর পক্ষ থেকে তুলে ধরা হয়। ৩ ঘন্টা ব্যাপি সভা শেষে সার সংক্ষেপে দেখা যায় ১২টি দাবীই প্রক্রিয়াধীন ও চলমান কিন্তু কভিড ১৯ এর কারনে কাজের গতি শ্লথ যাহাতে বিদেশী প্রকৌশলী ও শ্রমিকদেরও অংশগ্রহনও আছে। সংস্লিস্ট প্রধানদের অভিমতে উঠে আসে যে এসকল কাজ আগামী ফেব্রুয়ারী ও এপ্রিল ২০২১ এর মধ্যে সম্পন্ন হবে। তাতে ভোলার বিদ্যুৎ সমস্যা প্রায় ৮০ ভাগ সমাধান হবে। বিডিএফআই এর মূল ১ নং দাবী ছিল, জাতীয় গ্রীড থেকে ভোলায় সরাসরি বিদ্যুৎ পাওয়া। বিগত ০৫/১১/২০২০ এব্যাপারে সচিব মহোদয়,বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডঃ সুলতান আহমেদের সাথে বিডিএফআই এর বিদ্যুৎ কমিটির সদস্য সচিব বীর মুক্তিযুদ্ধা মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক এম এ মজিদ ও উপদেষ্টা ইন্জিনিয়ার আবু নোমান হাওলাদার মন্ত্রণালয়ে দেখা করেন। সচিব মহোদয় চরফ্যাসনে ও ভোলায় গ্রিড নির্মান পূর্বক জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ পাওয়ার প্রক্রিয়াটি শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন। চরফ্যাসনে ভূমি অধীগ্রহন সমাপ্ত ও কাজ সম্পাদনের আদেশ দেয়া হয়েছে বলে জানান এবং ভোলায় ভূমি অধীগ্রহন প্রক্রিয়ায় আছে বলে সচিব মহোদয় বিডিএফআই প্রতিনিধিদের জানিয়েছেন।তিনি আরও বলেন সকল দ্বীপ গুলোকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মুল গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

29/07/2020

আমি দেখেছি,
কিছু মানুষ জীবনের অনেকটা সময় অভিযোগ করেই কাটিয়ে দেন।তারা রসগোল্লার ছিদ্রগুলিই দেখেন স্বাদ না এবং হতাশার ভাব নিয়ে থাকেন

06/07/2020

ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম।তিনি ২০১৮ সালে পুলিশ সুপার হিসাবে পদোন.....

ভোলার কৃতি সন্তান মোহাম্মদ আলমগীর এস পি পদে পদোন্নতি।
06/07/2020

ভোলার কৃতি সন্তান মোহাম্মদ আলমগীর এস পি পদে পদোন্নতি।

03/07/2020

"সত্যের খোঁজে দেশের পক্ষে " এ বিশ্বাস লালন করে দাইয়ান মাল্টি মিডিয়া প্রকাশ করলো ২৪ ঘন্টার অনলাইন পত্রিক। বিডিটিভি৭১.আপনারা দেশের পক্ষে,জনতার পক্ষে,ন্যায়ের পক্ষে এবং বিডিটিভি৭১ এর পক্ষে থাকুন।আপনি যদি মানবতার পক্ষে থাকেন বিডিটিভি৭১ আপনার পক্ষে থাকবে।বিশেষ করে ভোলার মুখপাত্র হিসাবে কাজ করার প্রত্যয় নিয়ে বিডিটিভি৭১ এর যাত্রা শুরু।বিডিটিভি৭১ রাজনীতির কথা বলে,সমাজনীতির কথা বলে,মাদকমুক্ত সমাজের কথা বলে,দুর্নীতির বিরুদ্ধে কথা বলে,সৃজনশীলতার কথা বলে।একটি আধুনিক পত্রিকা সমাজের আয়না, দেশের পাহারাদারের মত কাজ করে।দেশ প্রেম যাদের মনে জাগ্রত, তাদের জন্যই বিডিটিভি৭১। এ পত্রিকাটি সৎ,শিক্ষিত সমাজের প্রতি দায়বদ্ধ একঝাক সংবাদ কর্মী নিয়ে কাজ করবে।এ পেইজ টি আপনার ভালবাসার, শ্রদ্ধার,পেইজ।আসুন আমরা সবাই মিলে মিশে দেশকে,ভোলাকে,সমাজকে বিডিটিভি৭১ কে এগিয়ে নিয়ে যাই।পরিবেশ রক্ষায় আমরা সচেতন হই।গাছ লাগাতে কৃপনতা না করি।অন্যকে গাছ লাগাতে অন্যকে আগ্রহ সৃষ্টি করি।মানুষকে সচেতন করার বিকল্প নাই।যদিও ভোলার মানুষ লড়াকু স্বভাবের।এই স্বভাব সব ক্ষেত্রে কার্যকর নয় বিশেষ করে করোনা মহামারিতে।প্রচুর প্রচারনা চালাতে হবে। বুঝাতে হবে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে।প্রচারনা প্রশাসন চালাতে পারে পাশাপাশি আমরাও এগিয়ে আসতে পারি।ভোলাকে করোনা মুক্ত বা সহনীয় পর্যায়ে আনতে আমাদের করনীয়।
১.মানুষ সচেতন নয়।সচেতনতা মুলক প্রচুর মাইকিং করতে হবে।মাস্ক পড়ার ব্যপারে আগ্রহ সৃষ্টি করতে হবে।
২.মহল্লার চায়ের দোকানে অপ্রয়োজনীয় আড্ডা বন্ধ করাতে হবে।
৩.সবচেয়ে বেশী করোনা ছড়িয়েছে লঞ্চ।সামাজিক দুরুত্বের কোন বালাই নাই।ডেকে গাদাগাদি করে যাত্রী চলাচল করে।আমি মনে করি সামাজিক দুরুত্ব মানাতে না পারলে ১৫ দিন লঞ্চ চলাচল বন্ধ রাখতে হবে।
৪.টেস্ট বাড়াতে হবে।
৫. প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন গুলোকে কাজে লাগাতে হবে।
৬.প্রচারনা সহ বিভন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য ইউনিয়ান পর্যায়ে স্বেচ্ছাসেবক প্রস্তুত করতে হবে।
৭. যিনি করোনা টেস্টের স্যাম্পল দিবেন তিনি ঐ সময় থেকে রিপোর্ট না আসা পর্যন্ত লকডাউনে থাকবেন।
৮. করোনার লক্ষন গুলোর কোন একটি দেখা দিলে টেস্ট না করালেও বাসায় অবস্থান করবেন তবে গ্রামের মানুষ এখনও জানেনা করোনার লক্ষন গুলো কি তাই মাইকিং এর বিকল্প নাই। চলমান---

03/07/2020

bdtv71.com

03/07/2020

আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কাঁন্না চলে আসছে!
বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়।
অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দনে অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভন্ড জাতি।
বিন্দুপরিমান কৃতজ্ঞতাবোধ আমাদেরই নেই, এই জন্যে এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না কারন জ্ঞানীদের কদর এদেশে নেই।

[আইডিয়াল স্কুল থেকে মেট্রিক 7th স্ট্যান্ড, নটরডেমিয়ান,
ঢাকা ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজি ফার্স্ট ক্লাস (থার্ড পজিশন), মাস্টার্স ফাস্ট ক্লাস (ফাস্ট পজিশন)]
অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে!
চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়!
একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন!

এরাই দেশের রিয়েল হিরো, ঐ ১০ মিনিট অনলাইনে বসে থেকে ২/৪ টা ইংরেজি শব্দ শেখনেওয়ালারা নয়।
ভাইরাল যদি করতেই হয় তাহলে আসিফ মাহমুদদের করুন।।

(কপি পোষ্ট)

যাকে লালন করি অন্তরে সে তুমি!
03/07/2020

যাকে লালন করি অন্তরে সে তুমি!

03/07/2020
03/07/2020

"সত্যের খোঁজে দেশের পক্ষে " ভোলা ডিস্ট্রিক টিভি http://bdtv71.com/

Address

254 Ibrahimpur
Kafrul
1206

Alerts

Be the first to know and let us send you an email when ভোলা ডিস্ট্রিক টিভি ৭১- bdtv71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভোলা ডিস্ট্রিক টিভি ৭১- bdtv71:

Share


Other Media/News Companies in Kafrul

Show All

You may also like