আমাদের দেশ

  • Home
  • আমাদের দেশ

আমাদের দেশ এই পেজে নিউজ দিতে চাইলে মেসেঞ্জারে যো?

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত অর্ধশত....রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘ...
05/09/2022

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত অর্ধশত....

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাসের হেলপারসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত বাসযাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১২টার পরে রংপুর–দিনাজপুর মহাসড়কে ইকোরচালী হাজীপাড়া এলাকায় খারুভাজ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ তাদেরকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ।
তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের দু’জনের পরিচয় মিলেছে একজনের নাম জীবন অন্যজনের নাম ধনঞ্জয়।

আরও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি....দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি ...
30/08/2022

আরও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি....

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬০১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট পাঁচ হাজার ৯৩০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ৮৮৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৪২ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট পাঁচ হাজার ১৯৮ জন।

এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট চার হাজার ২৭৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৯২০ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি...জামায়াত নাম পাল্টালে কী হবে, জিনিস তো একই : ইসিদেশে ফিরলো ভারতে আটকে পড়া ৮৮ বাংলা...
29/08/2022

এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি...

জামায়াত নাম পাল্টালে কী হবে, জিনিস তো একই : ইসিদেশে ফিরলো ভারতে আটকে পড়া ৮৮ বাংলাদেশি জেলেরুশ সেনাদের বিরুদ্ধে খেরসনে পাল্টা আক্রমণ ইউক্রেনেরকেমন হতে পারে বাংলাদেশের একাদশ?রাজাকারের তালিকা তৈরির বিধান রেখে সংসদে বিল পাসসাকিব কী এক নিঃসঙ্গ শেরপা নন?বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই নির্বাচনে আসবে : পানিসম্পদ উপমন্ত্রীনোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫সর্বজনীন পেনশন বিল সংসদে উত্থাপনহামলা করে গণজোয়ারকে স্তব্ধ করতে চায় আওয়ামী লীগ : এমরান সালেহ
এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি

এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি
অনলাইন ডেস্ক
২৯ আগস্ট, ২০২২ ১৮:০৮

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

এর আগে গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চেক ডিজঅনারে জেলে পাঠানো সংবিধান পরিপন্থী...চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্...
29/08/2022

চেক ডিজঅনারে জেলে পাঠানো সংবিধান পরিপন্থী...

চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থী বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাই কোর্ট। চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে গতকাল বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চের দেওয়া রায়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। রায়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারা সংশোধন করে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করতে জাতীয় সংসদকে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ধারা সংশোধন না হওয়া পর্যন্ত চেক ডিজঅনার মামলা নিষ্পত্তিতে একটি গাইডলাইন দেওয়া হয়েছে রায়ে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, কোনো ব্যক্তিকে তার ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে বন্দি রাখা ব্যক্তিগত স্বাধীনতা হরণের সমান। রায়ে আদালত উন্নত বিশ্বের উদাহরণ টেনে বলেন, সিঙ্গাপুর, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান নেই। এসব দেশে চেক ডিজঅনারের মামলাগুলোকে দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে ১৯৯৪ সালে পেনাল কোড সংযোজনের মাধ্যমে আধা-ফৌজদারি হিসেবে পরিণত করা হয়েছে। পর্যবেক্ষণে হাই কোর্ট বলেন, কনট্রাকচ্যুয়াল অব নেগোসিয়েশন বা চুক্তিগত দায়-দায়িত্ব পূরণে ব্যর্থতার জন্য কোনো ব্যক্তিকে কারাগারে বন্দি রাখা যাবে না। চুক্তিগত দায়-দায়িত্ব পূরণে ব্যর্থতার জন্য যদি কারাগারে পাঠানো হয় তাহলে অচিরেই বাংলাদেশের বেশির ভাগ মানুষ কারাগারে চলে যাবে। এটা কারও কাম্য নয়।
আদালত মনে করেন, এনআই অ্যাক্টের ১৩৮ ধারা দ্রুত সংশোধন করে কারাগারে পাঠানোর বিধান বাতিল করা আবশ্যক। আদালত প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জাতীয় সংসদ অতি দ্রুত এনআই অ্যাক্টের ১৩৮ ধারা সংশোধন করবে বলে আমাদের প্রত্যাশা।
আদালত বলেন, জাতীয় সংসদ যতদিন না ১৩৮ ধারার সংশোধন না করেন বা সংশোধনী আনা হয়, ততদিন পর্যন্ত এনআই অ্যাক্টের ১৩৮ ধারার আওতায় চেক ডিজঅনারের মামলা আপসযোগ্য হবে। চেক ডিজঅনারের মামলা বিচারের এখতিয়ার সম্পন্ন দেশের সব আদালতে সাজার পরিবর্তে তিন গুণ পর্যন্ত জরিমানা দিতে পারবে। আদালত এই রায়ের অনুলিপি দেশের সব আদালতে ও আইন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আমরা বিএনপি-জামায়াতকে খুন-হত্যার রাজনীতি আর করতে দেব না...বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউ...
29/08/2022

আমরা বিএনপি-জামায়াতকে খুন-হত্যার রাজনীতি আর করতে দেব না...

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‌‘বিএনপি-জামায়াত কথায় কথায় বাংলাদেশকে অচল করে দিতে চায়। এরা দেশের উন্নয়ন অগ্রগতি ও শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরা সবসময় দেশে আঘাত আনতে চায়। এরা কখনো চায় না দেশের উন্নতি হোক।
এরা চায় বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে এবং তারা দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দেশে এদের খুন, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি আর করতে দেব না।
জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সোমবার বিকালে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় ঘরে বসে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু তিনি চিকিৎসার নামে হাসপাতালে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আর এর মূল নেতৃত্ব দিচ্ছে ৭ হাজার মাইল দূরে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান তার বাবা খুনি জিয়াউর রহমানের পথেই হাঁটছে।
এই তারেক রহমানের নেতৃত্বে একুশে আগস্টে আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছিল। ’
তিনি বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া তার স্বামীর মতো জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন। তাদের রাজনীতিতে পুর্নবাসন করেছেন। রাজনীতিতে এনে সংসদে বসার সুযোগ দিয়েছেন। তার লক্ষ্য ছিল জাতির পিতার সোনার বাংলাদেশকে বিতর্কিত করা।

আমাদের বাঙালির জাতীয়বাদকে ধ্বংস করা। তারা চেয়েছিল জাতির পিতার অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতিকে উপড়ে ফেলতে। খালেদা জিয়া এই দ্বন্দ্ব ধ্বংসের রাজনীতি শুরু করেছিলেন। তার সকল অপকর্মের জবাব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দিয়েছেন। তিনি দীর্ঘ ২১ বৎসর লড়াই-সংগ্রাম করে আমাদের রক্ষা করেছেন। ’
আওয়ামী লীগের এ নেতা বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আমরা বিশ্বের মধ্যে সন্মানিত জাতি। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বের বড় বড় নেতা আজ শেখ হাসিনাকে সন্মান করে। আমাদের জাতির পিতার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। জাতির পিতার আদর্শের প্রতি বিশ্বস্ত হয়ে তার আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার পাশে থেকে আমাদের নীতিবান হতে হবে, আদর্শবান হতে হবে, নৈতিক শক্তিতে বলিয়ান হতে হবে। ’

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে. এম. আযম খসরুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ।

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমলো....দেশের বাজারে ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে বলে ...
29/08/2022

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমলো....

দেশের বাজারে ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার দিবাগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

লিটারে ৫ টাকা কমায় ডিজেল ও কেরোসিনের নতুন নির্ধারিত মূল্য হবে ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকা।
জ্বালানি তেলের দাম এক ধাক্কায় প্রায় দেড়গুণ বাড়ানোর ২৩ দিন পর দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে নসরুল হামিদ বলেন বলেন, ‌‘ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে কমানো হয়েছে। আজ সোমবার দিবাগত রাত ১২টা থেকেই তা কার্যকর হবে।

মহামারীর পর ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি সঙ্কটকে কারণ দেখিয়ে গত ৫ আগস্ট সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার।
তাতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫ শতাংশ বেড়ে হয় প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬ শতাংশ বেড়ে প্রতি লিটার ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেনের দাম ৫১.৬৮ শতাংশ বেড়ে হয় ১৩৫ টাকা।

আজকের ব্রেকিং নিউজরাজাকারের তালিকা তৈরির বিধান রেখে সংসদে বিল পাস...রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের...
29/08/2022

আজকের ব্রেকিং নিউজ
রাজাকারের তালিকা তৈরির বিধান রেখে সংসদে বিল পাস...

রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা তৈরির বিধান রেখে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল-২০২২’ বিল সংসদে পাস হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য সংখ্যা হবে ১২ জন। প্রধানমন্ত্রী হবেন কাউন্সিলের প্রধান উপদেষ্টা।
এ ছাড়া কাউন্সিলের আটজন সদস্য প্রধান উপদেষ্টা মনোনয়ন দেবেন। যারা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হবেন। ’
‘উপদেষ্টা পরিষদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব থাকবেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সব সংগঠনের নিবন্ধন প্রদান, সাময়িকভাবে স্থগিত ও বাতিল করতে পারবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
এতে আরও বলা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা মহান মুক্তিযুদ্ধকালীন রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সদস্য হিসেবে বা আধা-সামরিক বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা-সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত থেকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন বা খুন, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগের মতো অপরাধমূলক ঘৃণ্য কার্যকলাপের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ সংগঠিত করেছেন অথবা একক, যৌথ বা দলীয় সিদ্ধান্তে প্রত্যক্ষ, সক্রিয় বা পরোক্ষভাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তাদের তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশের জন্য সরকারের কাছে সুপারিশ করবে কাউন্সিল।

৮০ হাজার টাকায় ২ সন্তানকে বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিলেন ওসি...চাঁদপুরের হাজীগঞ্জে দেড় বছর আগে বিদ্যুৎ বিল ও ঋণের টাকা ...
29/08/2022

৮০ হাজার টাকায় ২ সন্তানকে বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিলেন ওসি...

চাঁদপুরের হাজীগঞ্জে দেড় বছর আগে বিদ্যুৎ বিল ও ঋণের টাকা পরিশোধ করার জন্য বিক্রি করা দুই কন্যা শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গত বুধবার (২০ জুলাই) দুপুরে দুই শিশুকে উদ্ধার করে প্রকৃত মা-বাবার হাতে তুলে দেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

চাঁদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড...চাঁদপুরের মতলব দক্ষিণে এক তরুণীকে (২০) ধর্ষণের পর হত্যার দায়ে ৪ জনকে ...
29/08/2022

চাঁদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড...

চাঁদপুরের মতলব দক্ষিণে এক তরুণীকে (২০) ধর্ষণের পর হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কামাল মিয়াজী, আবুল বাশার, জিয়া ও মাহমুদা বেগম।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বলেন, আসামি কামাল মিয়াজী ও মাহমুদা বেগম ওই তরুণীকে হত্যার জন্য আসামি আবুল বাশার ও জিয়াকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া করেন। এর পরিপ্রেক্ষিতে আবুল বাশার ও জিয়া ২০১৩ সালের ২২ মে রাতে ওই তরুণীকে উপজেলার রসুলপুর গ্রামের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন। পরে থানার পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ধর্ষণ ও হত্যার দায়ে আসামিদের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড, ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

কচুয়ায় এক অসহায় পরিবারের ঘর-বাড়ি গুড়িয়ে দিয়েছে প্রবাসীর স্ত্রী হাসিনাচাঁদপুরের কচুয়ায় ইউপি সদস্য মো. আব্দুল জলিলের উপস্থ...
22/08/2022

কচুয়ায় এক অসহায় পরিবারের ঘর-বাড়ি গুড়িয়ে দিয়েছে প্রবাসীর স্ত্রী হাসিনা

চাঁদপুরের কচুয়ায় ইউপি সদস্য মো. আব্দুল জলিলের উপস্থিতিতে প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী হাসিনা বেগমের ভাড়াটিয়া লোকজনরা এক নীরিহ পরিবারের বাড়ি-ঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কড়ইয়া ইউনিয়নের কচুয়া-কালিয়াপাড়া সড়কের পাশে নোয়াগাঁও ব্রীজ সংলগ্ন উত্তর পাশে ভাংচুর ও লুটপাটের এ ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে ভুক্তভোগী নোয়াগাঁও গ্রামের আলাউদ্দিন বেপারী বাড়ির মৃত আব্দুল খালেকের স্বামী পরিত্যাক্তা মেয়ে তাহমিনা বেগম জানান, আমি নিতান্তই এক হতদরিদ্র পরিবারের সন্তান। স্বামী কতৃক পরিত্যাক্ত হয়ে আমার ১১ বছর বয়সি এক ছেলে ও মাকে নিয়ে নোয়াগাঁও ব্রীজ সংলগ্ন খালের উত্তর পাশে দক্ষিণ নোয়াগাঁও মৌজার ১৭’শ দাগে আমার পৈত্রিক সম্পত্তিতে ঘর উঠিয়ে দীর্ঘ প্রায় ৭/৮ বছর বসবাস করে আসছি। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ৯নং কড়ইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল জলিলের উপস্থিতে তার ভাই প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী হাসিনা বেগম তার মদদপুষ্ট লোকজন নিয়ে আমার বসত ঘর, রান্নাঘর, ল্যাট্টিন ভাংচুর করে পাশের পুকুর ও খালে ফেলে দেয়। এছাড়া আমার টিউবওয়েল খুলে নিয়ে যায়। এসময় আমি, আমার ছেলে ও মা জান্নাতুল ফেরদাউস বাঁধা দিতে গেলে হাসিনার ভাড়াটিয়া লোকজনরা আমাদেরকে বেধম মারধর করে। এসময় উপায়অন্ত না পেয়ে সাহায্যের জন্য ৯৯৯ ফোন দিলে কচুয়া থানার এসআই আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছলে হাসিনা বেগমের ভাড়াটিয়া লোকজনরা সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আমি একটি সিএনজিযোগে থানায় অভিযোগ দেয়ার জন্য রওয়ানা করলে তারা সিএনজি চালকে মারধর করে ও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে থানায় যেতে দেয়নি। বর্তমানে আমি বসতবাড়ি হারিয়ে অন্যের ঘরে থেকে মানবেতর জীবন যাপন করছি। তাছাড়া হাসিনা গংদের বিভিন্ন ভয়ভীতির মুখে সম্পূর্ন নিরাপত্তা হীনতায় ভুগছি।

এ ঘটনায় ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, তাহমিনার ঘর দরজা ভাংচুরের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাংচুর থামাতে চেষ্টা করি।

হাসিনা বেগম বলেন, চাঁদপুর জেলা পরিষদ থেকে তাহমিনার বসত ঘর অংশের লিজ নিয়েছি। তাহমিনার কোন ঘর দরজা ভাংচুর করিনি। লিজকৃত জায়গায় তাহমিনা নতুন করে ঘর করার উদ্যোগ নিলে আমরা বাধা দিতে যাই। এতে তাহমিনা ও তার লোকজনরা আমাদেরকে মারধর শুরু করলে আমরাও পাল্টা মারধর করি। এদিকে তাহম।

রিলেক্স বাস প্রতি তিন কিলোমিটার ২৫ টাকা ভাড়া নিচ্ছেন 😦প্রশাসন মনে হচ্ছে ঘুমিয়ে আছে!
20/08/2022

রিলেক্স বাস প্রতি তিন কিলোমিটার ২৫ টাকা ভাড়া নিচ্ছেন 😦
প্রশাসন মনে হচ্ছে ঘুমিয়ে আছে!

Address


Alerts

Be the first to know and let us send you an email when আমাদের দেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share