Hm HasaN

Hm HasaN I am professional digital marketer & specialist social media platform expart. Insha-allah

জীবন কারও জন্যই সহজ নয় ✍️দূর থেকে দেখলে মনে হতেই পারে ভারতের সবচেয়ে ধনাঢ্য পরিবারের ছোটে নবাব অনেক রাজকীয় জীবন যাপন করছে...
05/03/2024

জীবন কারও জন্যই সহজ নয় ✍️

দূর থেকে দেখলে মনে হতেই পারে ভারতের সবচেয়ে ধনাঢ্য পরিবারের ছোটে নবাব অনেক রাজকীয় জীবন যাপন করছেন। কিন্তু বাস্তবতা মোটেও সেরকম নয়। আম্বানি পরিবারের ছোট নবাব চাইলেই যা খুশি তাই করতে পারেন না, খাইতে পারেন না। তার এমন একটা দুরারোগ্য ব্যাধি আছে যে ব্যাধির কারণে খাওয়া দাওয়ার উপর তার অনেক রেস্ট্রিকশনস। নিয়মিত ৫ ঘন্টা তাকে জিমেই কাটাতে হয়। না হলে ওজন কেবল বাড়তেই থাকে। একঝাঁক ফিটনেস ট্রেইনার রাখার পরও তার ওজন গিয়ে ঠেকেছে ১৬০ কেজিতে!

জীবন কারও জন্যই সহজ নয়।

কাজেই অনেক বেশি ধন সম্পদের চেয়েও আল্লাহর কাছে একটা সুস্থ, সবল, সহজ, সুন্দর জীবন পাওয়াটাই অনেক অনেক স্পেশাল 🙏

So সুস্থ জীবন সুন্দর,, আল্লাহু তালার সবচেয়ে বড় একটা নিয়ামত /দয়া ✍️



বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন
05/01/2024

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন

02/01/2024
★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়❓উ- ৭ টি।★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো❓উ- ৩ টি।★ কাজ শেষ হলে কত দিন পর মূল...
26/11/2023

★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়❓
উ- ৭ টি।

★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো❓
উ- ৩ টি।

★ কাজ শেষ হলে কত দিন পর মূল Account ডলার যোগ হবে❓
উ- ১৪ দিন নতুনদের জন্য।

★ কত ডলার হলে Fiverr $ withdraw দিতে পারবো❓
উ- payoneer এ রিভিনিউ কার্ড ৩০$, ব্যাংক ট্রান্সফার ২০$ পেপালে ১$.

★ Account কত দিন পর ভেরিফাই চায়❓
উ- ২-৩ টা কাজ complete করলে।
(সকল সার্ভিস এর জন্য না)

★ আমি কি কারো গিগ কপি করতে পারবো❓
উ- কপি করতে যাবেন না তাহলে warning খাবেন। (আইডিয়া নিতে পারেন)

★ আমি কি কারো গিগ টাইটেল কপি করতে পারব❓
উ- হুম পারবেন।

★ আমার তো পাসপোর্ট/NID কার্ড নাই তাহলে কিভাবে ভেরিরিফাই করবো❓
উ- আপনার বাসার কারো পাসপোর্ট /NID দিয়ে পারবেন।

★ Fiverr Account আমার নামে কিন্তু আমি কি অন্য কারো ব্যাংক আ্যড করতে পারবো❓
উ- হ্যা, পারবেন।

★ আমি যদি Profile picture পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে❓
উ- না, কোনো সমস্যা হবে না। গিগ rank ও হারাবে না।

★ কাজ করলাম ১০ ডলারের কিন্তু আমি কেন ৮$ পাইলাম❓
উ- ফাইবারের ২০% চার্জ এর জন্য।

★Fiverr account একই সময়ে মোবাইলে ও ল্যাপটপে লগইন করা যাবে❓
উ- পারবেন।

★ একটি ল্যাপটপ / মোবাইলে কিভাবে একাধিক Account ব্যবহার করতে পারবো❓
উ- না করাই ভালো। করতে চাইলে windows দিয়ে নতুন করে খুলবেন।

★আমি সেলার হয়ে ফাইভারের কোন সেলার থেকে সার্ভিস ক্রয় করতে পারবো❓
উ- হ্যাঁ পারবেন।

★সেলার একাউন্ট থেকে সেলার একাউন্টে মেসেজ করা যাবে❓
উ- কাজ না থাকলে এসব থেকে বিরত থাকেন।

★ক্লাইন্টের সাথে জুম/গুগল মিটে কথা বলা যাবে❓
উ- জি কাজের জন্য হলে পারবেন।

★ ফাইভারে আউটসাইটে পেমেন্ট নেওয়া নিয়ে কথা বলা যাবে❓
উ- কোন ভাবেই না। ❌

★ গিগ র‍্যাংকে আছে কি না বুঝবো কিভাবে❓
উ- আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজবেন।

★ কাজ শেষ করার কতো দিনের মধ্যে ক্লাইন্ট চাইলে রিভিউ দিতে পারবে❓
উ- ১০/১৪ দিন।

★ ক্লাইন্টের কাছে রিভিউ চাইতে পারবো❓
উ- ডাইরেক্ট রিভিউ এর জন্য না লিখে আপনি বলতে পারেন আমার সাথে করা কাজ নিয়ে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
©

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের কিছু ক্রিটিক্যাল দিক★ একাদশে যদি অশ্বিনকেও দেখেন বুঝবেন স্পিনিং ট্র্যাক★ একাদশে অশ্বিন না ...
19/11/2023

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের কিছু ক্রিটিক্যাল দিক

★ একাদশে যদি অশ্বিনকেও দেখেন বুঝবেন স্পিনিং ট্র্যাক
★ একাদশে অশ্বিন না খেললে স্পোর্টিং ট্র্যাক
★ সেমিফাইনালে সিক্সথ বোলিং অপশনের একটা অভাব ছিলো যেকারণে হয়তো সুরাইয়া কুমার যাদবকে বসিয়ে রবিচন্ত্রন অশ্বিনকে নেয়া হতে পারে!
★ অস্ট্রেলিয়া দলের টপ অর্ডারে দুইজন বাহাতির কথা মাথায় রেখে একজন কুয়ালিটি অফস্পিনার নিতে পারে
★ আগামীকাল হাইস্কোরিং ম্যাচ হবার সম্ভাবনা খুবই কম
★ ম্যাচে ভারত ক্লিয়ারলি ফেবারিট
★ ভারতের অনেক কিছু নির্ভর করবে তাদের টপ থ্রি ব্যাটারের উপর
★ ১ লাখ দর্শকের সামনে খেলা যেকোন দলের জন্যই প্রেসারের। তবে চাপের সময় সবচেয়ে ভালো খেলা দলটির নাম অস্ট্রেলিয়া 😏
★ টসে জিতলে উভয় দলই আগে ব্যাট করে ২৮০+ রান ৷ করতে চাইবে
★ ভারতের জয়ের জন্য ২৭০+ রান যথেষ্ট হতে পারে
★ অস্ট্রেলিয়াকে জিততে হলে ২৮৫+ রান করতে হবে
★ টসের আগে ভারতের জয়ের সম্ভাবনা ৬৫% থাকবে
★ টসে জিতলে ভারতের জয়ের সম্ভাবনা ৮০% হয়ে যাবে
★ অস্ট্রেলিয়া টসে জিতলে জয়ের সম্ভাবনা ৫২% হবে
★ ভারতের ব্যাটিংয়ের ট্রাম্প কার্ড রোহিত শর্মা নিজেই
★ অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ট্রাম্প কার্ড ট্রাভিস হেড
★ হেড কিংবা রোহিত কেউ একজন ২০ ওভার ব্যাটিং করে দিতে পারলেই ম্যাচের গতিবিধি অনেকটাই নির্ধারিত হয়ে যাবে

সবকিছু ছাপিয়ে দারুণ উপভোগ্য একটা ম্যাচের প্রত্যাশা।

King Kohli. ☹️🏏
15/11/2023

King Kohli. ☹️🏏

26/10/2023

বাংলাদেশের ৭০% মানুষের WiFi ডাউন। গ্রামীন ছাড়া কোনো নাম্বারে কল যায় না৷

খাজা ইউনুস টাওয়ার (মহাখালী) তে এ আ*গুন লেগেছে।

যেখানে বেশীরভাগ IPTSP, NOC ও ডাটা সেন্টার। তাই বাংলাদেশের ৭০% IIG ডাউন!

বিচ্ছিন্ন হয়ে আছে বেশিরভাগ কোম্পানির ইন্টারনেট সেবা৷ কি একটা অবস্থা! 🥺

মহাখালী ডাটা সেন্টার এ আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী। ঢাকা শহরের প্রায় সকল গ্রাহকেরই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অথবা মারাত্মক ধীরগতির সমস্যা হচ্ছে।

৯০০ কোটির এফডিআর নাই, আজীবন মেয়াদের সভাপতি, সিলেক্টর্স নাই, ভালো কোন মাঠ নাই, ফ্যাসিলিটিজ নাই! এখন পর্যন্ত নিজের দেশে ক...
23/10/2023

৯০০ কোটির এফডিআর নাই, আজীবন মেয়াদের সভাপতি, সিলেক্টর্স নাই, ভালো কোন মাঠ নাই, ফ্যাসিলিটিজ নাই! এখন পর্যন্ত নিজের দেশে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারার সুখস্মৃতি নাই। খালি নাই আর নাই। এরকম শত নাই আর নাই কে উতরে গিয়ে আফগানরা বারবার দেখিয়ে দেয়, প্রমাণ করে দেয় সব আছে। তাদের সেই সব আছেই হচ্ছে দেশের প্রতি ডেডিকেশন, ভালোবাসা। সেই ডেডিকেশনের জোড়েই তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে দাপটের সাথে হারিয়ে দেয়! ভাইরে সুযোগ সুবিধাই সব না। দেশ, জাতি আর পতাকার প্রতি টান থাকা লাগে। কিছু করে দেখানোর নেশা থাকা লাগে। নিজেদের মধ্যে গুটিবাজি আর কামড়াকামড়ি করে ভালো কিছু করা যায় না।

Congratulations Afghanistan 🇦🇫

 ?▪️এস ই ও এর পুরো অর্থ হলো ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ (Search Engine Optimisation)।▪️অর্থাৎ কোনো  একটা কন্টেন্টকে সার্চ ই...
01/10/2023

?
▪️এস ই ও এর পুরো অর্থ হলো ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ (Search Engine Optimisation)।

▪️অর্থাৎ কোনো একটা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা হলে সেটাকে এস ই ও বলে। এখন আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে “অপটিমাইজ করা বলতে কি বোঝায়?

▪️▪️অপটিমাইজ করা বলতে মূলত সার্চ ইঞ্জিনের কিছু রিকুয়ারমেন্ট থাকে যা ঠিকমতো করতে পারলেই শুধুমাত্র আপনার কন্টেন্ট এসইও অপটিমাইজড হবে। আর এস ই ও অপটিমাইজ করতে পারলে আপনার কন্টেন্ট/প্রোডাক্ট/লেখা/ভিডিও যেকোনো কিছু সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসতে পারবেন।

আর আপনি বা আমি সবাই জানি সার্চ ইঞ্জিনের (গুগল) প্রথম পাতায় আসতে পারলে আপনার সাইটে ভিজিটর বাড়বে, আপনার প্রোডাক্টের বিক্রি বাড়বে।




27/09/2023

Bangladesh 🇧🇩

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যেকোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র‍্যাংকে উপরে নিয়ে আসার কার্যকরী পদ্ধতি। আর এই যুগ...
27/09/2023

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যেকোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র‍্যাংকে উপরে নিয়ে আসার কার্যকরী পদ্ধতি। আর এই যুগে প্রতিনিয়ত বেড়ে চলছে SEO-এর ডিমান্ড।

তাই ABCLIT নিয়ে এসেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর CBT&A এর NTVQF SEO লেভেল-০৪ এর সিলেবাস অনুযায়ী একটি কম্পিলিট কোর্স।
যেখানে আপনি পাবেন,
✅ ৩০ টি ক্লাস।
✅ ক্লাসের ভিডিও রেকর্ডিং।
✅ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ক্লাস।
✅ NTVQF লেভেল-০৪ এর এসেসমেন্ট।

বিস্তারিত জানতে জয়েন করুন আমাদের ফ্রী সেমিনারে।

➡️তারিখ: ২৯ তারিখ।
➡️সময়: রাত ৮ টা।
➡️ভেনু: অনলাইন জুম মিটিং।

দূর এলাকার কাশবন... ❣️🥰🥰
22/09/2023

দূর এলাকার কাশবন... ❣️🥰🥰

সমুদ্র 💚ডিজিটাল মার্কেটিংকে আমি সমুদ্রের সাথে তুলনা করি। ডিজিটাল মার্কেটিং মানেই শুধু SEO বা fb ads না।  ডিজিটাল মার্কেট...
22/09/2023

সমুদ্র 💚

ডিজিটাল মার্কেটিংকে আমি সমুদ্রের সাথে তুলনা করি। ডিজিটাল মার্কেটিং মানেই শুধু SEO বা fb ads না। ডিজিটাল মার্কেটিংয়ের শাখা প্রশাখা অনেক প্রশস্ত 🍀

আপনি যেই স্কিল নিয়েই কাজ করেন, ডিজিটাল মার্কেটিং আপনার কাজের পরিধি বিস্তৃত করবে। ডিজিটাল মার্কেটিং জানলে আপনি বুঝতে পারবেন কিভাবে ডিজিটালি কোন কিছু বিক্রি করতে হয়, কিভাবে নিজের স্কিল কে সহযে সবার কাছে পৌছাতে হয় মোট কথা ক্লাইন্ট কিভাবে ম্যানেজ করতে হয়🌸

কোর্স করতেই হবে এমন কোন কথা নেই, ইউটিইব থেকেই নিজের স্কিলকে আপডেট করতে পারবেন কিন্তু সার্চ করার মতো ইচ্ছা শক্তি থাকতে হবে 😛

এশিয়া কাপ জেতা হয়ে গেছে!!
15/09/2023

এশিয়া কাপ জেতা হয়ে গেছে!!

🔷🔷ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম । কিভাবে ব্যবহার করবেন?🔷🔷প্রথমে তো আপনি গুগল প্লে স্টোরে ইন্সটাগ্রাম অ্যাপস্টি ডাউনলোড কর...
11/09/2023

🔷🔷ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম । কিভাবে ব্যবহার করবেন?🔷🔷

প্রথমে তো আপনি গুগল প্লে স্টোরে ইন্সটাগ্রাম অ্যাপস্টি ডাউনলোড করে নিলেন।

তারপরে অ্যাকাউন্টও খুললেন। কিন্তু করবেন কি ? সারাদিন পাপারাজিৎ-এর মতো সেলিব্রিটিদের ফলো করবেন ? নাকি নিজেও হবেন সেল্ফ সেলিব্রিটি!

ইনস্টাগ্রাম মার্কেটিং কি ?✅✅
দেখুন বর্তমানে আমাদের হাতে এখন অনেক সময় এবং আমরা যদি সেই সময়কে কাজে না লাগিয়ে শুধুমাত্র অনলাইনে ব্যস্ত থেকে নিজেদের সময় নষ্ট করি তাহলে খুবই মূর্খামি ছাড়া আর কিছুই হবে না।

কিন্তু তারচেয়ে যদি কিছু বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ইনস্টাগ্রামের মতো কিছু বিভিন্ন সোশ্যাল সাইট গুলো রয়েছে সেগুলো কে ব্যবহার করে নিজেদের জীবনকে আরও অনেক উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারেন, বাইরের দেশের মানুষের সাথে যোগাযোগ করে নিজেদেরকে অনেক উন্নত করে ফেলতে পারেন তাহলে ক্ষতি কি!

ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় ?✔️✔️🔷🔷
ইনস্টাগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে মূলত ৫ টি অপশনের বিষয়ে ভালো করে জেনে রাখতে হবে।

আপনি যখনি নিজের মোবাইল থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করবেন, আপনাকে এই ৫ টি অপসন প্রত্যেক সময়ে দেখানো হবে।

অপসন গুলো app এর একেবারে নিচের দিকে দেওয়া থাকছে।

চলুন, এবার সরাসরি জেনে নেই কিভাবে ব্যবহার করতে হয় ইনস্টাগ্রাম।

১. Home ✅
Home হলো সেই জায়গাটি যেখানে আপনার profile এর photo এবং সাথে সেই প্রত্যেকের profiles গুলো দেখানো হবে যাদের আপনি follow করেছেন। এছাড়া, যখন লোকেরা তাদের প্রোফাইলে নতুন কিছু আপডেট দিয়ে থাকে (photo, video) তখন সেগুলোও আপনার এই হোমে নিজে নিজেই দেখানো হবে যেগুলোতে আপনি like বা comment করতে পারবেন।

২. Search ✅
সার্চ এর মধ্যে ক্লিক করে আপনারা Instagram এর মধ্যে অন্যান্য ব্যক্তিদের প্রোফাইল, ভিডিও বা ফটো গুলো সার্চ করতে পারবেন। সে আপনার বন্ধু-বান্ধবের হতে পারে বা কোনো সেলিব্রিটির ভিডিও বা ছবি হতে পারে। এছাড়া, সার্চ এর মধ্যে আপনাদের নিজে নিজেই সেই ভিডিও এবং ছবি গুলো দেখানো হয় যেগুলো অনেক পপুলার এবং প্রচুর লোকেদের দ্বারা দেখা হয়েছে।

৩. + Icon ✅
যদি আপনি নিজের Instagram profile এর মধ্যে photo বা video গুলো share করতে চাইছেন, তাহলে আপনাকে এই +icon এর মধ্যে click করে মোবাইলের গ্যালারি থেকে ফাইল (file) সিলেক্ট করে সেটাকে আপলোড করতে হবে।

৪. Instagram Feed Heart Icon
Heart icon

ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং...
07/09/2023

ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ হলো-

✅এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
✅এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
✅কন্টেন্ট মার্কেটিং
✅সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
✅এফিলিয়েট মার্কেটিং
✅ইমেইল মার্কেটিং
✅ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
✅সিপিএ মার্কেটিং

HaSaN

19/07/2023
সার্চ ইঞ্জিন মার্কেটিং কি?(Search Engine Marketing)সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে এক ধরনের ডিজিটাল মার্কেটিং কৌশল। প্রতিযো...
16/07/2023

সার্চ ইঞ্জিন মার্কেটিং কি?(Search Engine Marketing)

সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে এক ধরনের ডিজিটাল মার্কেটিং কৌশল। প্রতিযোগিতামূলক অনলাইন মার্কেটপ্লেসে আপনার অনলাইন বিজনেস বৃদ্ধির সবচেয়ে ভালো উপায় হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটি আপনার বিজনেসের পণ্য প্রচারের কার্যকর পদ্ধতি।

সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের গুরুত্ব?

সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM) হল প্রচার এবং বিজ্ঞাপনের একটি পদ্ধতি যা কোম্পানির বিষয়বস্তুকে সার্চ ইঞ্জিন ট্রাফিকের মধ্যে উচ্চতর স্থান পেতে সহায়তা করে । সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) এর মতো, সার্চ ইঞ্জিন মার্কেটিং কোম্পানিগুলিকে সার্চ ইঞ্জিন দ্বারা বিষয়বস্তু র‌্যাঙ্ক করার উপায় উন্নত করতে সাহায্য করে।

30/06/2023

যেকোনো 𝐕𝐞𝐫𝐛 দিয়ে এভাবে বাক্য তৈরি করার চেষ্টা করুনঃ 𝐃𝐨𝐧'𝐭 𝐚𝐯𝐨𝐢𝐝𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐭𝐞𝐜𝐧𝐢𝐜 𝐠𝐮𝐲𝐬.

♪𝐈 𝐬𝐚𝐲- আমি বলি
♪𝐈 𝐬𝐚𝐢𝐝- আমি বললাম
♪𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐬𝐚𝐢𝐝- আমি বলেছি
♪𝐈 𝐡𝐚𝐝 𝐬𝐚𝐢𝐝-আমি বলেছিলাম
♪𝐈 𝐰𝐢𝐥𝐥 𝐬𝐚𝐲- আমি বলব
♪𝐈 𝐜𝐚𝐧 𝐬𝐚𝐲- আমি বলতে পারি
♪𝐈 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐬𝐚𝐲- আমার বলা উচিত
♪𝐈 𝐜𝐨𝐮𝐥𝐝 𝐬𝐚𝐲-আমি বলতে পারতাম
♪𝐈 𝐦𝐮𝐬𝐭 𝐬𝐚𝐲-আমি অবশ্যই বলব
♪𝐈 𝐰𝐨𝐮𝐥𝐝 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐨 𝐬𝐚𝐲- আমি বলতে চাই
♪𝐈 𝐚𝐦 𝐭𝐨 𝐬𝐚𝐲-আমাকে বলতে হয়
♪𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐬𝐚𝐲-আমাকে বলতে হবে
♪𝐈 𝐦𝐮𝐬𝐭 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐬𝐚𝐲- আমাকে বলতেই হবে
♪𝐈 𝐡𝐚𝐝 𝐭𝐨 𝐬𝐚𝐲-আমাকে বলতে হয়েছিল
♪𝐈 𝐦𝐮𝐬𝐭 𝐡𝐚𝐝 𝐭𝐨 𝐬𝐚𝐲- আমাকে বলতেই হয়েছিল
♪𝐈 𝐝𝐚𝐫𝐞 𝐭𝐨 𝐬𝐚𝐲-আমি বলতে সাহস করি
♪𝐈 𝐧𝐞𝐞𝐝 𝐭𝐨 𝐬𝐚𝐲-আমার বলা প্রয়োজন
♪𝐈 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐬𝐚𝐢𝐝- আমার বলা উচিত ছিল
♪𝐈 𝐟𝐞𝐞𝐥 𝐥𝐢𝐤𝐞 𝐬𝐚𝐲𝐢𝐧𝐠- আমার বলতে ইচ্ছা করছে
♪𝐈 𝐚𝐦 𝐡𝐚𝐯𝐢𝐧𝐠 𝐩𝐫𝐨𝐛𝐥𝐞𝐦 𝐬𝐚𝐲𝐢𝐧𝐠- আমার বলতে সমস্যা হচ্ছে
♪𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐢 𝐝𝐨𝐧'𝐭 𝐬𝐚𝐲?- কি হবে যদি আমি না বলি?
♪𝐇𝐨𝐰 𝐜𝐨𝐦𝐞 𝐲𝐨𝐮 𝐝𝐢𝐝𝐧'𝐭 𝐬𝐚𝐲 𝐬𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠?-

ইংরেজিতে কথা বলতে এই ২৫টি শব্দ জানতেই হবে। 1. Can – পারা 2. Could - পারতাম3. Must - অবশ্যই4. being - কিছু হয়ে5. Need to ...
30/06/2023

ইংরেজিতে কথা বলতে এই ২৫টি শব্দ জানতেই হবে।
1. Can – পারা
2. Could - পারতাম
3. Must - অবশ্যই
4. being - কিছু হয়ে
5. Need to - প্রয়োজন
6. Should/ought to – উচিৎ
7. Should have – উচিৎ ছিলো
8. May – পারা (সম্ভাবনা অর্থে)
9. Might – পারতাম (সম্ভাবনা অর্থে)
10. There is/are - আছে
11. There was/were - ছিলো
12. There will be - হবে
13. There will have – থাকবে
14. There can be – থাকতে পারে
15. There could be – থাকতে পারতো
16. Have/has to – করতেই হবে
17. Had to – করতে হয়েছিল
18. Am to/is to/are to – হয়/কথা
19. Am/is/are supposed to - হয়/কথা
20. Had better – বরং উচিৎ
21. Able to – সক্ষম হওয়া
22. Will be able to – সক্ষম হবো
23. Have been able to – সক্ষম হয়েছি
24. Used to – অতীত অভ্যস্ত বুঝাতে
25. Would like to - চাওয়া

Write done....🥰🥰🥰

"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারি...
27/06/2023

"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক"🕋🕋🕋❣️

টাইটানিক কোথায় ডুবে আছে  জানেনতো? কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে! ...
22/06/2023

টাইটানিক কোথায় ডুবে আছে জানেনতো?
কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে!

অতলান্তিক ( atlantic এর বাংলা) মহাসমুদ্রের প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীর জলের নীচে!

ওশনগেইট ( oceangate) নামের একটা কোম্পানি আছে, ওরা টাইটানিক ট্যুরিজম করে!

আট দিনের একটা ট্যুর প্যাকেজ।
আপনাকে প্রথমে কানাডা থেকে জাহাজে করে আটলান্টিকের উপর টাইটানিক ডুবার জায়গাটায় নিয়ে যাবে, তারপর আপনাকে নিয়ে একটা ছোট্ট সাবমেরিনে করে, সার্ফেস থেকে সাড়ে তিন কিলোমিটার গভীরে, টাইটানিকের ধ্বংসাবশেষের মুখোমুখি করা হবে!

রীতিমতো ব্রেথ টেকিং এক্সপেরিয়েন্স!

তবে পুরো প্যাকেজটা মারাত্নক এক্সপেন্সিভ।
বাংলাদেশী টাকায় প্রায় আড়াই কোটি টাকার উপরে লাগে !

এই সাবমার্সিবল, মিনি সাবমেরিনটার নাম হচ্ছে টাইটান! খুবই মাইক্রো সাইজের একটা সাবমেরিন। তাতে টেনেটুনে পাইলট সহ মোটে পাঁচ জনের জায়গা হয়!


সমস্যা হচ্ছে,
রবিবার সকাল বেলা, টাইটানে করে চারজনের একটা ট্যুরিস্ট দল, টাইটানিক দেখতে নেমেছিলো!

নামার কিছুক্ষণ পর থেকে, টাইটানের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা!

কোন সিগ্নাল নাই। ভিশন নাই। কিচ্ছু নাই!
ভ্যানিশ!

টাইটানে বড় জোর ছিয়ানব্বই ঘন্টার অক্সিজেন সরবরাহ আছে। পানি খাবারও খুব একটা নেই!

এদের রেসক্যু মিশনে এখন আমেরিকা, কানাডার কোস্ট গার্ড নেভি নেমেছে তবু কোন হদিস পাওয়া যাচ্ছেনা!

সাবমেরিনে, ইংল্যান্ডের তিন জন আছে দেখলাম। একজন বিলিয়নিয়ার হামিশ হার্ডিং, আরেকজন পাকিস্তান বর্ন বিজনেস টাইকুন দাউদ আর তার ছেলে!


টাইটানিক ডুবে যাওয়ার সে অঞ্চলে আরেকটা বিয়োগ গাথা রচিত হচ্ছে?

টাইটানিক ব্যাপারটাই কি মৃত্যু ডেকে আনে?
টাইটান নামটাই কি ভ্যাজালের?

নাকি আসলে একট অতি ক্ষুদ্র কো ইনসিডেন্স?

নাকি শেষ পর্যন্ত কোন একট অলৌকিক উপায়ে টাইটানকে খুজে পাওয়া যাবে!
সময় ফুরিয়ে আসছে দ্রুত!
মোটে কয়েক ঘন্টার অক্সিজেন সাপ্লাই আছে আর!

( টাইটানের জন্য প্রার্থনা।)

-MD HaSaN MiaH
Everyone!

চ্যাট জিপিটি কী? চ্যাট জিপিটি হল একটি চ্যাট বট। যা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখে থাকি। তবে এটির গঠ...
22/06/2023

চ্যাট জিপিটি কী?

চ্যাট জিপিটি হল একটি চ্যাট বট। যা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখে থাকি। তবে এটির গঠন এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই চ্যাটবট তৈরি করা হয়েছে GPT 3 (জেনারেটিভ প্রিট্রেইনড ট্রান্সফরমার ৩) এর উপর ভিত্তি করে। এটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ AI মডেল OpenAI দ্বারা তৈরি। এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ইউজারের যে কোনও প্রশ্নের উত্তর খুব গঠনমূলক এবং সহজ ভাবে প্রদর্শন করে এই চ্যাটবট।

কীভাবে কাজ করে চ্যাট জিপিটি? (How Does it work Chat GPT)

এই ওপেনএআই চ্যাটবট ইন্টারনেটে উপলব্ধ টেক্সট ডাটাবেস থেকে প্রশিক্ষিত। ইন্টারনেটে থাকা ওয়েব পেজ, ওয়েব টেক্সট, বই, উইকিপেডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে প্রায় 570 জিবির বেশি ডাটা সমৃদ্ধ এই চ্যাট জিপিটি। শুধু তাই নয় এই চ্যাট বটে রয়েছে 300 বিলিয়ন শব্দের ভান্ডার। পাশাপাশি এটি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতেও সক্ষম।

কিন্তু এই প্রযুক্তির ফলে কিছুটা ব্যাকফুটে গুগল (Chat GPT & Google)

চ্যাট জিপিটির এই সাফল্য দেখে কার্যত চিন্তায় পড়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল (Google)। কারণটা আশাকরি সবাই অনুমান করতে পেরেছেন। আসলে গুগল সার্চ ইঞ্জিন সংস্থার মোট রেভেনিউয়ের প্রায় ৮০ শতাংশ অবদান রাখে। তাই এই ক্ষেত্রে চ্যাট জিপিটি তথা এআই সার্চ টুলের জনপ্রিয়তা তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তা দেখে সম্প্রতি ‘Code Red’ ঘোষণা করেছে টেক জায়েন্ট গুগল।

20/06/2023

Everyone!@

Good Morning!
18/06/2023

Good Morning!

🌲ফ্রিল্যান্সিং জগতের একটি অন্যতম টপিক হচ্ছে ক্যানভা  ডিজাইন।যাদের দক্ষতা খুবই কম তারাও চাইলে এই সেক্টরে কাজ করে অনেক বড়...
11/06/2023

🌲ফ্রিল্যান্সিং জগতের একটি অন্যতম টপিক হচ্ছে ক্যানভা ডিজাইন।
যাদের দক্ষতা খুবই কম তারাও চাইলে এই সেক্টরে কাজ করে অনেক বড় কিছু অর্জন করতে পারে। ক্যানভা একটি গ্রাফিক্স ডিজাইন করার প্ল্যাটফর্ম।কেননা ক্যানভা ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের মোটামুটি সকল প্রকার কাজ করা যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে:

Banner ডিজাইন..
Poster ডিজাইন..
Facebook post ডিজাইন..
Instagram post ডিজাইন।
YouTube thumbnail ডিজাইন।
Website icon ডিজাইন।
YouTube icon ডিজাইন।
এছাড়াও ক্যানভা প্রো একাউন্ট ব্যবহারে বেশ কিছু সুবিধা পাওয়া জায়। সেগুলো হলো:

নিজের ইচ্ছামত হাই রেজুলেশন ও আনলিমিটেড ডাউনলোড করা যায় যে কোন তৈরিকৃত ডিজাইন..
সকল প্রিমিয়াম ফিচার আনলক..
খুব সহজেই লোগো তৈরি করা যায়..
নিজের ইচ্ছামত পোস্টার তৈরি করা যায়.
তাই ফ্রিল্যান্সিং জগতে ক্যানভার গুরুত্ব অপরিসীম। 💖

Address

Md. Hasan7186@gmail. Com
Jurain

Telephone

+8801777367156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hm HasaN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hm HasaN:

Videos

Share


Other Digital creator in Jurain

Show All

You may also like