11/09/2023
🔷🔷ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম । কিভাবে ব্যবহার করবেন?🔷🔷
প্রথমে তো আপনি গুগল প্লে স্টোরে ইন্সটাগ্রাম অ্যাপস্টি ডাউনলোড করে নিলেন।
তারপরে অ্যাকাউন্টও খুললেন। কিন্তু করবেন কি ? সারাদিন পাপারাজিৎ-এর মতো সেলিব্রিটিদের ফলো করবেন ? নাকি নিজেও হবেন সেল্ফ সেলিব্রিটি!
ইনস্টাগ্রাম মার্কেটিং কি ?✅✅
দেখুন বর্তমানে আমাদের হাতে এখন অনেক সময় এবং আমরা যদি সেই সময়কে কাজে না লাগিয়ে শুধুমাত্র অনলাইনে ব্যস্ত থেকে নিজেদের সময় নষ্ট করি তাহলে খুবই মূর্খামি ছাড়া আর কিছুই হবে না।
কিন্তু তারচেয়ে যদি কিছু বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ইনস্টাগ্রামের মতো কিছু বিভিন্ন সোশ্যাল সাইট গুলো রয়েছে সেগুলো কে ব্যবহার করে নিজেদের জীবনকে আরও অনেক উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারেন, বাইরের দেশের মানুষের সাথে যোগাযোগ করে নিজেদেরকে অনেক উন্নত করে ফেলতে পারেন তাহলে ক্ষতি কি!
ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় ?✔️✔️🔷🔷
ইনস্টাগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে মূলত ৫ টি অপশনের বিষয়ে ভালো করে জেনে রাখতে হবে।
আপনি যখনি নিজের মোবাইল থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করবেন, আপনাকে এই ৫ টি অপসন প্রত্যেক সময়ে দেখানো হবে।
অপসন গুলো app এর একেবারে নিচের দিকে দেওয়া থাকছে।
চলুন, এবার সরাসরি জেনে নেই কিভাবে ব্যবহার করতে হয় ইনস্টাগ্রাম।
১. Home ✅
Home হলো সেই জায়গাটি যেখানে আপনার profile এর photo এবং সাথে সেই প্রত্যেকের profiles গুলো দেখানো হবে যাদের আপনি follow করেছেন। এছাড়া, যখন লোকেরা তাদের প্রোফাইলে নতুন কিছু আপডেট দিয়ে থাকে (photo, video) তখন সেগুলোও আপনার এই হোমে নিজে নিজেই দেখানো হবে যেগুলোতে আপনি like বা comment করতে পারবেন।
২. Search ✅
সার্চ এর মধ্যে ক্লিক করে আপনারা Instagram এর মধ্যে অন্যান্য ব্যক্তিদের প্রোফাইল, ভিডিও বা ফটো গুলো সার্চ করতে পারবেন। সে আপনার বন্ধু-বান্ধবের হতে পারে বা কোনো সেলিব্রিটির ভিডিও বা ছবি হতে পারে। এছাড়া, সার্চ এর মধ্যে আপনাদের নিজে নিজেই সেই ভিডিও এবং ছবি গুলো দেখানো হয় যেগুলো অনেক পপুলার এবং প্রচুর লোকেদের দ্বারা দেখা হয়েছে।
৩. + Icon ✅
যদি আপনি নিজের Instagram profile এর মধ্যে photo বা video গুলো share করতে চাইছেন, তাহলে আপনাকে এই +icon এর মধ্যে click করে মোবাইলের গ্যালারি থেকে ফাইল (file) সিলেক্ট করে সেটাকে আপলোড করতে হবে।
৪. Instagram Feed Heart Icon
Heart icon