Hm HasaN

Hm HasaN I am professional digital marketer & specialist social media platform expart. Insha-allah

জীবন কারও জন্যই সহজ নয় ✍️দূর থেকে দেখলে মনে হতেই পারে ভারতের সবচেয়ে ধনাঢ্য পরিবারের ছোটে নবাব অনেক রাজকীয় জীবন যাপন করছে...
05/03/2024

জীবন কারও জন্যই সহজ নয় ✍️

দূর থেকে দেখলে মনে হতেই পারে ভারতের সবচেয়ে ধনাঢ্য পরিবারের ছোটে নবাব অনেক রাজকীয় জীবন যাপন করছেন। কিন্তু বাস্তবতা মোটেও সেরকম নয়। আম্বানি পরিবারের ছোট নবাব চাইলেই যা খুশি তাই করতে পারেন না, খাইতে পারেন না। তার এমন একটা দুরারোগ্য ব্যাধি আছে যে ব্যাধির কারণে খাওয়া দাওয়ার উপর তার অনেক রেস্ট্রিকশনস। নিয়মিত ৫ ঘন্টা তাকে জিমেই কাটাতে হয়। না হলে ওজন কেবল বাড়তেই থাকে। একঝাঁক ফিটনেস ট্রেইনার রাখার পরও তার ওজন গিয়ে ঠেকেছে ১৬০ কেজিতে!

জীবন কারও জন্যই সহজ নয়।

কাজেই অনেক বেশি ধন সম্পদের চেয়েও আল্লাহর কাছে একটা সুস্থ, সবল, সহজ, সুন্দর জীবন পাওয়াটাই অনেক অনেক স্পেশাল 🙏

So সুস্থ জীবন সুন্দর,, আল্লাহু তালার সবচেয়ে বড় একটা নিয়ামত /দয়া ✍️



বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন
05/01/2024

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন

02/01/2024
★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়❓উ- ৭ টি।★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো❓উ- ৩ টি।★ কাজ শেষ হলে কত দিন পর মূল...
26/11/2023

★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়❓
উ- ৭ টি।

★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো❓
উ- ৩ টি।

★ কাজ শেষ হলে কত দিন পর মূল Account ডলার যোগ হবে❓
উ- ১৪ দিন নতুনদের জন্য।

★ কত ডলার হলে Fiverr $ withdraw দিতে পারবো❓
উ- payoneer এ রিভিনিউ কার্ড ৩০$, ব্যাংক ট্রান্সফার ২০$ পেপালে ১$.

★ Account কত দিন পর ভেরিফাই চায়❓
উ- ২-৩ টা কাজ complete করলে।
(সকল সার্ভিস এর জন্য না)

★ আমি কি কারো গিগ কপি করতে পারবো❓
উ- কপি করতে যাবেন না তাহলে warning খাবেন। (আইডিয়া নিতে পারেন)

★ আমি কি কারো গিগ টাইটেল কপি করতে পারব❓
উ- হুম পারবেন।

★ আমার তো পাসপোর্ট/NID কার্ড নাই তাহলে কিভাবে ভেরিরিফাই করবো❓
উ- আপনার বাসার কারো পাসপোর্ট /NID দিয়ে পারবেন।

★ Fiverr Account আমার নামে কিন্তু আমি কি অন্য কারো ব্যাংক আ্যড করতে পারবো❓
উ- হ্যা, পারবেন।

★ আমি যদি Profile picture পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে❓
উ- না, কোনো সমস্যা হবে না। গিগ rank ও হারাবে না।

★ কাজ করলাম ১০ ডলারের কিন্তু আমি কেন ৮$ পাইলাম❓
উ- ফাইবারের ২০% চার্জ এর জন্য।

★Fiverr account একই সময়ে মোবাইলে ও ল্যাপটপে লগইন করা যাবে❓
উ- পারবেন।

★ একটি ল্যাপটপ / মোবাইলে কিভাবে একাধিক Account ব্যবহার করতে পারবো❓
উ- না করাই ভালো। করতে চাইলে windows দিয়ে নতুন করে খুলবেন।

★আমি সেলার হয়ে ফাইভারের কোন সেলার থেকে সার্ভিস ক্রয় করতে পারবো❓
উ- হ্যাঁ পারবেন।

★সেলার একাউন্ট থেকে সেলার একাউন্টে মেসেজ করা যাবে❓
উ- কাজ না থাকলে এসব থেকে বিরত থাকেন।

★ক্লাইন্টের সাথে জুম/গুগল মিটে কথা বলা যাবে❓
উ- জি কাজের জন্য হলে পারবেন।

★ ফাইভারে আউটসাইটে পেমেন্ট নেওয়া নিয়ে কথা বলা যাবে❓
উ- কোন ভাবেই না। ❌

★ গিগ র‍্যাংকে আছে কি না বুঝবো কিভাবে❓
উ- আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজবেন।

★ কাজ শেষ করার কতো দিনের মধ্যে ক্লাইন্ট চাইলে রিভিউ দিতে পারবে❓
উ- ১০/১৪ দিন।

★ ক্লাইন্টের কাছে রিভিউ চাইতে পারবো❓
উ- ডাইরেক্ট রিভিউ এর জন্য না লিখে আপনি বলতে পারেন আমার সাথে করা কাজ নিয়ে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
©

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের কিছু ক্রিটিক্যাল দিক★ একাদশে যদি অশ্বিনকেও দেখেন বুঝবেন স্পিনিং ট্র্যাক★ একাদশে অশ্বিন না ...
19/11/2023

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের কিছু ক্রিটিক্যাল দিক

★ একাদশে যদি অশ্বিনকেও দেখেন বুঝবেন স্পিনিং ট্র্যাক
★ একাদশে অশ্বিন না খেললে স্পোর্টিং ট্র্যাক
★ সেমিফাইনালে সিক্সথ বোলিং অপশনের একটা অভাব ছিলো যেকারণে হয়তো সুরাইয়া কুমার যাদবকে বসিয়ে রবিচন্ত্রন অশ্বিনকে নেয়া হতে পারে!
★ অস্ট্রেলিয়া দলের টপ অর্ডারে দুইজন বাহাতির কথা মাথায় রেখে একজন কুয়ালিটি অফস্পিনার নিতে পারে
★ আগামীকাল হাইস্কোরিং ম্যাচ হবার সম্ভাবনা খুবই কম
★ ম্যাচে ভারত ক্লিয়ারলি ফেবারিট
★ ভারতের অনেক কিছু নির্ভর করবে তাদের টপ থ্রি ব্যাটারের উপর
★ ১ লাখ দর্শকের সামনে খেলা যেকোন দলের জন্যই প্রেসারের। তবে চাপের সময় সবচেয়ে ভালো খেলা দলটির নাম অস্ট্রেলিয়া 😏
★ টসে জিতলে উভয় দলই আগে ব্যাট করে ২৮০+ রান ৷ করতে চাইবে
★ ভারতের জয়ের জন্য ২৭০+ রান যথেষ্ট হতে পারে
★ অস্ট্রেলিয়াকে জিততে হলে ২৮৫+ রান করতে হবে
★ টসের আগে ভারতের জয়ের সম্ভাবনা ৬৫% থাকবে
★ টসে জিতলে ভারতের জয়ের সম্ভাবনা ৮০% হয়ে যাবে
★ অস্ট্রেলিয়া টসে জিতলে জয়ের সম্ভাবনা ৫২% হবে
★ ভারতের ব্যাটিংয়ের ট্রাম্প কার্ড রোহিত শর্মা নিজেই
★ অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ট্রাম্প কার্ড ট্রাভিস হেড
★ হেড কিংবা রোহিত কেউ একজন ২০ ওভার ব্যাটিং করে দিতে পারলেই ম্যাচের গতিবিধি অনেকটাই নির্ধারিত হয়ে যাবে

সবকিছু ছাপিয়ে দারুণ উপভোগ্য একটা ম্যাচের প্রত্যাশা।

King Kohli. ☹️🏏
15/11/2023

King Kohli. ☹️🏏

26/10/2023

বাংলাদেশের ৭০% মানুষের WiFi ডাউন। গ্রামীন ছাড়া কোনো নাম্বারে কল যায় না৷

খাজা ইউনুস টাওয়ার (মহাখালী) তে এ আ*গুন লেগেছে।

যেখানে বেশীরভাগ IPTSP, NOC ও ডাটা সেন্টার। তাই বাংলাদেশের ৭০% IIG ডাউন!

বিচ্ছিন্ন হয়ে আছে বেশিরভাগ কোম্পানির ইন্টারনেট সেবা৷ কি একটা অবস্থা! 🥺

মহাখালী ডাটা সেন্টার এ আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী। ঢাকা শহরের প্রায় সকল গ্রাহকেরই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অথবা মারাত্মক ধীরগতির সমস্যা হচ্ছে।

৯০০ কোটির এফডিআর নাই, আজীবন মেয়াদের সভাপতি, সিলেক্টর্স নাই, ভালো কোন মাঠ নাই, ফ্যাসিলিটিজ নাই! এখন পর্যন্ত নিজের দেশে ক...
23/10/2023

৯০০ কোটির এফডিআর নাই, আজীবন মেয়াদের সভাপতি, সিলেক্টর্স নাই, ভালো কোন মাঠ নাই, ফ্যাসিলিটিজ নাই! এখন পর্যন্ত নিজের দেশে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারার সুখস্মৃতি নাই। খালি নাই আর নাই। এরকম শত নাই আর নাই কে উতরে গিয়ে আফগানরা বারবার দেখিয়ে দেয়, প্রমাণ করে দেয় সব আছে। তাদের সেই সব আছেই হচ্ছে দেশের প্রতি ডেডিকেশন, ভালোবাসা। সেই ডেডিকেশনের জোড়েই তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে দাপটের সাথে হারিয়ে দেয়! ভাইরে সুযোগ সুবিধাই সব না। দেশ, জাতি আর পতাকার প্রতি টান থাকা লাগে। কিছু করে দেখানোর নেশা থাকা লাগে। নিজেদের মধ্যে গুটিবাজি আর কামড়াকামড়ি করে ভালো কিছু করা যায় না।

Congratulations Afghanistan 🇦🇫

 ?▪️এস ই ও এর পুরো অর্থ হলো ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ (Search Engine Optimisation)।▪️অর্থাৎ কোনো  একটা কন্টেন্টকে সার্চ ই...
01/10/2023

?
▪️এস ই ও এর পুরো অর্থ হলো ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ (Search Engine Optimisation)।

▪️অর্থাৎ কোনো একটা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা হলে সেটাকে এস ই ও বলে। এখন আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে “অপটিমাইজ করা বলতে কি বোঝায়?

▪️▪️অপটিমাইজ করা বলতে মূলত সার্চ ইঞ্জিনের কিছু রিকুয়ারমেন্ট থাকে যা ঠিকমতো করতে পারলেই শুধুমাত্র আপনার কন্টেন্ট এসইও অপটিমাইজড হবে। আর এস ই ও অপটিমাইজ করতে পারলে আপনার কন্টেন্ট/প্রোডাক্ট/লেখা/ভিডিও যেকোনো কিছু সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসতে পারবেন।

আর আপনি বা আমি সবাই জানি সার্চ ইঞ্জিনের (গুগল) প্রথম পাতায় আসতে পারলে আপনার সাইটে ভিজিটর বাড়বে, আপনার প্রোডাক্টের বিক্রি বাড়বে।




27/09/2023

Bangladesh 🇧🇩

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যেকোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র‍্যাংকে উপরে নিয়ে আসার কার্যকরী পদ্ধতি। আর এই যুগ...
27/09/2023

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যেকোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র‍্যাংকে উপরে নিয়ে আসার কার্যকরী পদ্ধতি। আর এই যুগে প্রতিনিয়ত বেড়ে চলছে SEO-এর ডিমান্ড।

তাই ABCLIT নিয়ে এসেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর CBT&A এর NTVQF SEO লেভেল-০৪ এর সিলেবাস অনুযায়ী একটি কম্পিলিট কোর্স।
যেখানে আপনি পাবেন,
✅ ৩০ টি ক্লাস।
✅ ক্লাসের ভিডিও রেকর্ডিং।
✅ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ক্লাস।
✅ NTVQF লেভেল-০৪ এর এসেসমেন্ট।

বিস্তারিত জানতে জয়েন করুন আমাদের ফ্রী সেমিনারে।

➡️তারিখ: ২৯ তারিখ।
➡️সময়: রাত ৮ টা।
➡️ভেনু: অনলাইন জুম মিটিং।

দূর এলাকার কাশবন... ❣️🥰🥰
22/09/2023

দূর এলাকার কাশবন... ❣️🥰🥰

সমুদ্র 💚ডিজিটাল মার্কেটিংকে আমি সমুদ্রের সাথে তুলনা করি। ডিজিটাল মার্কেটিং মানেই শুধু SEO বা fb ads না।  ডিজিটাল মার্কেট...
22/09/2023

সমুদ্র 💚

ডিজিটাল মার্কেটিংকে আমি সমুদ্রের সাথে তুলনা করি। ডিজিটাল মার্কেটিং মানেই শুধু SEO বা fb ads না। ডিজিটাল মার্কেটিংয়ের শাখা প্রশাখা অনেক প্রশস্ত 🍀

আপনি যেই স্কিল নিয়েই কাজ করেন, ডিজিটাল মার্কেটিং আপনার কাজের পরিধি বিস্তৃত করবে। ডিজিটাল মার্কেটিং জানলে আপনি বুঝতে পারবেন কিভাবে ডিজিটালি কোন কিছু বিক্রি করতে হয়, কিভাবে নিজের স্কিল কে সহযে সবার কাছে পৌছাতে হয় মোট কথা ক্লাইন্ট কিভাবে ম্যানেজ করতে হয়🌸

কোর্স করতেই হবে এমন কোন কথা নেই, ইউটিইব থেকেই নিজের স্কিলকে আপডেট করতে পারবেন কিন্তু সার্চ করার মতো ইচ্ছা শক্তি থাকতে হবে 😛

এশিয়া কাপ জেতা হয়ে গেছে!!
15/09/2023

এশিয়া কাপ জেতা হয়ে গেছে!!

🔷🔷ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম । কিভাবে ব্যবহার করবেন?🔷🔷প্রথমে তো আপনি গুগল প্লে স্টোরে ইন্সটাগ্রাম অ্যাপস্টি ডাউনলোড কর...
11/09/2023

🔷🔷ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম । কিভাবে ব্যবহার করবেন?🔷🔷

প্রথমে তো আপনি গুগল প্লে স্টোরে ইন্সটাগ্রাম অ্যাপস্টি ডাউনলোড করে নিলেন।

তারপরে অ্যাকাউন্টও খুললেন। কিন্তু করবেন কি ? সারাদিন পাপারাজিৎ-এর মতো সেলিব্রিটিদের ফলো করবেন ? নাকি নিজেও হবেন সেল্ফ সেলিব্রিটি!

ইনস্টাগ্রাম মার্কেটিং কি ?✅✅
দেখুন বর্তমানে আমাদের হাতে এখন অনেক সময় এবং আমরা যদি সেই সময়কে কাজে না লাগিয়ে শুধুমাত্র অনলাইনে ব্যস্ত থেকে নিজেদের সময় নষ্ট করি তাহলে খুবই মূর্খামি ছাড়া আর কিছুই হবে না।

কিন্তু তারচেয়ে যদি কিছু বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ইনস্টাগ্রামের মতো কিছু বিভিন্ন সোশ্যাল সাইট গুলো রয়েছে সেগুলো কে ব্যবহার করে নিজেদের জীবনকে আরও অনেক উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারেন, বাইরের দেশের মানুষের সাথে যোগাযোগ করে নিজেদেরকে অনেক উন্নত করে ফেলতে পারেন তাহলে ক্ষতি কি!

ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় ?✔️✔️🔷🔷
ইনস্টাগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে মূলত ৫ টি অপশনের বিষয়ে ভালো করে জেনে রাখতে হবে।

আপনি যখনি নিজের মোবাইল থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করবেন, আপনাকে এই ৫ টি অপসন প্রত্যেক সময়ে দেখানো হবে।

অপসন গুলো app এর একেবারে নিচের দিকে দেওয়া থাকছে।

চলুন, এবার সরাসরি জেনে নেই কিভাবে ব্যবহার করতে হয় ইনস্টাগ্রাম।

১. Home ✅
Home হলো সেই জায়গাটি যেখানে আপনার profile এর photo এবং সাথে সেই প্রত্যেকের profiles গুলো দেখানো হবে যাদের আপনি follow করেছেন। এছাড়া, যখন লোকেরা তাদের প্রোফাইলে নতুন কিছু আপডেট দিয়ে থাকে (photo, video) তখন সেগুলোও আপনার এই হোমে নিজে নিজেই দেখানো হবে যেগুলোতে আপনি like বা comment করতে পারবেন।

২. Search ✅
সার্চ এর মধ্যে ক্লিক করে আপনারা Instagram এর মধ্যে অন্যান্য ব্যক্তিদের প্রোফাইল, ভিডিও বা ফটো গুলো সার্চ করতে পারবেন। সে আপনার বন্ধু-বান্ধবের হতে পারে বা কোনো সেলিব্রিটির ভিডিও বা ছবি হতে পারে। এছাড়া, সার্চ এর মধ্যে আপনাদের নিজে নিজেই সেই ভিডিও এবং ছবি গুলো দেখানো হয় যেগুলো অনেক পপুলার এবং প্রচুর লোকেদের দ্বারা দেখা হয়েছে।

৩. + Icon ✅
যদি আপনি নিজের Instagram profile এর মধ্যে photo বা video গুলো share করতে চাইছেন, তাহলে আপনাকে এই +icon এর মধ্যে click করে মোবাইলের গ্যালারি থেকে ফাইল (file) সিলেক্ট করে সেটাকে আপলোড করতে হবে।

৪. Instagram Feed Heart Icon
Heart icon

ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং...
07/09/2023

ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ হলো-

✅এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
✅এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
✅কন্টেন্ট মার্কেটিং
✅সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
✅এফিলিয়েট মার্কেটিং
✅ইমেইল মার্কেটিং
✅ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
✅সিপিএ মার্কেটিং

HaSaN

Address

Md. Hasan7186@gmail. Com
Jurain

Telephone

+8801777367156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hm HasaN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hm HasaN:

Videos

Share