08/06/2024
জিলহজ্জের প্রথম দশ দিন
আল্লাহর নিকট জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই উত্তম নয়।
(সহীহ বুখারী: ৯৬৯, আবু দাউদ: ২৪৩৮)
আল্লাহ তা'আলা এই দশ দিনের শপথ করেছেন
উম্মাহাতুল ইবাদাত তথা মৌলিক ইবাদত (হজ্জ, রোজা, কুরবানি) সমূহের সন্নিবেশ ঘটেছে
এই দশ দিনের আমল আল্লাহর নিকট জি/হা/দ এর থেকেও উত্তম
এই দিনগুলো হারাম (সম্মানিত) মাসের অন্তর্ভুক্ত
করণীয় আমল
কুরবানি করতে ইচ্ছুকগণ এই দশ দিন নখ ও চুল কাটা থেকে বিরত থাকবে।
তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাকবির (আল্লাহু আকবার) ধ্বনি দিয়ে দিনগুলো মুখরিত করে রাখা।
নফল সালাত, সিয়াম, সাদাকাহ, দু'আ, জিকির এবং তিলাওয়াত করা।
আরাফার দিনে রোজা রাখা। যা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের পাপ সমূহ মুছে ফেলে।
الله
৯ জিলহজ্জ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ্জ আসর পর্যন্ত ওয়াজিব তাকবির পাঠ করা। (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।)
সামর্থ্যবান হলে কুরবানি করা।
Fb.com/Mizanur Rahman AzhariOfficial LIKE
FOLLOW
SHARE
ميدات الرحمن أزهري