Joypurer Nuri

  • Home
  • Joypurer Nuri

Joypurer Nuri জয়পুরহাট এর আঞ্চলিক ভাষায় বিনোদন!
(5)

15/01/2025

জীবন থেকে ১ প্যাকেট কাচ্চি বিসর্জন দিলাম 🥹

ত্যাগেই সুখ!!
এর চেয়ে সহজ ছিলো তোমাকে ছাড়া 🙄

14/01/2025

★আপনার বলা প্রতিটা কথাকে টাকা ভাবুন।
আর বুঝে শুনে খরচ করুন।

একটু থমকে দাঁড়ান!
চুপ হয়ে যান।
জীবন থেকে কিছু মানুষকে এখুনি ছাঁটাই করার চেষ্টা করুন।
খানিকটা সময় একলা হয়ে নিজেকে নিয়ে চোখ বন্ধ করে ভাবুন ত!
এই যে, আপনার জীবনে এত এত মানুষের সাথে বন্ধুত্বের কি আসলেই খুব প্রয়োজন??
খেয়াল করে একটু হিসেব করে দেখুন ত, আপনার জীবনে কি এমন কিছু মানুষ আছে?
যে মানুষগুলোকে আসলেই আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই, ছিলো না, আর ভবিষ্যতে থাকবে বলে মনে হয় না!
আমি কিছু পয়েন্ট বলতেছি আপনি চাইলে আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন।

★ আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে অযথাই বন্ধুত্ব হয়, সুখ্যাতি তৈরি হয়।
বিশ্বাস করুন এরা কিন্তু আপনার জীবনে কোনো উপকারেই আসবে!৷ আর না কোনো অপকারে আসবে।
এরা শুধুই আপনার জীবনে অযথা আগাছার মতন হয়ে থাকবে ।
তাদের চোখের সামনে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন দেখার পর ও এরা কিন্তু কখনো নিজে থেকে জানতেও চাইবেনা আপনি খারাপ আছেন,নাকি ভালো আছেন।
কেনো যেন এই মানুষ গুলোর সাথে আপনার দিনে একবার হলেও দেখা বা কথা হবে!
এমনকি..আপনি সুখে আছেন, বা কষ্টে আছেন এই বিষয় গুলো আপনি অযথাই তার সাথে শেয়ার করবেন।
আপনি জানেন এদের সাথে কথা বলে আপনার কোনো লাভই হবেনা.. . তবুও আপনি নিজে থেকেই বার বার তাদের কাছে বলতে যাবেন।

⛔বাদ দেন ভাই সেই মানুষ গুলোর সাথে যেচিয়ে কথা বলা।
পাঠিয়ে দেন চাঁন্দের দেশে আগাছা গুলোকে ⛔

পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা।
আর এই মানুষ চেনার সহজ উপায় হলো দুই টা।
১★আপনি যখন নিজের পরিবারের কাছে ঠকবেন!
২★ যখন সবচেয়ে কাছের মানুষটি আপনাকে ঠকাবে!

⛔⛔

আরে ভাই ছাঁটাই করুন আপনার জীবন থেকে এসব প্রাণহীন জড় বস্তু মার্কা মানুষকে।
সংখ্যা ছোটো করুন, জীবন সুন্দর। সেই জীবনে আগাছা মুক্ত করুন।
বেঁছে বেঁছে বন্ধু নির্বাচন করুন।
আপনি ভালো থাকবেন।

14/01/2025

বিরামপুর বানিজ্য মেলা||

゚viralシ

13/01/2025

সব কিছু সামলে ভিডিও তৈরি করতে পারছিনা 😐
মনটা খুব চায় রোজ ভিডিও ছাড়ি 😑

13/01/2025

ফেসবুকে প্রেম এতপর বিয়ে-তারপর কি...?

゚viralシ

12/01/2025

শিখে রাখুন কাজে দিবে ১০০% 🙂||

゚viralシ

12/01/2025

ভাইরে ভাই এমন রিক্সায় উঠছি 🥹
বিপদের দোয়া,কালিমা, মৃত্যুর দোয়া এবং সাওয়াল জবাব দিয়ে রিক্সায় বসে আছি 🥹
রিক্সায় উঠছি নাকি প্লেনে ✈️

11/01/2025

কি চলে নাকি এখন ও আমার রুমের মতন? 🙂💪||
কম্বল, লেপ,মশারী + ফুলদমে ফেন 😁| আর কি চাই জীবনে 🙃🤪||

゚viralシ

সরিষা ফুল ও...🙂
11/01/2025

সরিষা ফুল ও...🙂

11/01/2025

হেল্প পোস্ট

জরুরী ভাবে ১ ব্যাগ A+ রক্তের প্রয়োজন [সদর হাসপাতাল জয়পুরহাট]

09/01/2025

বুকের ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে!!
বাবা তোমার কাছে একটু জায়গা হবে? 🙏

09/01/2025

পা*দে*র কন্টেন্ট ক্রিয়েটর 😁||

゚viralシ

08/01/2025

এইদ্যা লেও কুসুম যখন কন্টেন্ট ক্রিয়েটর 😜||

পুরো ভিডিও লিংক https://youtu.be/A6BGqYmEPJc

゚viralシ

08/01/2025

৯ টার পর ইউটিউবত লতুন ভিডিও লিয়ে আরও 🙂
বিষয় : বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের যে অবস্থা 🤪

08/01/2025

টার্চ ফোনের বাটাম লষ্ট হচে 🙄||

゚viralシ

07/01/2025

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন।বলতে চাইবেন না।
কথা বলতে চাওয়া ,দেখা করতে চাওয়ার যে তেষ্টা; তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।
একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।
"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই, "হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক। সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।

আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।

"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।
নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

[তবে হ্যাঁ , সম্পর্কের মতো ভাত বাড়তি হয়ে গেলে ফেলে দেবেন না। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা ফোঁড়ন দিয়ে ঘরে থাকা সবজি ছোটো করে কেটে ভেজে নিয়ে ধীরে ধীরে ভাতগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন চিনি মিশিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে খেয়ে ফেলবেন। ভাতের গুরুত্ব অনেক।]

Address


Alerts

Be the first to know and let us send you an email when Joypurer Nuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share