10/04/2023
TRENDING
ঈমাম আবু হানিফা(রহ:) এর উক্তি
04/10/2023
blog
Home
উক্তি ও বাণী
আলবার্ট আইনস্টাইনের উক্তি…
আলবার্ট আইনস্টাইনের উক্তি । বিজ্ঞানভিত্তিক চিন্তায় মহা-মূল্যবান বাণীসমূহ
উক্তি ও বাণী Ashraful Asif 10/10/2020 0
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, ১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত। আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য এবং পদার্থবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য ১৯২১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯৩৩ সালে আডলফ হিটলার জার্মানিতে ক্ষমতায় এসে ইহুদি বিরোধী অভিযান শুরু করেন। সে সময় তিনি আমেরিকায় চলে যান এবং ১৯৪০ সালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন। জার্মানি পারমানবিক বোমা বানাতে পারে, এই মর্মে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে চিঠি লিখেন এবং তাঁর চিঠির বরাদেই ম্যানহাটন প্রজেক্ট শুরু হয়। যদিও তিনি পারমানবিক বোমা ব্যবহারের বিরোধী ছিলেন।
১৯৯৯ সালে টাইম সাময়িকী তাকে ‘শতাব্দীর সেরা ব্যক্তি” হিসেবে ঘোষণা করে। পাশাপাশি বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের ভোটে তাকে সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মেধা, মনন ও বুদ্ধিমত্তার বিচারে আইনস্টাইন শব্দটি মেধার সমর্থক। তাঁর ব্যক্তি জীবনে, তিনি নানা সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। জীবনভিত্তিক জ্ঞান থেকে তাঁর নানা বাণী মানুষের জন্য পথিকৃৎ। জীবন, বাস্তবতা, বিজ্ঞানসহ নানা বিষয়ে আলবার্ট আইনস্টানের উক্তি ও মূল্যবান বাণীগুলো নিয়েই আত্মপ্রকাশের আজকের আয়োজন।
আলবার্ট আইনস্টাইনের উক্তি ও জনপ্রিয় বাণী সম্ভার
আলবার্ট আইনস্টাইনের উক্তি ও বাণীগুলোকে কয়েকটি ভাগে ভাগ উপস্থাপন করা হয়েছে। ভাগকৃত অংশে ক্লিক করা মাত্রই চলে যাবেন উক্তি ও বাণীর নির্দিষ্ট অংশে।
রচনার ভাগসমূহ
1 আলবার্ট আইনস্টাইনের উক্তি ও জনপ্রিয় বাণী সম্ভার
1.0.1 বাস্তবতা নিয়ে আইনস্টাইনের উক্তি
1.0.2 আলবার্ট আইনস্টাইনের উপদেশ
1.0.3 আইনস্টাইনের জীবনবোধ উক্তি
1.0.4 বিজ্ঞান নিয়ে আইনস্টাইনের বাণী
বাস্তবতা নিয়ে আইনস্টাইনের উক্তি
আমাদের প্রত্যককেই বাস্তব জীবনের সম্মুখীন হতে হয়। জীবনের রুঢ় বাস্তব নিয়ে আইনস্টাইনের উক্তিগুলো আমাদের সহায়ক হতে পারে।
আলবার্ট-আইনস্টাইন-এর-ভবিষ্যত-নিয়ে-উক্তি- Albert-Einstein-quotes-on-future-in-bangla
আলবার্ট আইনস্টান এ