RJ RaM PauL

RJ RaM PauL This page create for shearing my positive thinking.
(1)

জেনে নিন কারা  #রক্তদান_করতে_পারবেন_না ☞ ১) কুকুরের কামড়ের ইনজেকশন যারা নিয়েছেন, তারা ইনজেকশন-এর কোর্স শেষ হওয়ার পর ১...
23/12/2024

জেনে নিন কারা #রক্তদান_করতে_পারবেন_না

☞ ১) কুকুরের কামড়ের ইনজেকশন যারা নিয়েছেন, তারা ইনজেকশন-এর কোর্স শেষ হওয়ার পর ১ বছর রক্তদান করবেন না।

☞ ২) বড় অপারেশন যাদের হয়েছে তারা ১ বছর পর্যন্ত রক্তদান করবেন না। ছোট অপারেশন হলে ৬ মাস পর্যন্ত রক্তদান অনুচিত।

☞ ৩) কোন কারণে যদি কেউ রক্ত গ্রহণ করে থাকেন, তবে তিনিও এক বছর রক্তদান করতে পারবেন না।

☞ ৪) জন্ডিস, ম্যালেরিয়া বা টাইফয়েড রোগ হলে, সুস্থ হওয়ার পর আরও ৬ মাস রক্তদান করবেন না।

☞ ৫) যারা হাসপাতালে গিয়ে দাঁত ফেলেছেন, নাক বা কানে ছিদ্র করিয়েছেন, বা শরীরে উল্কি/ ট্যাটু করিয়েছেন, তারাও ৬ মাস রক্তদানে অক্ষম।

☞ ৬) গত ৬ মাসের মধ্যে যে মহিলার গর্ভপাত হয়েছে, বা যিনি বর্তমানে সন্তান- সম্ভবা, তিনিও রক্তদান করতে পারবেন না।

☞ ৭) যে মহিলার সন্তান এখনও মাতৃদুগ্ধ পান করে, তিনি রক্তদান করবেন না।

☞ ৮) যে মহিলা বর্তমানে ঋতুচক্রের মধ্যে আছেন (মাসের নির্দিষ্ট ৫/৬ দিন) তিনি রক্তদান করবেন না।

☞ ৯) যার কোন চর্মরোগ বা যৌনরোগ আছে, তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও ৬ মাস পর্যন্ত রক্তদান করবেন না।

☞ ১০) যে ব্যক্তি বর্তমানে কোন ধরণের অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন, তিনি কোর্স শেষ না হওয়া পর্যন্ত রক্তদান করবেন না।

☞ ১১) যিনি গত বারো ঘণ্টার মধ্যে সুরাপান করেছেন, তিনি রক্তদান করবেন না। কোন ব্যক্তি যদি নিয়মিত সুরাপানে বা নেশা সেবনে (Drugs) অভ্যস্ত হন, তাহলে তার কাছ থেকে রক্ত গ্রহণ না করাই উচিৎ।

☞ ১২) যে ব্যক্তি একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গে অভ্যস্ত, তার কাছ থেকে রক্ত সংগ্রহ অনুচিত। পতিতা পল্লীর লোকজনের কাছ থেকে কখনোই রক্ত সংগ্রহ করতে নেই।

☞ ১৩) মানসিক ভাবে অবসাদগ্রস্ত ব্যক্তি বা মানসিক রোগীদের কাছ থেকে রক্ত গ্রহণ করা উচিৎ নয়।

☞ ১৪) একবার রক্তদান করে ৯০ দিনের মধ্যে আর রক্তদান করা অনুচিত।

(COLLECTED POST)

রোগীকে রক্ত দেওয়ার জন্য ক্যানুলার সঠিক সাইজ নির্বাচন করবেন রোগীর অবস্থা, রক্ত প্রবাহের গতি, এবং শিরার আকারের ওপর। সাধারণ...
21/12/2024

রোগীকে রক্ত দেওয়ার জন্য ক্যানুলার সঠিক সাইজ নির্বাচন করবেন রোগীর অবস্থা, রক্ত প্রবাহের গতি, এবং শিরার আকারের ওপর। সাধারণত নিম্নলিখিত ক্যানুলা ব্যবহার করা হয়:

সাধারণ সাইজ:

1. 16G (গ্রে)

জরুরি অবস্থায় (যেমন শক বা প্রচুর রক্তক্ষরণ) দ্রুত রক্ত দেওয়ার জন্য।

2. 18G (গ্রিন)

রক্ত এবং রক্তজাতীয় পণ্য দ্রুত দেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত।

3. 20G (পিংক)

সাধারণ রোগীদের জন্য, বিশেষ করে যদি শিরা সরু বা নরম হয়।

প্রাসঙ্গিক তথ্য:

রক্ত দ্রুত দিতে চাইলে বড় ব্যাসের ক্যানুলা (যেমন 16G বা 18G) বেছে নেওয়া ভালো।

শিশুর জন্য বা সরু শিরার ক্ষেত্রে 22G (ব্লু) বা 24G (ইয়েলো) ব্যবহার করা যেতে পারে।

ক্যানুলা নির্বাচনের সময় রোগীর শিরার অবস্থা এবং রক্ত সঞ্চালনের প্রয়োজন বিবেচনা করতে হবে।

#আসুন_সচেতন_সমাজ_গড়ে_তুলি_দেশকে_রক্ষা_করি

 #জন্মের_পর_কে_ওয়ান_(K-One) ইঞ্জেকশন #দেওয়া_জরুরি_কেন?শিশুর জন্মের পর প্রথম কয়েক দিনের মধ্যে হঠাৎ শরীরের যেকোনো স্থান দি...
21/12/2024

#জন্মের_পর_কে_ওয়ান_(K-One) ইঞ্জেকশন
#দেওয়া_জরুরি_কেন?

শিশুর জন্মের পর প্রথম কয়েক দিনের মধ্যে হঠাৎ শরীরের যেকোনো স্থান দিয়ে রক্তক্ষরণ হতে পারে।সাধারণত রক্তক্ষরণ ছাড়া শিশুর অন্য কোনো শারীরিক সমস্যা থাকে না।এটিকে বলে হেমোরেজিক ডিজিজ অব নিউবর্ন (নবজাতকের রক্তক্ষরণ)।
শরীরে ভিটামিন 'কে'-এর অভাবে এ রোগ দেখা দেয়।

#যেসব_রক্তক্ষরণ_হতে_পারে-

নানা কারণে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে,দ্বিতীয় দিন থেকে এক সপ্তাহের মধ্যে বা পরে রক্তক্ষরণ হতে পারে।

◑এ সময় নাভি দিয়ে,

◑পায়খানার সঙ্গে,

◑নাক দিয়ে রক্তপাত হতে দেখা যায়।

◑অনেক সময় চামড়ার নিচে রক্তপাতের কারণে লাল লাল দাগ দেখা দিতে পারে।

◑এ ছাড়া বিপজ্জনক হলো মস্তিষ্কে রক্তক্ষরণ।

#কে_ওয়ান_ব্যবহারে_যা_হয়-

নবজাতকের এই রক্তক্ষরণ প্রতিরোধে সহজ একটি চিকিৎসা পদ্ধতি হলো ভিটামিন 'কে' ইনজেকশন প্রয়োগ।
জন্মের পর কয়েক ঘণ্টার মধ্যে এ ইনজেকশন দিতে হয়। ইনজেকশন মাংসপেশিতে একবার প্রয়োগ করলেই যথেষ্ট। তবে মুখে খাওয়ালে তিন ডোজ নিতে হবে।
প্রথম ডোজ নিতে হবে জন্মের চার ঘণ্টার মধ্যে।দ্বিতীয় ডোজ চতুর্থ দিনে এবং তৃতীয় ডোজ ২৮তম দিনে।

ইনজেকশন নেওয়ার পরও রক্তক্ষরণের কোনো লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এছাড়াও ভিটামিন "কে" শিশুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।এটি হাড়ের ফ্র্যাকচার কমাতে সাহায্য করে।ভিটামিন-কে শিশুর হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। ভিটামিন-কে কার্ডিওভাসকুলার ডিজিজ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।

#আসুন_সচেতন_সমাজ_গড়ে_তুলি_দেশকে_রক্ষা_করি

সবাই একটু চোখ বুলিয়ে নিতে পারেন,,, ➖স্বরবর্ণ - ১১টি➖ব্যঞ্জনবর্ণ - ৩৯ টি➖মৌলিক স্বরধ্বনি - ৭ টি➖যৌগিক স্বরধ্বনি -২৫টি➖যৌগ...
07/12/2024

সবাই একটু চোখ বুলিয়ে নিতে পারেন,,,

➖স্বরবর্ণ - ১১টি
➖ব্যঞ্জনবর্ণ - ৩৯ টি
➖মৌলিক স্বরধ্বনি - ৭ টি
➖যৌগিক স্বরধ্বনি -২৫টি
➖যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ - ২টি
➖হ্রসস্বর স্বরধ্বনি - ৪টি
➖দীর্ঘস্বর স্বরধ্বনি - ৭টি
➖মাত্রাহীন - ১০টি
➖অর্ধমাত্রা - ৮ টি
➖পূর্ণমাত্রা - ৩২ টি
➖কার - ১০ টি
➖স্পর্শবর্ণ - 25 টি
➖বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি(স্বরবর্ণ ১১টি
+ ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
➖বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
➖বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
➖বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
➖বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
➖বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি
(স্বরবর্ণ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি)
➖বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
➖বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র শেখরের বই যে ৬টি।যেমন: ন, ম, য, র ল, ব
➖বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি
(ক থেকে ম পর্যন্ত)
➖বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি
(“ক” বর্গীয়ধ্বনি)
➖বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে ৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
➖বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎদন্তমূলীয়ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
➖বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে ৭টি(“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
➖বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে ৫টি (“প” বর্গীয় ধ্বনি)
➖বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে ১৪টি (প্রতি
বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
➖বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে১১টি (প্রতি বর্গের
৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
➖বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি (প্রতি
বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
➖বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি (প্রতি
বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
➖বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি আছে ৮টি(প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
➖বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি ৪টি (শ,ষ, স, হ)
➖বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি ৪টি (ব,য, র, ল)
➖বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি১টি (ল)
➖বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র)
➖বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি ২ টি (ড়, ঢ়)

14/11/2024

নার্সিং শেষ করে কে,কোন দেশে যাবে?

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ আবেদনের সর্বনিম্ন যোগ্যতা 📣SSC 2020/2021/2022HSC 2022/2023/2024Diploma in Nursing/Midwifer...
31/10/2024

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ আবেদনের সর্বনিম্ন যোগ্যতা 📣

SSC 2020/2021/2022
HSC 2022/2023/2024

Diploma in Nursing/Midwifery ✅
SSC কমপক্ষে 2.5 এবং HSC কমপক্ষে 2.5 থাকতে হবে।
মোট জিপিএ কমপক্ষে 6.00 থাকতে হবে।

BSc in Nursing ✅
SSC কমপক্ষে 3.00 এবং HSC কমপক্ষে 3.00 থাকতে হবে।
মোট জিপিএ কমপক্ষে 7.00 এবং জীববিজ্ঞানে 3.00 থাকতে হবে কমপক্ষে।

চান্স নির্ভর করে-
- ১০০ তে প্রাপ্ত নম্বর
- GPA ৫০ এ প্রাপ্ত নম্বর (SSC result × 5) + (HSC result × 5)
- কলেজ চয়েস এর পর্যায়ক্রমের উপর।

খুব সুন্দর করে তো নার্সদের নিয়ে বিকৃত মানসিকতা পোষণ করেন। আপনি জানেন ইউএসএ ইউকে তে অনেক নার্সরা চিকিৎসকদের চেয়ে বেশি পেম...
02/10/2024

খুব সুন্দর করে তো নার্সদের নিয়ে বিকৃত মানসিকতা পোষণ করেন। আপনি জানেন ইউএসএ ইউকে তে অনেক নার্সরা চিকিৎসকদের চেয়ে বেশি পেমেন্ট পান। ইউএসএ, ইউকে এমনকি ভারতেও নার্স কনসালটেন্ট/প্র্যাকটিশনার পদ আছে আপনি জানেন কি

জানবেন কি করে, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তো বাংলাদেশে বিসিএস ক্যাডার হয়ে ডায়াগনস্টিক টেস্ট বাণিজ্য ও ডিউটি সময় ফাঁকি দিয়ে লোক ঠকিয়ে টাকা ইনকাম করা।

বিএসসি নার্সরা যে চার বছরের অনার্স কোর্স+ ইন্টার্নশিপ করে লাইসেন্স পরীক্ষা দেয় সেটা জানেন? নার্সদের যে বিএসসি, মাস্টার্স, পিএইচডি করেও দশম গ্রেড সে সম্পর্কে আইডিয়া আছে ... ডিপ্লোমারা যে ইংরেজি মাধ্যমে এইচএসসি পাশ করে তিন বছর নার্সিং করেও (এসএসসি+ডিপ্লোমার সমান) দশম গ্রেডে থাকে সেটাপারিচালক করতে?

আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ও বিএমডিসিতে যদি প্রশাসন ক্যাডারের সচিবদের পদায়ন করা হয় আপনারা মেনে নিবেন?

আমরা সবসময় আপনাদের সকল দাবির পাশে দাঁড়াই বাট আপনারা কখনোই নার্সদের কথা চিন্তা করেন নি।

আপনাদের পেশা একটা আলাদা পেশা, নার্সিং একটা আলাদা পেশা। একে অপরের সহযোগী। নার্সরাও বিসিএস ক্যাডার হয়ে তাদের পথে চলবে, আপনারা আপনাদের এটা মানতে এতো কষ্ট কিসের।

আপনারা পারলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের কথা বলুন, নার্সদের উন্নয়ন করলেই আপনাদের দেওয়া চিকিৎসা সেবা তাড়াতাড়ি কার্যকর হবে। ভূলে যাবেন না স্বাস্থ্য সেবার সবচেয়ে বড় অংশ নার্স এবং নার্সরা কর্মবিরতি দিলে আপনার এক সেকেন্ড চলার সক্ষমতা নেই। আপনাদের দ্বারা কোনো ক্লিনিক্যালি ভুল হলে সেটা নার্সের কাছে ধরা পড়ে ও আপনাদের ইনফর্ম করা হয় কিন্তু নার্সের ভূল হলে রোগীর আর রক্ষা নাই।

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এ...
19/09/2024

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। 🥀

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দরম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো।

মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, "না" বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালবাসা খোঁজার প্রয়োজন না হয়।

বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই, কখন জানি রূপ বদলায় কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভাল।
***Coppied***

01/09/2024

শুধু তুমি আর আমি❤️❤️

ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ঝিনাইদহ বাসীর সহযোগিতায় বন্যার্তদের সহায়তা করতে ফেনীর ছাগলনাইয়া, ধর্মপুর এবং...
27/08/2024

ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ঝিনাইদহ বাসীর সহযোগিতায় বন্যার্তদের সহায়তা করতে ফেনীর ছাগলনাইয়া, ধর্মপুর এবং কয়েকটি স্থানে আমরা কিছু ত্রাণ, কাপড় এবং কিছু নগদ অর্থ নিয়ে ২৫ তারিখ রওনা হয়েছিলাম।এতটাও সহজ ছিলা না।।বন্যার্তদের কষ্টের কাছে সেটা কিছুই না।আসলে সেখানে মানুষের যে কি কষ্ট সেটা না দেখলে বোঝা যায় না।এমন ও বাড়ি আছে তারা অনাহারে দিন পার করছে।তারা জানেই না আমরা এত দূর থেকে সহয়তার হাত বাড়িয়ে দিব।জমজ বাচ্চা,প্রশুতি মা,বয়ষ্ক মানুষ,তারা সবাই জলে বন্দি।।ঘরগুলো জলে ভাসছে, ভেঙে গেছে কত ঘর।অনেককেই স্বাস্থ্য পরামর্শ দিয়েছি।।সেখানে সবাই শ্রমিক, দিন আনে দিন খায়।। নগদ অর্থ সহয়তা করতে পেরে তাদের একটু হলেও উপকার করতে পেরেছি।।সহয়তা পেয়ে তাদের মধ্যে সাহস তৈরি হয়েছে যে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের সাথে আছে।ধন্যবাদ আমাদের টিমের সদস্যদের।আপনারা যারা ত্রাণ নিয়ে যাবেন অবশ্যই দেখে শুনে প্রত্যন্ত অঞ্চলে যাবেন।।নিজেদের সিকিউরিটি নিয়ে যাবেন।
সৃষ্টিকর্তার সহায়তায় আমরা সবাই সুস্থ্য ভাবে বাসায় ফিরে এসেছি।

দেশের জন্য মানুষ মন উজার করে দিচ্ছে। ১৮কোটি মানুষ ৩০ লাক্ষ মানুষের সাথে আছে।।সবাই সবার জায়গা থেকে কম বেশি সহয়তার হাত বাড়...
24/08/2024

দেশের জন্য মানুষ মন উজার করে দিচ্ছে। ১৮কোটি মানুষ ৩০ লাক্ষ মানুষের সাথে আছে।।সবাই সবার জায়গা থেকে কম বেশি সহয়তার হাত বাড়িয়ে দিব।নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদহের, নার্সিং টিম আজ মাত্র ৩ ঘন্টার পরিশ্রমে ৭৩,৪১০ টাকা কালেকশন করেছে।।ধন্যবাদ টিম মেম্বারদের এবং সাহায্যকারী সকল ব্যক্তিবর্গকে।সৃষ্টিকর্তা চাইলে কাল ফেনীর উদ্দেশ্য রওনা দিব।।আমাদের সাথে যারা সহযোগীতায় যুক্ত হতে চান।।যোগাযোগ করুন:০১৭৪০৬৮২৭৩৫ (রাম পাল)। ৩য় বর্ষ,নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদহ। ( বিকাশ,নগদ,রকেট,উপায় : ০১৭৪০৬৮২৭৩৫)

27/07/2024

Types of some Doctors

Doctor of Heart→Cardiologist
Doctor of Bone→Orthopedic
Doctor of Child→Pediatricians
Doctor of Kidney→Nephrologist
Doctor of Skin→Dermatologist
Doctor of Eyes→Opthalmologist
Doctor of Teeth→ Dentist
Doctor of Surgery→Surgeons
Doctor of Cancer→Oncologists
Doctor of Mind→Psychiatrist
Doctor of Liver→Hepatologist
Doctor of Women→Gynecologist
Doctor of Stomach→Gastroenterologist
Doctor of Brain→Neurologist
Doctor of Ears→Otolaryngologist
Doctor of Animals→Veterinarian

শুভ রথযাত্রা ২০২৪
07/07/2024

শুভ রথযাত্রা ২০২৪

কিছু বললাম না,
04/07/2024

কিছু বললাম না,

14/04/2024

নতুন বছর সকলের জীবনে নতুন কিছু বয়ে আনুক
১৪৩১

বেশ কিছু পরিবর্তন থাকছে এই বছর নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ!👉 এই সেশন থেকে আর জেলা কোটা থাকছে না।👉মুক্তিযোদ্ধার সন্তা...
11/03/2024

বেশ কিছু পরিবর্তন থাকছে এই বছর নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ!
👉 এই সেশন থেকে আর জেলা কোটা থাকছে না।
👉মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তানদের জন্য মোট আসনের ২%।
👉 ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সন্তানদের জন্য ১% আসন।
👉অবশিষ্ট ৯৭% আসন জাতীয় মেধা কোটায় (মোট স্কোরের ভিত্তিতে) নির্বাচন করা হবে।
👉 3rd Time পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে; SSC 2019/2020/2021 এবং HSC 2021/2022/2023 যাদের, তারা নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ অংশগ্রহণ করতে পারবে।
👉মান মান বন্টন একই থাকছে।
👉 তবে, এবছর থেকে SSC রেজাল্ট এর উপর ২৫ নম্বর (SSC result × 5) এবং HSC রেজাল্ট এর উপর ২৫ নম্বর (HSC result × 5)
👉 নার্সিং ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের MCQ, + GPA ৫০ নম্বর = মেরিট স্কোর।
👉বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে চাইলে নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ অংশগ্রহণ করে কমপক্ষে 40+ পেতে হবে।
👉 নেগেটিভ মার্কিং নেই, মানে ভুল দাগালে আলাদা কোনো নম্বর কাটা যাবে না।

10/02/2024

#নবীনবরন২০২৪
অপ্রত্যাশিত ড্যান্স।
বান্ধবীরা যখন ঘোষনা করে দেয় ড্যান্স করবে Rasel Uddin + Ram Paul , তখন কি আর করার, প্রাকটিস ছাড়াই লাগা ড্যান্স।

Address

Tikari Bazar Road
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when RJ RaM PauL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJ RaM PauL:

Videos

Share