Uatso Vloge BD

Uatso Vloge BD হ্যালো জনগণ ভালো তো😉😁

18/06/2023

❤️‍🩹❤️‍🩹

12/06/2023

হালকা ভাব নিলাম 😎😁

যত হাসবে মন ততো ভালো থাকবে😊তাই বেশি বেশি করে হাসি😁
08/03/2023

যত হাসবে মন ততো ভালো থাকবে😊
তাই বেশি বেশি করে হাসি😁

09/01/2023
রুমে অনেক গরম লাগছিলো🥵 তাই রাস্তা রাতে থাকতে চাইছিলাম কিন্তু থাকলাম না🙂 যে এতো কষ্ট করে শীত বাংলাদেশ এ ঘুড়তে আসলো তাই আর...
08/01/2023

রুমে অনেক গরম লাগছিলো🥵 তাই রাস্তা রাতে থাকতে চাইছিলাম কিন্তু থাকলাম না🙂 যে এতো কষ্ট করে শীত বাংলাদেশ এ ঘুড়তে আসলো তাই আর ডিস্ট্রাপ করলাম না😁😁😁

06/01/2023

হঠাৎ দুই বন্ধু রাতেই বেলায় রেললাইন এ😁😁😁

🥰🥰🥰
16/12/2022

🥰🥰🥰

09/09/2022

রাতের একটু বাইকে ঘোড়াঘুড়ি 🥲🥰

খুলনা ৭ নং ফেরিঘাট এর অসাধারন প্রাকৃতিক সোন্দর্যো ফ্রেম বন্দী করলাম 😍😍😍
05/08/2022

খুলনা ৭ নং ফেরিঘাট এর
অসাধারন প্রাকৃতিক সোন্দর্যো
ফ্রেম বন্দী করলাম 😍😍😍

আসাধারন সুন্দর পরিবেশ ছিলোমনে ছুয়ে দেওয়া মতো স্থান।😍😍দৌলতপুর রেলিগেট, খুলনা
31/07/2022

আসাধারন সুন্দর পরিবেশ ছিলো
মনে ছুয়ে দেওয়া মতো স্থান।😍😍
দৌলতপুর রেলিগেট, খুলনা

24/07/2022

রুপসা নদীর সুন্দর ঢেও🥰🥰

20/07/2022
সুন্দর ও নিড়িবীলি পরিবেশ 🥰🥰অনেক সুন্দর জায়গাখুলনা ইন্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 💝
05/06/2022

সুন্দর ও নিড়িবীলি পরিবেশ 🥰🥰
অনেক সুন্দর জায়গা
খুলনা ইন্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 💝

ঈদ 💝 কত আনন্দের একটি দিন💝💝ঈদের আর বেশি দিন নেই আর মাত্র দুই তিন দিন বাকি আছে। 🥰সব কিছু ঠিক আছে বছর শেষে শবে-বরাত আসলো রম...
29/04/2022

ঈদ 💝 কত আনন্দের একটি দিন💝💝
ঈদের আর বেশি দিন নেই আর মাত্র দুই তিন দিন বাকি আছে। 🥰
সব কিছু ঠিক আছে বছর শেষে শবে-বরাত আসলো রমজান আসলো সেহরি ইফতার তারবি হলো।সবই আগের মতো ঈদ ও আসবে কয়েক দিন পর।সময়ের সাথে সাথে সব কিছু তো ফিরে আসলো কিন্তু। রমজান এর পর ঈদের সেই আনন্দ টা তো আর ফিরে আসলো না। জানি না সেই আনন্দ টা কোথায় হারিয়ে গেছে।🥺 ঈদের আগে কেনা কাটা করতে যাবো কত মজা কেনা কাটা শেষে সেটা কে বাক্সে কিনবা কোথাও লুকিয়ে রাখা কাওকে দেখানো যাবে না😁 দেখালেই আমার জামা টা পুরাতন হয়ে যাবে😁। নতুন জামা আর নতুন থাকবে সবার ঈদের জামা দেখতে চাওয়া একজন অরেক জনের টা দেখতে চাওয়া কাওকে না দেখানো কিন্তু ঠিকই অন্য এর টা দেখতে তাকে জোর করা। ঈদের আগের দিন বড় কচু পাতা জোগার😍 করা নারকেলের ছোবলা যোগাড় করা কচু পাতা কে ঝাটার কাঠি দিয়ে পুটো করে। আবার কোন বড় আপুর বাসায় গিয়ে লাইন দেওয়া হাতে মেহেদী দিয়ে দেওয়া জন্য সবাই বসে একে অন্যের মেহেদী ডিজাইন গুলো দেখা কার টা কতো সুন্দর হয়েছে কি করে কতক্ষণ রাখলে বেশি লাল হবে এই নিয়ে গবেষণা করা। এর পরে সন্ধ্যা অজানা ইফতারি সব শেষ করে দৌড়ে খোলা মাঠে চলে যাওয়া সবাই মিলে আকাশে চাঁদ ☪️উঠেছে কি না দেখতে যাওয়া। চাঁদ দেখা গেলেই সেই কচু পাতার ওপরে নারিকেল গাছ এর ছোবলা তে আগুন ধরিয়ে সেটাকে ঘুড়িয়ে ফুলকি বের করা।এর পরে মসজিদ থেকে রিকশা করে মাইকে করে নামাজ এর সময় ঘোষণা করতে যখন বের হয় তার পেছনে সবাই মিলে দৌড়ে যাওয়া ঈদ মোবারক মিছিল করা। এরপর সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা টা পরে ঈদের মাঠে যাওয়া ঈদের মাঠে নানা রকম দোকান বেলুন, মিষ্টি, আরো কত কি। কই গেলো সেই সোনালি দিন গুলা।এখন আর হয় না সেই মজা সব কিছু ফিরে আসে কিন্তু ছোট বেলা টা ফিরে আসে না।এখনো মার্কেট এর সময় আসে কিন্তু সেই ইচ্ছে টা আর হয় না।এখনো আকাশে☪️ চাঁদ উঠে কিন্তু আমার মাঠে যাই না আমার ফেসবুকে চাঁদ দেখি।আগের মতো মজা আর হয় না ঈদের মাঠে আর সেই দোকান গুলো কে দেখি না। এখনো যতটুকু মজা আনন্দ আছে এটাও হয়তো আস্তে আস্তে থাকবে না। কিছু দিন পরে হয়তো শুধু মোবাইল ফোনে ফেসবুক ই ঈদ সীমাবদ্ধ থাকবে কোন অত্নীয় সজন এর খোঁজে খবর নিবে শুধু মোবাইল এ কেও কারে বাসায় যাবে না🥺। আর কি ফিরে পাবো না সেই সোনালি দিন গুলো। এখনো তো হারিয়ে যাই নি দিন গুলো এখনো তো খুব বেশি বড় হয়ে যাই নি এখনো তো ইচ্ছে হয় সেই আগের মতো করে ঈদের আনন্দ করতে কিন্তু কেন হয় না..? জানি না কখনো পারবো কি না আগের মতো আনন্দ কিন্তু চিরকাল স্মৃতির পাতায় থেকে যাবে দিন গুলো। ৭/৮ বছর বয়স টায় হয়তো বেশি ভালো ছিলো তখন ভাবতাম কবে বড় হবো নিজের মতো ঘুড়বো এখন মনে হয় আগের দিন গুলাই সুন্দর ছিলো।💝💝💝💝
আসলেই ছোট বেলার ঈদের মতো মজা কখনো হয় না🥀🥀🥀

🥰🥰🥰🥰
11/03/2022

🥰🥰🥰🥰

09/02/2022




অর্থনীতি 🌹 ফেসবুক এ এখন হট টপিকস বাংলাদেশ এ চালু হচ্ছে ৫০ টাকার কয়েন আসুন জেমে নেই কবে থেকে চালু হবে💝সূত্র গুগল🌹🌹 M Rahm...
03/02/2022

অর্থনীতি 🌹 ফেসবুক এ এখন হট টপিকস
বাংলাদেশ এ চালু হচ্ছে ৫০ টাকার কয়েন আসুন জেমে নেই কবে থেকে চালু হবে💝
সূত্র গুগল🌹🌹 M Rahman

স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫০ টাকার রুপার স্মারক মুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এটি কিনতে গুনতে হবে ৪ হাজার টাকা।

রৌপ্যমুদ্রার পাশাপাশি ৫০ টাকা মূল্যমানের দুটি স্মারক নোটও ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে একটি নোট হবে প্রচলনযোগ্য, অপরটি কেবল স্মারক নোট।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৮ মার্চ থেকে এসব স্মারক ব্যাংক নোট, স্মারক নোট ও রৌপ্য স্মারক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য শাখা অফিসেও পাওয়া যাবে।

রৌপ্যমুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য

৫০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত রৌপ্য স্মারক মুদ্রাটির ওজন ৩০ গ্রাম।

স্মারক মুদ্রাটির সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণের প্রতিকৃতি, প্রতিকৃতির নিচে মূল্যমান কথায় ও অঙ্কে ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির উপরে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে।

স্মারক মুদ্রার পেছন ভাগে ইংরেজিতে ‘৫০’ এবং ‘০’ এর মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’-এর নিচে ‘১৯৭১-২০২১’ মুদ্রিত।

উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘গোল্ডেন জুবিলি অব ইনডিপেন্ডেনস’ এবং নিচে ইংরেজিতে মূল্যমান ‘পঞ্চাশ টাকা’ মুদ্রিত রয়েছে।

স্মারক বাক্সসহ রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা।

৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোট
স্মারক নোট

৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটের ডিজাইন ও নিরাপত্তা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং ও ডিজাইন (সম্মুখভাগের ডিজাইন: বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং পেছনভাগের ডিজাইন: ‘মই দেয়া’ জলরং শিল্পাচার্য জয়নুল আবেদিন) অপরিবর্তিত রেখেই করা হয়েছে। কেবল নোটের সম্মুখভাগের ডান দিকে জলছাপ এলাকার কাছে লাল-সবুজ রঙে একটি পৃথক স্মারক লোগো সংযোজন করা হয়েছে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত ও গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৩০ মিমি /৬০ মিমি পরিমাপের ৫০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোটটিতে ব্যাংক নোটের অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোপ্রিন্ট, সম্মুখভাগে খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত রাখা হয়েছে।

৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটগুলোর মতো দৈনন্দিন লেনদেনে ব্যবহার করা যাবে।

আর ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটের আকার ১৩০মিমি/৬০ মিমি পরিমাপের। এ স্মারক নোটের সম্মুখভাগের বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে। নোটের ডান দিকে জলছাপ এলাকার নিকটে স্মারক লোগো মুদ্রিত।

নোটের ওপরে মাঝখানে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ এবং নিচে মাঝখানে ‘ফিফটি টাকা’ লেখা।

এ ছাড়া, নোটের উপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৫০’ লেখা রয়েছে।

নোটের পেছনভাগে ‘১৯৭১: মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অগ্রযাত্রা’ শীর্ষক বীর মুক্তিযোদ্ধাদের একটি ছবি মুদ্রিত। নোটের উপরিভাগে ইংরেজিতে ‘গোল্ডেন জুবলি অব ইনডিপেন্ডেনস ১৯৭১-২০২১’ লেখা রয়েছে।

নোটের উপরে বাম কোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং ডান কোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত। নোটের নিচে ডান কোণে মূল্যমান ইংরেজিতে ‘৫০’ এবং মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘৫০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত।

৫০ টাকা মূল্যমান স্মারক নোট, এটি লেনদেনে প্রচলিত ব্যাংক নোটের মতো ব্যবহার করা যাবে না।
৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি হরফে ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা

23/01/2022

😍😍😍😍😍😍
Uatso Rahman

বন্ধুদের সাথে এক বছর আগে খেলার মাঠের কিছু সময়🥰🥰Muntasir RakinMohammad Ayatullah MD Nazmul Alom Tanvin Islam Muntasir Rak...
06/01/2022

বন্ধুদের সাথে এক বছর আগে খেলার মাঠের কিছু সময়🥰🥰Muntasir Rakin
Mohammad Ayatullah MD Nazmul Alom Tanvin Islam Muntasir Rakin
And me MD Mohin Rahaman
Date:10-12-2021
Device: মনে নেই 😁😁😁

গ্রামে গিয়ে একটু ঘুরাঘুরি বিল খনন এর কাজ চলছেঅনেক সুন্দর ছিল সময় টা🥰🥰Date:26/12/2021Pic:Firoz Ahammeddevice:Samsung J7 P...
02/01/2022

গ্রামে গিয়ে একটু ঘুরাঘুরি
বিল খনন এর কাজ চলছে
অনেক সুন্দর ছিল সময় টা🥰🥰
Date:26/12/2021
Pic:Firoz Ahammed
device:Samsung J7 Prime

আমি ফুল চাইনা, 🥀🥀সে ঝরবে দিনের শেষে।  চাই একটা ভালো মন, যা কখনো ভুলবে না আমাকে।🥰Photo: Uatso Rahman
18/12/2021

আমি ফুল চাইনা, 🥀🥀
সে ঝরবে দিনের শেষে।
চাই একটা ভালো মন,
যা কখনো ভুলবে না আমাকে।🥰
Photo: Uatso Rahman

বিনম্র শ্রদ্ধা 💝💝এগিয়ে যাও বাংলাদেশ
14/12/2021

বিনম্র শ্রদ্ধা 💝💝
এগিয়ে যাও বাংলাদেশ

ঝিনাইদহ এর সুন্দর কয়েকটি জায়গার মধ্যে এটি একটি।🥰🥰ঢোলসমুদ্র ডিঘি,পাগলাকানাই বেড়বাড়ি,ঝিনাইদহ সদর।🥀🥀Date: 06 September,2021...
11/12/2021

ঝিনাইদহ এর সুন্দর কয়েকটি জায়গার মধ্যে এটি একটি।🥰🥰
ঢোলসমুদ্র ডিঘি,পাগলাকানাই বেড়বাড়ি,ঝিনাইদহ সদর।🥀🥀
Date: 06 September,2021
Photo:Uatso Rahman
Device: Vivo Y11

ঝিনাইদহ এর ঐতিহ্যবাহী একটি স্থান মিয়ার দালানঅবস্থাঃ ঝিনাইদহ আরাপুর নবগঙ্গা নদীর পাশে।Photo:Uatso Rahman
09/12/2021

ঝিনাইদহ এর ঐতিহ্যবাহী একটি স্থান
মিয়ার দালান
অবস্থাঃ ঝিনাইদহ আরাপুর নবগঙ্গা নদীর পাশে।
Photo:Uatso Rahman

কি পান করছিলাম বুঝতে পারছিলাম নাকফি পান করতেছিলাম নাকি নিমপাতার রস🤔🤔🤔🤔🤔🤔🤔Photo:Sk Proma
08/12/2021

কি পান করছিলাম
বুঝতে পারছিলাম না
কফি পান করতেছিলাম
নাকি নিমপাতার রস
🤔🤔🤔🤔🤔🤔🤔
Photo:Sk Proma

নবগঙ্গা নদী, ঝিনাইদহ দেবদারু এভিনিউ,...🥰🥰🥰🥰🥰🥰Pic: Uatso Rahman
01/12/2021

নবগঙ্গা নদী, ঝিনাইদহ
দেবদারু এভিনিউ,...
🥰🥰🥰🥰🥰🥰
Pic: Uatso Rahman

27/11/2021

যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। ----- এলিজাবেথ বাওয়েন

Address

Paglakani
Jhinaidaha

Alerts

Be the first to know and let us send you an email when Uatso Vloge BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uatso Vloge BD:

Videos

Share

Category


Other Video Creators in Jhinaidaha

Show All

You may also like