SD Roi

SD Roi �Safe your love and safe your haven�
�Stay safe and stay with my page �
�Like my page

11/04/2022

🏔🌄

10/04/2022

Nature ❤

।। পৃথিবী ফেরত চেয়েছেন                ঈশ্বর ।।কি হল এত পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা বানিয়ে? আমেরিকার বি-স্টেলথ বোমারু ব...
27/04/2021

।। পৃথিবী ফেরত চেয়েছেন
ঈশ্বর ।।

কি হল এত পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা বানিয়ে? আমেরিকার বি-স্টেলথ বোমারু বিমান নাকি আলপিনের ডগায় বোমা ফেলতে পারে কয়েক কিলোমিটার উঁচু থেকে, রাশিয়ান S400 মিসাইল ডিফেন্স সিস্টেম, নাকি পৃথিবীকে কয়েক চক্কর কেটে ফেলার ক্ষমতা ধরে, AK107 রাইফেল নাকি আস্ত ট্যাংক উড়িয়ে দেয় এক নিমেষে।

মানুষ মারার কত আয়োজন....

মনে আছে?
সিরিয়ার সেই ৩ বছরের ছেলেটির কথা... বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে
মরে যাবার আগে যে বলেছিল - _'আমি ঈশ্বরকে সব বলে দেব'_ !

সে হয়তো ঈশ্বরকে সব ব'লে দিয়েছে।

হয়তো বলে দিয়েছে -
আমাদের পৈশাচিকতার কথা, লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা।

আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ-কোটি !
মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র।

সুইডেনের ইন্টারন্যাশনাল পীস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে ২০১৮ সালে পৃথিবীতে কেবলমাত্র যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ হয়েছে ১.৮২২ ট্রিলিয়ন মার্কিন ডলার।

সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে।

বলেছে সেই পাখিটির কথা, যে আর আকাশে ওড়ে না;
বলেছে সেই আকাশের কথা,
যে একদিন নীল ছিল;
বলেছে সেই বাতাসের কথা,
যে একদিন নির্মল ছিল;
বলেছে সেই পৃথিবীর কথা,
যে একদিন সবার ছিল।

এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছেমতো।

ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি।

চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের।

সাগরপাড়ে পরে থাকা আ্যালান কুর্দি, কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি
হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে।

*ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার।*

তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ... হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ -- শুনেছেন সেই পাখিটির কান্না।

এটাই হয়তো ঈশ্বরের মার, কিংবা প্রকৃতির প্রতিশোধ ...বৈভবে মোড়া দুবাই-এর ৮২৮ মিটার উঁচু মিনারের বুর্জ খলিফা নাকি খাঁ খাঁ করছে। সোনা আর পেট্রো ডলারে মুড়ে রাখা অহংকার থরথর করে মৃত্যুভয়ে কাঁপছে।

ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা ভাইরাসের ভয়ে প্রবল পরাক্রমশালীরা অসহায়ের মত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কোটের কলার ফাটা বিজ্ঞানীর দিকে অথবা রাতজাগা ক্লান্ত অবসন্ন কিন্তু হার না মানা জেদি ডাক্তার আর নার্সের দিকে!

চরম উন্নাসিকতায় যাদের দিকে কেউ ফিরেও তাকাত না, আজ সেই সাফাইকর্মীদের পুষ্পবৃষ্টি আর শঙ্খধ্বনিতে আবাহন।

তবে এ যুদ্ধ কি কেবল অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে? বোধহয় না। লকডাউনে খাবারের অভাবে গঙ্গায় পাঁচ সন্তানকে মায়ের বিসর্জন।

একদিন হয়তো সব ঠিক হবে,
কিন্তু আমরা কি সত্যিই
মানুষ হবো?

এই অন্তহীন প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে আজ অন্তত বাঁচার স্বপ্ন দেখি।😭🙏plz saved me (Iswar- Allaha -Good )

13/01/2021

This one❤❤❤

31/12/2020

This new year will make all your
dreams come true and turn all
your efforts into great success💞

02/12/2020

পৃথিবীর শ্রেষ্ঠ গান বললেও হয়তো কম বলা হবে।
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"

11/10/2020

জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ
এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা
ফিরে অাসাটা খুব কঠিন। তবুও চলতে হয় 💔

10/10/2020

Happy Birthday 🎂 Yash Dashgupta ❤

🥀This day is back Again And Again 🥀

16/07/2020

Remember 🥀❤️

SDRoi contest of  Semi-final  and 2nd contest of photo react Siddharth Malhotra  : Love react ❤ Hrithik Rowshan     : Wo...
05/07/2020

SDRoi contest of

Semi-final and 2nd contest of photo react

Siddharth Malhotra : Love react ❤

Hrithik Rowshan : Wow react 😯

The next twenty-four hours of time

Only react(❤:😯) your favourite actor and share this post and comment 🖋

👉Special Note: This arrangement is not for bias.

Address

Jhenida
7300

Telephone

+8801318442401

Website

Alerts

Be the first to know and let us send you an email when SD Roi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

safe haven

safe haven