Bina Khatun

Bina Khatun Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bina Khatun, Digital creator, Jhenida.

I am a Social Media Marketer Specialist.If Anyone is in this,You Can Call Me.I am Always Ready To Help You About page.Instagram, Linkedin,Twitter Optimization & Video Editing & Canva Designing.

গত রাতে আমাদের ক্লাস ছিলো Twitter  Marketing নিয়ে। ক্লাসটি করিয়েছেন Success biz Family'r  নতুন ট্রেইনার  SADIA EMAMON  স...
17/05/2024

গত রাতে আমাদের ক্লাস ছিলো Twitter Marketing নিয়ে।

ক্লাসটি করিয়েছেন Success biz Family'r নতুন ট্রেইনার
SADIA EMAMON সত্য কথা বলতে ম্যাডাম নতুন trainer হলেও ওনার বুঝানোর দক্ষতা খুবই ভালো.
আজকে আমরা জানতে পারলাম Twitter Account খুলে
International Market Place এ কি নিয়মে সঠিক ভাবে
কাজ করে নিজেদের কেরিয়ার উন্নত করা যায়।

ধন্যবাদ Sadia Emamon ম্যামকে, এতো সুন্দর করে ক্লাসটি করানোর জন্য।

আলহামদুলিল্লাহ্ গতকালকে page optimization ক্লাসটি করলাম। ক্লাসটি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন,ধন্যবাদ Molla ...
06/05/2024

আলহামদুলিল্লাহ্
গতকালকে page optimization ক্লাসটি করলাম। ক্লাসটি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন,ধন্যবাদ Molla Mahadi Hasan স‍্যার।

ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাভূমিকাডিজিটা...
29/04/2024

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা
ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা
ভূমিকা
ডিজিটাল মার্কেটিং কি এবং এটির প্রয়োজনীয়তাই বা কি? এই প্রশ্নটি এখন সবার। উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়। বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। এখন ঘরে বসে অনলাইনে কেনা কাটা থেকে শুরু করে, অনলাইনে ইনকাম করা সবটাই এই ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভর করে।

ডিজিটাল মার্কেটিং বলতে মানুষ মূলত সোশ্যাল মিডিয়ায় পন্যের বিজ্ঞাপনকেই বুঝে। কিন্তু আসলে ব্যাপারটা কি তাই? আসুন আজকের এই আর্টিকেল থেকে আমরা জানার চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং কি এবং এর সাথে আরো কি কি ব্যাপার জড়িত আছে।

ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলোই বা কি? কি কি উপায়ে ডিজিটাল মার্কেটিং করা যায়? এই সব বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। কথা না বাড়িয়ে আসুন জেনে নেই ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

এতো গেল ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলো কি কি? কখনো কি ভেবে দেখেছেন, এই ধাপগুলো কি হতে পারে? আসুন আমরা এবার এই ধাপগুলো সম্পর্কে জেনে নেই।

ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ
ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। নিচের লিস্টে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ সম্পর্কে জানতে পারবেন। আসুন লিস্টটা দেখে নেই।

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
এফিলিয়েট মার্কেটিং
ইমেইল মার্কেটিং
ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
সিপিএ মার্কেটিং

আসসালামু আলাইকুম ⏩আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় Success Biz Family র ৮ নং ক্লাসটা শেষ করলাম। ⏩ Topic : Canva Design. ⏩Tra...
28/04/2024

আসসালামু আলাইকুম

⏩আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় Success Biz Family র ৮ নং ক্লাসটা শেষ করলাম।

⏩ Topic : Canva Design.

⏩Trainer : Md Imranul Hoque

✍️ক্যানভা বলতে কী বুঝায় ?

ক্যানভা হল একটি অনলাইন ডিজাইন টুল যা আপনাকে গ্রাফিক্স ডিজাইন, উপস্থাপনা, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, পোস্টার, আমন্ত্রণ এবং অন্যান্য বিভিন্ন ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরি করতে দেয়। Canva এবং Thakbe-এর একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস রয়েছে, যা ব্যবহারকারীদের সহজেই আদালতের টেমপ্লেটগুলি কাস্টমাইজ করতে, পাঠ্য, চিত্র, আকার, আইকন এবং আরও অনেক কিছু যোগ করতে দেয়। ক্যানভা এর বিনামূল্যের সংস্করণ এবং মৌলিক নকশা বৈশিষ্ট্য উপলব্ধ, কিন্তু অর্থ প্রদানের সংস্করণ এবং অতিরিক্ত সরঞ্জাম এবং সংস্থান উপলব্ধ।

✍️MD:Imranul Hoque স্যারকে অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় টুকু আমাদের সাথে ব্যয় করে. এতো সুন্দর করে ক্যানভা ক্লাসটা বুঝিয়ে করানোর জন্য...! 🥰🥰

26/04/2024

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

ফ্রিল্যান্সিং কী ? ফ্রিল্যান্সিং একটি একক কোম্পানি দ্বারা নিযুক্ত না হয়ে, সাধারণত একটি প্রকল্প দ্বারা প্রকল্প ভিত্তিতে ...
17/04/2024

ফ্রিল্যান্সিং কী ?

ফ্রিল্যান্সিং একটি একক কোম্পানি দ্বারা নিযুক্ত না হয়ে, সাধারণত একটি প্রকল্প দ্বারা প্রকল্প ভিত্তিতে স্বাধীনভাবে কাজ করা জড়িত। এটি ব্যক্তিদের তাদের নিজস্ব ক্লায়েন্ট চয়ন করার, তাদের নিজস্ব সময়সূচী সেট করার এবং ইন্টারনেট সংযোগের সাথে যে কোনও জায়গা থেকে কাজ করার স্বাধীনতা দেয়। ফ্রিল্যান্সাররা প্রায়ই নির্দিষ্ট দক্ষতা যেমন লেখা, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং বা বিপণনে বিশেষজ্ঞ হন এবং তারা তাদের পরিষেবাগুলি ক্লায়েন্টদের চুক্তির ভিত্তিতে অফার করে।

ফ্রিল্যান্সিং এর অন্যতম প্রধান সুবিধা হল এটি যে নমনীয়তা প্রদান করে। ফ্রিল্যান্সারদের যখন এবং যেখানে ইচ্ছা কাজ করার ক্ষমতা রয়েছে, তাদের নিজেদের পছন্দ অনুযায়ী তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার অনুমতি দেয়। এই নমনীয়তা তাদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে যারা স্বায়ত্তশাসনের মূল্য দেয় এবং তাদের কাজের উপর নিয়ন্ত্রণ করে।

যাইহোক, ফ্রিল্যান্সিং এর নিজস্ব চ্যালেঞ্জও আসে। যেহেতু ফ্রিল্যান্সাররা তাদের নিজস্ব ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য দায়ী, তাদের অবশ্যই নিজেদের বিপণন করতে এবং তাদের শিল্পের মধ্যে একটি শক্তিশালী খ্যাতি তৈরি করতে সময় এবং প্রচেষ্টা উৎসর্গ করতে হবে। অতিরিক্তভাবে, ফ্রিল্যান্সাররা প্রায়শই আয়ের ওঠানামার সম্মুখীন হয়, কারণ তারা উচ্চ চাহিদার সময়কাল অনুভব করতে পারে এবং তার পরে কম প্রকল্পের সাথে ধীর সময়কাল।

একজন ফ্রিল্যান্সার হিসাবে আর্থিক ব্যবস্থাপনাও প্রথাগত কর্মসংস্থানের তুলনায় আরও জটিল হতে পারে, কারণ ফ্রিল্যান্সাররা কর, স্বাস্থ্যসেবা এবং অবসরকালীন সঞ্চয় নিজেরাই পরিচালনার জন্য দায়ী। ফ্রিল্যান্সারদের জন্য সাবধানে বাজেট করা এবং ট্যাক্স এবং অন্যান্য খরচের জন্য তহবিল আলাদা করা গুরুত্বপূর্ণ।

এই চ্যালেঞ্জ সত্ত্বেও, অনেকেই ফ্রিল্যান্সিংকে একটি ফলপ্রসূ ক্যারিয়ার পছন্দ বলে মনে করেন। এটি প্যাশন প্রকল্পগুলি অনুসরণ করার, বিভিন্ন ধরণের ক্লায়েন্টদের সাথে কাজ করার এবং ক্রমাগত নতুন দক্ষতা বিকাশের সুযোগ দেয়। শেষ পর্যন্ত, ফ্রিল্যান্সিং সঠিক ফিট কিনা তা নির্ভর করে স্বতন্ত্র পছন্দ, লক্ষ্য এবং স্বাধীন কাজের উত্থান-পতন নেভিগেট করার ইচ্ছার উপর।

Name :Bina KhatunStudent Id :SBFSTU03721Club Name:Elite ClubDigital Litercy Course Done.!!
23/02/2024

Name :Bina Khatun
Student Id :SBFSTU03721
Club Name:Elite Club
Digital Litercy Course Done.!!

22/02/2024

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Bina Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share