কিকার (kicker) কি বা এটা কেনো করা হয় হয়তো বুঝতে পারবেন।
নিজে রক্তদান করুন সেই সাথে অপর কে রক্ত দানে উৎসাহ দিন।
বর্তমান এ রক্তদাতা সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করতে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য এক্সচেঞ্জ ছাড়া ব্লাড ডোনেশন সম্ভাব হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
অর্থাৎ আপনার ও পজেটিভ ব্লাড প্রয়োজন কিন্তু আপনার পরিবারের কারো এই গ্রুপের ব্লাড নেই সেক্ষেত্রে আপনি অন্য যেকোনো গ্রুপের এক ব্যাগ ব্লাড কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এ দিবেন ও আপনার প্রয়োজনীয় ব্লাড সেখান থেকে গ্রহণ করবেন।
আশা করি সবাই এটা বুঝবেন এবং সেই ভাবে কাজ করবেন।
রক্ত দানের গুরুত্বপূর্ণ কিছু কথা।
বেড়ে উঠার ১ম ধাপ শৈশবের সকল সৃতি যেখানে প্রিয় বিদ্যাপীঠ ঘাগা সর. প্রাথ. বিদ্যালয়। এই খান থেকে আমদের ১ম পথ চলা।
কতই না ভালো ছিলো দিন গুলা।
প্রধান শিক্ষক Moazzem Hossain
সহকারী শিক্ষক
Ram Ghosh
Rohima Khatun
Kader sir
যাদের থেকে শিক্ষা গ্রহন করে আজ আমরা এই খানে এসছি।
অনেক মিচ করি স্যার দের
মিচ করি আমাদের ব্যাচের সকল বন্ধুদের। আগের দিন গুলা অনেক ভালো ছিলো।
তবে সবার কাছে একটাই অনুরোধ আপনারা খেলা ধুলা করার জন্য এই মাঠ টা কে টিকিয়ে রাখুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
আমার শৈশবের বন্ধু যে খানেই থাকো ভিডিও টি দেখলে কমেন্টস কইরো।
১০০/১৫০ টাকায় বাইকের লুকিং গ্লাস।
অনেকের হয়তো কারনবশত গ্লাসটা ভেঙে গেছে চেঞ্জ করার কথা ভাবছেন তবে ফ্রেম ভালো থাকলে শুধু গ্লাস টা পরিবর্তন করতে পারবেন।
টাউনহল ময়দান মোহাম্মদপুর ঢাকা
জসিম অটো ইলেক্ট্রিক।
#bikeride #bikelovers #bikeservice #glass #rider #Jhenaidah #jhenaidahbikerider