Engr Parvez BD

Engr Parvez BD Digital content creator

01/09/2024

মানুষ শুরুতে যেই টান দেখায়, তা যদি শেষেও থাকতো; হয়তো গল্পটা অন্যরকম হতো..!!'😊💔

23/08/2024

-যুগের পর যুগ চলে যাবে, তবুও তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার ফুরাবে না!💔🙂

11/07/2024
10/07/2024

- প্রয়োজন শেষ হলে বিরক্ত লাগবেই!
- হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা।🙂

পুরোনো প্রেম ভুলবেন কী করে--কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যা...
29/06/2024

পুরোনো প্রেম ভুলবেন কী করে--
কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি।

কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘প্রেম ধীরে মুছে যায়।’প্রেম যেমন আমাদের জীবনে ঝড়ের মতো আসে, আবার মাঝেমধ্যে সেটা ঝড়ের মতোই সবকিছু তছনছ করে দিয়ে চলেও যায়। কিন্তু সেই ঝড়ে তছনছ হয়ে যাওয়া জীবনকে কি আবারও আগের মতো গুছিয়ে নেওয়া সম্ভব? উত্তর হলো, হ্যাঁ, সম্ভব। আরও ভালোভাবে গুছিয়ে নেওয়াও সম্ভব। তবে কাজটা মোটেও সহজ নয়। সহজই যদি হতো, তাহলে তো আর পৃথিবীতে বিচ্ছেদ নিয়ে এত এত গান, কবিতা বা বই লেখা হতো না, তাই না? তবে আশার কথা হলো, আপনি একা নন। বরং পৃথিবীর অসংখ্য মানুষকে এই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়। এবং তারা সেই যন্ত্রণা একটা সময় কাটিয়েও ওঠে। নতুন করে সাজিয়ে নেয় নিজের জীবন। তার জন্য আপনাকে অনুসরণ করতে হবে নিচের কয়েকটি ধাপ:

১. সময়ের হিসাব করা বাদ দিন: ব্রেকআপের ঠিক এত দিন পার হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, প্রথমেই এমন চিন্তা ছেড়ে দিতে হবে। কারণ, কষ্টটা এক সপ্তাহেও চলে যেতে পারে, আবার বছরও লাগতে পারে। কাজেই নিজের ওপর কোনো সময় বেঁধে দেবেন না। নিজের ওপর কোনো চাপ তৈরি করবেন না।

২. নিজের ওপর জোর করবেন না: রাতারাতি ঠিক হওয়ার চিন্তা বাদ দিলেই কাজটা সহজ হয়ে যাবে। দিনগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দিন। কান্না পেলে কাঁদুন, কাউকে মনের কথা বলতে চাইলে বলে ফেলুন। মন খুলে কথা বলুন। পরিবার, বন্ধুবান্ধব, আপনজনের সাহায্য নিন। জোর করে ভালো থাকার চেষ্টা করবেন না।

৩. বই, গান বা সিনেমায় ডুব দিন: নিজের শখের আর ভালো লাগার জায়গাগুলোর যত্ন নিতে শুরু করুন। জোর করে কিছু করবেন না। যা ভালো লাগে, তা–ই করুন। পড়তে ভালো লাগলে পড়ুন, আঁকতে ভালো লাগলে আঁকুন। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

৪. অতীতের স্মৃতিকে সরিয়ে রাখুন: প্রেম থাকলে আপনার জীবন এখন কত সুন্দর হতো, সহজ হতো, এই তুলনা কখনোই করবেন না। কী হলে কী হতো—এই চিন্তাই মানুষকে সামনে এগোতে দেয় না!

৫. সম্পর্ককে কখনোই ব্যর্থ ভাববেন না: কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কাজেই সবকিছুর জন্যই কৃতজ্ঞ হোন।

৬. বিশ্বাস রাখুন সুন্দর ভবিষ্যতে: পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আপনার মিলে নাই মানেই সবকিছু শেষ নয়। বরং এই শেষই হতে পারে আরেক শুরুর প্রথম ধাপ।

৭. দ্রুত নতুন কোনো সম্পর্কে জড়াবেন না: এই ভুলই বেশির ভাগ মানুষ করে। একটা সম্পর্ক শেষ হলে সময় নিন। নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করুন। এই সময় অন্য আরেকজনের সঙ্গে জড়িয়ে যাওয়া সাময়িক স্বস্তির কারণ হতে পারে, কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবারও ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা বেড়ে যাবে। কাজেই সময় নিন। নিজেকে আগে সারিয়ে তুলুন।

বিচ্ছেদের পর নিজেকে সময় দিন।
৮. সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকুন: কঠিন সময়কে সামাজিক যোগাযোগমাধ্যম আরও কঠিন করে দিতে পারে। কোনো যুগলের ছবি বা হাসিখুশি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার না পাওয়া ভালোবাসার কথা। তাই সম্ভব হলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একটা বিরতি নিন।

তবে এসব করতে গিয়ে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেবেন না। বরং স্বাভাবিক জীবন যাপন করতে থাকুন। প্রেম, সম্পর্ক বা ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ অংশ সন্দেহ নেই, কিন্তু জীবনটা আরও অনেক বড়।জীবনটা একান্ত আপনার নিজের
তাই জীবনকে ভালোবাসুন।এই জীবনে দুঃখ–কষ্ট আর না পাওয়া থাকবেই। এগুলোকে আমাদের পথচলার উপলক্ষ হোক, শিক্ষা হোক, কিন্তু সামনের জীবনের জন্য বাধা যেন না হতে পারে।
©🥰💓

25/06/2024

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না,,
মনে রেখো বানান ভুল হলে যেমন...
শব্দের মানে পাল্টে যায় ঠিক তেমনি..
জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবন.,টাই এলোমেলো হয়ে যায়..!

24/06/2024

পিক তোলার স্টাইল দেখে আমি তো অবাক কিভাবে পারে মানুষ।
বেইমান ‌ # নাটকবাজ

24/06/2024

ভালোবাসা হচ্ছে এমন এক মায়া , যে মায়ায় মূহুর্তেই পড়া যায় কিন্তু সহজে সেই মায়া ত্যাগ করা যায় না 🥀

23/06/2024

নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাই টাই ভালো।

যে ফোনকল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সে ফোনকল মেসেজের অপেক্ষায় আর না থাকাটাই ভালো।
যে দরজায় তুমি বার বার করা নরানোর পরও তোমার জন্য খুলেনি সে দরজায় আর কখনো করা না নারানোটাই ভালো।
যার পিছে পাগলের মতো ছুটতেছো সে সব টুকু জানার পরও যখন তোমায় বারবার পথে ছুড়ে ফেলতেছে তার পিছনে আর না ছুটাটাই ভালো।

মানুষ বদলায় মেনে নিতে শিখো,
নিজেকে বদলাও তুমি নিজেকে যতোক্ষণ বদলাতে পারবে না ততক্ষণ নিজেকে ভালো রাখতে পারবে না।
নিজেকে ভালো রাখার জন্য বদলে যাওয়াটা জরুরী।😅💔😥

07/06/2024

আপনার আগামী দিন গুলার জন্য শুভকামনা।

 #গুরুত্বপূর্ণ_পোস্টকনসিল বীম বলে কোন বীম নাই, যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব কিন্তু সেটার ডিজাইন আলাদা।খরচ কমানোর ...
19/05/2024

#গুরুত্বপূর্ণ_পোস্ট

কনসিল বীম বলে কোন বীম নাই, যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব কিন্তু সেটার ডিজাইন আলাদা।

খরচ কমানোর নাম করে এই কনসিল বীম কিছু কিছু মিস্ত্রীদের নিজেদের বানানো একটি পদ্ধতি।

কিন্তু এটা মূলত তাদের বীমের সাটারিং না করার পায়তারা ছাড়া কিছুই না। ফলে তাদের সাটার খরচ ঠিকই কমে কিন্তু মালিকের সারা জীবনের ক্ষতি করে।

#শেয়ার দিয়ে পাশে থাকুন।
Engr Parvej Hasan

18/05/2024

থাকতে চাইলে শত ঝড় তুফান ভেদ করেও থাকোন যায়।
তুমি থেকে যাওয়ার নাম করে এ ডালে ও ডালে উড়তে থাকলে।
অনেকের সাথে তোমার সক্ষতা হইলো বন্ধুত্ব হইলো কাউকে ভাই বানালা কাউকে বানালে বেস্ট ফ্রেন্ড।
আমাকে প্রিয়জন থেকে অপ্রিয়জনে নামিয়ে আনলা।

তুমি দুরত্ব বারাতে ব্যাস্ত হয়ে পরলে আমি দুরত্ব কমাতে।
তারপর একদিন এসে বললে তুমি আর থাকতে চাও না তুমি আমার মায়া নামক রশি থেকে মুক্তি চাও।
তুমি থাকতে চাইলা না জন্যই হয়তো এ জনমে তোমার সাথে আমার সংসার টা আর হইলো না।

তুমি উড়তে ভালোবাসো আমি তোমাকে।
তুমি দূরে যাওয়ার জন্য অজুহাত বানালে
আর আমি থেকে যাওয়ার জন্য বাহানা,,
শেষ পর্যন্ত তোমার টা টিকলো আমার টা টিকলো না।

তুমি দুরত্ব চাইলা
আর আমি দূর থেকে তোমারে চাইলাম।
দুজনেই চাইলাম ,
শুধু আমাদের চাওয়াটা আলাদা।

টাইমলাইনে রাখুনভবন নির্মাণে কেন পাইলিং এর  প্রয়োজনীয়তা এবং বিবেচ্য বিষয়গুলো আলোচনা করা হলোঃ১) স্থাপনার ঘূর্ণন মোমেন্ট এব...
10/05/2024

টাইমলাইনে রাখুন
ভবন নির্মাণে কেন পাইলিং এর প্রয়োজনীয়তা এবং বিবেচ্য বিষয়গুলো আলোচনা করা হলোঃ

১) স্থাপনার ঘূর্ণন মোমেন্ট এবং তির্যক ফোর্স প্রতিরোধ করার জন্য।
২) নরম মাটি বা বালি ভরাট করা জায়গায় ভার বহন ক্ষমতা বৃদ্ধিতে।
৩) পাইল সহজেই অধিক ভারী স্থাপনার লোড বহন করতে পারে।
৪) ভবনের লোড সমূহ যেমন ডেড লোড, লাইভ লোডসহ অন্যান্য লোড সমূহের চাপে ভবনের নিচের মাটি সরে যাওয়া প্রতিরোধ করে ।
৫) ভবনের লোডকে নরম বা সংকোচনশীল মাটি বা পদার্থের মধ্য দিয়ে মাটির শক্ত স্তরে পৌঁছে দিতে সাহায্য করে ।
৬) ভবনের উচ্চতা বেশি হলে উইন্ড লোড অথবা আর্থকোয়েক লোড প্রতিরোধ করের লক্ষে অনেক সময় পাইলিং করা হয়।এতে করে মাটির অনেক গভীরে ভবনের ভিত্তিকে পৌঁছানো সম্ভব হয় ।
৭) ভূমিকম্পের মত প্রতিকুল পরিস্থিতিতে পাইলিং বেশ কার্যকর ফল দেয়। এতে কাঠামো স্থিতিশীল এবং ঝুকিমুক্ত থাকে ।
** কি কি বিষয় বিবেচনা করে পাইলিং করতে হয়:-
১) মাটির ধরন বা গুণাগুণ ।
২) নির্মাণ কাজের পদ্ধতি ।
৩) স্ট্রাকচার থেকে আগত লোডে ধরন ।
৪) নির্মাণ উপকরণ ।



Naeem's Civil Note

৭-ই মে প্রকৌশলী দিবস।সকল প্রকৌশলীকে জানাই প্রকৌশলী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।💜Happy Engineers Day.💝
07/05/2024

৭-ই মে প্রকৌশলী দিবস।
সকল প্রকৌশলীকে জানাই প্রকৌশলী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।💜

Happy Engineers Day.💝

আলহামদুলিল্লাহ আকর্ষণীয় অফার মুল্যে আমাদের wada mart  থেকে এই ঈদে বেশকিছু পাঞ্জাবি কালেকশন পাবেন। আপনারা যারা পাঞ্জাবি প...
01/04/2024

আলহামদুলিল্লাহ আকর্ষণীয় অফার মুল্যে আমাদের wada mart থেকে এই ঈদে বেশকিছু পাঞ্জাবি কালেকশন পাবেন।
আপনারা যারা পাঞ্জাবি পরেতে ভালোবাসেন বা ঈদে পাঞ্জাবি নিবেন ভাবছেন তারা
সম্পুর্ন ক্যাশ অন ডেলিভারিতে প্রডাক্ট নিতে পারবেন।
পন্য হাতে পেয়ে দেখে নিতে পারবেন।
তাই আর দেরি না করে যারা পাঞ্জাবি নিবেন বলে ভাবছেন তারা কোড নং সহ বা পাঞ্জাবীর ছবি দিয়ে ইনবক্সে যোগাযোগ করুন।
বা নিচে দেওয়া ফোন নং এ যোগাযোগ করতে পারেন।
01753-105692

OLEVS 9931G New Exclusive Design QuProduct details of OLEVS 9931G New Exclusive Design Quartz Watch for MenBrand: OLEVSM...
04/03/2024

OLEVS 9931G New Exclusive Design Qu

Product details of OLEVS 9931G New Exclusive Design Quartz Watch for MenBrand: OLEVSModel Number : 9931GBrand: OlevsMaster Copy Water resistance Movement brand: Quartz Mov'tDial window material type: GlassDial diameter: 41mmCase shape: RoundBand width: 12mmBand length: 19CMClasp type: Push button hidden claspWater resistance depth: 3BARCase thickness: 9.5mmType: Fashion, Luxury, Business FeatureBand material type: Stainless steelCase material: AlloyDial display: Pointer #ওয়াতছফরমেন
Delivery charge Advance
Dhaka-80/-
Out of Dhaka -150/-
inbox or 01753-105692

22/01/2024

অতিরিক্ত আশা নিয়ে কোন কিছু করতে যাবেন না🙂

সব কথা হয়তো বলে বুঝানো যাই না।
21/01/2024

সব কথা হয়তো বলে বুঝানো যাই না।

Address

Jhenida
7330

Alerts

Be the first to know and let us send you an email when Engr Parvez BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr Parvez BD:

Videos

Share


Other Digital creator in Jhenida

Show All