Sk Masum

Sk Masum মোঃ মাসুম বিল্লাল
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
এস কে নিউজ

ঈদ মোবারক
10/04/2024

ঈদ মোবারক

ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি...
08/04/2024

ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?

দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

17/03/2024
কৃতিমানের মৃত্যু নেই,ঝিনাইদহ ১ আসনের পাচ বারের জাতীয় সংসদ সদস্য,সাবেক প্রতিমন্ত্রী ঝিনাইদহ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বীর ...
16/03/2024

কৃতিমানের মৃত্যু নেই,ঝিনাইদহ ১ আসনের পাচ বারের জাতীয় সংসদ সদস্য,সাবেক প্রতিমন্ত্রী ঝিনাইদহ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এম পি সাহেব ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।দোয়া করি আল্লাহ তার সকল ভুল ত্রুটি মাপ করে জান্নাত বাসী করুক আমিন।

স্বামী পর"কীয়া করে।রোজকার অত্যচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসলাম।আমায় দেখে পরিবারের সবাই আশ্বাস দিল...
23/02/2024

স্বামী পর"কীয়া করে।রোজকার অত্যচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসলাম।

আমায় দেখে পরিবারের সবাই আশ্বাস দিলো।বাবা বললো " একদম ভাববে না।আমার ঘরের রাজকন্যা ছিলে,রাজকন্যাই থাকবে "

ছোট ভাই বললো " দিদি,তোর কিছু লাগলে আমায় বলবি।আমরা আছি তোর সাথে "

জীবনের এই চরম অন্ধকার সময়ে পরিবারের সাপোর্ট পেয়ে চোখে জল চলে আসলো।

কে'টে গেলো কয়েকমাস।ইদানীং সবার আচরণে এতটুকু বুঝতে বাকি রইলো না,আমি পরিবারের বোঝা।বাবা কিছু কঠিন কথা বলতে চান হয়তো, কিন্তু মুখ ফুটে বলতে পারেনা।

বাবার মুখের দিকে তাকিয়েই ছোট ভাই ও কিছু বলার সাহস করে উঠতে পারছে না।তবে আচরনে বুঝিয়ে দেয় আমাকে তাদের আর সহ্য হচ্ছে না।ডিভোর্সি মেয়েকে নিয়ে সমাজের লোকের কটু কথা,অপমান পরিবারের আর সহ্য হচ্ছে না।

এককালে এই পরিবারের রাজকন্যা আমি এখন নিজেকে ভিখারিনি মনে হচ্ছে!

তার কিছুদিনের মধ্যেই বাবা চিন্তায়, দুঃচিন্তায় শয্যাশায়ী হয়ে গেলেন।ছোট ভাই একরাতে খেতে বসে বললো

" দিদি একটা কথা বলি,তুমি মন খারাপ করিও না।তোমার জন্যই কিন্তু বাবা আজ ম"রতে বসেছে।কেন আমাদের বোঝা হয়ে আছো বলতো? শেষ বয়সে বাবাকে শান্তিতে থাকতে দিলে না "

এই কথা শুনে তিনদিন অনবরত কাঁদলাম।সাহসের অভাবে দে"হত্যা"গটাই শুধু করতে পারলাম না।তেরোদিন শয্যাশায়ী থেকে বাবা মা"রা গেলেন।

ছোট ভাই সরাসরি বললো " আমি আর তোমার দায়িত্ব নিতে পারবো না দিদি।এতোদিন বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি।তুমি কি করবে করো,আমার নিজেরো পরিবার আছে,বাড়তি ঝামেলা নিতে চাচ্ছি না "

এই কথা শোনার পরে ওই বাড়িতে আর থাকা চলে না।মনের দুঃখে সেই রাতেই বাড়ি ছাড়লাম।

গল্প #আত্নব্যথা
লেখক মাসুম বিল্লাহ

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

শুভ জন্মদিন আমার প্রাণ প্রিয় অভিভাবক,প্রিয় মামা এবং মহারাজপুর ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব...
10/02/2024

শুভ জন্মদিন আমার প্রাণ প্রিয় অভিভাবক,প্রিয় মামা এবং মহারাজপুর ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোঃ খুরশিদ আলম মিঞা মামা
জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা। সুন্দর ও সাবলীল হোক আপনার আগামীর পথচলা। ভালোবাসা অবিরাম

20/01/2024

ঝিনাইদহ সদরের বেতাই-চন্ডিপুর গ্রাম এর দক্ষিণ মাঠে এক ঐতিহ্যবাহী গরুরগাড়ি দৌড় প্রতিযোগিতা
এবং সেখানকার অসাধারণ মেলা উপভোগ করলাম।

১....যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. ...
18/01/2024

১....যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবীন্দ্রনাথ ঠাকুর।

২.....বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।..হুমায়ুন আহমেদ।

৩....স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।..সুনীল গঙ্গোপাধ্যায়।

৪....সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।..কাজী নজরুল ইসলাম।

৫....প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।..সত্যজিৎ রায়।

৬....মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।..মার্ক জুকারবার্গ।

৭.... মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।.. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৮.... একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।.........জীবনানন্দ দাশ

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর! তাই না?আবার দেখুন,কবিদের নিজেরি প্রেয়সী থাকে না।

" প্রকৃতির উপহার শীত কালে খেজুর রস "ভোরের শীত কুয়াশা একজন গাছির কাজে বাঁধা হতে পারে না!!শুভ সকাল বন্ধুরা,,,🙋‍♂🙋‍♂
15/01/2024

" প্রকৃতির উপহার শীত কালে খেজুর রস "
ভোরের শীত কুয়াশা একজন গাছির কাজে বাঁধা হতে পারে না!!
শুভ সকাল বন্ধুরা,,,🙋‍♂🙋‍♂

টিউশনি করানোর জন্য যে ছাত্রের বাসার দিকে যাচ্ছিলাম সে ছাত্রের সাথে আমার রাস্তায় দেখা। বাইকের পিছনের সিটে এক সুন্দরী রমণী...
18/12/2023

টিউশনি করানোর জন্য যে ছাত্রের বাসার দিকে যাচ্ছিলাম সে ছাত্রের সাথে আমার রাস্তায় দেখা। বাইকের পিছনের সিটে এক সুন্দরী রমণীকে বসিয়ে আমার ছাত্র ঘুরে বেড়াচ্ছে।

আমাকে দেখেই সে তড়িঘড়ি করে বাইক চালিয়ে চলে গেলো। আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন ছাত্রের বাসায় যাবো কি যাবো না। কারণ ছাত্রতো আমার এখন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

এমন সময় ছাত্র আমায় ফোন দিয়ে বললো,
-- "স্যার, আল্লাহর দোহাই লাগে আজ বাসায় যাবেন না। কারণ আমি বাবা মাকে বলেছি আপনার ডায়রিয়া হয়েছে তাই আজ আপনি পড়াতে আসতে পারবেন না। এখন যদি আপনি বাসায় যান তাহলে আমার খবর আছে।"

ছাত্রের কথা শুনে অবাক হয়ে বললাম,
-- "দুনিয়াতে কি অন্য কোন রোগ ছিলো না? শেষে কিনা ডায়রিয়া রোগী বানিয়ে দিলে। যায় হোক তা বাইক কোথায় পেলে?"

- "বাইকটা আমার এক বন্ধুর। আর পিছনে যে মেয়েটা বসা ছিলো সে একান্তই আমার নিজের গার্লফ্রেন্ড। ওরে নিয়ে একটু ঘুরার জন্যই আপনাকে ডায়রিয়ার রোগী বানিয়েছি"

আমি আমার ছাত্র সৈকতের কথা শুনে হাসতে হাসতে ফোনটা রেখে দিলাম।
আসলে ও এমনিতে খুব চঞ্চল হলেও পড়াশোনায় খুবই ভালো আর খুবই মেধাবী। তাছাড়া আমাদের মধ্যে সম্পর্কটা ছাত্র শিক্ষকের না বরং বন্ধুত্বের।

পরদিন যখন ছাত্রকে পড়াতে যাই তখন ওর চুল টেনে বললাম,
-- "এখনো এইচএসসি পাস করো নি এর মধ্যেই গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছো? তা হেলমেট ছাড়া বাইক চালাও কেন? তাছাড়া এতো স্পিডে কি কেউ বাইক চালায়?"

ছাত্র হেসে বললো,
-- "স্যার, বাইকের পিছনের সিটে গার্লফ্রেন্ড বসলে বাইককে তখন বিমান মনে হয়। ইচ্ছে করে হাওয়ার গতিতে ছুটে যাই। সে যায় হোক, স্যার আপনি কখনো R15 বাইকটা চালিয়েছেন?"

আমি কিছুটা অবাক হয়ে বললাম,
-- "না চালাই নি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন?"

- "আসলে বাবা বলেছে আমি এইচএসসি পরীক্ষার পর আমায় বাইক কিনে দিবে।তাই ভাবছিলাম এই বাইকটা নিবো"

আমি বললাম,
-- "সেটা পরে দেখা যাবে এখন পড়ায় মন দাও..."

পড়ানো শেষে যখন চলে যাবো তখন ছাত্রের বাবা আমায় ডেকে বললো,
-- "শুনলাম তোমার নাকি ডায়রিয়া হয়েছে? শরীরের অবস্থা এতোটাই খারাপ নাকি যে বিছানা নষ্ট করে ফেলেছো কয়েকবার।তা এখন শরীরের অবস্থা কেমন?"

কথাটা শুনে আমি যখন ছাত্রের দিকে রাগী চোখে তাকালাম তখন ও কোন রকম আমার সামনে থেকে চলে গেলো। আমি হালকা গলা কেশে বললাম,

-- "জ্বী এখন ভালো।আচ্ছা আংকেল শুনলাম সৈকতকে পরীক্ষার পর বাইক কিনে দিচ্ছেন?"

উনি হেসে বললো,
- "একমাত্র ছেলে আবদার করেছে না করি কিভাবে? আমার তো টাকা পয়সার অভাব নেই যে ছেলেকে একটা বাইক কিনে দিতে পারবো না। তাছাড়া সৈকত তো বাইক চালাতে পারে।"

আংকেলের কথা শুনে বললাম,
-- "আপনার টাকা আছে বলেই আপনি সন্তানকে বাইক কিনে দিবেন কিংবা সন্তান বাইক চালাতে পারে বলেই তাকে বাইক কিনে দিতে হবে বিষয়টা কিন্তু এমন না। বাইক চালানোর ক্ষেত্রে ম্যাচিউরিটির একটা বিষয় আছে। আমার মনে হয় না সৈকতের মাঝে সেই ম্যাচিউরিটিটা এসেছে। আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন।"
কথাগুলো বলে আমি চলে গেলাম—

আমার কথাগুলো সেদিন আংকেল বুঝতে পেরেছিলো কিনা জানি না। কিন্তু পরীক্ষার পরেই ছেলেকে তার পছন্দের বাইক কিনে দিয়েছিলো।

যেদিন সৈকতের রেজাল্ট দিলো সে সবার আগে আমাকে ফোন করে জানালো সে এ প্লাস পেয়েছে।তার ঘন্টাখানিক পরেই আমাকে ফোনে জানানো হলো সৈকত মারা গেছে। খবরটা পেয়ে পাগলের মতো ছুটে গেলাম ওদের বাসায় ।

বাসায় এসে দেখি মৃতদেহটা মেঝের উপর সাদা কাফনের কাপড়ে ঢেকে আছে। ছাত্রের মা শেষবারের মতো ছেলের মুখটা একবার দেখতে চাইছে কিন্তু কেউ উনাকে দেখতে দিচ্ছে না। আংকেলকে দেখলাম ছেলের রক্তেভেজা রেজাল্ট কার্ডটা নিয়ে পাথরের মতো সোফাই বসে আছে।

আমি মৃতদেহের পাশে বসে যখন কাফনের কাপড়টা সরালাম তখন আর নিজেকে সামলাতে পারলাম না। দৌড়ে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে বসে বমি করতে লাগলাম।

কেউ একজন এসে আমায় পানির বোতল দিয়ে বললো,
- "ভাই কোন সমস্যা?"
আমি মুখে কিছু না বলে হাতের ইশারায় বললাম কোন সমস্যা নেই, আপনি চলে যান।

লোকটা চলে গেলে আমি চোখে মুখে পানি দিলাম। এখন বুঝতে পারছি সৈকতের মাকে কেন শেষবারের মতো সন্তানের মুখটা দেখতে দিচ্ছে না। মুখ থাকলে তো দেখতে দিবে। শুধু গলা থেকে দেহটা পরে আছে। খুব চেষ্টা করছি নিজের কান্নাটা আটকে রাখতে কিন্তু পাচ্ছি না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে।

সৈকতের এমন করুণ মৃত্যুর জন্য ওর মা বাবাও অনেকটা দায়ী। অনেক বাবা মা আছে নিজেদের সামর্থ্য থাকলেই সন্তান যা আবদার করে তা পূরণ করে দেয়। কিন্তু একটা বার ভেবে দেখে না সেটা সন্তানের জন্য ঠিক কিনা।দূর্ঘটনা কখনো বলে আসে না, তাই বলে নিজের আনম্যাচিউর ছেলের হাতে বাইকের চাবি তুলে দিয়ে তারপর নিজের কপালের দোষ দিবেন সেটা তো ঠিক না।

গতবছর বাইক এক্সিডেন্টে মারা যায় ২ হাজার ২১৪ জন যাদের প্রায় ৯০% তরুণ৷ এ বছর প্রথম চার মাসে এখন পর্যন্ত মারা গেছে ৮৩০ জন এরাও প্রায় সবাই তরুণ৷মহামারীর নাম ❝ বাইক এক্সিডেন্ট ❞।

আপনার সন্তানকে তখনই বাইক কেনার পরামর্শ দিন যখন সে বাইকের দায়িত্ব নিতে শিখেছে৷পোষ্ট টা সব বাবাদের কাছে শেয়ার করে পৌছে দেন..।
(বি দ্রঃ সংগ্রহ)

ঝিনাইদহ স্কেচ ছবির মাধ্যমে হত‍্যা মামলার আসামি গ্রেফতার ঝিনাইদহ প্রতিনিধি: মোঃ মাসুম বিল্লাল ঝিনাইদহ সদরের রামনগর গ্রামে...
09/12/2023

ঝিনাইদহ স্কেচ ছবির মাধ্যমে হত‍্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: মোঃ মাসুম বিল্লাল

ঝিনাইদহ সদরের রামনগর গ্রামে দিনমজুর হত্যা মামলায় একমাত্র আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। গত রাতে মানিকগঞ্জ জেলার চান্দিরচর থেকে আসামী সোহেল রানাকে গ্রেফতার করা হয়। সে শৈলকুপা উপজেলার ব্রাহীমপুর গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, চলতি বছরের ১৮ নভেম্বর সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলা ক্ষেতে দিনমজুর আসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করে। পরে স্কেচ ফটোগ্রাফের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী সোহেলকে গত রাতে ঢাকার মানিকগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা। আসামী সোহেল পূর্ব শত্রুতার জেরে এক নারীকে ফাঁসাতেই এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

হত্যার মামলার রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার। ভিকটিম মোঃ আছলাম হোসেন (৪৩) পিতা মৃত ফরিদুল ইসলাম সাং বহরমপুর ইউপি নিমাইচর...
06/12/2023

হত্যার মামলার রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার। ভিকটিম মোঃ আছলাম হোসেন (৪৩) পিতা মৃত ফরিদুল ইসলাম সাং বহরমপুর ইউপি নিমাইচরা থানা চাটমোহর জেলা পাবনা গত ইংরেজি ১৫-১১-২০২৩ তারিখ সকাল অনুমান ৯ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে ইং ১৮/১১/২০২৩ তারেক দুপুর অনুমান ১৩.২০ ঘটিকার সময় ঝিনাইদহ সদর থানা পুলিশ ঝিনাইদহ সদর থানাধীন রামনগর গ্রামস্থ তুসতনতলা মাঠে জৈনক মোঃ মোস্তফা কামাল এর কলা বাগানের মধ্যে ভিকটিম মোহাম্মদ আসলাম হোসেন এর রক্তমাখা লাশ দেখতে পেয়ে ভিকটিম এর মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহ করে সংবাদ প্রদান করে। এই সংক্রান্তে ঝিনাইদহত নিয়মিত মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নি:) কাজী মোহাম্মদ শাহিদুজ্জামান তদন্ত কালে জানতে পারেন যে জনৈক মোছা : নাজমা বেগম এর শহিত আসামি ১। মো: সোহেল রানা (৪২ )পিং মোঃ আব্দুর রশিদ মন্ডল, মাতা চামেলি খাতুন, সাং ব্রাহীম পুর, থানা শৈলকুপা জেলা ঝিনাইদহ এর দীর্ঘদিন পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে নাজমা বেগম এর সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। আসামির সাথে মনোমালিন্যের জের ধরে নাজমা বেগম শৈলকুপা থানা , ঝিনাইদহে আসামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। আসামি বারবার নাজমা বেগমকে উক্ত অভিযোগটি উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেও নাজমা বেগমকে উক্ত অভিযোগটি উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেও নাজমা বেগম অভিযোগটি উঠিয়ে নেননি। এমনতা বস্তায় আসামি গত ইংরেজি১৭/১১/২০২৩ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা ঘটিকার সময় ঝিনাইদহ সদর থানা পুলিশ মানিকগঞ্জ ঢাকা হতে আসামিকে গ্রেফতার করেন ঘটিকার সময় ঝিনাইদহ সদর থানা পুলিশ মানিকগঞ্জ ঢাকা হতে আসামিকে গ্রেপ্তার করেন ঘটিকার সময় ধীন কালিগঞ্জ বাজারে মুরগি হাটা এলাকায় কাজের উদ্দেশ্যে যান। সেখানে ভিকটিম মোঃ আসলাম হোসেনের সাথে আসামীর পরিচয় হয়। আসামি জানতে পারেন কাজের উদ্দেশ্যে পাবনা জেলা হতে সেখানে এসেছে। তখন আসামি ভিক টিমকে কাজে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে হত্যা করে নাজমা বেগমকে ফাঁসানোর পরিকল্পনা করে ভিকটিমকে ঝিনাইদহ সদর থানা দিন রামনগর গ্রামস্থ তুসতনতলা মাঠের জনক মুহাম্মদ মোস্তফা কামাল এর কলাবাগানের মধ্যে শাপোল দিয়ে আঘাত করে হত্যা করে ভিকটিমের পরিহিত শার্টের পকেটে নাজমা বেগমের এন আই ডি কার্ডের ফটোকপি রেখে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে ইং স্যার৪/১২/২০২৩ তারিখ ২০,৩০ঘটিকার সময় ঝিনাইদহ সদর থানা পুলিশ মানিকগঞ্জ, ঢাকা হতে আসামিকে গ্রেফতার করেন।

অদ্য ০২/১২/২০২৩ তারিখ ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আইন ও বিধিমালা সংক্রা...
03/12/2023

অদ্য ০২/১২/২০২৩ তারিখ ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আইন ও বিধিমালা সংক্রান্তে ঝিনাইদহ জেলা পুলিশের সদস্যদের নিয়ে জেলা পুলিশের আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মো:আজিম-উল-আহসান,পুলিশ সুপার,ঝিনাইদহ।

এ সময় অতিথি বক্তা হিসেবে ঝিনাইদহ জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচনী আচরণবিধিসমূহ আলোচনা করেন।

26/11/2023

ঝিনাইদহ -১-মোঃ আব্দুল হাই
ঝিনাইদহ -২-তাহজীব আলম সিদ্দিকী (সমি)
ঝিনাইদহ -৩-সালাউদ্দিন মিয়াজী
ঝিনাইদহ -৪-মোঃ আনোয়ারুল আজীম আনার।

সংসদীয় আসন ৮২ ঝিনাইদহ ২ জনাব তহজিব আলম সিদ্দিকী সমি আবারো নৌকার মাঝি হলেন। প্রিয় নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,...
26/11/2023

সংসদীয় আসন ৮২ ঝিনাইদহ ২ জনাব তহজিব আলম সিদ্দিকী সমি আবারো নৌকার মাঝি হলেন। প্রিয় নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, জনাব ফারুক হোসেন জুয়েল, সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, ২নং মধুহাটি ইউনয়ন আওয়ামী লীগ।

25/11/2023

ঝিনাইদহের চার জন সাংসদ সদস্যই থাকছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মাঝি।

Famous Indian actor Kali Banerjee. He is best known for his work with film directors like Satyajit Ray in Parash Pathar ...
21/11/2023

Famous Indian actor Kali Banerjee. He is best known for his work with film directors like Satyajit Ray in Parash Pathar (1958) and Ritwik Ghatak in Nagarik (1952) and Ajantrik (1958).

Address

Jhenaidah
Jhenida
7300

Telephone

+8801914722006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies