Easy Way- সহজ পথ

Easy Way- সহজ পথ islamic video creator
(2)

17/06/2023

টাকা আদায় করতে গেলে আমাদের এই অবস্থা হয়

27/04/2023
28/03/2023

18/03/2023

ফলো টু ফলো ফলো করলে ফলো পাবেন
Tune Of Ummah

17/03/2023

Active আছি দ্রুত ফলো করুন।
সাথে সাথে follow back

08/03/2023

# # শোন,,, তোমরা যারা নামায পড়েনা,,,,,

21/02/2023

# বাচ্চারা মসজিদে গেলে কখনো বাধা দিবেন না। তাদেরকে কখনো ধমক দিবেন না,,

13/02/2023

The journey of Duniya

10/02/2023

ভালোবাসার তীব্র যন্ত্রণা 😭

05/01/2023

হে রব তোমাকে অনেক কিছুই বলার 🤲🌙

15/11/2022

💐কারো কাছে আশা কইরেন না কষ্ট পাবেন না 🌹🌹

13/11/2022

কেউ কাউকে খুশি করতে পারেনা কেউ কাউকে কিছু করে দিতে পারে না এটাই দুনিয়া

28/06/2022

🥀এটাই হলো দুনিয়ার বাস্তবায়ন,🥀,,,

18/06/2022

দুনিয়া বড়ই স্বার্থপর

15/06/2022

😭আল্লাহর নবীর কটুক্তিকারী হল বিশ্ব সভ্যতার সবচেয়ে জঘন্যতম অপরাধী

14/06/2022

আল্লামা মামুনুল হকের স্পষ্ট ঘোষণা 💓

10/06/2022

🥀আপনি মুসলিম হয়ে কাদেরকে ফলো করছেন ওরাতো ইহুদি ওরা তো খ্রিষ্টান,,,,😭

মসজিদের জন্য জমিটা সবার পছন্দ। সবাই মিলে ধরল মালিককে। মালিক প্রথমে বিক্রি করতে অস্বীকৃতি জানালেও পরে কী ভেবে রাজি হয়ে অক...
19/05/2022

মসজিদের জন্য জমিটা সবার পছন্দ। সবাই মিলে ধরল মালিককে। মালিক প্রথমে বিক্রি করতে অস্বীকৃতি জানালেও পরে কী ভেবে রাজি হয়ে অকল্পনীয় চড়াদাম হাঁকলেন। এলাকাবাসী অনেক অবদার অনুরোধ করল। মালিক অনঢ়। সবাই বাধ্য হয়ে রাজি হলেন।
রেজিস্ট্রির দিন সবাইকে অবাক করে লোকটা মসজিদের জন্য জমিটা আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিলেন। জমি কেনার জন্য জমাকৃত অর্থ, মসজিদের নির্মাণ কাজে ব্যয় করার পরামর্শ দিলেন। ঘটনা বৃহস্পতিবারের। পরদিন জুমাবারে মানুষটা ইন্তেকাল করলেন।

-সংগ্রহিত,, মানুষটি কতই না ভাগ্যবান 🌹! দোয়া করি তার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন! আমিন।

এলাকায় সাধারন এক মসজিদ ছিল। সিলিং ফ্যানগুলোও সাধারন। মসজিদে তেমন দামি কিছু নেই, তাই চুরি যাওয়ার ভয়ও নেই। বলতে গেলে সারাদ...
10/05/2022

এলাকায় সাধারন এক মসজিদ ছিল। সিলিং ফ্যানগুলোও সাধারন। মসজিদে তেমন দামি কিছু নেই, তাই চুরি যাওয়ার ভয়ও নেই। বলতে গেলে সারাদিনই মসজিদ ওপেন থাকতো। মুসল্লিরা যখন তখন এসে নামাজ, কোরআন পরতে পারতেন। গরীব মানুষেরা একটু গা এলিয়ে বিশ্রাম নিতে পারতেন।
তারপর শুরু হলো মসজিদের উন্নয়ন কর্মসূচী। গরমে মানুষের কষ্ট হয় তাই এসি কেনা প্রয়োজন। মিম্বর থেকে হুজুরের আবু-বকর (রা), ওমর (রা) এর দানের ইমোশনাল কাহিনী দিয়ে টাকা কালেকশন।
মাশাল্লাহ পুরো মসজিদ এখন দামি টাইলস, এমনকি বাইরের ওয়াল পর্যন্ত কারুকার্যে ভরা। দামি দামি কার্পেট। তারপর আবার ২ পাশে সারি সারি চেয়ার তো আছেই, আগে মসজিদে ২-৩ জন দায়িত্ব নিলেই হয়ে যেতো, আর এখন মসজিদ কমিটিও অনেক বড়.!

প্রায় মসজিদে এলাকার টপ ঘুষখোর, চোর, সুদখোর, অত্যাচারী, ক্ষমতাধর প্রকৃতির লোকেরাই সেই কমিটির সদস্য, আবার সভাপতিও।

মসজিদের ভ্যালু এখন অনেক। চুরি যাওয়ার ভয় তো আছেই। অতএব সারাক্ষণ মসজিদ খোলা রাখা যাবে না।তাই এখন প্রায় অনেক মসজিদই নামাজ ব্যতীত অন্যান্য সময় তালাবদ্ধ থাকে, মসজিদে টাইম মেনে মুসল্লিদের আসা যাওয়া করতে হবে। গরীবেরা এখন ভয়ে ভয়ে মসজিদে ঢুকে টাইলস কার্পেট অপরিচ্ছন্ন হয়ে যায় কিনা। তাদের পরিচিত আল্লাহর ঘর এখন পুরোটাই অচেনা।আগের দিনে মানুষ এ দায়িত্ব নিতে ভয়ে কাঁপত কোন ভুল হয়ে যাচ্ছে কিনা। এখন মসজিদে চেয়ারম্যানের সংখ্যা বেড়ে গেছে। সারা পথ হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে এ ব্যাপারে ইমাম, খতিবদের কোনো ফতোয়া নাই। সুদখোর, চোর,ঘুষখোরদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। আস্তে আস্তে কেয়ামতের দিকে এগোচ্ছি আমরা। নামাজিরা নামাজ শেষ করার আগে মসজিদ তালাবদ্ধ করার জন্য ইমাম মুয়াজ্জিন দাড়িয়ে থাকে দরজার গোড়ায়।ওদের ও সময় নাই নিজের দায়িত্ব পালনে। ভবিষ্যতে আরো কতকিছু দেখার অপেক্ষায় আছি আমরা।

- কাহিনিটা সম্ভবত সব এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য।

আশ্চর্য ব্যাপার!আজকেই আমি সূরা কাহাফ মুখস্ত করতে যেয়ে ভাবছিলাম,সূরা কাহাফের সাথে দাজ্জালের সম্পর্ক কি?এ সূরায় তো দাজ্জাল...
30/04/2022

আশ্চর্য ব্যাপার!আজকেই আমি সূরা কাহাফ মুখস্ত করতে যেয়ে ভাবছিলাম,সূরা কাহাফের সাথে দাজ্জালের সম্পর্ক কি?
এ সূরায় তো দাজ্জালের কথা একবারও বলা হয়নি।তাহলে কেন মুখস্ত করতে হবে।আলহামদুলিল্লাহ,মাত্র এখনি নিচের লেখাগুলো সামনে আসলো।

🌠সূরা কাহাফে লুকানো রহস্য ও দাজ্জালঃ
কখনো ভেবে দেখেছেন কি কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রতি জুমু’আর দিন সূরা কাহাফ পাঠ করতে বলেছেন? আসুন জানার চেষ্টা করি,
এই সূরাটিতে মোট চারটি শিক্ষণীয় ঘটনা আছে, প্রতিটি ঘটনাতেই আছে বুদ্ধিমান লোকদের জন্য উপদেশ। আসুন সেই ঘটনাগুলো ও তার শিক্ষাগুলো কি জানার চেষ্টা করিঃ
◾১) গুহাবাসী যুবকদের ঘটনাঃ সূরার শুরুতেই সেই গুহাবাসী যুবকদের ঘটনার বর্ণণা দেয়া হয়েছে যারা এমন একটি জনপদে বসবাস করত যার অধিবাসীরা ছিল অবিশ্বাসী ও সীমালংঘনকারী। কাজেই যুবকেরা সেই নষ্ট সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন, ‘এদের সাথে আর নয়’। তারা আল্লাহর প্রতি ভালোবাসা ও আল্লাহর দীনের প্রতি ভালোবাসা থেকে উজ্জিবীত হয়ে সেখান থেকে হিজরত করলেন। আল্লাহ তাদেরকে গুহাতে আশ্রয় দিলেন এবং সূর্যালোক থেকে নিরাপদে রাখলেন। বহু বছর পর যখন তাদের ঘুম ভাঙ্গলো তাঁরা দেখলেন সেই জনপদের অবিশ্বাসী লোকেরা বিদায় নিয়েছে এবং ভালো লোকদের দ্বারা মন্দ লোকেরা প্রতিস্থাপিত হয়েছে।
❇শিক্ষাঃ ঈমানের উপর পরীক্ষা।
🔳২) দুইটি বাগানের মালিক ব্যক্তির ঘটনাঃ একজন লোক যাকে আল্লাহ দুইটি প্রাচুর্যময় সুন্দর বাগান দিয়ে ধন্য করেছিলেন, কিন্তু লোকটি আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে গেল এমনকি পরকালের অস্তিত্ব সম্পর্কে আল্লাহর ওয়াদার উপর সন্দেহ পোষণ করল। কাজেই, এই অকৃতজ্ঞ লোকটির বাগানকে আল্লাহ তায়ালা বিরান করে দিলেন-সে অনুতপ্ত হল, কিন্তু ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে এবং তার এই অসময়ের অনুশোচনা তার কোন উপকারে আসল না।

❇শিক্ষাঃ সম্পদের উপর পরীক্ষা।

🔳৩) খিজির ও মুসা আলাইহি সালাম এর ঘটনাঃ যখন মূসা আলাইহি সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল, “এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে?” তিনি উত্তর করেছিলেন, “আমি”…কিন্তু আল্লাহ তাঁর কাছে উন্মোচন করে দিলেন যে, এমন এক ব্যক্তি আছেন যাকে আল্লাহ তাঁর চেয়েও বেশি জ্ঞান দান করেছেন। মুসা আলাইহি সালাম সেই ব্যক্তির সাথে ভ্রমণ করলেন এবং দেখলেন, শিখলেন কিভাবে অনেক সময় আল্লাহ তাঁর অসীম জ্ঞানের কারণে এমন অনেক ঘটনা ঘটান যেগুলো আমাদের চোখে খারাপ বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো মানুষের ভালোর জন্যেই করা হয়।

❇শিক্ষাঃ জ্ঞানের উপর পরীক্ষা।

🔳৪) যুলকারনাইনঃ এটা সেই ক্ষমতাধর বাদশাহর ঘটনা যাকে একই সাথে জ্ঞান এবং ক্ষমতা প্রদান করা হয়েছিল এবং তিনি সেই উভয় দানের শুকরিয়াস্বরুপ মানুষের উপকারে এবং কল্যাণে তা ব্যয় করতেন। তিনি জনপদের লোকদের ইয়াজুজ মাজুজ এর সমস্যার সমাধান করে দিলেন এবং একটি বিশাল প্রাচীর নির্মাণ করে দিলেন।

❇শিক্ষাঃ ক্ষমতার উপর পরীক্ষা।

সূরাটির মাঝামাঝি আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ইবলিসের কথা যে এই পরীক্ষাগুলোকে আরও কঠিন করে দেয়,
“যখন আমি ফেরেশতাদেরকে বললামঃ ‘আদমকে সেজদা কর’, তখন সবাই সেজদা করল ইবলীস ব্যতীত। সে ছিল জিনদের একজন। সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছ? অথচ তারা তোমাদের শত্রু। এটা জালেমদের জন্যে খুবই নিকৃষ্ট বদল”। (সূরা কাহাফ ৫০)

আসুন, এবারে জেনে নেয়া যাক, সূরা কাহাফ এবং দাজ্জালের মধ্যে কিসের সম্পর্ক?

দাজ্জাল আবির্ভুত হবে শেষ সময়ে কিয়ামতের একটি বড় লক্ষণ হিসেবে,
সে এই চারটি ফিতনা একত্রে নিয়ে আসবেঃ

🌠••► সে মানুষকে আদেশ করবে যেন আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করে
ঈমানের উপর পরীক্ষা

🌠••► তাকে বৃষ্টি বর্ষণ/ অনাবৃষ্টি সৃষ্টির ক্ষমতা দেয়া হবে এবং সে মানুষকে তার সম্পদ দিয়ে লোভ দেখাবে
সম্পদের উপর পরীক্ষা

🌠••► সে মানুষকে পরীক্ষায় ফেলে দিবে তার ‘জ্ঞান’ এবং নানারকম সংবাদ প্রদান করে
জ্ঞানের উপর পরীক্ষা

🌠••► সে পৃথিবীর এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করবে
ক্ষমতার উপর পরীক্ষা

কিভাবে আমরা এই সকল ফিতনা থেকে বাঁচতে পারি? সূরা কাহাফেই আছে এর উত্তরঃ

🔲• ফিতনা হতে বাঁচার প্রথম উপায়ঃ
সৎ সঙ্গ-
“আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্য কলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার অনুগত্য করবেন না।"
(সূরা কাহাফ : ২৮)

🔲• ফিতনা হতে বাঁচার দ্বিতীয় উপায়ঃ
এই পার্থিব জীবনের বাস্তবতা উপলব্ধি করা-
“তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন। তা পানির ন্যায়, যা আমি আকাশ থেকে নাযিল করি। অতঃপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতা-পাতা নির্গত হয়; অতঃপর তা এমন শুস্ক চুর্ণ-বিচুর্ণ হয় যে, বাতাসে উড়ে যায়। আল্লাহ এ সবকিছুর উপর শক্তিমান।”
(সূরা কাহাফ, আয়াত ৪৫)

🔲• ফিতনা হতে বাঁচার তৃতীয় উপায়ঃ
ধৈর্য্যশীল থাকা-
“মূসা বললেনঃ আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্য্যশীল পাবেন এবং আমি আপনার কোন আদেশ অমান্য করব না”।
(সূরা কাহাফ, আয়াত ৬৯)

🔲• ফিতনা হতে বাঁচার চতুর্থ উপায়ঃ
সৎ কর্ম সম্পাদন-
“বলুনঃ আমি ও তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের ইলাহই একমাত্র ইলাহ। অতএব, যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, সে যেন, সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরীক না করে।.”
(সূরা কাহাফ, আয়াত ১১০)

🔲• ফিতনা হতে বাঁচার পঞ্চম উপায়ঃ
আল্লাহর দিকে আহবান-
“আপনার প্রতি আপনার পালনকর্তার যে, কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে, তা পাঠ করুন। তাঁর বাক্য পরিবর্তন করার কেউ নাই। তাঁকে ব্যতীত আপনি কখনই কোন আশ্রয় স্থল পাবেন না।”
(সূরা কাহাফ, আয়াত ২৭)

🔲• ফিতনা হতে বাঁচার ষষ্ঠ উপায়ঃ
পরকালের স্মরণ-
"যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উম্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্রিত করব অতঃপর তাদের কাউকে ছাড়ব না।
তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধ ভাবে এবং বলা হবেঃ তোমরা আমার কাছে এসে গেছ; যেমন তোমাদেরকে প্রথম বার সৃষ্টি করেছিলাম। না, তোমরা তো বলতে যে, আমি তোমাদের জন্যে কোন প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না।
আর আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে; তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত-সন্ত্রস্ত দেখবেন। তারা বলবেঃ হায় আফসোস, এ কেমন আমলনামা। এ যে ছোট বড় কোন কিছুই বাদ দেয়নি-সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না।"
(সূরা কাহাফ : ৪৭-৪৯)

সংগৃহিত

18/04/2022

Alhamdulillah

03/04/2022

Copy from inn shaa Allah fb page... Sorry for background music.... But very interesting talking about present life...

02/04/2022

🥀11 tips for Ramadan🥀

26/03/2022

🥀মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালবাসতে পারে না 😢

19/03/2022

🥀উল্টোপাল্টা দোয়ার ফলাফল 🥀

09/03/2022

জনপ্রিয় উর্দু নাত AS SUB HU BADA MIN

Life line
07/03/2022

Life line

02/03/2022

যেকোনো পরিস্থিতিতে আপনাকে সালাত আদায় করতেই হবে,,, আলোচনায় শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

Address

Jhenida

Telephone

+8801303290781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Way- সহজ পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy Way- সহজ পথ:

Videos

Share

Category



You may also like