Masud Dawah TV

Masud Dawah TV সকল প্রকার শিরক-বিদআতমুক্ত কুরআন ও সহ?

20/08/2022

বিকালের মিষ্টি রোদ আর ঝিড়ঝিরে বাতাসে....😊😊

08/08/2022

প্রচলিত প্রসিদ্ধ ভুল-১

আসুন একটু পড়ে দেখি বিষয়টি কেমন!

ফেসবুকে অনেক পোস্ট দেখা যায় যেগুলোর কয়েকটি নমুনা হলো-
১. "আল্লাহ আমার রোযাকে কবুল করে নাও" আমিন।
২. "আল্লাহ আমাদের ঈমানের সাথে চলার তৌফিক দান করুন" আমিন।
৩. "আল্লাহ এই রমজানের অসিলায় আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন"
৪. " রব আমাদের সবাইকে হেদায়েত দান করুন" আমিন।
৫. "আল্লাহ যারা আশুরার রোযা রেখেছে তাদের সকলের রোযা/আমল কবুর করে নিন" আমিন।
ইত্যাদি।

উপরে আমি ৫টি নমুনা পেশ করলাম, যেগুলো আমরা প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপে পোস্ট দেখতে পায়।

এখন কথা হলো, এভাবে ফেসবুকে পোস্ট করে আল্লাহর কাছে চাওয়া বা দোয়া করা কতটা যৌক্তিক বা ইসলামিক!

আসুন দেখি-
মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাঁর কাছে প্রতিনিয়ত চাইতে বা দোয়া করতে বলেছেন এটা আমরা জানি। কুরআন সুন্নাহতে বার বার মানুষকে তার রবের নিকটে চাইতে বা দোয়া করতে বলা হয়েছে।
এখন প্রশ্ন হলো কিভাবে চাইতে বা দোয়া করতে বলা হয়েছে?

আল্লাহর কাছে লিখে চাইতে বলা হয়েছে?
নাকি আল্লাহর কাছে মুখে বচনের মাধ্যমে চাইতে বলা হয়েছে?

আমরা যারা কুরআন সুন্নাহ অধ্যয়ন করি তারা প্রায় সকলেই জানি যে, আল্লাহ তাঁর কাছে বিনয়ের সাথে দোয়া করতে বলেছেন।
রাসূল (সাঃ) বিভিন্ন দোয়া মুখে বলার মাধ্যমে আল্লাহর কাছে চাইতেন বা দোয়া করতেন।
রাসূল (সাঃ) হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বা সাহায্য চাইতেন।
রাসূল (সাঃ) আল্লাহর কাছে দোয়া করা বা চাওয়ার সময় কান্না করতেন। তাঁর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো।
রাসূল (সাঃ) স্বলাতের মধ্যে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতেন বা দোয়া করতেন।
রাসূল (সাঃ) দোয়া কবুলের বিভিন্ন সময়ে আল্লাহর কাছে দোয়া করতেন।

এখন আমরা নিজেরাই বলি,
ফেসবুকে এভাবে পোস্ট করার মাধ্যমে আমাদের মুখে বচনের দ্বারা কি আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে?
ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আমাদের কি হাত উঠায়ে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে?
এভাবে পোস্টের মাধ্যমে দোয়া কবুলের বিভিন্ন সময়ে কি সুন্নাহ মোতাবেক দোয়া করা হচ্ছে?

সর্বোপরি ফেসবুকে এভাবে পোস্ট করার মাধ্যমে আমরা কি আল্লাহর কাছে দোয়া করা বা চাওয়ার বিষয়ে কুরআন সুন্নাহর বিধান বা পদ্ধতির আসল রূপকে ধ্বংস করে কৃত্রিমতা দিয়ে দোয়ার মত গুরুত্বপূর্ণ এমন ইবাদতকে বিকৃত করে ফেলছি না?

পোস্ট দেখে মনে হয় যেনো, ফেসবুকে পোস্ট করে দোয়া না করলে সেই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌছায় না। (আসতাগফিরুল্লাহ)

আমার এই সম্পূর্ণ লেখাটি পড়া শেষ হলে সকল পাঠকবৃন্দকে মতামত প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো।

লেখক
মাসুদ রানা
কবিরপুর, শৈলকুপা, ঝিনাইদহ।
তারিখঃ ০৮/০৮/২০২২

‼️নিচের এ সকল মারাত্মক ঈমান ধ্বংসকারী পোস্ট দাতাদের থেকে সকল মুসলিমকে সতর্ক থাকা জরুরী‼️✅ দাড়ি রাখা শুধু সুন্নাহ নয়, দাড়...
15/07/2022

‼️নিচের এ সকল মারাত্মক ঈমান ধ্বংসকারী পোস্ট দাতাদের থেকে সকল মুসলিমকে সতর্ক থাকা জরুরী‼️

✅ দাড়ি রাখা শুধু সুন্নাহ নয়, দাড়ি রাখা ওয়াজিব অর্থাৎ আবশ্যক। তাই দাড়ি ছাড়া ইসলামের দায়ী মানে মারাত্মক পথভ্রষ্ট এবং ফিতনা৷💯

28/05/2022

হৃদয়কে প্রভাবিত করার মত কিছু কথা ❤️❤️❤️

15/05/2022

খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন-উত্তর। ড. জাকির নায়েক (হাফিযাহুল্লাহ)

02/05/2022

ঈদের দিনের আদবঃ ১. ফজরের ছালাত ছেড়ে দিয়ে আল্লাহর নাফারমানি না করা,২. গোসল করা, সুন্দর পোশাক, সুগন্ধি মাখা
৩. বেজোড় সংখ্যক খেজুর খাওয়া, ৪. যথাসম্ভব পায়ে হেঁটে ঈদগাহে জাওয়া...

24/04/2022

#যেকৌশলে ভুল ফাতওয়াকে সঠিক বলে চালিয়ে দেওয়া হয়--
তবে, যদিও, কিন্তু অসুবিধা কোথায়, নাজায়েজ বলতে কিছু নেই, পালন করতে পারবেন, তাবেঈদের কওল রয়েছে, অনেক ইমাম বলেছেন, অনেক মুহাক্কিক রা ফাতওয়া দিয়েছেন, সমস্যা নেই, অসুবিধা কোথায়,-------এই ধরনের শব্দ প্রয়োগ করে সেলিব্রেটিরা স্পষ্ট সহি হাদিস থেকে নিজেদের সুবিধামতো ফাতওয়া দিচ্ছে।
🎤 Sheikh Abdul Malik Ahmad Madani
___________________________________________
যাকাতুল ফিতর এবং উলামাদের উক্তি খাদ্যে দেওয়া ফরজ, টাকা নয় ।

১_ইমাম মালিক -রহিমাহুল্লাহ্ -
২_ ইমাম শাফেঈ - রহিমাহুল্লাহ্ -
৩_ ইমাম আহমদ বিন হাম্বল - রহিমাহুল্লাহ্ -
৪_ ইমাম নববী - রহিমাহুল্লাহ্ -
৫_ইমাম ইবনু হাযম - রহিমাহুল্লাহ্ -
৬_ইমাম বাগাওয়ী- রহিমাহুল্লাহ্ -
৭_ইবনে কুদামা - রহিমাহুল্লাহ্ -
৮_ওমার ইবনু আল-হুসাইন আল-খিরাকী - রহিমাহুল্লাহ্ -
১০_শাইখ আলবানী - রহিমাহুল্লাহ্ -
১১_ শাইখ বিন বাজ - রহিমাহুল্লাহ্ -
১২_শাইখ সলেহ আল-উছাইমিন -রহিমাহুল্লাহ্ -
১৩_শাইখ মুকবিল আল-ওয়াদাঈ- রহিমাহুল্লাহ্ -
১৪_শাইখ সলেহ আল-লুহাইদান - রহিমাহুল্লাহ্ -
১৫_শাইখ সলেহ আল শাইখ - হাফিযাহুল্লাহ্ -
১৬_শাইখ সলেহ আল-ফাওজান - হাফিযাহুল্লাহ্
১৭_সৌদি ফতোয়া বোর্ড ।

*মুসলিমদের ঐক্যমতে সাদাকাতুল ফিতর একটি ইবাদত । অতএব তাতে রসূল ﷺ এর নির্দেশিত পথ বাদ দিয়ে অন্য পন্থা অবলম্বন করলে তা ইবাদত বলে গণ্য হবে না ।
[📗সহীহ মুসলিম ৪৩৮৫]*

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল ﷺ প্রত্যেক গোলাম, আযাদ, পুরুষ, নারী, বয়স প্রাপ্ত , অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর সদকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা যব হোক এক সা’ পরিমাণ আদায় করা ফরয করেছেন এবং লোকজনের ঈদের সালাতের বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন।
[📗বুখারী ১৫০৩]

*আবু সাঈদ খুদরী ( রাঃ ) থেকে বর্ণিত তিনি বলেন : আমরা রসূল ﷺ -এর যুগে এক 'সা' পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে বের করতাম । খেজুর, যব, কিসমিস, ও পনির ।
[📗বুখারী ১৫০৮]

📌*ইমাম মালিক রহিমাহুল্লাহ্ বলেন: যাকাতুল ফিতরের জায়গায় অর্থ বা খাদ্য মূল্য নির্ধারণ করলে তা যথেষ্ট হবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদেশ দেন নি ।
[📗আল-মুদাওওয়ানা আল-কুবরা খন্ড ২, পৃষ্ঠা ৩৮৫ ]*

📌*ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ বলেন : আর ফিতরার খাদ্যমূল্য দিয়ে তা আদায় করবে না।
[📗কিতাবুল-উম, খন্ড ২, পৃষ্ঠা ৭২]*

📌*ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেন: "ফিতরার খাদ্যমূল্য প্রদান করবে না" তখন তাকে বলা হল, তারা বলে উমার বিন আব্দুল আযীয রহ: খাদ্যমূল্য গ্রহণ করতেন, তখন তিনি [ইমাম আহমদ বিন হাম্বল রহ ] বলেন: তারা আল্লাহর রসূলের কথা পরিত্যাগ করেছে, আর তারা বলছে অমুক এটা বলেছেন? ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেন রসূল ﷺ ফিতরা ফরজ করেছেন, আর আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রসূলের অনুগত্য করো [সূরা নিসা ৫৯] অথচ একদল সুন্নতকে প্রত্যাখ্যান করে বলেছে অমুক বলেছেন আর তমুক বলেছেন।*
*[[📗আল মুগনী লিইবনে কুদামা ২/ ৩৫২]]*

📌*ইবনু হাযম -রহিমাহুল্লাহ - বলেন:
মূল্য মোটেই যথেষ্ট নয়, কারণ এটা সেটা নয় যা আল্লাহর রসূল ﷺ ফরজ করে দিয়েছেন ।
*[📗আলমুহাল্লা খন্ড ৬ ,পৃষ্ঠা ১৩৭]*

📌*ইমাম নববী রহিমাহুল্লাহ্ বলেন: ফুক্কাহায়ে ইযামরা মূল্য বের করাকে নাজায়েয বলেছেন*।
*[📗শরহে সহীহ মুসলিম খন্ড ৭ , পৃষ্ঠা ৬০]*

📌*ইমাম বাগাওয়ী - রহিমাহুল্লাহ্ - বলেন: সদকাতুল ফিতর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের খাদ্য থেকে বের করে নিতে হবে, এবং এর মূল্য বের করা জায়েয নয়।*
*[📗শারহুস-সুন্নাহ খন্ড ৬ পৃষ্ঠা ৭৩-৭৪]*

📌*ওমার বিন আল-হুসাইন আল-খিরাকী - রহিমাহুল্লাহ - বলেন: (যাকাতুল ফিতরের হাদীসের স্থানে) আর যে মূল্য দিয়েছে, তার (ফিতরা) যথেষ্ট হয়নি।*
*[📗আল মুগনী লিইবনে কুদামা খন্ড ৪ , পৃষ্ঠ ২৯৫]*

📌*ইবনু কুদামা -রহিমাহুল্লাহ- বলেন:
*....এবং কেননা মূল্য বের করা নুসুস (হাদীস) হতে বিচ্যুত হওয়ার কারণ, সুতরাং এটি যথেষ্ট নয়, যেন তিনি ভালোর জায়গায় খারাপকে বের করলেন।*
*[📗আল মুগনী লিইবনে কুদামা খন্ড ৪ , পৃষ্ঠ ২৯৭ ]*

📌* শাইখ বিন বায রহিমাহুল্লাহ বলেন আমরা যা আলোচনা করলাম তা সত্যানুসন্ধানী ব্যক্তির কাছে স্পষ্ট করে দেয় যে মূল্য দিয়ে ফিতরা আদায় করা জায়েয নয় আর যে ব্যক্তি মূল্য দিয়ে ফিতরা আদায় করে তা তাঁর পক্ষ হতে যথেষ্ট হবে না কেননা তা উল্লেখিত আদিল্লায়ে শরঈয়া বিরোধী।
[📗[মাজমুউ ফাতাওয়া খন্ড ২ ,পৃষ্ঠা ২২১]]

📌* শাইখ সলিহ আল_ফাওযান ( হাফিযাহুল্লাহ ) বলেন: মূল্য দিয়ে ফিতরা আদায় করলে তা ( আদায় হিসেবে ) যথেষ্ট হবে না। কেননা তা নাবী ﷺ এর নির্দেশ বিরোধী। যেহেতু রাসূল ﷺ খাদ্য দ্বারা ফিতরা আদায় করতে আদেশ করেছেন। এটা [জমহুর উলামা] অধিকাংশ আলিমের মত। এটা তিন ইমাম তথা ইমাম মালিক, ইমাম শাফেঈ ও ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুমুল্লাহ)'র মত। আবূ হানীফাহ (রাহিমাহুল্লাহ) অর্থ দিয়ে আদায় করা জায়েজ বলেছেন। কিন্তু এটা সুস্পষ্ট (নস) দলিলের বিরোধী এবং সুস্পষ্ট দলিলের সাথে ইজতিহাদ।
আর সুস্পষ্ট দলিলের বিদ্যমানতায় ইজতিহাদ জায়েয নয়। তারপর তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহ এর ঐ উল্লিখিত কথা উল্লেখ করার পর বলেন
"সুতরাং সুস্পষ্ট দলিল অনুযায়ী আমল করা ওয়াজিব।"
[📗শারহু যাদিল মুস্তাকনি, খণ্ড: ২ পৃষ্ঠা: ৩০৩-৩০৫ ]*

📌*শাইখ সলিহ আল-উসাইমীন রহিমাহুল্লাহ বলেন অর্থ দিয়ে ফিতরা দেওয়া কোন অবস্থাতেই জায়েয নয়, বরং তা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে, তবে অভাবী ব্যক্তি চাইলে সে খাদ্য বিক্রি করে তার মূল্য দিয়ে উপকৃত হতে পারে।
[📗 মাজমুউল ফাতাওয়া ও রাসাইল ১৮, ২৭৭ ]

📌* আল্লামা আলবানী রহিমাহুল্লাহ্ বলেন

যে বলে: আমরা মূল্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করব, এটা গরীবদের জন্য উত্তম।
সে দুইটা ভুল করে:
১_ সে দলিলের বিরোধিতা করলো, এবং বিষয়টি ইবাদতমূলক।
২_ অত্যন্ত বিপজ্জনক, কারণ এর অর্থ হল যখন আল্লাহ তাঁর মহানবীকে ওহি পাঠিয়ে তাঁর উম্মতের উপর খাদ্য দেওয়াকে ফরয করেছিলেন, তখন তিনি ফকীর ও মিসকিনদের স্বার্থ খেয়াল করে ফরয করেননি ।
[📗সিলসিলাতুল হুদা ওয়ান নূর, ২৭৪ নং অডিয়ো ক্লিপ]

📌*সৌদি ফাতাওয়া বোর্ড:
আমাদের জানামতে বিশুদ্ধ মত অনুযায়ী অর্থ দ্বারা ফিতরা আদায় করা জায়েজ নয়, এটাই অধিকাংশ আলেমের মত।
[📗আল- লাজনাতুদ- দাইমা , ফাতাওয়া নং ৯২৩১ ]
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
আরবী থেকে অনুবাদ
দিলাওয়ার হুসেইন বিন ইসমাইল হুসেইন
[জামিয়া ইসলামিয়া দরিয়াবাদ উত্তর প্রদেশ]

24/04/2022

যাকাতুল ফিতর কি দিয়ে দিবেন? টাকা নাকি খাদ্য?
টাকা দিয়ে ফিতরা দিলে কি আদায় হবে??

কুরআন ও সহীহ হাদিসের স্পষ্ট প্রমাণ থাকার পর আর কোন যুক্তি, তর্ক এবং কারোর মতামত চলবে না।

🎙️ড. জাকির আব্দুল করিম নায়েক (হাফিযাহুল্লাহ)

22/04/2022

লাইলাতুল ক্বদর আমরা কিভাবে পালন করবো!
লাইলাতুল ক্বদরের আমলসমূহ।

18/04/2022
17/04/2022

মাসজিদুল আকসার জন্য বায়তুল্লাহ থেকে দোয়া

13/04/2022

বিবেক জাগ্রত হবার মত আলোচনা। একবার পুরোটা শুনুন।

12/04/2022

রমাদানকে রহমত, মাগফিরাত ও নাজাত এই তিন ভাগে বিভক্ত করা ভুল। বরং পুরো মাসের প্রতিটি দিন ও রাতই রহমত, মাগফিরাত ও নাজাতে ভরপুর।

06/04/2022
04/04/2022

রমযানের শ্রেষ্ঠ আলোচনা (পর্ব-৩)। রমযানের প্রারম্ভিক কথা। ড. জাকির নায়েক (হাফিযাহুল্লাহ)

রমযানের সকল বিষয় নিয়ে ড. জাকির নায়েক স্যারের সহিহ দলিল ভিত্তিক শ্রেষ্ঠ আলোচনা। রমযান মাসের সকল বিধান ও ফজিলত জানতে এটি একটি অদ্বিতীয় আলোচনা।

03/04/2022

রমযানের শ্রেষ্ঠ আলোচনা (পর্ব-২)। ড. জাকির নায়েক (হাফিযাহুল্লাহ)

রমযানের সকল বিষয় নিয়ে ড. জাকির নায়েক স্যারের সহিহ দলিল ভিত্তিক শ্রেষ্ঠ আলোচনা। রমযান মাসের সকল বিধান ও ফজিলত জানতে এটি একটি অদ্বিতীয় আলোচনা।

02/04/2022

রমযানের শ্রেষ্ঠ আলোচনা (পর্ব-১)। ড. জাকির নায়েক (হাফিযাহুল্লাহ)

রমযানের সকল বিষয় নিয়ে ড. জাকির নায়েক স্যারের সহিহ দলিল ভিত্তিক শ্রেষ্ঠ আলোচনা। রমযান মাসের সকল বিধান ও ফজিলত জানতে এটি একটি অদ্বিতীয় আলোচনা।

02/04/2022

আলহামদুলিল্লাহ
বাংলাদেশের আকাশে
পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে।

31/03/2022

রমযানের যে ফজিলত জানলে আপনি অবাক হবেন! Masud Dawah TV

রাসূল (সাঃ) ও ছাহাবায়ে কেরামের চরিত্র নকল করে নাটক-সিনেমা তৈরী করা হারাম।
29/03/2022

রাসূল (সাঃ) ও ছাহাবায়ে কেরামের চরিত্র নকল করে নাটক-সিনেমা তৈরী করা হারাম।

27/03/2022

সূরা আর রহমান। অসাধারণ তেলাওয়াত। শায়েখ নওরিন মুহাম্মদ সিদ্দীক (রহিমাহুল্লাহ)

25/03/2022

নিজে রোযা না রেখে অপরকে ইফতারী করানো। Masud Dawah TV

19/03/2022
18/03/2022

রমযানের প্রতিদিনের আমলের রুটিন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফিজাহুল্লাহ)

17/03/2022
16/03/2022
15/03/2022
14/03/2022
13/03/2022
12/03/2022
11/03/2022

সিয়াম কাকে বলে?
রমযানের প্রস্তুতি ও আমল। Masud Dawah TV
স্থানঃ বাটিকাডাঙ্গা জামে মসজিদ, ডাকবাংলা।

সম্পূর্ণ খুৎবা ইউটিউবে দেখতে নিচের লিংকে প্রবেশ করুন--
https://youtu.be/u8Mx9TNf0Pc

10/03/2022

প্রশ্ন (৩/২০৩) : শীত থেকে বাঁচতে টাখনুর নিচে পায়জামা পরা যাবে কি?

উত্তর : সর্বাবস্থায় টাখনুর উপর কাপড় পরতে হবে। কারণ টাখনুর নীচে কাপড় পরিধান করা নিষিদ্ধ। বরং শীত নিবারণের জন্য লম্বা মোযা পরিধান করবে (তিরমিযী হা/২৮২০; মিশকাত হা/৪৪১৮)। অহংকারবশে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরলে ক্বিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে (গোনাহ থেকে) পবিত্রও করবেন না (মুসলিম, মিশকাত হা/২৭৯৫, ‘ক্রয়-বিক্রয়’ অধ্যায়)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন টাখনুর নীচে কাপড় যতটুকু যাবে, ততটুকু জাহান্নামে পুড়বে’ (বুখারী, মিশকাত হা/৪৩১৪)। তিনি বলেন, লুঙ্গি বা পায়জামার পায়ের গোছা স্পর্শ করার কোন অধিকার নেই (তিরমিযী হা/১৭৮৩)।

উত্তর প্রদানেঃ মাসিক আত-তাহরীক পত্রিকা।

10/03/2022

প্রশ্ন (৭/২০৭) : আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং পরিবারের বড় মেয়ে। আমাদের কোন ভাই নেই। পিতার চাকুরী ১ বছরের মধ্যে শেষ হবে। আমাদের আর কোন ইনকামের সোর্স নেই। পিতা আমার পড়াশুনার পিছনে অনেক অর্থ ব্যয় করেছেন এ আশায় যে আমি চাকুরী করে সংসারের হাল ধরব। অধ্যয়নরত অবস্থায় পিতা আমার বিবাহ দেন এবং আমার সন্তান হয়। এখন পিতা-মাতা চান আমি সন্তানকে তাদের কাছে রেখে ৩০০ কি.মি. দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশুনা শেষ করি এবং চাকুরী করি। কিন্তু স্বামী চান তার কাছে থেকে সন্তানের দেখাশুনা করি। এমতাবস্থায় আমার করণীয় কি?

উত্তর : বিবাহিতা মেয়ে স্বামীর আনুগত্য করবে এবং যথাসম্ভব পিতা-মাতাকে সাহায্য করবে। কারণ ইসলামী শরী‘আতে স্বামীর আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে (আহমাদ হা/১৯০২৫; ছহীহাহ হা/২৬১২)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, বিবাহিতা নারীর জন্য স্বামীই আনুগত্যের অধিক হকদার পিতা-মাতার চাইতে। তার জন্য স্বামীর আনুগত্য করা আবশ্যক (মাজমূ‘উল ফাতাওয়া ৩২/২৬১)। অন্যত্র তিনি বলেন, পিতা-মাতা বা অন্য কেউ আদেশ দিলেও স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত বাইরে যেতে পারবে না। এ ব্যাপারে চার ইমামের ঐক্যমত রয়েছে (মাজমূ‘উল ফাতাওয়া ৩২/২৬৩; হায়তামী, আল-ফাতাওয়াল ফিক্বহিয়াল কুবরা ৪/২০৫; ইবনু কুদামাহ, মুগনী ৭/২৯৫; মারদাভী, আল-ইনছাফ ৮/৩৬২; আলবানী, আদাবুয যিফাফ ২৮২ পৃ.)। তবে পিতা বা স্বামী যেকেউ স্ত্রীকে বেপর্দা বা শরী‘আত বিরোধী কোন কাজের আদেশ করলে তা মানা যাবে না (লোকমান ৩১/১৫)। এমতাবস্থায় স্বামীর সাথে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে, বাড়াবাড়ি করবে না এবং যথাসম্ভব পিতা-মাতাকেও সাহায্য করবে।

উত্তর প্রদানেঃ মাসিক আত-তাহরীক পত্রিকা।

08/03/2022

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী।শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকীয়া।
--
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই । শুধুই সুযোগের অপেক্ষা।

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভ-ণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক ।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছি-নালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সে-ক্স্যুয়াল এট্রাকশন । বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে-মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই-বোনের মতো । কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে Friendship থেকে Flirtationship এ রূপ নিয়েছে আর এটা পাশ্চাত্য সাংস্কৃতির দর্শন থেকে।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশী জনপ্রিয় এর কারন হচ্ছে এতে কারো প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোন কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে । আর এটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারন হতে পারে । যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। পাশ্চাত্য সাংস্কৃতির আকর্ষন আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার । তাই অভিবাবকদের এখনি যদি সতর্ক না হয়, তবে আমরা ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা-মা কে !

তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে , স্বামী কিংবা স্ত্রী , ভাই কিংবা ছেলে কাদের সাথে মিশছে ! সঙ্গ এইখানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।।

(সংগৃহীত)

07/03/2022

আমরা ইবাদত করবো কিভাবে? Masud Dawah TV

পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি ...
07/03/2022

পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন।
তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো,
আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি এতে কষ্ট পাননি?
মহিলা বললেন,
মানুষ হিসেবে তো কষ্ট পাবোই।
কিন্তু আল্লাহ তা'আলা তাকে এ অধিকার দিয়েছেন। এখন কি আমি আল্লাহর দেয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করব?
বরং আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেই,
এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা।
তিনি দেখতে চান, তাঁর দেয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈর্যধারণ করতে পারি।
একাধিক বিয়ে বৈধ৷ এটা আপনাকে মানতে হবে। বিনা বাক্য ব্যয়ে মানতে হবে। কোনো যুক্তি-টুক্তি চলবে না।
যারা একাধিক বিয়ে করে, তাদের দেখে নাক সিটকানো যাবে না।
বলা যাবে না- "আরে ধুর! চরিত্র ভালো হলে কি আর দুই বিয়ে করে"!
যদি বলে থাকেন, তাহলে নতুন করে কালিমা পড়ে নেন। কারণ আপনি কুফরি করেছেন।
পতিতালয়, যিনা, ব্যভিচার বন্ধ করুন,
প্রয়োজনে যদি আপনার সামর্থ্য থাকে তবে একসাথে সর্বোচ্চ চারটি বৌ রাখুন।
জাযাকাল্লাহু খইরন...

07/03/2022

জান্নাতে যাওয়ার সোজা রাস্তা! অনেক মূল্যবান কিছু কথা।

🔰 শায়েখ মতিউর রহমান মাদানী (হাফিযাহুল্লাহ)

05/03/2022

জান্নাতে যাওয়ার একটিই পথ! Masud Dawah TV

04/03/2022

আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ভয় করে চলবো?

Address

Jhenida
7320

Alerts

Be the first to know and let us send you an email when Masud Dawah TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Dawah TV:

Videos

Share

Category