Sabbirs' Tale

Sabbirs' Tale "980['b'a99999999ls "
- My cat does this.

30/01/2024

ভাটই টু ফুলহরি যাওয়ার রাস্তা

25/12/2023
25/12/2023

শীতের কুয়াশাচ্ছন্ন সকালে সাইকেলে যাওয়া😴

"নিশ্চয় বিড়াল কোনো অপবিত্র প্রানী নয়"- হযরত মোহম্মদ (সাঃ)
22/12/2023

"নিশ্চয় বিড়াল কোনো অপবিত্র প্রানী নয়"
- হযরত মোহম্মদ (সাঃ)

14/12/2023
মেয়েটার নাম মোহিনী। বয়স হবে হয়তো নয় কিংবা দশ।পরিচয় হলো হাসপাতালের বেড এ।গত পরশু আমার ছোটবোন হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ...
13/12/2023

মেয়েটার নাম মোহিনী। বয়স হবে হয়তো নয় কিংবা দশ।পরিচয় হলো হাসপাতালের বেড এ।গত পরশু আমার ছোটবোন হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করি।গতকাল বোনের বেডের পাশে ভর্তি হয় পিচ্চি এই মেয়েটা।ওর ছটফটানি হাসিমুখ দেখলে সত্যিই বিশ্বাস করতে পারবেন নাহ মেয়েটা এত রোগ বয়ে বেড়াচ্ছে।তো আমি খুব করে বিশ্বাস করি হাসিখুশি থাকলেই সকল রোগ কাবু করতে সাহায্য করে।এজন্যই বোন হাসপাতালের বেড এ তাও আমার ইয়ার্কি আড্ডা চলতেই আছে সবাই হাসতে হাসতে একদম উৎসবমুখর পরিবেশ চলছে হাসপাতালেই।অন্যান্যবার গেলে একটু ধমকের শিকার হলেও এবার সবাই দেখি এনজয়ই করলো বিষয়টা।যাইহোক আসল কথায় আসি, পাশের বেডে থাকা মোহিনী ও হাসছে। হঠাৎ নার্স এসে একটা স্লীপ দিয়ে বললো ঔষধ গুলো আনতে হবে।চলে গেলাম ঔষধ আনতে, ঔষধ দেয়ার পর আবার আমরা হাসি ঠাট্টায় মগ্ন তখন ভাবী বললো জানেন ভাইয়া এই পিচ্চি মেয়ে ও আপনাকে প্রশংসা করেছে।তারপর মোহিনীর মা বললো, ও বলছে আচ্ছা আম্মু ওই ভাইয়া এনার আপন ভাইয়া তাই নাহ! এজন্যই বোন কে হাসিখুশি রাখছে। আমার আপন ভাই থাকলে আমাকেও এভাবে হাসিখুশি রাখতো তাই না আম্মু? কথা শেষ হতে দেরী আমার উত্তর দেয়া, আরে আপু আমিও তো তোমার ভাইয়াই। ভাবীও বললো এটা পৃথিবীর সবার ভাই! গল্পের মধ্যে জানতে পারি মেয়েটার কিডনী তে সমস্যা, পায়েলস হয়েছে আরও নানান রোগে আক্রান্ত।আর অনেক দারিদ্র্য পরিবারে বসবাস তার।গল্পটা এখানেও শেষ হতে পারতো, কিন্তু একটু আগে ওই নাম্বার থেকে কল আসলো ধরার সাথে সাথে আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো? কবে আসবা আমাদের এখানে!
তারপর ওই পিচ্চির মা,নানা,নানী একে একে সবার সাথে কথা বললাম সবাই কান্না করছে এইটুকু একটা মেয়ের কি হলো!বুঝালাম ওর সামনে একদম কান্নাকাটি করবেন নাহ।ওদেরকে বুঝালাম। কিন্তু শেষে আন্টি বললো,ও বাসায় গিয়েই বলেছে আম্মু আমি একটা ভাই পেয়েছি এটা যেন আর না হারায়।বলেই আন্টি কান্নার স্বরে বললো তুমি আমার আরেকটা ছেলে একটু খোঁজখবর নিও আমাদের।
শোনামাত্র চোখ দিয়ে পানি বেড়িয়ে গেলো!
আল্লাহ মোহিনীকে সুস্থতা দান করো।ওর তো এখন শৈশবকাল বন্ধুদের সাথে খেলা করার বয়স,হিসাব ছাড়া সময়কে খরচ করার বয়স,মৃত্যুকে আলিঙ্গন করতে কত সময় আসছে এটা তো ওর হিসাব করার বয়স আসে নাই আল্লাহ।মোহিনী কে সুস্থতা দাও।
সবাই মোহিনীর জন্য দোয়া করবেন।
Courtesy: HR Antor
Special thanks to Dall-E 3

12/12/2023

বন্ধু অন্তরের সাথে ঘুরতে গেছিলাম😉

12/12/2023

Wonderful nature in Shailkupa.

বিড়াল একমাত্র মাংসাশী প্রাণী যাকে-আমাদের প্রিয় নবী রাসূল ﷺ ভালোবেসে তার গায়ে হাত বুলিয়েছেন, কোলে বসিয়েছেন। বিড়াল সেই প্...
09/12/2023

বিড়াল একমাত্র মাংসাশী প্রাণী যাকে-
আমাদের প্রিয় নবী রাসূল ﷺ ভালোবেসে তার গায়ে হাত বুলিয়েছেন, কোলে বসিয়েছেন।
বিড়াল সেই প্রাণী যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায় । বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়, তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না । বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেয়া হয়।
বিড়াল সবসময় নাপাক হতে দূরে থাকে, পবিত্র স্থানে থাকতে পছন্দ করে। বিড়াল মানুষের মধ্যে থাকা খারাপ দৃষ্টি গুলো সারারাত্র চুষে ধ্বংস করে দেয়।
বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো "এটো খাদ্য" আম্মাজান আয়েশা (রা.) মুখে নিয়েছেন❣️
বিড়াল সেই প্রাণী যার জিহবা চাটা পানিতে আল্লাহর রাসূল ﷺ অযু করেছেন ।❣️
বিড়াল সেই প্রাণী যার পরিচয়ে পরিচিত হয়েছেন প্রিয় সাহাবী ও সর্বাধিক হাদীস বর্নাকারী আবু হুরায়রাহ (রা:)।
(তারা অপবিত্র নয়, তারা তোমাদের আশেপাশে বিচরণকারীনি - তিরমিজি)
বাড়িতে বিড়াল রাখুন, কেননা "আল্লাহর রাসূল ﷺ বলেন বিড়ালের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছেন যা দিয়ে তাঁরা খারাপ জ্বীন-শ-য়-তা-নের সাথে মোকাবেলা করতে পারে।
বাড়িতে বিড়াল থাকলে বিশাক্ত কোনো সাপ, গুইসাপ, ইঁদুর, ইত্যাদি বাড়িতে টিকে থাকতে পারে না। বাড়িতে বিড়াল রাখলে তাঁতে বাচ্চা সন্তানদের উপরে খারাপ দৃষ্টি ও রোগ থেকে অনেক মুক্তি পাবেন "ইনশাআল্লাহ"
বিড়াল হাদিসে বর্ননাকৃত একমাত্র সুষ্পষ্ট প্রাণী যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য বনী ইসরায়েলের এক নারীর কবরে জা-হা-ন্না-মের শাস্তি নেমে আসছিল।
(সহিহ বুখারী: ৩৪৮২)

07/12/2023

গাড়াগঞ্জ টু ঝিনাইদহ

07/12/2023

শৈলকুপা বিজুলিয়া গ্রামের রাস্তা।
শুধু বাতাস আর বাতাস🥰

মসজিদের ভিতরে কবর!!!৭ নং হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি চামটাইল মোড় থেকে ভিতরে গেলে এই মসজিদ টা দেখা যায়। প্রায় ২০০ বছর পুরন...
20/11/2023

মসজিদের ভিতরে কবর!!!
৭ নং হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি চামটাইল মোড় থেকে ভিতরে গেলে এই মসজিদ টা দেখা যায়। প্রায় ২০০ বছর পুরনো মসজিদ এটা।

বিজুলিয়া রোডের পাশে সুন্দর ছোট একটা মসজিদ।কবি গোলাম মোস্তফার বাড়ি যেতে রাস্তার পাশেই এটা চোখে পড়ে।
18/11/2023

বিজুলিয়া রোডের পাশে সুন্দর ছোট একটা মসজিদ।
কবি গোলাম মোস্তফার বাড়ি যেতে রাস্তার পাশেই এটা চোখে পড়ে।

17/11/2023

দ্বিতীয় বার মেট্রোরেল দেখতে গিয়ে ভিডিওটা করেছিলাম।

নামের আগে মোহাম্মদ! এজন্যই একবার পাকিস্তানের বিপক্ষে হারার পর শামীকে সব দায় দিয়েছিল ভারতবাসী। নিজের প্রিয়তমা স্ত্রী অপবা...
17/11/2023

নামের আগে মোহাম্মদ! এজন্যই একবার পাকিস্তানের বিপক্ষে হারার পর শামীকে সব দায় দিয়েছিল ভারতবাসী। নিজের প্রিয়তমা স্ত্রী অপবাদ দিয়েছিলেন নির্যাতনের।শামীর পাশে বিরাট কোহলি ছাড়া এরকম কাউকে দাঁড়াতে দেখনি! সব বাঁধা পেড়িয়ে বিশ্বকাপ মঞ্চে এই শামী ই দেখালেন খেইল! হিন্দুস্তানকে ফাইনালে উঠানোর কারিগর মোহাম্মদ শামী! গোটা ভারতবাসীকে বুঝালেন নামের আগে মোহাম্মদ আমার নাম, এই নাম বেইমানির নাম নয়!অধিক সম্মানের নাম!

বিশ্বকাপ ইতিহাসের ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটে শিকারী বোলার! সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট শিকারী বোলার! এক আসরে মাত্র ৬ ম্যাচ খেলে তিনবার নিয়েছেন ৫ উইকেট!মোহাম্মদ শামী ইউ বিউটি 💥

সব ধর্মকে সম্মান করা মানবধর্ম!

হ্যাটস অফ স্যালুট শামী!একাই ৭ উইকেট!💥)

(কপি)

আমার ও তো মাঝে মাঝে পড়াশোনা করতে মন চায়,  নাকি!!!বাণীতে - টুসা🐱🐱
16/11/2023

আমার ও তো মাঝে মাঝে পড়াশোনা করতে মন চায়, নাকি!!!
বাণীতে - টুসা🐱🐱

মেট্রোরেলে যেতে গিয়ে দেখি টিকেট মেশিন নষ্ট। অন্য মেশিনের সামনে প্রচুর ভিড়, আবার এই মেশিন সারতে নাকি পাচ মিনিট লাগবে। পাচ...
14/11/2023

মেট্রোরেলে যেতে গিয়ে দেখি টিকেট মেশিন নষ্ট। অন্য মেশিনের সামনে প্রচুর ভিড়, আবার এই মেশিন সারতে নাকি পাচ মিনিট লাগবে। পাচ মিনিট একঘন্টা হয়ে যায়, কিন্তু মেশিন সারা হয়না, আবার অন্য মেশিনের সামনে গিয়ে দাড়াতেও পারছিনা।
কি যে একটা ঝুকি এখানে, মেশিন ঠিক হলে অল্প সময়ে টিকেট পাবো নাহলে অন্য লাইনে আবার ২০ মিনিট দাড়াতে হবে।
বিষয়টা এমন 'আমার লাভ লস নাই, লাইফটাই লস'।

তোমার গল্পে আমি পাগল হলেও, আমার গল্পে তুমি প্রিয় শেহজাদি🥰🥰প্রিয়তমা
14/11/2023

তোমার গল্পে আমি পাগল হলেও, আমার গল্পে তুমি প্রিয় শেহজাদি🥰🥰প্রিয়তমা

Tom true story:It is a breed of cat known as the “Russian Blue.” The first recorded appearance of this breed was in 1875...
31/10/2023

Tom true story:
It is a breed of cat known as the “Russian Blue.” The first recorded appearance of this breed was in 1875, which is characterized by its slate or bluish-silver color, and it is one of the
most expensive cat breeds in the world.

The first reason for choosing this particular type to embody the character of Tom is that Joseph Barbera was raising a cat in his house of the Russian Blue breed and his name was Tom.

Tom died while chasing a mouse inside a photo processing room, To commemorate his memory, he created the most famous cartoon character in history.. ❤️

12/10/2023

মানুষ যখন বাস্তবতা বুঝতে শেখে তখন তার মধ্যে খুশি কমে যেতে থাকে।

বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা আর বুকে কাশি জমাট বাধা যেনো সহোদরের মতো দেখা দেয় আমার শরীরে।এর জন্য যে কত বুকভরে শ্বাস নেওয়ার কষ্...
03/10/2023

বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা আর বুকে কাশি জমাট বাধা যেনো সহোদরের মতো দেখা দেয় আমার শরীরে।
এর জন্য যে কত বুকভরে শ্বাস নেওয়ার কষ্ট আর রাত জেগে থাকি তা বলার অপেক্ষা রাখেনা।
মাঝে মঝে খুব আক্ষেপ হয়,
" ইসস, যদি বৃষ্টিটা আজকে না হতো🫠🫠"

অষ্টম শ্রেণির একটা ছেলেকে বাংলা পড়াচ্ছি। বিষয়বস্তু 'নারী' কবিতা। ছেলেটা এমনভাবে কবিতা পড়ছে যেনো মনে হচ্ছে বাংলা গল্প পাঠ...
01/10/2023

অষ্টম শ্রেণির একটা ছেলেকে বাংলা পড়াচ্ছি। বিষয়বস্তু 'নারী' কবিতা। ছেলেটা এমনভাবে কবিতা পড়ছে যেনো মনে হচ্ছে বাংলা গল্প পাঠ করতেছে। যেমন,
গাহি এমনা সাম্যের এমনা গান,
আমাাার চোখে পুরুষ রমণীইই কোনো ভ্যাদাভ্যাদ ন্যাই।
দিলাম একটা বসিয়ে। বুঝিয়ে বললাম কবিতা কবিতার মতো পড়তে, ছন্দ করে।
এক লাইন ওইভাবে পড়লো, কিন্তু যেই লাউ সেই কদু। আবার একইরকম, বুঝলাম, এ হয় কিছুই বোঝেনা নাহয় কবিতা পড়ার মুডে নেই।

অনেকদিন পর যখন টাক হওয়ার শখ জাগে🫠🫠
29/09/2023

অনেকদিন পর যখন টাক হওয়ার শখ জাগে🫠🫠

🌟🚀 Ready for a new adventure! Stay tuned for updates on my upcoming travel plans. Any guesses where I'm heading? 🌴🏞️    ...
22/08/2023

🌟🚀 Ready for a new adventure! Stay tuned for updates on my upcoming travel plans. Any guesses where I'm heading? 🌴🏞️

Address

Jhenaidah
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Sabbirs' Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies