Focus jhenaidah

Focus jhenaidah ঝিনাইদহের সব তাঁজা সংবাদে ভরপুর, এই পেজে লাইক দিয়ে রাখুন �

03/10/2022

আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,আমজনতার শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ

তারেক জাহিদ, ঝিনাইদহ-
আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় পৌর কাউন্সিলর ও শহরের আমজনতা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সেই সাথে পৌরবাসির সকল আশা ভরসা, প্রত্যাশা ও নির্বাচনী ইশতেহার পুরণ করবেন বলে উপস্থিত সাধারন জনগন দাবী করেছেন।

আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,আমজনতার শুভেচ্ছা ও ...
03/10/2022

আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,আমজনতার শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ

তারেক জাহিদ, ঝিনাইদহ-
আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় পৌর কাউন্সিলর ও শহরের আমজনতা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সেই সাথে পৌরবাসির সকল আশা ভরসা, প্রত্যাশা ও নির্বাচনী ইশতেহার পুরণ করবেন বলে উপস্থিত সাধারন জনগন দাবী করেছেন।

02/10/2022

কোটচাঁদপুরে মাদক সেবনকারী সন্দেহে যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশের অস্বীকার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
মাদক সেবনকারী সন্দেহে এক যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তারের বিরুদ্ধে। তবে আব্দুস সাত্তার বলছেন, আমি কোন লেনদেন করিনায়। শনিবার সন্ধ্যা রাতে এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর মাছ বাজারে।

ভুক্তভোগী জীবন হোসেন বলেন, আমি শাহিন ও জুয়েল ভাইয়ের মুরগির দোকানে কাজ করি। আমি কোন মাদকদ্রব্য খায়নি। আমি মাছ বাজারে নিচে গোডাউনে মুরগী নিতে গিয়েছিলাম। এ সময় বাজারের সভাপতি আমিরুল ইসলাম, সিজুসহ কয়েক জন মিলে আমাকে মারধর করতে থাকে।

এরপর পুলিশে খবর দেন তারা। পরে দারোগা সাত্তার আসেন। বলেন, তুই মাদক বিক্রি করিস, মাদক খাস। তোকে আজ মাদক মামলায় চালান দিব। এরপর তারা আমার কাছে ৫ হাজার টাকা দাবি করেন।

আমি গরীব মানুষ টাকা কোথায় পাব,তখন জুয়েল ভাইকে বিষয়টি বললে,তিনি আমাকে ৪ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।

মুরগী ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন,জীবন আমার দোকানের কর্মচারি। শনিবার সন্ধ্যায় সে নিচের গোডাইনে মুরগী আনতে যান। এ সময় তারা তাকে মারধর করে আটকে রেখে আমাকে ফোন করে ডাক দেন। বলেন তাঁর আঠা খাওয়ার কথা। এরপর ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তার আসেন। ওই সময় সাদা কাগজে সবার স্বাকর নেওয়া হয়।

পরে মাছ বাজারের সভাপতি আমিরুল ইসলাম আসেন আমার কাছে। দাবী করেন ৫ হাজার টাকা। আমার কাছে ৫ হাজার টাকা না থাকায়, তাকে ৪ হাজার টাকা দিয়ে জীবন কে ছাড়িয়ে আনি।

প্রত্যক্ষদর্শী রাসেল হোসেন বলেন, শনিবার তখন সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে ৮ বাজে। জীবন মাছ বাজারের নিচে মুরগী আনতে যায়। এ সময় মাছ বাজারে সভাপতি সহ কয়েক জন তাকে মারধর করে আটকে রাখে। এরপর পুলিশে খবর দেন। পুলিশ এসে সাদা কাগজে স্বাক্ষর নেন। টাকা চান ৫ মাছ বাজারের সভাপতি। পরে তাদেরকে ৪ হাজার টাকা দেয়া হয়।

তিনি বলেন,জীবনকে কোন দিন মাদক বা আঠা খেতে দেখিনি। কাল তারা তাঁর বিরুদ্ধে আঠা খাওয়ার অভিযোগে মারধর করলো কেন বুঝতে পারলাম না।
কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তার বলেন, আমি ধরলাম কখন? ওই ছেলেটা মাছ বাজারের চেয়ারম্যান আমিরুল ইসলাম ধরে রেখে ছিল। পরে আমি গেলাম। তবে খাই টাই কিনা আমি জানিনা।

বিষয়টি আমি ওসি স্যারকে জানাই। তিনি বলেন,যদি কিছু না পাওয়া যায়। তাহলে চেয়ারম্যানকে বলে ছেড়ে দেন। টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি কোন লেনদেনে থাকিনা। যদি থাকতাম তাহলে আপনাদের সঙ্গে ও দুই একটা লেনদেন করতাম। আর ওখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

কোটচাঁদপুর মাছ বাজার সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, তেমন কিছুই ঘটেনি। আর তার কাছে কিছুই পাওয়া যায়নি। পরে দুই তিন চড় থাপ্পড় মেরে সই স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার অফিসে আসেন কথা বলছি।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, আমার অফিসার ধরার পর আমাকে জানিয়েছিল। জানতে পারলাম ছেলেটি কম বয়সি। আর তার কাছে কিছু পায়নি। এ কারনে তাকে ছেড়ে দিতে বলেছিলাম। তবে টাকার লেনদেন হয়েছে, কিনা আমি জানিনা।

তিনি আরো বলেন, যার কাছ থেকে টাকা নিয়েছেন, তাকে আমার কাছে পাঠান। আমি শুনে দেখি কখন কিভাবে টাকা নিয়েছেন। এরপর আমি সাত্তারকে আমি ধরছি।

১১ বছর পর ঝিনাইদহ পৌরসভায় নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন করত...
02/10/2022

১১ বছর পর ঝিনাইদহ পৌরসভায় নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন করতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদে শপথ গ্রহন অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের সাথে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সামনে আমরা অপেক্ষামান রয়েছি।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রবিবার সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। সিনিয়র সহকারী কমিশনার মোঃ আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

১১ বছর পর ঝিনাইদহ পৌরসভায় নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহনজাহি...
01/10/2022

১১ বছর পর ঝিনাইদহ পৌরসভায় নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদে শপথ গ্রহন রবিবার। নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। সিনিয়র সহকারী কমিশনার মোঃ আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য গত ১১ সেপ্টম্বর ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল খালেককে পরাজিত করে মেয়র নির্বাচিত হন কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল। তিনি নারিকেল গাছ প্রতিক নিয়ে ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। এছাড়া কমিশনার নির্বাচিত হন ১ নং ওয়ার্ডে টিপু সুলতান, ২ নং ওয়ার্ডে মোঃ আবু বক্কার, ৩ নং ওয়ার্ডে আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডে শামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডে মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডে সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা। এছাড়া মহিলা কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগম নির্বাচিত হন। জানা গেছে, মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষনা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থীতা ফিরে পান আব্দুল খালেক।

ঝিনাইদহের মহেশপুর থেকে পাবনায় স্বামী-স্ত্রী’র বাসা ভাড়া; রাতেই খুন হলেন স্ত্রী, স্বামী পলাতকস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-পাব...
01/10/2022

ঝিনাইদহের মহেশপুর থেকে পাবনায় স্বামী-স্ত্রী’র বাসা ভাড়া; রাতেই খুন হলেন স্ত্রী, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
পাবনার ঈশ্বরদীতে নতুন বাসায় ভাড়া নেওয়ার রাতেই সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে গলা কেঁটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রুবেল হোসেন পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার পশ্চিমটেংরী বাবুপাড়ার ভাড়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গভীর রাতে এ খুনের ঘটনা ঘটে। সোনিয়া ঝিনাইদহ জেলার মেহেশপুরের হামিদপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে। সে ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক তৈরি কারখানায় চাকুরি করতেন। তাদের হামিম নামে তিন বছরের ছেলেটিকেও পাওয়া যাচ্ছে না। রুবেল প্রবাসী ছিলেন। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) তিনি ঈশ্বরদী শহরের একরাম আলীর বুদুর বাসায় ভাড়া নেন। অভিযুক্ত রুবেল হোসেন ঝিনাইদহ মহেশপুরের হামিদপুরের হঠাৎপাড়া এলাকার বাসিন্দা। বাড়ির মালিক একরাম আলী বুদু জানান, বুধবার দুপুরে স্বামী-স্ত্রীসহ তাঁর আত্মীয়স্বজনরা এসে দ্বিতীয় তলার একটি ফ্লাট বাসা ভাড়া নেয়। রাতে রান্না করে খাওয়া খাওয়া করেছে। সকাল ৮টার দিকে বাসার দরজা খোলা দেখে ভিতরে ঢুকে দেখতে পাই-সোনিয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসময় তাঁর পরনে বোরকা ছিল। গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সোনিয়ার খালাতো বোন নারগিস আক্তার জানান, সোনিয়া গতকাল বুধবার তাঁকে মুঠোফোনে জানিয়েছে তাঁর স্বামী রুবেল সৌদি আরব থেকে এসেছে। রুবেল আসার পর বুধবার দুপুরে তারা বাবুপাড়ায় বাসা ভাড়া নিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় একজন অজ্ঞাত ব্যাক্তি মুঠোফোনে সোনিয়ার মৃত্যুর খবর তাকে জানান। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে সোনিয়ার স্বামী রুবেল পলাতক রয়েছে। তাকে আটক করতে চেষ্টা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। পাবনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার বলেন, সোনিয়া খাতুনের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনা সিআইডি ও পিবিআই পুলিশের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে।

শৈলকুপায় চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে!স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের শৈলকুপায় চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ দে...
01/10/2022

শৈলকুপায় চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এ রোগে। চিকিৎসকেরা বলছেন গরমে ও বর্ষায় চোখে ভাইরাস লাগার প্রকোপ বাড়ে। চিকিৎসাবিজ্ঞানে এটিকে বলা হয় কনজাংটিভাইটিস। তবে স্থানীয়ভাবে এ সমস্যা চোখ ওঠা নামেই পরিচিত। রোগটি ছোয়াচে। ফলে দ্রুত অন্যান্যের মধ্যে ছড়িয়ে পড়ে। চোখে ভাইরাস লাগলে কখনো কখনো এক চোখে অথবা দুচোখেই জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই চোখে ভাইরাস লাগা রোগীরা চিকিৎসা গ্রহণ করছে। তা ছাড়া বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিক, চিকিৎসকের প্রাইভেট চেম্বার ও পল্লীচিকিৎসকের কাছে চোখে ভাইরাস লাগা রোগীরা চিকিৎসা নিচ্ছে। ফলে চিকিৎসা সেবাকেন্দ্রে এখন রোগীর ভীড় বাড়ছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন,‘কনজাংটিভাইটিস’ বা চোখে ভাইরাস লাগা রোগ এ সময়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চললে এ সমস্যা থেকে ৫ বা ৭ দিনের মধ্যেই আরোগ্য লাভ করা যায়। এ ছাড়া আক্রান্ত রোগীর চোখে কালো গ্লাসের চশমা ব্যবহার করা, রোদে যথাসম্ভব কম যাওয়া, চোখে হাত না দেওয়া, চোখ পরিষ্কার করতে নরম টিস্যু ব্যবহার করা, পুকুর বা নদীনালায় গোসল না করা, রোগীর ব্যবহৃত তোয়ালে বা অন্যান্য জিনিসপত্র পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। এই রোগ নিয়ে গত কয়েকদিন অনেক রোগী আসছেন। হাসপাতাল থেকে তাদেরকে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা-ভাংচুর, লুটপাটস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে আধিপত্য...
01/10/2022

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা-ভাংচুর, লুটপাট

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা-ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। রাতে সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের জাহাঙ্গীর মিস্ত্রী ও আলী আকবর শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাতে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বিপ্লবের নেতৃত্বে জাহাঙ্গীর মিস্ত্রির সমর্থক রবিউল ইসলাম, আবু তালেব, মিরাজুল ইসলাম, আরিফুল ইসলামসহ ২০/২৫ জন আলী আকবর শেখের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় তারা ওই গ্রামের শওকত মুন্সী, বদিয়ার, নাসিরুল, মাসুদ শেখ, মামুন শেখের বাড়ী, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে বিপ্লবের লোকজনের ভয়ে এখনও অনেকেই বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। বাড়ির বাইরে থাকায় ও বিদ্যুতের মিটার ভেঙ্গে দেওয়ায় ধানের জমিতে পানি দিতে পারছে না তারা। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা জানান, ঘটনাটি শুনেছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ শ্লোগানকে...
01/10/2022

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মকবুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানান। সেই সাথে তাদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

জেলা পরিষদ নির্বাচন; আ.লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের এম হারুনের অভিযোগ....১লা অক্টোবর শনিবার দুপুরে ঝিনাইদহের ক...
01/10/2022

জেলা পরিষদ নির্বাচন; আ.লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের এম হারুনের অভিযোগ....

১লা অক্টোবর শনিবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর কলেজস্ট্যান্ড এলাকায় হাফিজুর ও মামুনসহ আ.লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের এম হারুনের ৫ সমর্থককে পিটিয়ে জখম করেছে কনক কান্তি দাসের সমর্থকরা। আনারস প্রতিকের এম হারুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ।

01/10/2022
30/09/2022

ও বাবা, ও মা...বাঁচাওওওও 🤨😲😊☺️😀😁

30/09/2022
29/09/2022

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষে পথিমধ্যে এক প্রার্থীর হামলায় আরেক প্রার্থীর সমর্থক গুরুত্ব আহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুনের সমর্থকদের উপরে কনককান্তি দাসের সমর্থকদের নৃশংস হামলায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে।

মাইক্রোগাড়িতে থাকা ইদু মেম্বর ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অভিযোগ করে সাংবাদিকদের বলেন ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষ করে ফিরে যাওয়ার সময় তেতুল তলা নামক স্থানে অজ্ঞাত প্রায় ২০ জন লোক মটরসাইকেল দিয়ে আমাদের মাইক্রোগাড়ি বেরিগেট দিয়ে কালীগঞ্জের মৃত. হাজি আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম (৩৮)সহ প্রাই ১১ জনকে পিটিয়ে গুরুত্বর জখম করে কনককান্তি দাসের সমর্থকরা।

সেসময় গুরুত্বর আহত হয়ে বাকি সবাই পালিয়ে গিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। পরে নজরুলের ডাকচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হয়ে সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষে পথিমধ্যে এক প্রার্থীর হামলায় আরেক প্রার্থীর সমর্থক গুরুত্ব আহতস্টাফ রিপোর্টার...
29/09/2022

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষে পথিমধ্যে এক প্রার্থীর হামলায় আরেক প্রার্থীর সমর্থক গুরুত্ব আহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুনের সমর্থকদের উপরে কনককান্তি দাসের সমর্থকদের নৃশংস হামলায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে।

মাইক্রোগাড়িতে থাকা ইদু মেম্বর ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অভিযোগ করে সাংবাদিকদের বলেন ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষ করে ফিরে যাওয়ার সময় তেতুল তলা নামক স্থানে অজ্ঞাত প্রায় ২০ জন লোক মটরসাইকেল দিয়ে আমাদের মাইক্রোগাড়ি বেরিগেট দিয়ে কালীগঞ্জের মৃত. হাজি আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম (৩৮)সহ প্রাই ১১ জনকে পিটিয়ে গুরুত্বর জখম করে কনককান্তি দাসের সমর্থকরা।

সেসময় গুরুত্বর আহত হয়ে বাকি সবাই পালিয়ে গিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। পরে নজরুলের ডাকচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হয়ে সদর হাসপাতালে ভর্তি করে।

29/09/2022

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন; নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুনের সমর্থকদের উপরে কনককান্তি দাসের সমর্থকদের নৃশংস হামলা বেশ কয়েকজন আহত, আলফালাহ ক্লিনিকে ভর্তি,অভিযোগ হারুনের

28/09/2022

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের এম হারুন ওরফে সৃজনী হারুনের সংবাদ সম্মেলনে আ.লীগ নেতা কর্মী ও এমপির বিরুদ্ধে মারধর, হুমকি ও অফিস ভাংচুরসহ নির্বাচনী আচরনবিধি লংঘনের একাধিক অভিযোগ করেন...

বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে!!বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো...
27/09/2022

বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে!!

বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো কলার দাম কত???

দোকানদারঃ কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম!!

প্রকৌশলীঃ মানে কি ?!?

দোকানদারঃ যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিচ, যদি রুগির জন্যে নেন তাহলে ৩টাকা পিচ, আর যদি নিজে খাওয়ার জন্যে নেন তবে ৫ টাকা পিচ!!

প্রকৌশলীঃ ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয়?!

দোকানদারঃ একই খুঁটি হতে বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরেক দর। তাহলে আমার কলা কি দোষ করলো?!?

27/09/2022

কলিজাতে দাগ লেগেছে হাজারো হাজার, আমার ভালবাসার ময়না পাখী এখন জানি কার, শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেলো | বন্যা 😰

27/09/2022

ঝিনাইদহের মধুপুর স্কুলের প্রধান শিক্ষক এ্যাপো মাষ্টারের রহস্যজনক মৃত্যু নিয়ে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিকের হো*লের বিঁ*চি কেটে ফেলার হুমকি দিলেন পুড়াহাটি ইউনিয়রন চেয়ারম্যান জনাব হিরোন সাহেব...

26/09/2022

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বর্ষা পেট্রোল পাম্পে সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবী, ঝিনাইদহ সদর থানায় পেট্রোল মালিক সুজনের অভিযোগ দায়ের...

26/09/2022
26/09/2022
21/09/2022
11/09/2022

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে নৌকা প্রার্থী জনাব আব্দুল খালেকের বক্তব্য যে বক্তব্য দিলেন...

অমানুষের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি।কষ্টের টাকায় তিলে তিলে বড় করে তোলা সন্তানরা আজ ভুলে যায় পিতা-মাতাকে। রেখে আসে আশ্...
12/08/2022

অমানুষের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি।

কষ্টের টাকায় তিলে তিলে বড় করে তোলা সন্তানরা আজ ভুলে যায় পিতা-মাতাকে। রেখে আসে আশ্রমে। জীবনের শেষ বেলায় মা-বাবা যখন একটু সন্তানদের সান্নিধ্য চান, তখন বড্ড ব্যস্ত হয়ে পড়েন সন্তানগুলো।

মা-বাবারাও সন্তানদের বড় বানাতে বানাতে এতোই বড় বানিয়ে ফেলেন যে তাদের আর নাগাল পান না। উচ্চশিক্ষিত হওয়ার পরও অনেকেই উঁচু মনের মানুষ হতে পারছেন না। ভুলে যাচ্ছেন নিজেদের আপন কর্তব্যটুকুও।

যেমন বলা যেতে পারে অভিনেতা আনোয়ার হোসেনের কথা। যিনি বাংলার নবাব সিরাজউদ্দৌলা খ্যাত। অভিনয় জীবনের সকল উপার্জন, ব্যয় করেছেন সন্তানদের পেছনে। বড় ছেলে সুইডেন, বাকী ৩ ছেলে ও ১ মেয়ে আমেরিকায়।

অভিনয় জগতের সফল এই মানষুটি একা বাসায় ধুকে ধুকে মরলেন। অনেক উঁচুতে থাকা সন্তানগুলোর একজনওও আসেননি বাবাকে দেখতে। জীবনের শেষ বেলাতেও অভিনয় করতে হয়েছে পেটের তাগিদে চাকর-বাকরের চরিত্রে।

আরেকজন ২ সন্তানের পিতা ও দেশের সাহসী কবি আল মাহমুদ। বনানীর বাড়ী বিক্রি করে সন্তানদের বিদেশে পাঠান তিনি। কিন্তু আর দেশে ফিরে আসেননি তাঁর আদরের দুলালেরা। কবি যখন নিজ গ্রামের বাড়ীতে বিছানায় শায়িত ছিলেন তখনও তাঁর দেখার কেউ ছিল না। এরপর হুট করেই একদিন চলে যান না ফেরার দেশে।

সন্তান মেধাবী হলে বাবা মা তাঁদের পেছনে পয়সা খরচ করতে কৃপনতা করে না। বাড়ী, গাড়ী, সোনা, গহনা সবই বিক্রী করে দেয় তবুও মা-বাবার আনন্দের সীমা থাকে না- অথচ এই সন্তানগুলোই বড় হয়ে ভাল পজিশনে পৌঁছে মা-বাবাকে কষ্ট দেয়- ভীষণ কষ্ট দেয়।

আর গত ফেব্রুয়ারিতে বড্ড একাকী জীবন সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন ব্যবসায়ী মুহসীন। কিন্তু এনার আরেকটা পরিচয় তিনি বাংলা সিনেমার অন্যতম সফল নায়ক রিয়াজের শ্বশুর।

আবু মহসীন খান মৃত্যুর আগে লাইভে বলেছিলেন, ‌‘৩০ জানুয়ারি আমার খালা মারা যান। খালার একমাত্র ছেলে আমেরিকা থাকে। মার মৃত্যুতে সে আসেনি। আজ (বুধবার) আরেক খালা মারা গেল। তার ৩ ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে আমেরিকায়। এক ছেলে আসতে পারেনি তবে বাকি ৩ জন দাফন কাজ করেছে।

‘আমার একমাত্র ছেলে। সে অস্ট্রেলিয়া থাকে। আমি আমার বাসায় সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে খুব ভয় করছে। আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি আমার মনে হয় না এক সপ্তাহেও কেউ জানতে পারবে যে আমি মারা গেছি।

আমরা সবকিছুই করি ছেলে-মেয়ে স্ত্রী-পরিবারের জন্য। গত করোনা শুরুর আগ থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কি কষ্ট, যারা একা থাকে তারাই এই কষ্ট বুঝে। আমার জীবনে আমি যাদের জন্য বেশি করেছি, তাদের দ্বারাই বেশি প্রতারিত হয়েছি।

এভাবেই সমাজে দেখা গেছে যারা বেশি বা উচ্চশিক্ষিত তারাই পিতা-মাতার ঋণ ভুলে যায়। ভুলে যায় নিজেদের দায়িত্ব-কর্তব্যের কথা। তাই তো বলা হচ্ছে, অমানুষদের তালিকায় উচ্চশিক্ষিতরাই বেশি।

ছবিঃ আনোয়ার হোসেন, আবু মহসীন খান ও আল মাহমুদ।

13/07/2022

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাক....

01/07/2022

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহহের হরিনাকুন্ডতে মাছ চুরি করতে গিয়ে চোরেদের ব্যবহৃত ইজিবাইকও মাছসহ ৩ চোরকে আটক ....

25/06/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে ২০২১ ইং সনে নিবন্ধনের জন্য যথা যত পক্রিয়ায় আবেদনকৃত।

Address

Dhaka, Khulna, Jhenaidah
Jhenida
7300

Telephone

+8801711326252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Focus jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like