Mehedi Hasan Asif

Mehedi Hasan Asif Post.
creator.

01/07/2024

আমাদের মনে রাখতে হবে রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহর।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। ’ (সুরা আত ত্বালাক, আয়াত ৩)।
রসুল (সা.) বলেন, ‘যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে, তবে আল্লাহতায়ালা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদরপূর্তি করে ফিরে আসে। ’ (মুসনাদে আহমদ, ১/৩০, তিরমিজি, ২৩৪৪)।

ছাগলের দুধ দোহন প্রক্রিয়া...



14/06/2024

আসসালামুআলাইকুম..
২০২৪-২৫ সালের HSC পরিক্ষার্থীদের জন্য RAJU'S COMMERS CARE এর পক্ষ থেকে রইলো দোয়া ও শুভেচ্ছা।HSC পরিক্ষার্থী দের এ্যাডমিশন ভর্তি কার্যক্রম শুরু হবে পরিক্ষার পর থেকে।
2nd টাইমারদের ব্যাচে ভর্তি শুরু ১ জুলাই হতে।
সেকেন্ড টাইমারদের জন্য রয়েছে স্পেশাল ছাড়।
ভর্তি হতে যোগাযোগ করুন,
Phone no:- 01731-479286,01724-873450
Address: Jhenaidah

Mehedi Hasan Asif

28/05/2024

Nights are incomplete without missing you:')💫

21/05/2024

একটা মানুষ হোক,যে দিন শেষে সম্পূর্ণ আমার,আমিতেই যার তৃপ্তি, আমার মধ্যেই যে মানুষিক শান্তি খুজে পাবে।যে আমার চেয়ে শ্রেষ্ঠ কাউকেই খুজবে না।একটূ মানুষ হোক একান্তই নিজের🥀🥰

20/05/2024

কিছু মানুষ চাদের মতোই একা🥀❤️

28/11/2022

I wish one day someone would force this way,inshallah🙈🙈😍❤️😍

রাসূলে কারিম (সাঃ) বলছেন,কেউ তার রিযিক পূর্ণ করার আগে এবং মৃত্যুর নির্ধারিত সময়ের আগের মৃত্যুবরণ করবে নাহ।তবে এত হায় হায়...
26/11/2022

রাসূলে কারিম (সাঃ) বলছেন,কেউ তার রিযিক পূর্ণ করার আগে এবং মৃত্যুর নির্ধারিত সময়ের আগের মৃত্যুবরণ করবে নাহ।তবে এত হায় হায় কেন? এত লোভ-লালসা কেন?

আল্লাহ তায়াল বলছেন,তার বিধানে সব কিছুরই নির্দিষ্ট একটি পরিমান আছে।(সূরাঃ রাআদ,আয়াত নং..৮),,

তিনি আরো বলছেন,আল্লাহর বিধান সুনির্ধারিত।(সূরাঃ আহযাব, আয়াত নং..৩৮)

হতাশ হবেন নাহ,আল্লাহর ওপর ভরসা রাখুন দেখবেন আল্লাহ তায়ালা আপনাকে নিরাশ করবে নাহ।

তিনি বলছেন,নিশ্চয় আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।(সূরাঃআনফাল,আয়াত নং..৩০)

রিযিকের টানে
______________________
এক লোক কূপে পড়ে গেলো। বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো:

-বাঁচাও! বাঁচাও!

গ্রামের লোকেরা আর্তচিৎকার শুনে উদ্ধার করতে দৌড়ে এলো। একটা রশি নামানো হলো। লোকটা রশি বেয়ে উঠে এলো। সে হাঁপাচ্ছিলো। বুকটা হাপরের মতো ওঠানামা করছিলো। ভীষণ ক্লান্ত আর অবসন্ন দেখাচ্ছিলো তাকে। একজনের কাছে তাজা দুধ ছিলো। সে একগ্লাস দুধ খেতে দিলো। লোকটা ঢকঢক করের দুধটুকু খেয়ে তৃপ্তির ঢেকুর তুললো। লোকেরা জানতে চাইলো,

-তুমি কূপে পড়ে গেলে কিভাবে?

আমার মেষগুলোকে পানি পান করাতে এসেছিলাম। বালতিটা কূপে ফেলে উপরের দিকে টানছিলাম। তখন আমি এভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিলাম ।

লোকটা কিভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিলো সেটা হুবহু দেখাতে গিয়ে, আবার কূপে পড়ে গেলো। এবার পড়ে আর বাঁচলো না। বেকায়দায় পড়ে বেমক্কা ঘাড় মটকে মারা গেলো। গ্রামের লোকজনের আফসোসের সীমা রইলো না।
গাঁয়ের ইমাম সাহেব পাশেই দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, -লোকটা কূপ থেকে উঠে এসেছিলো মূলতঃ রিযিকের টানে। রিযিকের এক গ্লাস দুধ তার পাওনা রয়ে গিয়েছিলো।

রিযিকের টানে |

আল্লাহ তায়ালা আমাদের সকলকে বোঝার ও মানার তৌফিক দান করুন,আমিন🥰

22/11/2022

হৃদয় বিদারক একটি ঘটনা😭😭
আল্লাহ তায়াল তার দিনের পথে আমাদের সবাইকে কবুল করুক আমিন।এখনা থেকে সবাইকে শিক্ষা গ্রহণের সুযোগ আসুক।
#শায়েখ আবরারুল হক আসিফ হুজুর
post

15/11/2022

জীবনের সবকিছু মানিয়ে নিতে শিখুন, দুটি নেয়ামত পাবেন।
#শায়েখ আবরারুল হক আসিফ
post

12/11/2022

জীবনের হালাল ভাবে এক নারীতে আসক্ত হও,দুইটি উপকার পাবে।

#মাওলানা আবরারুল হক আসিফ
post.

06/11/2022

আমার একটা মানুষ হোক,
যে কিনা বুঝে নিবে নিরবতার ভাষা,অব্যক্ত আক্ষেপ!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা জানবে কতো বেলা চলে গেছে নির্ঘুম অপেক্ষায়!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা শুধুই আমার,অন্য কারো নয়!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা অবেলায় ফিরে আসুক মেঘের কোলে বৃষ্টির ফোঁটার শীতলতায়!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা নিজের থেকে আমায় দূর না করুক যতো ঝড় ঝাপটা আসুক না কেনো!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা কল্পনার রং গুলো বাস্তবে এঁকে দিক তীব্র মমতায়!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা হবে আমার আত্মবিশ্বাস, আমার পথ প্রদর্শক, আমার সম্মান রক্ষার পাহারাদার!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা জানবে আমি সারা দুনিয়া এক পাশে সরিয়ে লড়ে যাবো তার তরে!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা আমায় জানুক আমার চাইতে বেশি!!

আমার একটা মানুষ হোক,
যে কিনা সব সময় শুধু আমাকেই ভালোবাসুক!!

আর কি চাই?? সে থাকুক মৃত্যুর আগে এবং পরের জীবনেও !! তবুও হাত না ছাড়ুক!!

❤️প্রিয়❤️

26/10/2022

ইসলাম মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে মনোনীত শ্রেষ্ঠ দ্বীন। কিন্তু এখনকার তথাকথিত সমাজে তরুণ-তরুণীদের দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম সম্পর্ক।

এমন অনেকেই আছে যারা হয়তো পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, রমজানে রোজা রাখে, দ্বীনের ব্যাপারেও খুব আগ্রহী। কিন্তু, একটা জায়গায় এসে আটকে গেছে— হারাম সম্পর্ক।

নবী-রাসুলের সময় থেকে এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনশিপ বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম । একে অপরের সঙ্গে কামনা-বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা-সাক্ষাত, ডেটিং, চ্যাটিং, স্পর্শ, হাসাহাসি, দুষ্টামি সবই ইসলামে নিষিদ্ধ।

এসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ। এই ফাঁদে পড়ে নারী-পুরুষ উভয়ে জেনার দিকে ধাবিত হয়-যার পরিনতি খুবই ভয়াবহ।

নারী-পুরুষ পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময়েও রয়েছে সুস্পষ্ট হুকুম। এ প্রসঙ্গে কুরআনে পাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন।

পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘(হে রাসুল! আপনি) মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন।’ (সুরা নুর: আয়াত ৩০)

আবার নারীদের উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘(হে রাসুল! আপনি) ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সাধারণতঃ প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের ওপরে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক অধিকারভূক্ত বাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও (এমন) বালক- যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতিত অন্য কারো সৌন্দর্য প্রকাশ না করে। (এমনকি) তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর; যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা নুর : আয়াত ৩১)

মহান আল্লাহ আমাদেরকে জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, আর জেনার কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। (সুরা ইসরা: ৩২)

তবে দয়াময় আল্লাহ বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন।

সুতরাং মানুষের কর্তব্য, বিয়ের পূর্বে হারাম সম্পর্কের দিকে পা না বাড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করা।

তবে হারাম রিলেশন (অবৈধ প্রেম) গুনাহের কারণ হলেও তা শিরক, কুফরি বা মুরতাদ হওয়া মত গুনাহ নয় যে, এ কারণে তার সকল আমল বরবাদ হয়ে যাবে বা তার আমল কবুল হবে না। বরং এ অবস্থায়ও তার সালাত, সিয়াম, দান-সদকা, দুআ, কুরআন তিলাওয়াত ও অন্যান্য নেকির কাজ বরবাদ হয়ে যাবে না।

বরং এগুলো সে যদি খালিস নিয়তে যথানিয়মে সম্পাদন করে তাহলে মহান আল্লাহ তা কবুল করবেন বলে আশা করা যায়। কিন্তু হারাম রিলেশনের কারণে গুনাহগার হবে। এ ক্ষেত্রে করণীয় হল, অনতিবিলম্বে তওবা করে এ পথ থেকে ফিরে আসা।

আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার পাপাচার থেকে তওবায়ে নাসূহা করার নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তায়ালার কাছে তওবায়ে নাসূহা তথা আন্তরিক তওবা করো। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। (সূরা তাহরীম: ৮)

তওবায়ে নাসূহা অর্থ: খাঁটি ও নির্ভেজাল তওবা, একনিষ্ঠতা ও আন্তরিকতাপূর্ণ তওবা। অর্থাৎ এমন আন্তরিকতা ও দৃঢ় প্রত্যয় সহকারে তওবা করা যে, তওবা কারী আর কখনো জেনে-বুঝে ওই গুনাহে লিপ্ত হবে না।

কুরআন-সুন্নাহর সুস্পষ্ট দিক-নির্দেশনা হলো, মুসলিম নারী-পুরুষ উভয়ে অবৈধ সংস্পর্শ, কথা-বার্তা ও দেখা-সাক্ষাৎ, আসক্তি ও সাজ-সজ্জা থেকে বেঁচে থাকা। নিজেদের দ্বীন ও আত্মসম্মান রক্ষা করা।

সুতরাং প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই ছোট হাদিসটির ওপর আমল করা জরুরি। যার বাস্তবায়নে তিনি মুসলিম উম্মাহকে দিয়েছেন জান্নাতের গ্যারান্টি।

তিনি বলেছেন, ‘যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে; আমি তার জান্নাতের জিম্মাদার হবো।’

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর নারী-পুরুষ উভয়কে অবৈধ আসক্তি, সম্পর্ক, দেখা-সাক্ষাৎ, কথা-বার্তা ও যৌন লালসা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

©Collected.

24/10/2022

এই ঝড়ে আপনার কাছে বালু আসবে,গাছের পাতাও আসবে,শুধু আপনি যাকে চান সে আসবে না!😁

19/10/2022

নিশ্চয়ই নারীদের ছলনা অতি ভয়ানক।
(সূরা ইউসুফ:২৮)

18/10/2022

“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।” رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا "হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”

09/10/2022

নিরাশ হওয়ার কিছু নেই,অচিরেই সব ঠিক হয়ে যাবে!
নিশ্চয়,আল্লাহ সর্বত্তোম সিদ্ধান্ত দাতা🥰

09/10/2022

- এই পৃথিবীতে কেউ তোমার
খোঁজ ততোক্ষন নেবে না.!🥺❣️

- যতক্ষণ না পর্যন্ত
তোমাকে তার প্রয়োজন হয়💔🥀

05/10/2022

বয়সটা শখের অভাবটা বউ এর🥺🥺🥺😅

  Congratulations.... বাংলাদেশ নারী ফুটবল টিমকে..নেপালকে ৩-১ গোলে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশীপের সিরপা জিতল..🥰🥰🥰🥰
19/09/2022


Congratulations....
বাংলাদেশ নারী ফুটবল টিমকে..
নেপালকে ৩-১ গোলে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশীপের সিরপা জিতল..🥰🥰🥰🥰

18/09/2022

ইচ্ছেটা অপূর্ণই থেকে গেলে 🥀🥀

Address

Jhenida
JHENAIDHA

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Asif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Jhenida

Show All