হরিণাকুণ্ডুতে রোডশো ও সমাবেশ অনুষ্ঠিত। SW Bangla TV
আসসালামু আলাইকুম, কারিগরি সমস্যার কারণে চ্যানেলের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিলো । আল্লাহ অশেষ রহমতে SW Bangla TV-র পরিবার আবার ও আপনাদের মাঝে স গৌরবে ফিরে আসছে ।আপনারা সবাই SW Bangla TV-র সাথেই থাকুন।
হরিণাকুণ্ডুতে সাইদুল করিম মিন্টুর রোড শো
সমাবেশে অনুষ্ঠিত।
আসসালামু আলাইকুম, কারিগরি সমস্যার কারণে চ্যানেলের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিলো । আল্লাহ অশেষ রহমতে SW Bangla TV-র পরিবার আবার ও আপনাদের মাঝে স গৌরবে ফিরে আসছে ।আপনারা সবাই SW Bangla TV-র সাথেই থাকুন।
ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ২ নং জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামে স্কুল পাড়ার কবরস্থানের পার্শে ১৫ বছর বসবাস করছে বজলু রহমান ও তার স্ত্রী কেউ রাখেনা তাদের খোঁজ, কথা রাখেনি কেউ,
ঝিনাইদহ হরিণাকুণ্ডুর ২ নং জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামে, কবরস্থানে বসবাস করছে ১৫ বছর
এই অসহায় পরিবার,
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট হিসেবে স্বকৃতি লাভ করছে,
এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে একের পর কাজ করে যাচ্ছে,
তার পরেও ভেড়াখালীতে কবরস্থানের পার্শে ১৫ বছর পড়ে আছে এই হতভাগা পরিবার।
এর কি কোন ব্যবস্তা হবে না, না কি এই কবরস্থানেই তাকে শেষ নিশ্বাস ত্যাগ করতে হবে।
শিয়াল কুকুর সাপের সাথে কবরস্থানে মানুষ বসবাস করে না ।
এমপিমহদয় ও মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানে কেউ কি নাই এই প
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন -২০২২, SW বাংলা টিভি,সরাসরি...
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২|
কুলাউড়ায় বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
বিস্তারিত ভিডিওতে দেখুন.........
কুষ্টিয়া পুরাতন কাটাই খানার মোড়ে যানজট লেগেই থাকে
আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
https://youtu.be/JU48CCLlsyA
পুরাতন কাটাইখানা মোড়ে পূর্ব দিকে পলিটেকনিকেল কলেজ, পশ্চিম দিকে কুষ্টিয়া সরকারি কলেজ, উত্তর দিকে একটি প্রাইভ ইঞ্জিনিয়ারিং কলেজ ,দক্ষিণ দিকে সমাজ সেবা কার্যালয় এবং বিভিন্ন অফিস আদালত ও ডায়াগনস্টিক সেন্টার কোচিং সেন্টার আরো অন্যান্য অফিস আদালত রয়েছে কিন্তু
যানজটের কারণে স্কুলগামী ও কলেজগামী শিক্ষার্থী রা সময় মতে স্কুল কলেজে যেতে পারছে না। অভিভাবকদের মতামত এখানে একটি ট্রাফিক পুলিশ দিলে হয়তো এমন যানজটের সৃষ্টি হত না
এবং অফিস আদালতে যেতে চরম দুর্ভোগে পড়ে হবে না। তাই ভুক্তভোগীদের দাবি
অতি জরুরী এমন একটি জায়গায় অতিসত্বর একটি ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হোক।
আত্রাইয়ে 51তম জাতীয় সমবায় দিবস পালিত
“বঙ্গবন্ধুর দশন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে 51তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বিস্তারিত ভিডিওতে..
কুষ্টিয়া মেন রোডের পাশে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে চরম দুর্ভোগে পড়ে মসজিদগামী মুসল্লিরা ও স্কুলগামী ছাত্র-ছাত্রীরা।
ভিডিওতে দেখুন:
আব্দুল কুদ্দুস এর ৫ শতাংশ সিমের গাছ রাতে অধারে কেটে দেয় দৃর্বিপ্তরা
জয়পুরহাটে আক্কেলপুর চকরঘুনাথপুর গ্রামের আব্দুল কুদ্দুস এর ৫ শতাংশ সিমের গাছ রাতে অধারে কে বা কারা জমিতে গিয়ে কেটে দায় বলে জানায় আব্দুল কুদ্দুস
https://youtu.be/2wLxFDow-kI
কুষ্টিয়ার কুমারখালি নৌকা ভাড়ার বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান।
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের গোট্টিয়া খেয়া ঘাট(ঘোড়ার ঘাটে) নৌকা ভাড়ার বৃদ্ধির প্রতিবাদে আজ ৩০.১০.২২ইং তারিখে সকাল ১০ ঘটিকায় কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি ও সাক্ষর প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কয়া ইউনিয়ন জনগনের পারাপার অধিকার আদায় কমিটির আহবায়ক ও কুমারখালি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃরাসেল হোসেন আরজু সহ ভুক্তভোগী জনসাধারণ।
https://youtu.be/uVJQKsHs1J0
আত্রাইয়ে পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
একেএম কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিন:ওগাঁর আত্রাইয়ে পুলিশিং ডে-2022 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(29 আগষ্ট)সকাল দশ টায় এ উপলক্ষে আয়োজিত র্যালীটি আত্রাই থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে পুনরায় থানা প্রাঙ্গন এসে শেষ হয়।র্যালীতে অংশ নেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি)মোঃ তারেকুর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যার আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা মেম্বার
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
অসহায় শওকত মন্ডলের হার্ট ব্লক এর কারণে অসহায় দিনযাপন করছে ,স্ত্রী ও দুইটা সন্তান নিয়ে বাঁচতে চাই শওকত মন্ডল বিস্থারিত ভিডিওতে....