Family Zone

Family Zone জীবন থেকে নেওয়া কিছু গল্প গুছিয়ে, সাজিয়ে, সবার মাঝে উপস্থাপন করা আমার লক্ষ্য।
(20)

13/01/2025

মাঝে মাঝে হাহাকার লাগে, মানসিক ভাবে বিধস্ত লাগে। যা কাউরে এক্সপ্লেইন করা যায় না...😅❤️‍🩹

12/01/2025

আমার স্বামী ১৫ দিন পর একবার বাসায় এসে শারীরিক চাহিদা মেটানোর পর আবার চলে যায়😔দুই বছরে একদিনও ঠিক করে সংসার করতে পারেনি

09/01/2025

শাশুড়িকে সহ্য করতে না পেরে বিষ খাওয়ানোর সিদ্ধান্ত! শিক্ষণীয় ঘটনা,,,,,

08/01/2025

স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব

07/01/2025

আমার বা'সর রাতে আমার শাশুড়ির সাথে ঘুমাতে হয়,
তার ছেলে বউ পেয়ে নাকি তার মাকে ভুলে গেছে 😔

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মান...
06/01/2025

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?
গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মানুষ কস্মিনকালেও থাকতে পারে না।

যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়। যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়।

প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে, সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র।

অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামী, জানো তো?

আজকাল মানুষকে সবকিছু উজার করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কীভাবে রাখবে? বলো...

আগ্রহ কমে গেলে, বলে দিতে হয়। মুখে না বলে আচরণে বোঝালে, মানুষ যে কষ্ট পায়! যাকে ভালো লাগে না আর, যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর, তাকে মুখে বলে দিতে হয়।

অন্তরে অবহেলা, ঘৃণা লুকিয়ে কাউকে “ ভালোবাসি ” বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি, তাকে ভালোবাসবে কী করে? বলো...

ভালোবাসা কী আর এমনি এমনি হয়? মানুষ কী আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো, তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়। এতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনোই।

মানুষ যেখানে আদর, যত্ন, ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না– সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃ ত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয়।

তুমি আমার জন্য ভুল মানুষ ছিলে, বুঝতে পারার পরও মেনে নিতে পারিনি, বরং আঁ'কড়ে ধরে থাকার চেষ্টা করে গেছি, ছেড়ে আসা উচিৎ থা...
05/01/2025

তুমি আমার জন্য ভুল মানুষ ছিলে, বুঝতে পারার পরও মেনে নিতে পারিনি, বরং আঁ'কড়ে ধরে থাকার চেষ্টা করে গেছি, ছেড়ে আসা উচিৎ থাকলেও ছেড়ে আসতে পারিনি ।

ভুল মানুষকে ভালোবাসা যতটা না বড় ভুল ছিলো জীবনের, তার থেকেও বড় ভুল হচ্ছে থেকে যেতে চাওয়া তোমার মত মানুষের ।

তোমার মত মানুষের প্রতি মায়া বাড়াতে নেই, বরং সমস্ত মায়া কাটিয়ে বেড়িয়ে আসা উচিত, সময় থাকতে বুঝতে পারিনি এর কিছুই, তাই তিলে তিলে নিঃশেষ হয়ে এখন দিচ্ছি খেসারত ।

- মানুষটা ভুল জেনেও আঁকড়ে ধরে রাখাটাই জীবনের সেরা ভুল !

04/01/2025

প্রেগনেন্ট অবস্থায় ৫০০০ টাকা দিয়ে প্রবাসে চলে যায় আমার স্বামী, এখন কোন খরচ দেয় না

সব মানুষের সাথেই একটা নরমাল সম্পর্ক রাখতে হবে!সেটা আপনজন হোক বা পর মানুষ,দেখা সাক্ষাৎ হলে কথা বলা বা ফর্মালিটি রক্ষার্থে...
03/01/2025

সব মানুষের সাথেই একটা নরমাল সম্পর্ক রাখতে হবে!
সেটা আপনজন হোক বা পর মানুষ,দেখা সাক্ষাৎ হলে কথা বলা বা ফর্মালিটি রক্ষার্থে যোগাযোগ রাখা! তাছাড়া, কারো সাথে অতিরিক্ত ভালো সম্পর্ক রাখা কিংবা কাউকে ফাস্ট প্রায়োরিটি দেওয়া সবচেয়ে বড়ো ভুল!

মানুষকে অল্পতে আপন করে নেওয়া ,
অতিরিক্ত স্নেহ করা, ফাস্ট প্রায়োরিটি দেওয়া কিংবা মানুষের থেকে ভালো কিছু এক্সপেক্ট করা সবচেয়ে বড়ো বোকামি! সত্যি কথা এটাই, মানুষকে বেশি দাম দিলে নিজের দাম কমে যায়! দিনশেষে, কেউ না থাকুক অন্তত নিজের আত্মসম্মান নিয়ে থাকাই শ্রেয়!😌❤️‍🩹
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়..
আবার স্বপ্ন ভেঙ্গে গেলে মানুষ একটু একটু করে শেষ হয়ে যায়,

02/01/2025

বিয়ের দিন জানতে পারলাম আমার স্বামীর ২য় বউ আমি😔

01/01/2025

রাত পোহালেই আমার স্বামীর সাথে জা এর বিয়ে,

27/12/2024

আমাদের ডিভোর্সের দিন সন্ধ্যায় জানতে পারলাম আমার স্বামী নতুন করে বিয়ে করতেছে তার এক্সের সাথে 😢

আপাতত একটাই চাওয়া~নতুন বছরে পাথর হতে চাই..!এতোটাই পাথর-যার কোনো অনুভূতি থাকবে নাখারাপ লাগা থাকবে নাআর হুটহাট কান্নাও আসব...
25/12/2024

আপাতত একটাই চাওয়া~
নতুন বছরে পাথর হতে চাই..!
এতোটাই পাথর-
যার কোনো অনুভূতি থাকবে না
খারাপ লাগা থাকবে না
আর হুটহাট কান্নাও আসবে না।

24/12/2024

এমন এক পিস কি আপনাদের বাসায় আছে যে কি না খাইয়ে না দিলে একটা দানাও খাবে না 🥰

আমার থাইকা যদি অন্য কাউরে তোমার বেশি ভালো লাগে, তাইলে আমারে বলবা। আমি মাইনষের মতো না।সেইটারেও মাইর দিমু, তোমারেও মাইর দি...
18/12/2024

আমার থাইকা যদি অন্য কাউরে তোমার বেশি ভালো লাগে, তাইলে আমারে বলবা। আমি মাইনষের মতো না।
সেইটারেও মাইর দিমু, তোমারেও মাইর দিমু।

ভালো লাগলেও আমার লগে থাকা লাগবে, আর খারাপ লাগলেও আমার লগেই থাকা লাগবে..!🙂👍

কিছু  মানুষের প্রতি ঘৃণা আসে না,তাদের নিয়ে কথা বলতেও ভালো লাগে না-কোথাও তাকে নিয়ে আলোচনা হলেচুপিসারে চলে আসতে ইচ্ছে হয়,ক...
13/12/2024

কিছু মানুষের প্রতি ঘৃণা আসে না,
তাদের নিয়ে কথা বলতেও ভালো লাগে না-
কোথাও তাকে নিয়ে আলোচনা হলে
চুপিসারে চলে আসতে ইচ্ছে হয়,
কোনো রাগ বা ঝগড়া হয়েছে এমন ও না-
এড়িয়ে চলতে ভালো লাগে!
শুধু দিন আর সময়ের ব্যবধানে তারা
মন থেকে একেবারে উঠে যায়,
ব্যস এতটুকুই...

অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয...
11/12/2024

অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর... তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন। তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।

Address

Mollapara, Hamdah
Jhenaidah
7300

Alerts

Be the first to know and let us send you an email when Family Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Family Zone:

Share

Category