আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,আমজনতার শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ
তারেক জাহিদ, ঝিনাইদহ-
আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় পৌর কাউন্সিলর ও শহরের আমজনতা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সেই সাথে পৌরবাসির সকল আশা ভরসা, প্রত্যাশা ও নির্বাচনী ইশতেহার পুরণ করবেন বলে উপস্থিত সাধারন জনগন দাবী করেছেন।
আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,আমজনতার শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ
তারেক জাহিদ, ঝিনাইদহ-
আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় পৌর কাউন্সিলর ও শহরের আমজনতা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সেই সাথে পৌরবাসির সকল আশা ভরসা, প্রত্যাশা ও নির্বাচনী ইশতেহার পুরণ করবেন বলে উপস্থিত সাধারন জনগন দাবী করেছেন।
কোটচাঁদপুরে মাদক সেবনকারী সন্দেহে যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশের অস্বীকার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
মাদক সেবনকারী সন্দেহে এক যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তারের বিরুদ্ধে। তবে আব্দুস সাত্তার বলছেন, আমি কোন লেনদেন করিনায়। শনিবার সন্ধ্যা রাতে এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর মাছ বাজারে।
ভুক্তভোগী জীবন হোসেন বলেন, আমি শাহিন ও জুয়েল ভাইয়ের মুরগির দোকানে কাজ করি। আমি কোন মাদকদ্রব্য খায়নি। আমি মাছ বাজারে নিচে গোডাউনে মুরগী নিতে গিয়েছিলাম। এ সময় বাজারের সভাপতি আমিরুল ইসলাম, সিজুসহ কয়েক জন মিলে আমাকে মারধর করতে থাকে।
এরপর পুলিশে খবর দেন তারা। পরে দারোগা সাত্তার আসেন। বলেন, তুই মাদক বিক্রি করিস, মাদক খাস। তোকে আজ মাদক মামলায় চালান দিব। এরপর
ও বাবা, ও মা...বাঁচাওওওও 🤨😲😊☺️😀😁
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষে পথিমধ্যে এক প্রার্থীর হামলায় আরেক প্রার্থীর সমর্থক গুরুত্ব আহত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুনের সমর্থকদের উপরে কনককান্তি দাসের সমর্থকদের নৃশংস হামলায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে।
মাইক্রোগাড়িতে থাকা ইদু মেম্বর ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অভিযোগ করে সাংবাদিকদের বলেন ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষ করে ফিরে যাওয়ার সময় তেতুল তলা নামক স্থানে অজ্ঞাত প্রায় ২০ জন লোক মটরসাইকেল দিয়ে আমাদের মাইক্রোগাড়ি বেরিগেট দিয়ে কালীগঞ্জের মৃত. হাজি আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম (৩৮)সহ প্রাই ১১ জনকে পিটিয়ে গুরুত্বর জখম করে কনককান্তি দাসের সমর্থকরা।
সেসময় গুরুত্বর আহত হয়ে বাকি সবাই পালিয়ে গিয়ে বিভি
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের এম হারুনের সংবাদ সম্মেলনে আ.লীগ নেতা কর্মী ও এমপির বিরুদ্ধে একাধিক অভিযোগ...
বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে!!
বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো কলার দাম কত???
দোকানদারঃ কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম!!
প্রকৌশলীঃ মানে কি ?!?
দোকানদারঃ যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিচ, যদি রুগির জন্যে নেন তাহলে ৩টাকা পিচ, আর যদি নিজে খাওয়ার জন্যে নেন তবে ৫ টাকা পিচ!!
প্রকৌশলীঃ ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয়?!
দোকানদারঃ একই খুঁটি হতে বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরেক দর। তাহলে আমার কলা কি দোষ করলো?!?
ঝিনাইদহের মধুপুর স্কুলের প্রধান শিক্ষক এ্যাপো মাষ্টারের রহস্যজনক মৃত্যু নিয়ে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিকের হো*লের বিঁ*চি কেটে ফেলার হুমকি দিলেন পুড়াহাটি ইউনিয়রন চেয়ারম্যান জনাব হিরোন সাহেব...
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বর্ষা পেট্রোল পাম্পে সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবী, ঝিনাইদহ সদর থানায় পেট্রোল মালিক সুজনের অভিযোগ দায়ের...