05/09/2023
আমরা জানি আর মাত্র কয়েক দিনের মধ্যেই ফিফা ২৪ লঞ্চ হতে যাচ্ছে, তাই এই গেমে নতুন কিছু আপডেট আসতে চলেছে কারণ ভার্সন পরিবর্তন হচ্ছে, তাহলে আজ আমরা দেখে নিব ফিফা ২০২৪ গেমসে কি কি পরিবর্তন আছে নতুন কি কি আসছে, কি কি চলে যাবে এবং ২০২৩ এর প্লেয়ার যারা খেলছিল তাদের আইডি থেকে কি কি চলে যাবে,
®®কি কি নতুন আসতেছে এবং কি কি নতুন
পরিবর্তন হবে,,
★নাম ফিফা মোবাইল থেকে ইএফসি মোবাইল বেটা হয়ে যাবে,
★গেম যেখানে আগে ৩ জিবি অথবা ২ জিবি র্যাম এর মোবাইলে সাপোর্ট করতো সেখানে এখন করবে না ভালো করে, সর্বনিম্ন তিন জিবি রেম এর মোবাইল হতেই হবে,
★3gb 4gb 5gb 6gb যেকোনো ফোনে আল্ট্রা গ্রাফিক্স দিয়ে খেলা যাবে,
★কমেন্টারি আগে ছিল ১৭ টি নতুনে হয়ে যাবে
৩৫ টি,যোগ হবে ইন্দোনেশিয়ান, অস্ট্রেলিয়ান ও চাইনিজ ভাষা ও আরো অনেক,,
★গেমের লোগো পরিবর্তন হয়ে যাবে, দুই পাশে থাকবে সবুজ এবং মাঝখানে লেখা থাকবে গোল করে এএফসি,লোগোতে থাকবে আরলিং হালান্ডের ছবি(গেমে ডোকার পর)
★গেমের সাইজ বেড়ে যাবে,হতে পারে ৬০০-১০০০ এমবি,
★নতুন নতুন অনেক ক্লাব ও প্লেয়ার আসবে,
যেমনঃইস্তা এফসি,সাল্মারিও,অস্কার,
আবার,রোমেও,টাইলর এর মতো ইয়াংসটার,
★ছেলে,মেয়ে উভয় প্লেয়ার কার্ড বের হবে এবং তাদের এক সাথে খেলানো যাবে,
®®কি কি চলে যাবে,,,,
★বিভিন্ন রেটের প্লেয়ার.যেমনঃ১১৭,১১৮,১১৯,১২০,১০৫,১০৪,১০৩,
★ প্লেয়ার কার্ডের রঙ পরিবর্তন হবে,যেমনঃএখনকার এলিট অথবা মাস্টার প্লেয়ার এর মতোন
★ইমোজি দেয়া চলে যাবে,
★ম্যানেজার মুড চলে যাবে,
★অনেক বেশি পুরানো লেজেন্ড কার্ড চলে যাবে যেমনঃসামাদ,বাটিস্তা
★টিমের নিজের টিম লোগোই রাখা লাগবে অন্য লোগো রাখা যাবে না,
®®২০২৩ প্লেয়ার দের কাছ থেকে কি কি চলে যাবে,,
★কয়েন
★ডাইমন্ড
★পিকুনের বাদে সব প্লেয়ার কার্ড,
প্রতেক পিকুনার থেকে -২৫ হবে যেমনঃ১২০=৯৫ হবে
★লেবেল ও এক্সপি বাদে সব রিএস্টার হবে,,
So,Lets Go To The New Version Of Ea Fc,,