Daily Dairy

Daily Dairy "Embracing the beauty of each day, one frame at a time. Welcome to my world..

Today, I saw a woman sitting in her car crying with her head resting on the steering wheel. She looked like she was carr...
07/10/2025

Today, I saw a woman sitting in her car crying with her head resting on the steering wheel. She looked like she was carrying the weight of the world.

We’ve all had those moments — in the car, in the shower, or anywhere we can finally be alone — when life feels too heavy to carry.

Let’s remember: we never know what battles someone else is facing. Be kind. Be patient. And if you see someone struggling, send up a prayer for them...


19/08/2025
মাটির গন্ধ মিশে থাকা বাঁশির সুর আজও আছে, শুধু আমাদের কানে পৌঁছায় না-কারণ আমরা হারিয়ে গেছি কৃত্রিম সংগীতে।
19/08/2025

মাটির গন্ধ মিশে থাকা বাঁশির সুর আজও আছে, শুধু আমাদের কানে পৌঁছায় না-কারণ আমরা হারিয়ে গেছি কৃত্রিম সংগীতে।

09/08/2025

Street food
#নেভাল_পয়েন্ট

বংশ পরিচয় জানা জরুরিঃপ্রেম-ভালোবাসা, বিয়ে  এর ক্ষেত্রে বংশ/ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ধর তুমি ব...
19/06/2025

বংশ পরিচয় জানা জরুরিঃ

প্রেম-ভালোবাসা, বিয়ে এর ক্ষেত্রে বংশ/ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়।

ধর তুমি বদরুল। পড়ছ প্রাইমারী স্কুলে, পাব্লিক ভার্সিটিতে। ছোটবেলায় শখ আহলাদ বলে কিছুই তোমার ছিল না। সারাজীবন বাবা-মা র কাছে ফিজিকালি আর মেন্টালি এবিউসড হইছ।

আগের জন্মে কোন এক পূণ্যের কারণে ধনীর দুলালী আফসানার সাথে তোমার বিয়ে হল।

আফসানার বাবা-মা আফসানার জন্য কোন কিছু করা বাকি রাখে নাই। সে যা চাইছে পাইছে।

এখন আফসানা তার বন্ধুদের সাথে হ্যাংআউটে গেলে তোমার খারাপ লাগে। কারণ তোমার ফ্যামিলিতে মেয়েদের এত খুশী দেখে তুমি অভ্যস্ত না।

সারাজীবন নিজের মা কে রান্নাঘরে পচতে দেখে তুমি অভ্যস্ত। তুমি বা তোমার মা কেউ ই চাবে না আফসানা রান্না না করে ঘুরে বেড়াক।

আফসানা যে নিজের মত থাকতে চায় এটাও তোমার ভাল লাগে না। কারণ, একে অন্যের পিছে আঙুল দেওয়াই তোমাদের পারিবারিক রীতি।

আফসানার ভাল থাকাটাকে তোমার মনে হবে স্বার্থপরতা। কেননা, নিজের ভালো চাওয়াটাকে তোমার ফ্যামিলিতে এভাবেই দেখা হয়।

আসলে তোমার ও দোষ নাই। যে পাখি উড়তে পারে না সে উড়াটাকে পাপ না ভাবলে মানসিক শান্তি বিঘ্নিত হবে।

এইকারণে বিসিএস ক্যাডার, ইউএস সিটিজেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার এসব দেখে বিয়ে দেওয়ার আগে, পরিবারটাও দেখবেন। পরিবার যদি ফকিন্নী মার্কা হয়, পাত্র/পাত্রী নিজ গুণে বিলগেটস হলেও কোথাও না কোথাও রিস্ক থেকে যায়।

হুট করে দুইটা পয়সা বেশি কামানো যতটা কঠিন
জাতে ওঠা তার চাইতে শত গুণে কঠিন।
©

26/05/2025

রাত ১২ টায় ধানমন্ডি লেক।


16/05/2025

আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025

ঢাকায় চলছে ''আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫'' মেলার স্থান:-বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও (আগে যেখানে পুরাতন বাণিজ্য মেলা হত সেই জায়গাটি হচ্ছে এটি)। মেলা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকে। প্রবেশ ফি মাত্র ২০ টাকা।

Music: Views
Musician:
#আন্তর্জাতিক #বাণিজ্য #মেলা #২০২৫
#2025

12/03/2025

This is what all fathers feel in their hearts.🖤👑
#

Address

642, Yousif Commissionar Bari
Barisal
8400

Alerts

Be the first to know and let us send you an email when Daily Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Dairy:

Share