স্যাটিস-Fiction

স্যাটিস-Fiction সবার উপরে দেশ🇧🇩

বাদ যাবে না কোন শিশু পোলিও 💉টিকা থেকে✊

15/01/2025

নাটক কম কর পিও 😂
ব্যাথা হাতে ব্যান্ডেজ মাথায়।🙂

15/01/2025

মা বলত "তোর মাথাভর্তি গু"
ভাবতাম মজা করতেসে
আজ জানলাম মিথ্যা বলতনা🙂

15/01/2025

ভেদাভেদ কেনো?

VAT deeeeee...
15/01/2025

VAT deeeeee...

 #দেশটা_কারো_বাপের_নাআমি অফিস করতেছিলাম, কুরিয়ার থেকে ফোন আসলো আপনার পার্সেল আসছে। আমি পার্সেল নিতে অফিসের নিচে গেলাম। প...
15/01/2025

#দেশটা_কারো_বাপের_না
আমি অফিস করতেছিলাম, কুরিয়ার থেকে ফোন আসলো আপনার পার্সেল আসছে। আমি পার্সেল নিতে অফিসের নিচে গেলাম। পার্সেল নিয়ে অফিসে যাব, দেখলাম অফিসের একটু সামনে কিসের যেন ঝামেলা হচ্ছে! দেখলাম দুইটা গ্রুপের মাঝে অনেক পুলিশ। কাছে গিয়ে যা বুঝলাম একপাশে একপক্ষ সবাই হাতে লাঠি-সোঁটা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মাইকে স্লোগান দিচ্ছে ‘তুমি কে আমি কে, বাংলাদেশী বাংলাদেশী’। অন্য পাশে আরেকপক্ষ, কিছু আদিবাসী ছেলে-মেয়ে কিছু দাবী লেখা প্লেকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে ছিলো। যদিও আমি জানিনা তাদের সকল দাবিগুলো কি কি তাই দাবিগুলোর যৌক্তিকতা নিয়ে এখনো কিছু জানিনা!

স্বাধীন দেশে সবারই মত প্রকাশের অধিকার আছে। আমার কথা হলো, একজনের মতের সাথে অন্যজনের মতের অমিল থাকতেই পারে। কোনো সংগঠন বা গোষ্ঠীর কোনো আন্দোলন বা দাবীর পক্ষে-বিপক্ষে সিদ্ধান্ত সরকার এর। যাইহোক, নিচে ঝামেলা চলছে দেখে ভাবলাম অফিসে ছবি তুলে পাঠাই। আমি কিছু বুঝে উঠার আগেই দেখলাম ‘তুমি কে আমি কে, বাংলাদেশী বাংলাদেশী’ স্লোগান দিতে থাকা আন্দোলনকারীরা হাতে থাকা লাটি-সোঁটা নিয়ে, বসে থাকা আদিবাসীদের উপর অতর্কিত হামলা চালালো। সম্পূর্ণ ঘটনাটা আমার চোখের সামনে ঘটলো। নির্দয়ভাবে রক্তাক্ত করা হলো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে থাকা আদিবাসীদের। সাথে সাথে আমার মনে পরে গেলো ২৪ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে থাকা সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের হামলার কথা।

ঠিক যেইভাবে আন্দলোন কে দমাতে জুলাইতে ছাত্রলীগ রক্তাক্ত করেছিলো শান্তিপূর্ণ আন্দোলনকারীদের, আজকের এই হামলাও তার থেকে কোনোভাবে আলাদা? জোর যায় মুল্লুক তার? দেশটা কি ক্ষমতার বাপের? এই প্রশ্নগুলো থেকেই যায়...

কমেন্টে ভিডিও ও ছবি দিয়ে দিচ্ছি, কেউ যদি দেখতে চান দেখতে পারেন।

©️

15/01/2025

Literally me.

15/01/2025

New Vatman in town...

Thank You Bangladesh!
15/01/2025

Thank You Bangladesh!

যারা এই শীতে কাঁচা খেজুর রস খায়া সেলফি তুলতেছেন , লিখতেছেন - ‘ Yes ! felling excited ! ‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান...
15/01/2025

যারা এই শীতে কাঁচা খেজুর রস খায়া সেলফি তুলতেছেন , লিখতেছেন - ‘ Yes ! felling excited ! ‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান হয়া থাকেন , একটু খেয়াল রাইখেন ।
যতো রকম এনকেফালাইটিস এই দুনিয়ায় আছে তার প্রায় ৪০-৫০% এর ভেক্টর ই বাদুর ।
বাদুর শীতকালে খেজুরের রস খায় , লালাতে মিশে থাকে নিপাহ এনকেফালাইটিসের জীবাণু । কাঁচা খেজুরের রসে জীবাণু ঢেলে দিয়ে উড়ে চলে যায় ।

কাঁচা খেজুরের রস খায়া ‘ Feeling excited !!! ‘ লিখতে গিয়া অজ্ঞান হইয়া আইসিইউতে পইড়া থাইকেন না , নিজের খেয়াল রাইখেন । নাইলে অজ্ঞান হবার আগে লিখতে হইতে পারে - ‘ Felling হিজি বিজি হিজি বিজি and permanently relaxed ! ‘

নিপা এনকেফালাইটিসে মৃত্যুর হার ৭০% এরও বেশি ।

- আসিফ সৈকত

15/01/2025

আসসালামু আলাইকুম,
পেজের জন্য একজন এডিটর প্রয়োজন, আগ্রহী হলে ইনবক্স করবেন।

15/01/2025

পাশ্চাত্যে একই ইস্যুতে নানা পক্ষের লোক বিক্ষোভ করে। কিন্তু তাদের মধ্যে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। বিক্ষোভের আয়োজকদের নিশ্চিত করতে হয় যে তারা প্রতিপক্ষের কাছে যেয়ে সংঘাতে জড়াবে না। পুলিশ নিশ্চিত করে যে বিক্ষোভের নানা পক্ষ যেন আলাদা থাকে।

আমরা দেখতে পেলাম যে উপজাতিদের পক্ষ নেওয়ার কথা বলে একদল লোক এখানে পুলিশি বাঁধা উপেক্ষা করে স্টুডেন্ট ফর সভ্রেন্টি নামক শেডি সংগঠনের নেতাকর্মীদের ওপর চড়াও হল।

পাশ্চাত্য হলে এই সহিংসতা শুরুর দায় এদেরকে নিতে হত। কিন্তু এটা যেহেতু বাংলাদেশ এবং এই মব তুমুল শক্তিশালী, তাই বোধহয় না এদের কোন বিচার হবে।

15/01/2025

মানুষ চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়..!💔😅

©️ NOTEBOOK

15/01/2025

Context in comment box 🥲💔

©️ MMFSP

15/01/2025

সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসাবে আগামী নির্বাচনে "আওয়ামী লীগ" কে অংশগ্রহণের সুযোগ দেয়ার আদেশ দিয়েছে ভারত!

সভ্যতাই এখন সবচেয়ে বড় অসভ্যতা...💔
15/01/2025

সভ্যতাই এখন সবচেয়ে বড় অসভ্যতা...💔

15/01/2025

"নাটক কম করো পিও" 👀

15/01/2025

Mention your Hostelian Friends 🐸🤡

Address

Jessore

Telephone

+8801712701508

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্যাটিস-Fiction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্যাটিস-Fiction:

Videos

Share