27/09/2024
বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রতিদিন। আকাশে একই মেঘ, ধুন্দুলবনে একই হাওয়া প্রতিদিন ঘুরে ফিরে আসে। সমুদ্রে ক্লান্ত, নদীতে ক্লান্ত। এইসব ছেড়ে কোথাও যাওয়া গেলে ভালো হতো। জীবন ক্লান্ত হতে হতে ছেঁ ড়া স্যান্ডেল হয়ে যাচ্ছে তবুও বাঁচতে হচ্ছে প্রতিদিন।
~ জুঁই 🌸