Freelancer AdNan

Freelancer AdNan Professional digital marketor...�

01/10/2024

আমি আমার জায়গা থেকে ভাবি আমি সবসময় সঠিক,,আমি যেটা ভাবি আমি সেটা সবসময় করার চেষ্টা করি,,আমার সাথে কেউ যদি বেঈমানী করে শত্রুতা করে সে আমার বন্ধু হোক, ভাই হোক,,কি সে একটা মেয়ে হোক আমি তাকে কখনো ছাড় দিতে রাজি নয়,, যদি কিছু পারি সেটা আমার পারার মাধ্যমেই হবে,, দুনিয়া যদি হয় স্বল্প সময়ের জন্য
আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে স্বল্প সময়ের ভিতরেই অনেক কিছু হবে 💫💫

06/07/2024

আল্লাহ বলেছেন,"তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও,তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমি রেগে আছি তোমার উপর??? না।আমি আল্লাহ। আমি কথায় কথায় রাগ করি না।আমি তোমার সাথেই থাকি সবসময় কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে।তুমি বার বার, বার বার,হাজার বার,লক্ষ বার পথভ্রষ্ট হবে কিন্তু আমি তোমাকে লক্ষ বার সুযোগ দিবো আমার কাছে ফিরে আসার।তোমার সমস্ত জীবনটাই সুযোগ।আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, আমার কাছে ফিরার।তুমি লক্ষ বার ভুল করে মাফ চাইবে,আমি লক্ষ বার তোমাকে মাফ করবো সুযোগ দিবো।আমি আল্লাহ। তোমার সৃষ্টিকর্তা"

সুবহানআল্লাহ

সূরা আয যুমার আয়াত ৫৩
এবং সূরা হিজর আয়াত ৪৯ এবং এই দুই আয়াতের তাফসির বণর্ণা করা হয়েছে,

02/07/2024

✅সময় থাকলে একটু পড়বেন। 🙏😭
🕛 সাল ২০৮০ 🕛🔥
বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনীর ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি, ল্যাপটপে কিছু একটা করছে।

আমি যেতেই বলল, দাদুন তুমি ! বসো বসো। আমি টিউশনে যাবো। বসলাম ওর ঘরে।

ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না। অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যাস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে ৮৬৭৮ টা ম্যাসেজ।

আইডিটা চেনাই যাচ্ছে না। সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল ৪৭৮৮ জন। কিন্তু এখন চ্যাট লিস্টে আছে ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়ত ওরাও আর ফেসবুক চালায় না।

ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের ম্যাসেজ। বন্ধু শরীরটা ভালো নেই। বেশিদিন হয়ত বাঁচব না। ম্যাসেজটা ছিল ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগেই সে মারা গেছে।

আমার বেস্টিও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিংগুলো পড়ে খুব ভালো লাগছিল।

গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ডা এ সবই পড়ে আছে। ওদের অধিকাংশইই মারা গেছে।

এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার ম্যাসেজ। হ্যাঁ আমার সেই পুরোনো "একতরফা" ভালোবাসা। ওর কোন খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে। কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি। আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ১৬ বছর আগে। তার নাতনীর সাথে ছবি।

আরো একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতী- নাতনী। খুব হ্যাপি ফ্যামিলি।

ওকে যেদিন শেষ দেখেছিলাম - চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পড়নে লাল শাড়ী ছিল, ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য। কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পড়া, চুলগুলো সব সাদা। কিছু কিছু আবার মেহেদী দিয়ে লাল করা।

হঠাৎ মোবাইলের স্ক্রীনে নিজের ছবিটা দেখলাম। হ্যাঁ আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলত, বুড়ো দাদু। আচ্ছা ও কি আজও বেঁচে আছে? জানি না !

ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রীনশট দিয়ে লিখেছে, এই দাদী গতকাল আনুমানিক বিকেল ৫ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, উনি যেনো স্বর্গ লাভ করেন এই আমার প্রার্থনা। পোস্ট পড়ে

19/06/2024
16/06/2024

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়। ✨❤️

L🤍VE ゚
30/05/2024

L🤍VE

29/05/2024
Every single dayHas a chance to change Your life...
19/05/2024

Every single day
Has a chance to change
Your life...

ঈদ মোবারক...🌙⭐️❤️আমার সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ দিন ঈদের দিন।🤲🥰
11/04/2024

ঈদ মোবারক...🌙⭐️❤️

আমার সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ দিন ঈদের দিন।🤲🥰

সে যদি তার মাথা মোছার গামছা দিয়ে আমার জন্য রিক্সার সিট মুছে দেয়, তবে আমার ছাতাটা তার মাথা'ই সাজে!
20/03/2024

সে যদি তার মাথা মোছার
গামছা দিয়ে আমার জন্য
রিক্সার সিট মুছে দেয়,
তবে আমার ছাতাটা
তার মাথা'ই সাজে!

11/03/2024

সবাই আমাদের জন্য ক্ষতিকর, তা না। আমরাও কারো কারো জন্য ক্ষতিকর। আমাদের উপস্থিতি হয়ত কারো দুঃখের, দুর্দশার কারন। সবসময় কিন্তু আমরা কারো জন্য কম্ফোর্ট হবার যোগ্যতা রাখি না।
May Allah remove us from them, যারা আমাদের কারনে কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত।

11/03/2024

মাঝে মাঝে আমরা এত টায়ার্ড থাকি লাইফ নিয়ে, যে কেন ভালো নাই এটার answer দিতেও যে এনার্জি লাগে, সেটাও হয়ে উঠে না।

We avoid personal calls, messages, & appearance just to give ourselves some alone time. In the hope that, resting might heal us.
মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না।

We start a new day again. Tired, helpless, & busy.

ওই সময়গুলো তে we expect our near ones to accept our silence.

Life's tough, as it always has been.
What's tougher is the expectations that weren't met.

অধিকাংশ মানুষ বলতে চায়—-★—- কিন্তু শুনতে চায় না•___❤️___•যারা শুনতে চায় তারা বোঝতে চায় না ।আর যারা বোঝতে চায়★__❤️__★ তাদ...
09/03/2024

অধিকাংশ মানুষ বলতে চায়—-★—- কিন্তু শুনতে চায় না•___❤️___•যারা শুনতে চায় তারা বোঝতে চায় না ।আর যারা বোঝতে চায়★__❤️__★ তাদরকে বোঝানো সবার পক্ষে সম্ভব হয় না –)>-

🥵
08/03/2024

🥵

08/03/2024

পবিত্র

জুম্মা মোবারাক🤲

Sir, আমার বেতন বাড়ান 😒Boss : সম্ভব না 😢- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒Boss : কেন?🤔- আমি সন্ধ্...
07/03/2024

Sir, আমার বেতন বাড়ান 😒
Boss : সম্ভব না 😢
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒
Boss : কেন?🤔
- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।🙂
কারণ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর।😰
Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও,😞
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিন পাশে আইসো!😊
- কেন?🤔
Boss : মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂

(Collected)

✅আপনার বিজ্ঞাপন টি সঠিক কাস্টমারের কাছে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের✅ সঠিক পচারনার মাধ্যমেই সেল বারে,আর সেই পচারনার দায়িত্...
06/03/2024

✅আপনার বিজ্ঞাপন টি সঠিক কাস্টমারের কাছে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের
✅ সঠিক পচারনার মাধ্যমেই সেল বারে,আর সেই পচারনার দায়িত্ব যদি পরে Expert Marketer, এর হাতে তাহলে ত আর কোন কথাই নাই!
আপ্নাএয়া জারা প্রফেশনালি ফেইসবুক পেইজে কাজ/পেইজে বিজনেস নিয়ে কাজ করতে চান কিন্তু সঠিক ভাবে ফেইসবুক পেইজ সেটাপ করতে পারছেন না তাদের জন্য Freelancer Adnan
✅নিয়ে এলো ৬০% ডিস্ককাউন্টে ফুল পেইজ সেটাপ এর অফার!!
WhatsApp or call:01793753263

অনলাইন হোক বা অফলাইন, ভালো বিজনেসের জন্য প্রচারের বিকল্প নেই। বর্তমানে সহজ ও সাশ্রয়ী হলো ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যেমে পণ্য...
06/03/2024

অনলাইন হোক বা অফলাইন, ভালো বিজনেসের জন্য প্রচারের বিকল্প নেই। বর্তমানে সহজ ও সাশ্রয়ী হলো ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যেমে পণ্যের প্রচার করা।
এই বিজ্ঞাপন যদি হয় সঠিক অডিয়েন্স টার্গেট করে তাহলে বিজনেসের উন্নতি হবে বহুগুণ।

আমাদের সার্ভিস সমূহঃ
✅পেজের ফলোয়ার বাড়ানো
✅পেজ প্রমোট ক্যাম্পেইন)
✅মেসেজ ক্যাম্পেইন।
✅সেল ক্যাম্পেইন।
✅ভিডিও বুস্ট।
✅নতুন পেজ ক্রিয়েট

আমাদের সার্ভিস কেন নিবেনঃ
• সঠিক অডিয়েন্স টার্গেট।
• নির্দিষ্ট শহরকে টার্গেট করার সুবিধা।
• ব্যাংক কার্ডের মাধ্যমে us Dollar দিয়ে এডস করা হয়।
নিশ্চয়তাঃ
বুস্ট করলে আপনার পণের ভ্যালিউ ও কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য সেল হবে। তবে আপনার প্রদত্ত টাকা ১০০% কাজে লাগার নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ।
ডলার রেট বা অন্য কোন বিষয় জানতে হোয়াটসে মেসেজ দিন বা কল করুনঃ
☎️📞প্রয়োজনে কল করুন অথবা ওয়াটসআ্যাপ ম্যাসেজ করুন। 01793753263

Address

Jessore
XYZ

Telephone

+8801793753263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer AdNan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer AdNan:

Videos

Share