Ctedit : Sazid Mahmud My son!!
#cartoons
#animations
#video
নৈপুণ্য এপসের সমাধান পাবেন এই ভিডিয়োতে
সুবহানাল্লাহ ❤️
কাক ইসরায়েলের পতাকা নামিয়ে ফেলল 🚩
#collected
#OneTouch
#savepalestine
ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার।
ক্ষুধার্ত।৷ লোকালয়ে এসেছে সাহায্য নিতে। নিজ হাতে চেষ্টা করলাম কিছু করতে।
সততার অনুশীলনে "সততা স্টোর"
শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
জীবননগর, চুয়াডাঙ্গা
"আমার চোখে বঙ্গবন্ধু" ১ মিনিটে বঙ্গবন্ধু সম্পর্কে তথ্য দিয়ে জীবননগর উপজেলার প্রথম নির্বাচিত হয়ে অদ্য ১৫ আগষ্ট ২০২৩ তারিখে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাজিদ মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজ স্যারের হাত থেকে পুরষ্কার গ্রহন করে।
অনলাইন শিক্ষা
করোনা আমাদের শিখিয়ে দিয়েছে কীভাবে ঘরে বসেও সকল কাজ অনলাইনে করা যায়।
সে প্রেক্ষিতেই এই ভিডিয়ো।
সবাই দেখবেন শেয়ার করবেন।
যে গান ভাইরাল হলো জাতীয় প্রেস ক্লাব থেকে
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই,,,
নিজের লেখা ও সুরে গ্রীন তালুকদার স্যার গাইছেন জাতীয়করণের গান।
প্রধান শিক্ষক , উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়।
স্যারকে স্যালুট
সবাই শেয়ার করুন
মাধ্যমিক স্তর জাতীয়করণ আন্দোলনে গান গেয়ে আমাদের মনের কথা জানিয়ে দিলেন প্রধান শিক্ষক জনাব দুলালী বিশ্বাস ম্যম
সবাই শেয়ার করুন। জাতি আমাদের কথাগুলো শুনতে পারবে।
সবাই পেজে follow দিয়ে রাখেন। আপডেট নিউজ পেয়ে যাবেন।
মা জননীর কাছে আকুতি জানিয়ে ভাইরাল গোপালগঞ্জের শিক্ষক জনাব দিলিপ কুমার পাল স্যার।
সবাই শেয়ার করুন।
জাতীয় প্রেস ক্লাব ঢাকার রাজ পথে আমাদের সহকর্মির গানে আর্তনাদ।
গানের কথাগুলো শুনলে চোখে পানি আসে। এক দেশ অথচ বৈষম্য কত।
সবাই শেয়ার করুন।
এমন আরো ভিডিয়ো পেতে পেজে ফলো করে রাখুন।
#ফ্যাক্ট জাতীয় করণ
মাধ্যমিক স্তর জাতীয়করণ আন্দোলনে গান গেয়ে ভাইরাল #শারমিন_ম্যাডাম, মানিকগঞ্জ
স্থান: প্রেস ক্লাব, ঢাকা
সবাই শেয়ার করুন। ম্যাডাম গানে গানে জানিয়ে দিলেন আমাদের মনের কথা
সবাই পেজে follow দিয়ে রাখুন। আপডেট পেয়ে যাবেন।
মাধ্যমিক স্তর জাতীয়করণ আন্দোলনে গান গেয়ে ভাইরাল এক শিক্ষক
স্থান: প্রেস ক্লাব, ঢাকা
তারিখ: ১৮/০৭/২০২৩
সবাই শেয়ার করুন। জাতি আমাদের কথাগুলো শুনতে পারবে।
সবাই পেজে follow দিয়ে রাখেন। আপডেট নিউজ পেয়ে যাবেন।
নতুন কারিকুলাম বাস্তবায়নে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিবার।
"The Tale of Lily's Unforgettable Adventure"
Ai ব্যবহার করে আমার ছোট ছেলে সাজিদ মাহমুদ একটি গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ দৃশ্য দিয়ে কনটেন্ট বানিয়েছে। সবাই দেখে মতামদ দিবেন।
youtube link - https://youtu.be/Pox4t-GgQiw
জীবননগর ফুড গোডাউনের সামনে ধাবক মঞ্জিলে বিদ্যুতের শট সার্কিট থেকে আজ ভয়াবহ আগুন লেগে যায়। অনেক চেষ্টার পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ বাচালেন।
ছাদ বাগান। অবসরের প্রশান্তি।
অদ্য ২৮/০৫/২০২৩ তারিখ সকালে শীতের মতই কুয়াশা। জীবননগর - উথালী যাবার সময় ধারনকৃত
আমাদের প্রিয় হিন্দু বোনের কন্ঠে অসাধারণ গজল শুনুন।
Google virtually celebrate Bangladesh Independent day 2023 and make a doodle on it.
শিলাবৃষ্টি, হাসাদাহ বাজার, জীবননগর, চুয়াডাঙ্গা