One Touch

One Touch All in One Touch

14/12/2023

Ctedit : Sazid Mahmud My son!!



11/12/2023

নৈপুণ্য এপসের সমাধান পাবেন এই ভিডিয়োতে

জরুরি মিটিং
19/11/2023

জরুরি মিটিং

14/10/2023

সুবহানাল্লাহ ❤️
কাক ইসরায়েলের পতাকা নামিয়ে ফেলল 🚩



05/09/2023

ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার।

04/09/2023

তিনটি জিনিস শরীরকে অসুস্থ করে-
১/অতিরিক্ত কথা বলা।
২/অতিরিক্ত ঘুমানো।
৩/অতিরিক্ত খাওয়া।
চারটি জিনিস শরীরকে ধ্বংস করে-
১/দুশ্চিন্তা।
২/দুঃখ।
৩/ক্ষুধা।
৪/হারাম নাজায়িয কাজের জন্য রাত জাগা।
চারটি জিনিস, যা চেহারা শুষ্ক করে দেয় এবং আনন্দ ও সম্মান দূর করে দেয়-
১/মিথ্যা বলা
২/দাম্ভিকতা।
৩/জ্ঞান ব্যতীত অতিরিক্ত প্রশ্ন করা।
৪/অশ্লীলতা।
চারটি জিনিস, যা সম্মান এবং চেহারার আনন্দ ফিরিয়ে আনে-
১/তাক্বওয়া।
২/সত্যবাদিতা।
৩/উদারতা।
৪/আত্মসম্মান।
চারটি জিনিস, যা রিযিক নিয়ে আসে-
১/রাতের সালাত।
২/সূর্যোদয়ের পূর্বে বেশী বেশী মহান আল্লাহ্ পাক উনাকে স্মরণ করা।
৩/ক্রমাগত দান খয়রাত করা।
৪/দিনের শুরুতে এবং দিনের শেষে মহান আল্লাহ্ পাক উনার যিকির করা।
চারটি জিনিস, যা রিযিকে বাঁধা দেয়-
১/সকালের প্রথমাংশে ঘুমানো (ফজরের পর পরই)
২/সালাতের ঘাটতি/অভাব।
৩/অলসতা।
৪/বিশ্বাসঘাতকতা।

01/09/2023

ক্ষুধার্ত।৷ লোকালয়ে এসেছে সাহায্য নিতে। নিজ হাতে চেষ্টা করলাম কিছু করতে।

22/08/2023

সততার অনুশীলনে "সততা স্টোর"
শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
জীবননগর, চুয়াডাঙ্গা

15/08/2023

"আমার চোখে বঙ্গবন্ধু" ১ মিনিটে বঙ্গবন্ধু সম্পর্কে তথ্য দিয়ে জীবননগর উপজেলার প্রথম নির্বাচিত হয়ে অদ্য ১৫ আগষ্ট ২০২৩ তারিখে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাজিদ মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজ স্যারের হাত থেকে পুরষ্কার গ্রহন করে।

14/08/2023

অনলাইন শিক্ষা
করোনা আমাদের শিখিয়ে দিয়েছে কীভাবে ঘরে বসেও সকল কাজ অনলাইনে করা যায়।
সে প্রেক্ষিতেই এই ভিডিয়ো।
সবাই দেখবেন শেয়ার করবেন।

01/08/2023

যে গান ভাইরাল হলো জাতীয় প্রেস ক্লাব থেকে
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই,,,
নিজের লেখা ও সুরে গ্রীন তালুকদার স্যার গাইছেন জাতীয়করণের গান।
প্রধান শিক্ষক , উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়।
স্যারকে স্যালুট
সবাই শেয়ার করুন

31/07/2023

মাধ্যমিক স্তর জাতীয়করণ আন্দোলনে গান গেয়ে আমাদের মনের কথা জানিয়ে দিলেন প্রধান শিক্ষক জনাব দুলালী বিশ্বাস ম্যম
সবাই শেয়ার করুন। জাতি আমাদের কথাগুলো শুনতে পারবে।
সবাই পেজে follow দিয়ে রাখেন। আপডেট নিউজ পেয়ে যাবেন।

30/07/2023

মা জননীর কাছে আকুতি জানিয়ে ভাইরাল গোপালগঞ্জের শিক্ষক জনাব দিলিপ কুমার পাল স্যার।
সবাই শেয়ার করুন।

27/07/2023

Help me for sending Stars. Your support helps One Touch continue to make these contents. Thanks

24/07/2023

জাতীয় প্রেস ক্লাব ঢাকার রাজ পথে আমাদের সহকর্মির গানে আর্তনাদ।
গানের কথাগুলো শুনলে চোখে পানি আসে। এক দেশ অথচ বৈষম্য কত।
সবাই শেয়ার করুন।
এমন আরো ভিডিয়ো পেতে পেজে ফলো করে রাখুন।
#ফ্যাক্ট জাতীয় করণ

20/07/2023

মাধ্যমিক স্তর জাতীয়করণ আন্দোলনে গান গেয়ে ভাইরাল #শারমিন_ম্যাডাম, মানিকগঞ্জ
স্থান: প্রেস ক্লাব, ঢাকা
সবাই শেয়ার করুন। ম্যাডাম গানে গানে জানিয়ে দিলেন আমাদের মনের কথা
সবাই পেজে follow দিয়ে রাখুন। আপডেট পেয়ে যাবেন।

19/07/2023

মাধ্যমিক স্তর জাতীয়করণ আন্দোলনে গান গেয়ে ভাইরাল এক শিক্ষক
স্থান: প্রেস ক্লাব, ঢাকা
তারিখ: ১৮/০৭/২০২৩
সবাই শেয়ার করুন। জাতি আমাদের কথাগুলো শুনতে পারবে।
সবাই পেজে follow দিয়ে রাখেন। আপডেট নিউজ পেয়ে যাবেন।

13/07/2023

নতুন কারিকুলাম বাস্তবায়নে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিবার।

28/06/2023

ইদ মোবারক

21/06/2023

"The Tale of Lily's Unforgettable Adventure"
Ai ব্যবহার করে আমার ছোট ছেলে সাজিদ মাহমুদ একটি গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ দৃশ্য দিয়ে কনটেন্ট বানিয়েছে। সবাই দেখে মতামদ দিবেন।

youtube link - https://youtu.be/Pox4t-GgQiw

11/06/2023
01/06/2023

Cat in my village

30/05/2023

জীবননগর ফুড গোডাউনের সামনে ধাবক মঞ্জিলে বিদ্যুতের শট সার্কিট থেকে আজ ভয়াবহ আগুন লেগে যায়। অনেক চেষ্টার পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ বাচালেন।

28/05/2023

ছাদ বাগান। অবসরের প্রশান্তি।

28/05/2023

অদ্য ২৮/০৫/২০২৩ তারিখ সকালে শীতের মতই কুয়াশা। জীবননগর - উথালী যাবার সময় ধারনকৃত

25/05/2023

শিক্ষা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। শিক্ষা হবে সর্বজনীন। শিক্ষা হবে মানবিক, আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর। সেদিক থেকে বিজয়ের ৫২ বছর পর আমরা একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি ও শিক্ষাক্রম তৈরি করতে পেরেছি। যেখানে শিক্ষা হবে দেশপ্রেমভিত্তিক সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক একই ধারার এবং শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা।

আধুনিক এবং সৃজনশীল মেধা বিকাশ সহায়ক শিক্ষাক্রমের মধ্য দিয়ে আমরা শিক্ষার কাঙখিত লক্ষ্য অর্জনে সফল হতে পারব বলে বিশ্বাস রাখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সীমাহীন ক্ষতিগ্রস্ত দেশ জাপান আজকে উন্নত এবং সভ্য দেশগুলোর মধ্যে অন্যতম। এটা শুধু সম্ভব হয়েছে জাপানের দেশপ্রেমভিত্তিক সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক একই ধারার এবং মাতৃভাষাভিত্তিক শিক্ষার মাধ্যমে। একটি আধুনিক শিক্ষা কারিকুলাম প্রণয়নের মধ্য দিয়ে তারা আজকের সফল অবস্থানে।

অবশেষে ২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়নের ধাপ শুরু করা হয়েছে। আশা করি এর মধ্য দিয়ে আমাদের ঘুণে ধরা সমাজের পরিবর্তন করে নিখাদ সংস্কৃতির বৈষম্যহীন সম্প্রীতির সমাজ গড়ে তুলতে পারব।

গোধূলি লগ্নে পদ্মা পাড়ে
09/05/2023

গোধূলি লগ্নে পদ্মা পাড়ে

05/04/2023

আমাদের প্রিয় হিন্দু বোনের কন্ঠে অসাধারণ গজল শুনুন।

৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা, নতুন বছরে যদি একদম শুরু থেকেই একটা 💯 তে 💯 গোছানো স্টাডি প্ল্যানে পড়াশোনা করা যায় কেমন হয়?...
04/04/2023

৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা, নতুন বছরে যদি একদম শুরু থেকেই একটা 💯 তে 💯 গোছানো স্টাডি প্ল্যানে পড়াশোনা করা যায় কেমন হয়? তোমাদেরকে নতুন ক্লাসের শুরু থেকেই পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতিতে গাইড করতে নতুন সব ফিচারস নিয়ে তৈরি টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ! 😀
➡️ ভিজিট করুন: https://10ms.io/9yQcZj
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির 💯 তে 💯 গোছানো স্টাডি প্ল্যান নিশ্চিত করতে অনলাইন ব্যাচে থাকছে-
💁‍♂️ প্রতি ক্লাসে দুইজন শিক্ষক
👨‍🏫 ক্লাসেই সব সমস্যার সমাধান
📚 ক্লাসশেষে হোমওয়ার্ক ও পরীক্ষা
আর দেরি কিসের? এখনই আসন নিশ্চিত করো অনলাইন ব্যাচে। নতুন ক্লাসে পড়াশোনা শুরু হোক 💯 তে 💯 উদ্যমে। 😀
📞 16910 তে কল করে জেনে নাও অনলাইন ব্যাচে ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য।

বছরজুরে অভিজ্ঞ শিক্ষকদের সাথে ঘরে বসেই সম্পূর্ণ সিলেবাসের প্রস্তুতি

ভর্তি হবার এখনি সময়। সুতরাং আর দেরী নয়.. নিচের লিংক  হতে কোর্স শুরু করতে পারবে https://10ms.io/fyvWLV
31/03/2023

ভর্তি হবার এখনি সময়। সুতরাং আর দেরী নয়.. নিচের লিংক হতে কোর্স শুরু করতে পারবে
https://10ms.io/fyvWLV

26/03/2023

Google virtually celebrate Bangladesh Independent day 2023 and make a doodle on it.

Address

College Para
Jessore
7230

Alerts

Be the first to know and let us send you an email when One Touch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to One Touch:

Videos

Share



You may also like