ভবদহের জলাবদ্ধতা নিরসের দাবিতে পানিতে নেমে মানববন্ধন
নড়াইলের নারী ওসি’র স্বামী যশোরে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ
যশোরে চিকিৎসা না পেয়ে নড়াইল নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুনের স্বামী আহসানুল ইসলামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রোকসানা খাতুন জানিয়েছেন, সকালে আহসানুল ইসলামের বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হয়। এর পরপরই তাকে স্থানীয় কুইন্স হাসপাতালে আনা হয়। কিন্তু সেখানে চিকিৎসক না থাকায়, দ্রুত যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরী বিভাগে পরিস্থিতি দেখে আহসানুলকে পাঠানো হয় করোনারি কেয়ার ইউনিটে। সেখানে রোগীর শ্বাসকষ্ট চরমে পৌঁছুলেও দেয়া হয়নি অক্সিজেন কিংবা সঠিক ব্যবস্থাপত্র। একজন আয়া ব্যবস্থাপত্র দিয়ে চলে গেলেও কর্তব্যরত চিকিৎসক কিংবা সেবিকারা সেখানে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেন রোকসানা।
রোগী ভর্তি হওয়ার পরপরই তাকে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে বলে দাবি সদর হাসপাতালের তত্ত¡াবধায়কের। তবে কেন অক্সিজেন দেয়া হয়নি সে ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি এ কর্মকর্তা।
আলাদা এক্স-রে ও ইসিজি মেশিন না থাকায় রোগ সংক্রমনের ঝুঁকি ছিল; শাহীন চাকলাদার
মেশিন দু’টি প্রদানকালে যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, করোনা রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হলেও আলাদা এক্স-রে ও ইসিজি মেশিন না থাকায় রোগ সংক্রমনের ঝুঁকি ছিল। এজন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জন মহোদয় তাকে বিষয়টি জানিয়ে সহযোগিতার অনুরোধ করেছিলেন। রোগীদের কথা বিবেচনা করে তিনি দ্রæত সময়ের মধ্যে নিজের উদ্যোগে মেশিন দু’টি ক্রয় করে হাসপাতালে প্রদান করলেন।
০২.০৪.২০২০
করোনা রোগীদের জন্য যশোর হাসপাতালে পোর্টেবল এক্স-রে ও ইসিজি মেশিন দিলেন শাহীন চাকলাদার
করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসার সুবিধার্থে যশোর হাসাপাতালে পোর্টেবল এক্স-রে ও ইসিজি মেশিন প্রদান করলেন যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি এই মেশিন হস্তান্তর করেন। করোনাভাইরাস কোভিড-১৯এ আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের তৈরি আইসোলেশন ওয়ার্ডে এই মেশিন দু’টি রাখা হয়েছে।
মেশিন দু’টি প্রদান ও উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. গিয়াস উদ্দিন, যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. দিলীপ কুমার রায়, সাবেক তত্ত¡াবধায়ক ডা. ইয়াকুব আলী মোল্লা, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, পৌরসভার প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, যশোর শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।
মেশিন দু’টি গ্রহণকালে যশোরের সিভিল সার্জন ডা. আবু শাহীন বলেন, করোনা ভাইরাস গোটা বিশ্বেই মহামারি আকার ধারণ করেছে। রোগটি ছোঁয়াচে হওয়ায় এই রোগীরা ভীষণ ঝুঁকিপূর্ণ। এ কারণে তাদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে। কিন্তু করোনাসন্দেহভাজন রোগীদের জন্য পৃথক ব্যবস্থা না থাকায় তাদের এক্স-রে ও ইসিজি অন্য রোগীদের সাথে একই মেশিনে করতে হতো। বিষয়টি যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে জানিয়ে এ ব্যাপারে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়। তিনি এই মেশিন দু’টি সরবরাহ করায় এখন করোনাসন্দেহভাজন রোগীরা অন্য রোগীর সংস্পর্শে আসার আশঙ্কা অনেকাংশে কমে গেলো। আর রোগীরাও এতে বাড়তি ও নিরাপদ চিকিৎসা সুবিধা পাবেন।
মেশিন দু’টি প্রদানকালে যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, করোনা রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হলেও আলাদা এক্স-রে ও ইসিজি মেশিন না থাকায় রোগ সংক্রমনের ঝুঁকি ছিল। এজন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জন মহোদয় তাকে বিষয়টি জানিয়ে সহযোগিতার অনুরোধ করেছিলেন। রোগীদের কথা বিবেচনা করে তিনি দ্রæত সময়ের মধ্যে নিজের উদ্যোগে মেশিন দু’টি ক্রয় করে হাসপাতালে প্রদান করলেন।
০২.০৪.২০২০
প্ররবাসীদের বাড়িতে লাল পতাকা ইউপি সদস্যরা জানান...
ইউপি সদস্যরা জানান, গত শনিবার সদর উপজেলা নির্বাহী অফিসার পাসপোর্ট অফিসের তথ্য অনুযায়ী আমাদের কাছে একটা তালিকা দিয়েছেন। গত ১৫ থেকে ২০ দিন আগে যারা বিদেশে থেকে বাড়ি আসছে তাদের তথ্য আছে। তথ্য অনুযায়ী আমরা লাল পতাকা দেয়া শুরু করেছি। এবং তাদেরকে সতর্কতামূলক পরামর্শ দেয়া হচ্ছে।
হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে যশোরে সেনা মোতায়েন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারের ঘোষণা অনুযায়ী মাঠে নেমেছে সেনাবাহিনী। প্রাথমিক পর্যায়ে তারা প্রশাসনের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেছে। যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তাদের বাড়িতে থাকতে বাধ্য করতে কাজ করবেন সেনা সদস্যরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেনাসদস্যদের একটি টিম জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নেয়ামুল ইসলাম বলেন, হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের কারণে যেন সাধারণ মানুষ আক্রান্ত না হন তার জন্য সব উদ্যোগ গ্রহণ করা হবে। এটা করতে যে স্টেপ নিতে হবে তার জন্য পুলিশ ও জেলা প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। আজ থেকে কাজ শুরু হয়েছে। শিগগিরই এর প্রভাব সবাই দেখতে পাবেন।
তিনি আরো বলেন, পরিস্থিতি বুঝে সেনা সদস্য বাড়ানো হবে। কোয়ারেন্টাইনের সংখ্যা মূল্যায়ন করে এর সংখ্যা নির্ধারণ করা হবে।
এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, আজ থেকে সেনাবাহিনীকে সাথে পেয়েছেন। সমন্বিতভাবে পেট্রোলিং করে মানুষকে বাড়ি থাকতে বাধ্য করা হবে। এখনও অপ্রয়োজনে মানুষ ঘোরাফেরা করছে তাদের বাড়িতে থাকতে বাধ্য করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশেী পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে ফিরছে
বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশেী পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে ফিরছে। গতকাল ১ হাজার ৬শত’ ৮৪ জন ও আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৮৮৫ জন বাংলাদেশী যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে। গতকাল বাংলাদেশ থেকে ১৪ জন ও আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৪৮৫ জন ভারতীয় নাগরিক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে গিয়েছে। ভারতে অবস্থানরত পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য ফরম পূরন করা বাধ্যতামূলক করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে পাসপোর্ট যাত্রীদের। এছাড়াও ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভুটান ও নেপালের ট্রানজিট ভিসা ধারীরা ভারতে প্রবেশ করাতে পারবে। প্রকল্পের কাজে নিয়োজিত, অফিসিয়াল পাসপোর্ট, কুটনৈতিক ভিসা, ইউএন পাসপোর্ট, সার্ক ভিসাধারী, বিশেষ ভিসাধারী ছাড়া এই মুহুর্তে কেউ ভারতে যেতে পারবেনা।
যশোরে ফানুস উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
সন্ধ্যা রাত্রি। আকাশে ছড়িয়ে পড়েছে রাতের ঘনবালো আঁধার। ঘড়ির কাটায় তখন সন্ধ্যা ৭টা। যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চের সামনে জটলা। সবার হাতে রংবেরঙের ফানুস। আগুন জে¦লে হাতে ধরে রাখা রঙিন সব ফানুস উড়িয়ে দেওয়া হলো রাতের আকাশে। আকাশে একশ’ ফানুস উড়িয়ে বুধবার সন্ধ্যায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুৃর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদ। এসময় প্রধান অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল। সংক্ষিপ্ত আলোচনায় আরো বক্তব্য দেন বিশেষ অতিথি যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ গণি খান রিমন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন থেকে মুজিববর্ষ শুরু হয়েছে। জাতির পিতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ১০০টি ফানুস উড়িয়ে দিবসটি উদযাপন করেছি। তবে করোনাভাইরাসের নির্মম বাস্তবতার কারণে আয়োজনটি সংক্ষিপ্ত করা হয়েছে। ভবিষ্যতে শহিদ কর্নেল জামিলকে জানতে আমরা বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করবো।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বিএফইউজের যুগ্মমহাসচিব সাকিরুল কবীর রিটন, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও শহিদ জামিল স্মৃতি সংসদের যুগ্মসাধারণ সম্পাদক প্রণব দাস, সাংবাদিক অসীম বোস, যশোর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শহিদ জামিল স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক সালমান হাসান রাজিব, সদস্য মুক্তার আলি প্রমুখ।
গাড়িতে ৭১ টিভির ভুয়া স্টিকার লাগিয়ে মাদক চোরাচালান, আটক ২
যশোর শহরের জেল রোড এলাকা থেকে একশ’ ২০ বোতল বিদেশী মদ ও ৬ শ’ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের ব্যবহৃত ৭১ টেলিভিশনের ভুয়া স্টিকার লাগানো একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আজ দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক ও মালামাল জব্দ করা হয়। আটককৃতরা হলো ঢাকার বাড্ডা এলাকার অলিউল্লাল ও শান্ত।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ক-সার্কেলের ইন্সপেক্টার হেলাল উদ্দিন ভুইয়া জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকার দুইজন মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারে ৭১ টেলিভিশনের স্টিকার লাগিয়ে মাদকদ্রব্যের চালান নিয়ে যশোর আসছে। এরপর তাদের একটি টিম যশোর শহরের জেলরোড এলাকার কুইন্স হসপিটালের সামনে অবস্থান নেয়। আজ দুপুর ১টার দিকে মাদক কারবারীদের গাড়িটি ওইস্থানে পৌছালে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে ২৫টি কেসে ৬শ’ ক্যান বিয়ার ও ১০ কেসে ১২০ বোতল বিদেশী মদ পাওয়া যায়। একইসাথে অলিউল্লাহ ও শান্ত নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জীজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে গ্রেফতার এড়াতে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়ার ভুয়া স্টিকার গাড়িতে লাগিয়ে মাদক চোরাচালান করে থাকে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের রিমান্ডে নিয়ে নেপথ্যের সকলকে আটকের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
১২-মার্চ-২০২০
সৃজনে সংগ্রামে স্বপ্নগাথা, মুক্তি পাক মানবতা...
সৃজনে সংগ্রামে স্বপ্নগাথা, মুক্তি পাক মানবতা...এই শ্লোগান সামনে রেখে আজ থেকে যশোরে শুরু হয়েছে তিনদিনব্যাপী নাটক মেলা। আয়োজন করেছে বিবর্তন যশোর। আজ হয়েছে ‘‘মাত ব্রিং’’। কাল শুক্রবার হবে ‘‘কৈবর্ত গাঁথা’’। শনিবার হবে ‘‘আমি মন্ত্রহীন’’। প্রতিদিন সন্ধ্যা ৭টায় যশোর শিল্পকলা একাডেমিতে চলে আসুন। টিকিট কাটুন নাটক দেখুন। ছবি উদ্ধোধন অনুষ্ঠানের।
যশোর শহরে ইমরান হোসেন ওরফে মুন্না নামে এক যুবক খুন
যশোর শহরের মাছ বাজার এলাকায় ইমরান হোসেন ওরফে মুন্না (২৮) নামে এক যুবককে চাকু মেরে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার সন্ধ্যায় এ হত্যাকান্ড ঘটে। নিহত ইমরান হোসেন যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আফতাব উদ্দীনের ছেলে। তিনি তার চাচার মাছের আড়ৎদারি ব্যবসা দেখাশুনা করতেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ইমরান মাছ বাজার মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন। এ সময় তিন-চারজন দুর্বত্ত অতর্কিত সেখানে গিয়ে ইমরানের বুকে-পেটে চাকু মেরে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।
পুলিশ জানায়, হত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে। তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে খুনিদের আটকে অভিযান শুরু হয়েছে।
যশোর -৬ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন দাখিল
যশোর-৬(কেশবপুর) আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার এর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কেশবপুর উপজেলা নির্বাচনী কার্যালয়ে নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট ২৬ ফেব্রæয়ারি মনোনয়ন পত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম ও পৌর মেয়র রফিকুল ইসলাম। আগামী ২৯ মার্চ এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
মনোনয়ন পত্র দাখিল করার আগে নেতাকর্মী ও সমর্থকদের সাথে কেশবপুরের বড়েঙ্গায় পীর সাহেবের মাজার জিয়ারত করেন শাহীন চাকলাদার। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এই আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের মৃত্যুতে এই আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
যশোরের বেনাপোলে করোনা ভাইরাস শনাক্তের গুজব
যশোরের বেনাপোল রেলস্টেশনে জহিরুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে সংবাদ ছড়িয়ে পড়েছে। তবে, স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিষয়টি সম্পূর্ণ গুজব। জহিরুল ইসলাম কুমিল্লার শিবনগর মেঘনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেসের’ যাত্রীদের দেহ পরীক্ষা করেন দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। এ সময় জহিরুল নামে ওই ব্যক্তিকে পরীক্ষা করলে তার দেহে জ্বর পাওয়া যায়। দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেন। বিষয়টি নিয়ে বেনাপোল কাস্টম কমিশনার বেল্লাল চৌধুরী ফেসবুকে পোষ্ট দিলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি যশোরের সিভিল সার্জন ডা: শেখ আবু শাহিন বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বেনাপোল স্টেশনে নিয়মিত চেকআপের সময় এক যুবকের জ¦র বলে পাওয়া গেছে ঠিকই। কিন্তু তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নয়। করোনা ভাইরাস শনাক্তের সংবাটি ¯্রফে গুজব।
যবিপ্রবি ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ক্যাম্পাসে অনশনরত শিক্ষার্থীদের পেটালো ভিসিপন্থীরা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। বুধবার গভীর রাতে ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান নেয়া শিক্ষার্থীদের উপর এ হামলা হয়। এতে ১২ শিক্ষার্থী আহত হন। এদেরমধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিক সম্মেলন যবিপ্রবির প্রথম বর্ষের বহিস্কৃত শিক্ষার্থী অন্তর দে শুভ বলেন, দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে বুধবার সকাল থেকে ক্যাম্পাসের শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করি। দুপুরে আন্দোলন তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়। আর রাতে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে। পুলিশ এসে আমাদের হাসপাতালে আসতে সহযোগিতা করে। আহতদের মধ্যে তিনজনকে যশোর জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, এই হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় বিভিন্ন অভিযোগে ছয় শিক্ষার্থীকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন শাহীন চাকলাদার
যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর যশোরে পৌঁছিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বুধবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় যান এবং সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন। এর আগে মঙ্গলবার তার পক্ষে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শাহীন চাকলাদার বলেন, সকল ভেদাভেদ ভুলে আজ থেকে সকলকে এক সাথে সংগঠন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় কেশবপুরের সকল উন্নয়ন করা হবে। বিএনপি জানে তারা ভোটে দাঁড়ালে তাদের কেউ ভোট দেবে না তাই তারা আর ভোটে আসতে চায় না। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। মাদক ব্যবসা চলবে না। কেশবপুর একটি শান্তিপ্রিয় জায়গা আমারা সেই শান্তি ধরে রাখব।
গত ২১ জানুয়ারি সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ২৯ মার্চ এই আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেশবপুরে প্রচারনা শুরু করলেন শাহীন চাকলাদার
বুধবার বিকেলে কেশবপুরে আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রার্থীর এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকার প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় কেশবপুর পাবিক ময়দানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমীন কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহসভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যশোর জেলা আওয়ামী লীগের নেতা মহিত কুমার নাথ, কেশবপুর আ’লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, মেয়র রফিকুল ইসলাম, মহিলা লীগের সভাপতি রাবেয়া একবাল প্রমুখ।
শাহীন চাকলাদার বলেন, সকল ভেদাভেদ ভুলে আজ থেকে সকলকে এক সাথে সংগঠন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় কেশবপুরের সকল উন্নয়ন করা হবে। বিএনপি জানে তারা ভোটে দাঁড়ালে তাদের কেউ ভোট দেবে না তাই তারা আর ভোটে আসতে চায় না। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। মাদক ব্যবসা চলবে না। কেশবপুর একটি শান্তিপ্রিয় জায়গা আমারা সেই শান্তি ধরে রাখব।
গত ২১ জানুয়ারি যশোর-৬(কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক মারা যাওয়ায় এই আসন শুন্য ঘোষনা করা হয়েছে। আগামী ২৯ মার্চ এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ ইতোমধ্যে এই আসনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদারকে মনোনয়ন দেয়া হয়েছে।
এবার বাতিল ফেসবুকের গ্লোবাল মার্কেটিং সামিট
মোবাইল ট্রেড ফেয়ারের পর করোনা আতঙ্কে এবার বাতিল করা হল ফেসবুকের গ্লোবাল মার্কেটিং সামিট। আগামী ৯ থেকে ১২ মার্চ সানফ্রান্সিসকোতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কমপক্ষে ৫০০০ জন গ্লোবাল সামিটে অংশ নেওয়ার কথা ছিল। তবে স্পষ্টভাবে শুক্রবার কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, মারণ চিনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আপাতত গ্লোবাল সামিট বাতিল করছে ফেসবুক (Facebook)।
চিনে করোনা ভাইরাস (Coronavirus) মহামারির আকার ধারণ করেছে। ইউহান থেকে বর্তমানে চিনের প্রায় বেশিরভাগ অংশেই ছড়িয়ে পড়েছে ভাইরাস। ইতিমধ্যেই অন্তত ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। সাধারণ মানুষের পাশাপাশি এবার স্বাস্থ্যকর্মীদের শরীরেও বাসা বাঁধছে মারণ চিনা ভাইরাস। মোট ৬ জন স্বাস্থ্যকর্মীর প্রাণহানি হয়েছে। ফেসবুক কর্তাদের যুক্তি, এই পরিস্থিতিতে সানফ্রান্সিসকোতে কোনওভাবেই গ্লোবাল মার্কেটিং সামিট আয়োজন করা সম্ভব নয়। কারণ, ৯ থেকে ১২ মার্চ পর্যন্ত ওই সামিটে অংশ নেওয়ার কথা কমপক্ষে ৫ হাজার জনের। সেক্ষেত্রে অনায়াসেই চিনা মারণ ভাইরাস অংশগ্রহণকারীদের শরীরে বাসা বাঁধতে পারে। সেই যুক্তি দেখিয়ে শুক্রবার সামিট বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার করোনা আতঙ্কে বাতিল হয়েছে মোবাইল ট্রেড ফেয়ার। ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্পেনের বার্সেলোনায় এই ট্রেড ফেয়ার হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের আতঙ্কে ওই ট্রেড ফেয়ার বাতিল করে দেন উদ্যোক্তারা। সূত্রের খবর, এর জেরে প্রায় ১০০ মিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়তে হচ্ছে GSMA-কে। প্রতিবছরই এই সম্মেলনের আয়োজন করা হয়। এবার সবমিলিয়ে মাত্র ৪৫ হাজার প্রতিনিধির আসার কথা হয়েছিল। তাই শেষপর্যন্ত এই শিল্প সম্মেলন বাতিল করা হল। এছাড়াও চাইনিজ গ্র্যান্ড প্রিক্স, দ্য ব্ল্যাক হ্যাট ইনফর্মেশন সিকিউরিটি কনফারেন্সের এশিয়া সামিট, হংকংয়ে লন্ডন মেটাল এক্সচেঞ্জের অ্যানুয়াল এশিয়ান গ্যাদারিং এবং আর্ট বেসেলের অ্যানুয়াল ফেয়ারও বাতিল করা হয়েছে।
১০০ বছর বয়সেও ফুরিয়ে যায় না প্রেমের টান, প্রমাণ করলেন রবীন্দ্রনাথ...
প্রেমের আবার বয়স আছে নাকি? কিন্তু তাই বলে একশ এক বয়সেও প্রেম? না। এটা কিন্তু একেবারেই অবিশ্বাসের মত কথা নয়। অন্তত রবীন্দ্রনাথ দে’র কাছে। গোলাপ ফুল হাতে নিয়ে নিজের ৭০ বছরের পুরনো প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন তিনি। এবং এককথায় সেই প্রেমের ডাকে সাড়া দিয়েছেন প্রেমিকাও। ভ্যালেন্টাইনস ডে’র আগের দিনই তিনি উদযাপন করলেন তাদের ভ্যালেন্টাইনস ডে।
রবীন্দ্রনাথবাবুর প্রেমিকার বর্তমান বয়স ৮৫। আর প্রেমের বয়স ৭০ বছর বা তার কয়েক মাস বেশি। যদিও এই প্রেমের ধরনটা একটু আলাদা। প্রেমিকার নাম মঞ্জুরানি দেবী। সেই ৭০ বছর বা তার কয়েক মাস বেশি আগে এক ঝলক দেখা থেকেই শুরু হয়েছিল প্রেমের। দিন যত এগোতে থাকে, বাড়তে থাকে আকর্ষণ। যদিও প্রেমের পরশ লেগেছিল দু’জনের বিয়ের সময়। ৭০ বছর আগে বনগাঁর মেয়ে মঞ্জুকে রীতিমতো পছন্দ করে বিয়ে করেছিলেন রবীন্দ্রনাথবাবু। নিয়ে এসেছিলেন নদিয়ার হাঁসখালি থানার গাজনার তেঁতুলবেড়িয়া গ্রামে নিজের বাড়িতে। এরপর থেকেই প্রেমের গভীরতা আর বাড়তে থাকে। সংসারের বন্ধনে বেঁধে জোয়ার ভাটার তালে তাল মিলিয়েও দু’জনে পরস্পরের হাত কিন্তু ছাড়েননি। দুই সন্তানের পিতা-মাতা হয়েছেন। ইতিবাচক-নেতিবাচক অনেক পরিস্থিতির সামনেই তাদের পড়তে হয়েছে। কিন্তু প্রেমের বাঁধন এতোটুকু আলগা হয়ে যায়নি। আর সম্ভবত সেটাই সবথেকে বড় মনের জোর রবীন্দ্রনাথবাবুর। ১০১ বছর বয়সেও এখনও তিনি বেশ চাঙ্গা। চশমা ছাড়াই এখনও দিব্যি খবরের কাগজ পড়েন।
ষাটের গণ্ডি অনেকদিন আগেই পেরিয়ে আসা রবীন্দ্রনাথবাবুর দুই ছেলে উৎপল দে এবং তরুণ দে বাবা-মায়ের অফুরন্ত মনের টানকে পরতে পরতে উপলব্ধি করেছেন। আর তাইতো, ১০০ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও বাবা-মাকে আবার বিয়ের সাজে দেখতে মন চেয়েছিল দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি এবং তাদের ঘরের ছেলে মেয়েদের। পুত্র-পুত্রবধূরা জানিয়েছেন, “নাতি-নাতনিরা বাবাকে কথাটা বলতেই এককথায় রাজি হয়ে গিয়েছিলেন বাবা। আর তাই, আমরা বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে প্রায় বিয়ের মতই ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। উদ্দেশ্য আমাদের মূলত একটাই, ওনাদের মনে কিছুটা আনন্দের বাতাস পৌঁছে দেওয়া। অবশ্য আনন্দ শুধু বাবা-মা পেয়েছেন, এমন নয়। এই বয়সে ওনাদের দু’জনের মনের অফুরন্ত টান দেখে আমরা সবাই আনন্দ পেয়েছি।
রবীন্দ্রনাথ দে’র বাড়িতেই বসেছিল বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। রীতিমতো মালা পরিয়ে সত্তর বয়সের পুরনো স্