Jahid's Thoughts with Insight

Jahid's Thoughts with Insight Insallah

01/10/2024

গত দু'শো বছরে গবাদিপশুর অবস্থার যতোটা উন্নতি ঘটেছে,
নারীর অবস্থার ততোটা উন্নতি ঘটেনি।
-হুমায়ুন আজাদ

19/02/2024

প্রাক্তনের দীর্ঘ জীবনের আফসোস থাকবে,
সে কখনো আমার রাগ্বানিত চেহারা দেখতে পাই নাই।

15/02/2024

প্রেম নেই, অভিযোগ আছে।
কিসের উপর, কার উপর, কোনো জানা উত্তর নেই।
আর গলার কাছে আটকিয়ে আছে একটা দুঃখ।

14/02/2024

আমার যখন কাঁচের চুড়ি কেনার সামর্থ্য হলো
তখন তোমার হাতে স্বর্ণের চুড়ি মানায়।

11/12/2023

Keep ignoring me now, One day I'll go bidesh and i won't send you Dove saban.
মাইন্ড ইট🫥

08/12/2023

That's true 🫥

06/12/2023

আমি তোমার, তুমি অন্যজনের, অন্যজন আরেকজনের..🙂

05/12/2023

I am not jealous,,, amr just jibito kobor diye dite icche kore 🙂

03/12/2023

"১ টাকায় ৫ টা চকোলেট" পাওয়া থেকে "৫ টাকায় ১ টা চকলেট" পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂🥀

বন্ধুদের "বাড়ির সামনে আয়" থেকে "অনলাইন আয়" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂

"মা আর পাঁচ মিনিট ঘুমাতে দাও" বলা থেকে নিজ হাতে "অ্যালার্ম বন্ধ" করার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂🌸

"খেলনা ভেঙে যাওয়ার কষ্টে কেঁদে বুক ভাসিয়ে" দেওয়া থেকে "মন ভেঙে চুরমার" হওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!💔🙂

"চল আগে দেখা করি তারপর প্ল্যান করি" বলা থেকে "আগে প্ল্যান করি তারপর দেখা করি" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

"আমি বড় হতে চাই" বলতে বলতে "আমি শৈশবে ফিরে যেতে চাওয়ার" সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

আমরা অনেক বড় হয়ে গেছি, বড় হচ্ছি বুঝার আগেই অনেক বড় হয়ে গেলাম!🙂

I really miss her 🥺
30/09/2023

I really miss her 🥺

29/09/2023

"পাঁচ বছর পূর্বেকার ভালো-লাগা পাঁচ বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তা হলে বুঝতে হবে, বেচারা টের পায়নি যে সে ম'রে গেছে।"

শেষের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুর

29/09/2023

আমার কাছে না এসে অন্যের বলা মুদ্রার এক পিঠ শুনে যে আমায় ভুল বুঝেছে, আমি তার ভুল ও ভাঙাইনি।

যার জন্মদিন নিয়ে আমার অনেক অনেক উন্মাদনা, সেও আমাকে একইভাবে উইশ করবে.. আমি আশা রাখিনি। ব্যস্ত থাকায় সময় দিতে পারিনি বলে যে আমায় মিথ্যে বন্ধু ভেবেছে, আমি আর বন্ধুত্ব প্রমান করতে যাইনি। কারণে অকারণে যে আমার হাত ছেড়েছে, আমি তাকে আমার জীবনে থাকার আবদার করিনি। যে আমায় আমার মত বুঝেনি, তার সাথে আমি ঝগড়া করিনি!

দিনশেষে আয়নায় তাকিয়ে বলেছি"কিরে! বড় হয়ে গেলি তো😊

28/09/2023

কি সুন্দর শুয়ে শুয়ে মোবাইল টিপছে
যেন জীবনে পড়ালেখা বলতে কিছুই
নাই😒
স্ক্রোল করবি না তোর এই কইছি 🌚🔪

28/09/2023

একটাই জীবন তাও আবার অবিবাহিত...🙂

28/09/2023

কলেজে নতুন ভর্তি হওয়া অতিথি পাখি শিকার করতে গিয়ে পোষা পাখি হারাবেন না! ধন্যবাদ।🙂👍

28/09/2023

বাঁ*শময়* জীবন নিয়ে কাশবনে যাওয়া বিলাসিতা🙂

28/09/2023

চারিদিকে শুধু লয়াল মানুষ,
আমার মত চিটার আজকাল দেখাই যায়না।😪

Address

Jessore
7432

Alerts

Be the first to know and let us send you an email when Jahid's Thoughts with Insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid's Thoughts with Insight:

Videos

Share