Priyo jessore

Priyo jessore 1781 সালে যশোর নামটি প্রকাশিত হয়েছিল। যশোর বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা এবং প্রথম ডিজিটাল জেলা।

22/11/2024

"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"ﷺ🤍শুক্রবার হলো বেশি বেশি দুরুদ পাঠের দিন।

15/11/2024

শুধু শুধু মায়ের হত্যাকারী হিসেবে সন্তানকে দেশবাসীর কাছে উপস্থাপন করলেন।

একদিকে মায়ের শোক ,অন্যদিকে নিজের উপর অন্যায় দোষারোপ।
আহ্ কত কষ্টের। 🥺

11/11/2024

চাকরি না করলে বিয়ে নাই . বিয়ে করলে ছুটি নাই . কেমন ডা লাগে .

আমিন 🤲❤️
08/11/2024

আমিন 🤲❤️

শুভ সকাল!
06/11/2024

শুভ সকাল!

23/10/2024

🏰 পরিশ্রম করুন, পরিশ্রম করেই সফল হতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কখনও সফলতা আসে না।🥀

📎 মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে নেশাগ্রস্ত হয়ে বলতেন বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর।

📎 টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন?

📎 শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ শচীনকে সবাই ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে।

📎 সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমান টা আবিষ্কার করেই ছাড়লেন।

📎 ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন আবার সময় এসেছে দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।

📎 সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না।

📎 যে যাই বলুক না কেনো, যেমন খুশি করুক না কেনো আপনি শুধু আপনার নির্দিষ্ট লক্ষ্যে অটুট থাকুন, বাকিটা সিস্টেম্যাটিক্যালি উপরওয়ালা আপনাকে দিয়ে দিবেন ইনশা-আল্লাহ।

সংগৃহীত ও পরিমার্জিত।



07/10/2024

তোমরা যারা ছোট আছো, ঘুমায়ে নাও।
বড় হওয়ার পর ঘুম আর কোনদিন পুরা হবে না।

যশোর তো যশোর ই...☺️☺️☺️
05/10/2024

যশোর তো যশোর ই...☺️☺️☺️

29/09/2024

ইয়া আল্লাহ আমাদের কে আপনি এতটা ধৈর্য দিন,
যেন হাজারো কষ্ট বুকে নিয়ে, মুচকি হেসে বলতে পারি...
আলহামদুলিল্লাহ

যশোরে ও খুলনা এলাকাবাসীদের জন্য সুখবর
28/09/2024

যশোরে ও খুলনা এলাকাবাসীদের জন্য সুখবর

28/09/2024

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ড. ইউনূসের সম্পূর্ণ ভাষণ |

26/09/2024

📌তুমি পাহাড়ি,
তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার।
তাহলে সমতলের,
আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারোইয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কর্ডনে যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে!!
তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পার, বাড়ি করতে পার।
কিন্ত আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মানো না??🤔

23/09/2024

আজকে তেইশ নয় চব্বিশ তারিখ! 🌝

21/09/2024

প্রেমিকার ডাকেও নি/চে নামলো না সাব্বির!😂😂

20/09/2024

Address

Jessore
Jessore

Telephone

+8801962414009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo jessore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo jessore:

Videos

Share

Category