স্মৃতির বিচরণ

স্মৃতির বিচরণ "স্মৃতিবদ্ধ মায়াজালে"
-দূরত্ব একটি সীমারেখা-

17/01/2024

মনে হয় খুব করে, যেন তুমি এসেছ ফিরে
চেয়ে দেখি খুব ভোরে ছিলো সে ত কল্পনায় !
যে যায় সে যায়'ই পিছন ফিরে কী তাকায় ?
এভাবেই যাচ্ছে কেটে যাক নাহ্ দিন মিছে সান্ত্বনায়...!

02/01/2024

"কিছু সম্পর্ক শুধু স্মৃতির জন্য তৈরি হয়...!
'ভবিষ্যতের জন্য নয়...
আমরা যাদের হারাই, তারা ও কি আমাদের হারায় ?

28/12/2023

যদি তোমারে পাইতাম,
তাইলে আমিও কইতাম!

"ভালোবাসা সুন্দর-ভালোবাসা স্নিগ্ধ"

27/12/2023

যে ভাবে তুমি আমার জীবনে এসেছিলে নাহ্-
কখনো মনেই হয়নি এভাবে ছেঁড়ে যাবে...!

25/12/2023
23/12/2023

মানুষ একবার যাকে ভালোবাসে, সেই মানুষটা হারিয়ে যাবার পরে কেমন করে যেনো মানুষ আবার নতুন কারো প্রেমে পড়ে, ভুলে যায় অতীত। মানুষ কেমন করে পারে আমার তা জানা নেই। অথচ আমিও এই সমাজে থাকতে থাকতে বলতে শিখে গেছি, যে আমায় ছেড়ে গেছে আমিও তাকে ভুলে গেছি। তার কথা আমার একদম মনে পড়ে নাহ্। বন্ধুরা জিজ্ঞেস করলেও রেগে যাই ওর কথা বলবে নাহ্, ওর কথা শুনতেও এখন ইচ্ছে করে নাহ্।

কিন্তু সত্যি বলতে কি জানেন! সে চলে যাওয়ার দীর্ঘদিন হলেও তার ছায়াটাও আমি ভুলতে পারিনি। তাকে কি করে ভুলে যাব। ভুলে যাব বলাটা শুধুই লোক দেখানো। মুখে যাই বলি ভিতরটা যে কেমন করে আমিই শুধু অনুভব করি । বোঝাতে পারবো নাহ্ বুকের ভিতর কতটা কষ্ট হয়, অবশ্য কখনো কাউকে বোঝাতেও চাইনি।

শুধু তাকে বোঝাতে চাই" তোমায় আমি ভুলে গেছি"! তুমি যেমন আমায় ছাড়া ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তোমায় ছাড়া।আমিও ভালো আছি তাকে বোঝাতে চাই এই কারণে যে, আমি জানি সে ফিরবে নাহ্, আমি ভালো নেই জেনে যেনো তার মন ছোট নাহ্ হয়ে যায়।

অথচ, ভিতর ভিতর প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করি। তাকে ভুলে যাওয়াটা ভীষণ দরকার নিজের ভালো থাকার জন্য। একটু সুস্থ থাকার জন্যে হলেও তাকে ভুলে যাওয়া ভীষণ দরকার। তাকে ভুলে গেছি শুধু মুখে মুখে বলি, কিন্তু মন থেকে কেনো যেনো তাকে মুছতে পারি নাহ্। আজও তার ছায়া দেখলেও আমি বুঝতে পারি এটা তার ছায়া। আমার চোখ ভিজে যায়, ভীতিরটা কেঁপে ওঠে।এত চেষ্টা করেও তাকে ভুলতে পারি না। অথচ মানুষ কি নিদারুণ করে খুব সহজেই যাকে ভালোবাসে তাকে ভুলে যায়।

23/12/2023

যদি হঠ্যাৎ দেখা হয়ে যায়,
চিনবে কি আমায় ?

20/12/2023

এই শুধু তোমায় পেতে চাই!😍
ঐ ইউটিবে যেনো কিছু বলে যায় 😂

17/12/2023

ভুলে যাবো ভুলে যাবো কতদিন যে ভাবলাম...
অথচ তোমায় ভাবতে ভাবতে
আজকাল নিজেকেই ভু'লতে বসেছি!
তবুও তোমায় ভু'লতে পারিনি।

"সে হাসি" সেই প্রিয় মুখ,
যেন লেপ্টে আছে দু'চোখের পাতায়
আমি যতই দূরে যেতে চাই
যেন আরো কাছে টেনে নেয় তোমার মায়া।

ঠোঁটের নিচে সেই কালো তিল
মৃদু হাওয়ায় বিরক্ত করা চুল
তোমায় দূর থেকে অপলক তাকিয়ে দেখার তৃষ্ণা
আমায় শুধু ভাবিয়েছে,
উপহার দিয়েছে আমায়
চোখের নিচে আকাশের কালো মেঘ।

তোমাকে ভু'লতে গিয়ে
অনেক রাত হা'রিয়েছি দু'চোখের ঘুম
একা একা চাঁদ দেখেছি
আর হেসেছি তোমায় ভেবে
ভেবেছি চাঁদের প্রতিও মানুষের একটা ভালোবাসা আছে
কেউ তো তাকে পায় না তবুও তো ভালোবাসে!

এমন ভালোবাসায় অপূর্ণতায়ও তৃপ্তি থাকে
তাই এ জনমে আর তোমায় ভোলা গেলো নাহ্!

14/12/2023

যে মানুষ ভালোবাসার অধিকার দেখিয়ে নিজের যত্নের কথা মনে করিয়ে দেয়,সেও একটা সময়ে অযত্নে অবহেলায় একা ফেলে চলে যায়।

08/12/2023

যে মানুষটা আমার, তাকে অন্যকারো জন্য
মন খারাপ করতে দেখলে– খারাপ লাগে।
অন্যকারো বারণ শুনে কোনোকিছু থেকে
বিরত থাকতে দেখলে– খারাপ লাগে।

07/12/2023

প্রতিটা মানুষ একটা সময় গিয়ে স্মৃতি মনে করতে সুখ পায়। যাকে এক জীবনে খুব ভালোবেসেছিল, তাকে হয়তো পাওয়া হয়নি, কিন্তু যখন মনে পড়ে যায়, তখন একটা কথাই সত্য হয়ে আসে, জীবনের শ্রেষ্ঠ উপহার ছিল যে-যে প্রিয়জন, যাকে হারিয়ে এসেছে গত জনমে।

06/12/2023

আর কখনও কথা না'ই বা হোক
তারপরও আমাদের আবার দেখা হোক,
দু'জন-দু'জনার দিকে শুধু তাকিয়ে রবো
কেবল মনে মনে কথা হবে।
ভবিষ্যৎ নিয়ে কথা না'ই বা হোক,
অতীত নিয়ে মনে মনে কিছুক্ষণ কথা হোক।
মান-অভিমান, রাগ-ক্ষোভ নাহ্ হয় মনে জমা থাক,
তারপরও আমাদের আবার দেখা হোক-
কোনও এক শীতের খুব সকালে কিংবা বসন্তের পড়ন্ত বিকেলে।

04/12/2023

হারিয়ে যাওয়া অতীতের দিন জানে
কতটা মধুর ছিলো হারানো সে দিন,
হাত ধরে থাকা বর্তমান জানে
স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ।

তবুও অতীত আগলে বুকের ভিতর
বর্তমানেই আমরা বাঁচি,
চোখের নিচে কালো দাগ হলেও
এইতো ভালো আছি।

ভালো নাহ্ থাকলেও ভালো থাকতে হবে
ভালো থাকার কারণ খুঁজে,
স্বার্থ ছাড়া হাত বাড়াবে না কেহ
এই জগতে কেই বা কার দুঃখ বোঝে।

04/12/2023

কাউকে ভালো লেগে গেলে এই প্রশ্নটা প্রথম এসে খেলা করে নিজের মনের কাছে। মন তখন সেই ভালোবাসার পরিমাপ নিয়ে প্রশ্নের পর প্রশ্নে দোলাতে থাকে। আর ভালোবাসা উড়তে থাকে রঙিন হাওয়ায়।

02/12/2023

আমার সখী কেমন করে থাকে আমায় ভূলে...!
মনে কি পড়ে নাহ্

21/11/2023

ছেঁড়ে যাওয়ার সময় শুধু সংঘর্ষের কথাই মনে থাকে। এক সাথে কাটানো ভালো মুহুর্ত গুলো
একবারও মনে পরে নাহ্...!

09/11/2023

"সবকিছু ভুলে গিয়ে আবার তোমায় পেতে চায় মন"
ভুলে যায় তোমার দেওয়া দুঃখ জমে আছে যতো
ভুলে যায় চোখের জলের প্রতিটি নির্ঘুম রাত,
দুঃখ দেয়ার পরেও কেনো তোমাকেই মন চায়
কি করে বোঝাই বোঝে নাহ্ এ মন।

তুমি কি আছো সেই আগের মতন
নাকি তোমার কষ্ট হয় আমাকে ভেবে?
তোমারও কি রাত কাটে নির্ঘুম চোখের জলে
বলো নাহ্' শুধু একবার শুনতে চাই।

এখনো কি তুমি ভালোবাসো আমায়
নাহ্ কি ভুলে গেছো ততোটা সহজেই?
যতটা দ্রুত চোখ বন্ধ করলেই
দু'চোখের আলো হারিয়ে যায়।

বলো নাহ্' কি করে মন থেকে তোমায় মুছে ফেলা যায়!

03/11/2023

অনেক স্বপ্ন ছিলো তোমাকে নিয়ে!

31/10/2023

আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়,
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

30/10/2023

কখনো খুব কাছের তুমি
কখনো দূর থেকেও দূরে চলে যাও,
দৃষ্টিতে ছুঁয়ে থাকো তুমি কখনো
কখনো আবার মেঘের আড়ালে হারাও।

রোজ এভাবে'ই আসা যাওয়া তোমার
ভিতর বাহির তোমার বসবাস,
বুকের বাঁ পাশে আগলে রাখা
তুমি আমার এক টুকরো আকাশ।

19/10/2023

তুমি যাকে ভালবাসলে নাহ্-
তাকেও কেউ ভালবাসবে।
যাকে ছুঁড়ে ফেলে দিলে অবহেলা দিয়ে-
তাকেও কেউ জড়িয়ে ধরবে মায়া মিশিয়ে।

17/10/2023

এখানে এসে দেখো কত যন্ত্রনা -
যেখানে ফেলে গেছো স্মৃতি...!
এক আকাশ তোমার আমার -
তবুও দূরত্ব টেনে দিয়েছে নিয়তি।

17/10/2023

"চলে গেছো তুমি বহুদূরে"
তবুও মন কেনো তোমায় ভেবে কাঁদে জানি নাহ্,
জানি ফিরবে নাহ্- মুছে দিতে চোখের জল
জড়িয় ধরে জানি বলবে নাহ্- তুমি আর কেঁদো নাহ্।

আমার রাত ভেসে যায় তোমার স্মৃতিতে
ভুলে যেতে চাইলেও জানি নাহ্- কেনো পারি নাহ্,
জানি ভালো আছো হাসি আর আনন্দে
এখন আমায় আর মনে পড়ে নাহ্।

10/10/2023

ভুলে গেছো জানি, "ওগো অভিমানী"
মনে পড়ে নাহ্ আর আমাকে?
জানো কি তুমি, ভুলতে পারিনি
কতরাত কেটে গেছে ভুলতে তোমাকে ।

বারেবারে শুধু মনে পড়ে যায়
মন হারিয়ে যায় তোমার স্মৃতিতে,
কত ব্যথা বুকে বোঝাতে পারিনি
বোঝাতে পারিনি কোনো ভুল ছিলো নাহ্
আমার ভালোবাসাতে।

ভুলে গেছো জানি, "ওগো অভিমানী"
মুছে দিয়েছো আমার নাম,
বড় বেশি আজ জানতে ইচ্ছে হয়
কখনো কি তোমার মনে আমিও ছিলাম...?

08/10/2023

আমি জানি নাহ্- আমি যাকে ভালোবেসেছি
সে আমাকে ভালোবেসেছিলো কি নাহ্।
যার অনুপস্থিতিতে আমি তাকে প্রতিটা মুহূর্ত মিস করি
সে আমাকে মিস করে কি নাহ্...

"আমি জানি নাহ্"

যার কথা মনে হলে আমার চোখ ভিজে
আমার মন খারাপ হয়,
নিজেকে ভীষণ এলোমেলো লাগে
যার কথা মনে হলে অন্য কিছুতেই মন বসে নাহ্।
আমার কথা তার একবারও মনে পড়ে কি নাহ্...

"আমি তা জানি নাহ্"

হাসি খুশি দিনের মাঝেও যার কথা মনে হলে
মুহূর্তেই কালো মেঘের মত ভার হয়ে যায় মন,
বৃষ্টির মত ঝরতে থাকে দু'চোখের জল
আমি নেই ভাবতেই তার দু'চোখেও জল আসে কি নাহ্...

আমি তা জানি নাহ্।

এখনো মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যাবার পর
যার কথা মনে পড়লে দু চোখের ঘুম উড়ে যায়।
যে মানুষটা নেই ভাবতেই ভীষণ কষ্ট হয়
মনে হয় যেনো তাকে ছাড়া আমি ভীষণ অসহায়
সে মানুষটার মনে কখনো কোনোদিন আমি ছিলাম কি নাহ্...

"আমি তা জানি নাহ্"

-আমি শুধু জানি-
সে স্বার্থপর মানুষটাকে আমি ভালোবেসেছিলাম
যে আমাকে স্বপ্ন দেখিয়েছিলো
যে আমাকে কথা দিয়েছিলো আমার হয়েই থাকবে।
আমি শুধু জানি সেই স্বার্থপর মানুষটাকে---
"এখনো আমি ভালোবাসি
এখনো অনেক বেশি মিস করি"

30/09/2023

আপনাকে
ভালোবাসতে
ভালো লাগে
তাই ভালোবাসি।

পাওয়া নাহ্ পাওয়ার প্রশ্ন এখানে গৌণ।

তাই
''পাব নাহ্''
এমনটা
নিশ্চিত হলে
ভালোবাসবো নাহ্!
এমনটা ভাবা ভুল।

যেদিন ভালোবাসতে আর ভালো লাগবে নাহ্
সেদিন নিজে থেকেই ভালোবাসা ছেড়ে দেবো।

26/09/2023

কতদিন যে বয়ে গেলো
কত যে রাত পার হলো
একটি বারও খবর নিলে নাহ্।

ভাবতেই জলে ভরে আখিঁ
তবুও আমি আশায় থাকি
তুমিতো এমন ছিলে নাহ্...!

20/09/2023

"যে ভুলে গেছে"
তাকেও ভুলে যাব ভেবেছি
অথচ কয়েক ঘণ্টা গত হতেই খুঁজেছি
লুকিয়ে হলেও তাকে দেখেছি।

অভিনয় করলে হয়তো ভুলে যাওয়া যায় সহজে
কিন্তু একবার ভালোবাসলে,
নাহ্ দেখে কি আর তারে থাকা যায়
মানুষ চলে যায় কিন্তু মায়া যে রেখে যায়।

ভুলে যাব বললেই কি আর ভুলতে পারে মন
মন কখনোই শোনে নাহ্ অভাগা মুখের বারণ।

"তুমি কোথায় হারিয়ে গেলে"
18/09/2023

"তুমি কোথায় হারিয়ে গেলে"

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতির বিচরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share