Islamic Way

Islamic Way Hi, This is "Islamic Way". Please follow me to get my videos and post everytime.

10/06/2024

যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পড়ে যেতে দেন না আপনি কি করে ভাবলেন সেই রব, আপনাকে একা ছেড়ে দিবেন।
সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে!

"ইনশাআল্লাহ্"

05/06/2024

"সব কিছু মনের মতন হয়ে গেলে,! আল্লাহ'র বিমুখ হয়ে যেতাম, বেঁচে থাকার সৌন্দর্য তো অপ্রাপ্তিতেও আছে!

পেয়ে খুশি তো সবাই হয় !"কৃতজ্ঞতা তো তখন'ই প্রকাশ পায়, যখন না পেয়েও মন রবের প্রতি সন্তুষ্ট রয়,!

আলহামদুলিল্লাহ্"🤍

31/05/2024

জুমআর দিন দোয়া কবুল হওয়ার দিন..!
🤲🌸

30/05/2024

- ''হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"🌸

- অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!'❤

22/05/2024

একা হয়ে যাওয়া মানে হলো আপনি খারাপ সঙ্গ ত্যাগ করেছেন। ❤️

—হযরত উমার (রা)

17/05/2024

আল্লাহ তাআলা নারীকে একথা বলেননি :
‘তুমি হিজাব করো’!
‘তুমি বোরকা পরো’!
‘তুমি স্কার্ফ পরো’!

আল্লাহ তাআলা বলেছেন :
১. মুমিন নারীগণ যেন বে-গা-না পুরুষের কাছে সৌন্দর্য প্রকাশ না করে!
وَلَا یُبۡدِینَ زِینَتَهُنَّ
(সূরা নুর : ৩১)

২. তোমরা আদি জা-হে-লি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়ো না!
وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَـٰهِلِیَّةِ ٱلۡأُولَىٰۖ
(সূরা আহযাব : ৩৩)

৩. মূল নিষেধাজ্ঞা সৌন্দর্য প্রকাশ করার বিষয়ে। যে বোরকা-হিজাবের মাধ্যমে সৌন্দর্য প্রকাশ পায়, বলাবাহুল্য সেটাও নি-ষি-দ্ধ। বোরকা-হিজাব এমন হওয়া জরুরী, যাতে সৌন্দর্য প্রকাশ না পায়।

বলাবাহুল্য চেহারাতেই সমস্ত সৌন্দর্য কেন্দ্রীভূত থাকে। কখনো চোখেও। এজন্য দৃষ্টিও অবনত রাখতে বলা হয়েছে।

~ আতিক উল্লাহ (হাফি.)

13/05/2024

প্রতিটি পাপের একটি ঢাকনা থাকে,

একবার সে ঢাকনা খুলে গেলে-সহজে গুনাহের

পথ থেকে ফিরে আসা যায় না। 🥲

-আদিব সালেহ
আল্লাহ সকল পাপ থেকে হেফাজত করুক! 🥲🤲

আলহামদুলিল্লাহ ❤️
30/04/2024

আলহামদুলিল্লাহ ❤️

29/04/2024
31/03/2024

আজ থেকে কদরের রাত তালাশ শুরু। আগামী দশটি রাত এর যে কোন একটিতে মহিমান্বিত সেই লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম! সেই রাতে যে কেউ কোন নেক আমল করবে তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ!
আমরা নিম্নে উল্লেখিত কিছু নেক আমল দিয়ে আমাদের এই কদরের রাতগুলো সাজাতে পারি ইং শা আল্লাহ। আল্লাহ কবুল করুন।

১.দান ( কমপক্ষে ১ টাকা হলেও)
২.নামাজ ( অন্তত দুই রাকাত)
৩.দুআ (গোটা উম্মাহর জন্য)
৪.৩ বার সূরা ইখলাস পড়া (কুরআন খতমের নিয়তে)
৫.কুরআন তিলাওয়াত ও মুখস্ত (হিফজের নিয়তে)
৬.রোজাদারকে ইফতার প্রদান (একটা খেজুর দিয়ে হলেও)
৭.তালিম+দ্বীনের দাওয়াত
৮.যিকির আজকার

দ্রষ্টব্য: কারো কথা শুনে কেউ নেক আমল করলে উক্ত ব্যক্তির জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ হয় সুবহানাল্লাহ। তাই আসুন আজই আমরা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেই। জাযাকাল্লাহ খাইরান।🤲♥️

22/03/2024

জান্নাতে রাইয়্যান’ নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন এ দরজা দিয়ে শুধু(রোজা) পালনকারী জান্নাতে প্রবেশ করবে।
আলহামদুলিল্লাহ।

সুবহানাল্লাহ ❤️
17/03/2024

সুবহানাল্লাহ ❤️

14/03/2024

তোমরা সাহরী খাও, কেননা সাহরীতে বরকত রয়েছে।
সহিহ বুখারীঃ ১৯২৩

12/03/2024

আল্লাহ আমাদেরকে আরো একটি রমজানে পৌছিয়ে দিয়েছেন!
আলহামদুলিল্লাহ ☺️

05/03/2024

As-salamu ʿAlaykum🌸

আপনি আপনার একাকিত্ব কীভাবে উপভোগ করেন❓

বিদায় হে প্রিয় রাহবার!🥹🥲আল্লাহ আপনাকে দুনিয়ার ন্যায় আখিরাতেও সম্মানিত করুক।❤️🥲"তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং ত...
03/03/2024

বিদায় হে প্রিয় রাহবার!🥹🥲
আল্লাহ আপনাকে দুনিয়ার ন্যায় আখিরাতেও সম্মানিত করুক।❤️🥲

"তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাঁহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।" (সূরা ইউনুস : ৫৬)

29/02/2024

সামনে রামাদান!
আপনি প্রস্তুত তো?

25/02/2024

-রবের নিষিদ্ধ কাজগুলোর প্রতি আমাদের এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মাক _

আমিন!

20/02/2024

“ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা। যে পরিস্থিতি পাল্টানো যায় না, সেই পরিস্থিতিতে তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এবং নিজেকে তাঁর নিকট সঁপে দেওয়া।” ❤️

~ আবু দারদা (রা.)
[তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২]

15/02/2024

প্রতিটি মুহূর্ত কাটুক রবের
শুকরিয়ায়।
আলহামদুলিল্লাহ!

02/02/2024

অনেকেই বলে আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, কিন্তু আদতেই তারা বিশ্বাস শব্দটাই উপলব্ধি করতে পারে নাহ।
যারা আসলেই আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখে তারা কখনই হতাশ হবে নাহ, হাই-হুতাশ করবে নাহ। ধৈর্য ধরবে এবং ভরসা করবে।

29/01/2024

"তোমরা জুতার ফিতা দরকার হলেও আল্লাহর কাছে চাও।"

~তিরমিজি-৪/২৯২

28/01/2024

প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয়।
[সহীহ মুসলিম-৪/২০৭৩]
সুবহানাল্লাহ!

25/01/2024

আয়েশি জীবন দিও না প্রভু, যে জীবন তোমায় ভুলিয়ে রাখে!
🥲🤲

24/01/2024

অনেক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন, আল্লাহ যা আপনাকে দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিলো না।

তাই, না পাওয়া জিনিসগুলোর জন্যও আলহামদুলিল্লাহ বলুন!❤️🌸

22/01/2024

হে আমার রব। নিশ্চয় আমি আমার নফসের প্রতি যূলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন।

—(সূরা আল-কাসাস ২৮:১৬)
আমিন!🤲

20/01/2024

-বেলা ফুরাবার আগে আজ তবে ফেরা হোক নীড়ে!
🥲🤲

15/01/2024

পাপ,
মানুষের জ্ঞান কমিয়ে দেয়! ব্যাক্তি যা জানত, তা ভুলে যায়।

ইবনুল ক্যাইয়ুম (রহ:)

14/01/2024

রজব মাস শুরু হলে রাসুল (সা:) বেশি বেশি এই দোয়াটা করতেন!,
"হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন।" ☺️❤️😐

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share