Md. Hossain Ahmed

Md. Hossain Ahmed আপনি যেকোন মানুষের বিপদে এগিয়ে যাবেন, আপনার বিপদেও কেউ না কেউ এগিয়ে আসবে।

31/12/2024

আমার দাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
সবাই দোয়া করবেন আমার দাদির জন্য!🤲😭

প্রচুর মানুষ বাচ্চাটিকে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন-আলহামদুলিল্লাহ!বাচ্চাটির মা এবং অভিভাবক মিলে নিঃস্বার্থ ভাবে একটি মুস...
26/12/2024

প্রচুর মানুষ বাচ্চাটিকে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন-
আলহামদুলিল্লাহ!
বাচ্চাটির মা এবং অভিভাবক মিলে নিঃস্বার্থ ভাবে একটি মুসলিম পরিবারের কাছে বাচ্চাটিকে হস্তান্তর করেছে।

বাচ্চাটির মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন
সেই মানবিক পরিবারটি।

বাচ্চা টা কেউ দত্তক নিতে চাইলে যোগাযোগ করুন।(ছেলে বাবু)এই বোনটি কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তার মা ক্যান্সারে আক্রান্ত। ত...
26/12/2024

বাচ্চা টা কেউ দত্তক নিতে চাইলে যোগাযোগ করুন।
(ছেলে বাবু)

এই বোনটি কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তার মা ক্যান্সারে আক্রান্ত। তার পক্ষে লালনপালন করা সম্ভব নয়।
অর্থের অভাবে ডেলিভারি হচ্ছিল না। মহান আল্লাহর মেহেরবানী তে আমরা "খুলনা ব্লাড ব্যাংক" সব ব্যাবস্থা করেছি। বিনাশর্তে আপনি বাচ্চাটা নিতে পারেন। তবে আমাদের অনুরোধ এই বিধবা বোন টাকে আপনি একটা কর্মসংস্থান করে দিতে পারেন কিনা বিবেচনা করতে পারেন।

Khulna blood Bank

বাবা মারা গিয়েছে বাচ্চাটার ,মা নেই! লাশ নিতে সহায়তা করতে পারবেন?চাচারা লাশ দাফন করতে চাচ্ছে না! লাশ বর্তমানে খুলনা মেডিক...
22/12/2024

বাবা মারা গিয়েছে বাচ্চাটার ,মা নেই!
লাশ নিতে সহায়তা করতে পারবেন?

চাচারা লাশ দাফন করতে চাচ্ছে না! লাশ বর্তমানে খুলনা মেডিকেলহাসপাতাল মর্গে আছে, নষ্ট হয়ে যাচ্ছে!

রংপুর নিয়ে যেতে হবে, এম্বুলেন্স ভাড়া ২২০০০ টাকা চাচ্ছে!
বাবার শেষ চিহ্ন টা রাখতে লাশ গ্রামে নিতে কেউ সহায়তা করতে পারবেন? সরাসরি যোগাযোগ করতে পারেন।

01740-948626
যোগাযোগ ( রোগীর নিকট আত্মীয় )

"বিঃদ্রঃ- আমাদের (খুলনা ব্লাড ব্যাংক) ফ্রী সার্ভিস এ্যাম্বুল্যান্স অন্য রোগি নিয়ে বাইরে আছে"

মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়া খুব জরুরী!
19/12/2024

মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়া খুব জরুরী!

17/12/2024

কুয়াকাটা কলিং!

আগামীকাল ইনশাআল্লাহ কুয়াকাটা থাকবো। আশেপাশে কেউ থাকলে জানাবেন, চায়ের দাওয়াত।

দেখে কি মনে হচ্ছে এভাবে লাশ নিয়ে যাচ্ছে! 🥲টাকার অভাবে রিক্সাওয়ালা বাবা ১৩ বছর বয়সের একমাত্র পুত্র সন্তান এর মরাদেহ দঁড়...
06/12/2024

দেখে কি মনে হচ্ছে এভাবে লাশ নিয়ে যাচ্ছে! 🥲

টাকার অভাবে রিক্সাওয়ালা বাবা ১৩ বছর বয়সের একমাত্র পুত্র সন্তান এর মরাদেহ দঁড়ি দিয়ে বেঁধে এভাবে নিয়ে যাচ্ছে ভ্যান করে।
জরুরীভাবে আমরা "খুলনা ব্লাড ব্যাংক " এর অ্যাম্বুলেন্স দিয়ে শেষ যাত্রায় নূন্যতম সম্মান রাখতে ফ্রী এম্বুলেন্স সেবা দেওয়া হলো।

কোথাও এমন দৃশ্য চোখে পড়লে ফ্রী এম্বুলেন্স সেবা পেতে যোগাযোগ করুণ আমাদের সাথে......
01911509898( মোঃ সালেহ উদ্দিন). সবুজ ভাই
01969-793876 (মোঃ আসাদ শেখ)
01994523823(মোঃ তুহিন হাসান)

রুপসা ঘাট, খুলনা।
29/11/2024

রুপসা ঘাট, খুলনা।

যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না,নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করে নিতে হয়।
21/11/2024

যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না,
নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করে নিতে হয়।

নীলাদ্রি লেক, টেকেরঘাট, সুনামগঞ্জ।
16/11/2024

নীলাদ্রি লেক, টেকেরঘাট, সুনামগঞ্জ।

14/11/2024

ছেলের কাছে মা সেইফ না, প্রতিবেশীর কাছে বাচ্চা সেইফ না, হাসবেন্ডের কাছে ওয়াইফ সেইফ না, ভালোবাসার মানুষের কাছেও মানুষ সেইফ না!💔
এমন এক যুগে আছি যেখানে কেউ কোথাও সেইফ না।

11/11/2024

বাচ্চার ব্যাপারে নিজের ছায়া কেও বিশ্বাস করা যাবে না, যার যার বাচ্চা তার তার বুকে আগলে রাখবেন।
মানুষ আর মানুষ নাই ! 🥲

আমার-আপনার-সবার আল্লাহ কিন্তু একই, সুতরাং সকলের দোয়া কিন্তু একজনই কবুল করবেন!তাই কারো উপকার করতে না পারলেও, অতিউৎসাহী হয়...
11/11/2024

আমার-আপনার-সবার আল্লাহ কিন্তু একই,
সুতরাং সকলের দোয়া কিন্তু একজনই কবুল করবেন!

তাই কারো উপকার করতে না পারলেও, অতিউৎসাহী হয়ে কারো ক্ষতি করবেন না। ধন্যবাদ

11/11/2024

স্বার্থ যেখানে শেষ, সেখান থেকে অবহেলা শুরু!

08/11/2024

ঘুষ নিয়ে করলেন চাকরি,
অন্যের হক্ব মেরে করলেন বাড়ি,
অবসরে রাখলেন লম্বা দাঁড়ি,

জান্নাত কি মামু বাড়ি?

কিছু আক্ষেপ থাকে একান্তই ব্যাক্তিগত,যা কাউকে বলা যায় না,,,,,,,💔
08/11/2024

কিছু আক্ষেপ থাকে একান্তই ব্যাক্তিগত,
যা কাউকে বলা যায় না,,,,,,,💔

ছবি তে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র ৩৬/৩৭ বছর, লিভার ক্যান্সারে আক্রান্ত। অন্তহীন অসহায়ত্বের মাঝে পুরো পরিবার টি।আমরা "Kh...
04/11/2024

ছবি তে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র ৩৬/৩৭ বছর,
লিভার ক্যান্সারে আক্রান্ত। অন্তহীন অসহায়ত্বের মাঝে পুরো পরিবার টি।
আমরা "Khulna blood Bank" মহান আল্লাহর রহমতে ১৫০০০ হাজার টাকার মত সহায়তা করেছি।

এটা খুবই নগন্য আমরা জানি!
আমরা আরো চেষ্টা করছি উনার জন্য কিছু করার, চাইলে আপনারা ও পাশে দাঁড়াতে পারেন।

যোগাযোগঃ 01913-730065 (বিকাশ + নগদ)
রোগীর নম্বর

সবাই শেয়ার করুন,,,অজ্ঞাত এই বোনটির লাশ খুলনা মেডিকেলের মর্গে পড়ে আছে। পরিবার খুঁজে পেতে সহযোগিতা করুন!
02/11/2024

সবাই শেয়ার করুন,,,
অজ্ঞাত এই বোনটির লাশ খুলনা মেডিকেলের মর্গে পড়ে আছে।
পরিবার খুঁজে পেতে সহযোগিতা করুন!

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Hossain Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Hossain Ahmed:

Videos

Share