Jessorer Kagoj

Jessorer Kagoj 'যশোরের কাগজ' প্রতিশ্রুতিশীল তরুণদের শেকড় পর্যায় থেকে তুলে আনতে চায় আলোতে।

যে প্রত্যয়ে যাত্রা ।।

এই সে যশোহর। যার নাম 'জসর' বা এখনও সবার প্রিয়তম নাম যশোর। নাম-যশ, প্রভাব-প্রতিপত্তিতে আদিকাল থেকে নিকট অতীত পর্যন্ত গৌরবময় ঐতিহ্যের জৌলুসে আমাদের সবার যশোর ছিল বড়ই গর্বের। উঁচু স্থান ছিল তার কাব্যে সাহিত্যে ধ্যানে ও জ্ঞানে। মুঘল আমলে ভারত সম্রাট মহামতি আকবর মানসিংহকে পাঠিয়ে ছিলেন। যশোহরের রাজা প্রতাপ আদিত্যের বিরুদ্ধে সমর- শয্যায়। হিউয়েন সাঙের বর্ণনায় মুড়লী রাজধানী থাকার পর

িচয়ে আমরা নন্দিত। বৃহত্তম যশোরের অধীনে ছিল অতীতের খুলনা তথা আজকের খুলনা। ভারতের বনগ্রাম বা বনগাঁ ছিল এই যশোরের ভিতরেই। নীল বিদ্রোহ, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের পীঠস্থান এই যশোর। চিত্রা, ভৈরব, নবগঙ্গা, মধুমতি, কপোতাক্ষ বিধৌত মাটির রসে সিক্ত যশোর জন্ম দিয়েছে বরেণ্য ব্যক্তিত্বদেরকে। মধু কবি, বিশ্বখ্যাত নৃত্য শিল্পী উদয় শংকর, কালী শংকর, রবি শংকর, শিল্পী এস, এম, সুলতান, সাংবাদিক নিমাই ভট্টাচার্য, বীজগণিতের কে পি বসু, বাঘা যতিন, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, খান বাহাদুর লুৎফর রহমান, সাহিত্যিক মনোজ বসু, ধীরাজ ভট্টাচার্য, কবি মানকুমারী, মির্জা সাপসিকান, পাগলা কানাই, বিভূতি ভূষণ, বিজয় সরকার, কবি গোলাম মোস্তফা, কবি ফররুখ আহমদ ও কবিরত্ন নাসির উদ্দীন আহমেদ-এরা সবাই আমাদের অহংকার। যশোরের যেমনি অহংকার আছে, গর্ব করার মতো ঐতিহ্য ও আছে। তেমনি বঞ্চনা ও দুঃখের শেষ নেই। যশোরের সমস্যা কি, সমাধান কোন পথে তা তুলে ধরার জন্যই 'যশোরের কাগজ' এর জন্ম। 'যশোরের কাগজ' তার বরেণ্য ব্যক্তিত্বদেরকে, এ মাটির নামী-দামী সন্তানদের বর্তমান প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে চায়। একই সাথে প্রতিশ্রুতিশীল তরুণদেরকে শিকড় পর্যায় থেকে তুলে আনতে চায় আলোতে। যশোরের কাগজ সকল ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার থাকবে। যশোরের কাগজ ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে প্রয়াসী হবে। বাঙালি জাতীয়তাবাদের চিন্তা চেতনায় উদ্বুদ্ধ যশোরের কাগজ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে ফুঁসে উঠবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-এ প্রশ্নে যশোরের কাগজ আমৃত্যু কোন রকম আপোষে বিশ্বাস করে না। যশোরের কাগজ গৌরবের বিজয় পতাকা টেনে নেবে সকলের সাথে। মাস্তানী, দুর্গন্ধ, অপযশ দূর করবে মহতী ঐতিহ্য ও প্রগতির চেতনায়। বিবেককে শাণিত করবে শিক্ষা, সভ্যতার চিরন্তন পথে।

- রুকুনউদ্দৌলাহ
উপদেষ্টা সম্পাদক।

যশোরের চৌগাছায় অসহায় এক বৃদ্ধার জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই জমিতে খুঁটি পুঁতে ঘ...
23/12/2024

যশোরের চৌগাছায় অসহায় এক বৃদ্ধার জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই জমিতে খুঁটি পুঁতে ঘিরে নেওয়া হয়েছে। এর প্রতিবাদ করায় বৃদ্ধা জাহানারা বেগমের পুকুর থেকে মাছ লুট ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। সস্ত্রাসীরা সবাই প্রত্যক্ষভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করে নেয়ার অভিযোগ করেছেন জাহানারা বেগম। তিনি চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের সহি উদ্দিন বিশ্বাসের মেয়ে।

যশোরের কাগজ।। Jessorer Kagoj ।। ১৬-৩১ ডিসেম্বর ।। ১ম পক্ষ পৌষ ১৪৩১
19/12/2024

যশোরের কাগজ।। Jessorer Kagoj ।। ১৬-৩১ ডিসেম্বর ।। ১ম পক্ষ পৌষ ১৪৩১


যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১১ আগস্ট) দুপুরে যশোর শহরের ...
11/12/2024

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১১ আগস্ট) দুপুরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১১ আগস্ট) দুপুরে যশো.....

10/12/2024
09/12/2024

যশোরে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত ।

জনউদ্যোগ যশোরের উদ্যোগে গতকাল শহরের বাবলাতলা ভৈরব নদের পাড়ে আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনের আয়ো...
08/12/2024

জনউদ্যোগ যশোরের উদ্যোগে গতকাল শহরের বাবলাতলা ভৈরব নদের পাড়ে আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের ভৈরব নদ থেকে বালু উত্তোলনের ফলে ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জনউদ্যোগ সদস্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু।

07/12/2024

যশোরের ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে জাতীয় সঙ্গীত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস পাল...
06/12/2024

যশোরে জাতীয় সঙ্গীত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধণ করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

ঐতিহাসিক যশোর মুক্ত দিবস ৬ ডিসেম্বর (শুক্রবার) আগামীকাল। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল প্...
05/12/2024

ঐতিহাসিক যশোর মুক্ত দিবস ৬ ডিসেম্বর (শুক্রবার) আগামীকাল। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল প্রাচীনতম এই জেলা। এদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা।

পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ে যশোর জংশন থেকে ঢাকা যেতে ৪ টি ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে বৃহত্তর যশোর রেল যো...
03/12/2024

পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ে যশোর জংশন থেকে ঢাকা যেতে ৪ টি ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। মঙ্গলবার দুপুর ১ টা থেকে আড়াইটা পযন্ত এই অবরোধ চলে। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

যশোরের কাগজ।। Jessorer Kagoj ।। ০১-১৫ ডিসেম্বর ।। ২য় পক্ষ অগ্রহায়ন ১৪৩১
02/12/2024

যশোরের কাগজ।। Jessorer Kagoj ।। ০১-১৫ ডিসেম্বর ।। ২য় পক্ষ অগ্রহায়ন ১৪৩১


02/12/2024
যশোরের শার্শায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি দুইগ্রুপের মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭জন আহত হয়ে...
26/11/2024

যশোরের শার্শায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি দুইগ্রুপের মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭জন আহত হয়েছেন। ২৬ নভেম্বর দুপুর ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরের শার্শায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি দুইগ্রুপের মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭জ.....

26/11/2024
25/11/2024

যশোরে নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত



জনউদ্যোগ যশোর ও আইইডি কেন্দ্রের আয়োজনে “যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ়, সেখানে নারীর প্রতি অত্যাচার অধিক’’ এই প্রতিপাদ্যে...
25/11/2024

জনউদ্যোগ যশোর ও আইইডি কেন্দ্রের আয়োজনে “যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ়, সেখানে নারীর প্রতি অত্যাচার অধিক’’ এই প্রতিপাদ্যে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে।
সোমবার বিকেল ৪ টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

জনউদ্যোগ যশোর ও আইইডি কেন্দ্রের আয়োজনে “যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ়, সেখানে নারীর প্রতি অত্যাচার অধিক’’ এই প্র...

পদ্মাসেতু রেল প্রকল্পে ভাঙ্গা-নড়াইল-যশোর বা খুলনা রুটে ট্রেন চলাচলের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এই রুটে কিভাবে এবং ক’টি ...
21/11/2024

পদ্মাসেতু রেল প্রকল্পে ভাঙ্গা-নড়াইল-যশোর বা খুলনা রুটে ট্রেন চলাচলের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এই রুটে কিভাবে এবং ক’টি ট্রেন চালানো হবে তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। যশোরসহ বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন দাবির বিষয়গুলো বিবেচনায় নিয়ে ট্রেন সিডিউল নির্ধারণের চেষ্টা চলছে। তবে কোচ সংকটের কারণে পদ্মাসেতুর যশোর বা খুলনাবাসীকে চূড়ান্ত সুবিধা পেতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

পদ্মাসেতু রেল প্রকল্পে ভাঙ্গা-নড়াইল-যশোর বা খুলনা রুটে ট্রেন চলাচলের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এই রুটে কিভাবে এ...

যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপার্সনকে মারপিট করেছে সন্...
20/11/2024

যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপার্সনকে মারপিট করেছে সন্ত্রাসীরা। এসময় ক্যামেরা ভাংচুর ও মোবাইল ছিনিয়ে নেয় তারা।

যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপার্সনকে মার....

Address

Purobitan (2nd Floor), Netaji Suvas Chandra Sarak
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Jessorer Kagoj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jessorer Kagoj:

Videos

Share