Farhan Ahmed Rahul

  • Home
  • Farhan Ahmed Rahul

Farhan Ahmed Rahul Digital creater �

ক্যানভা কি?ক্যানভা একটি সহজিকরন চিত্রলৈখিক নকশা প্রণয়ন (গ্রাফিক ডিজাইন) সরঞ্জামভিত্তিক ওয়েবসাইট, যা ২০১২ সালে প্রতিষ্ঠ...
17/10/2022

ক্যানভা কি?

ক্যানভা একটি সহজিকরন চিত্রলৈখিক নকশা প্রণয়ন (গ্রাফিক ডিজাইন) সরঞ্জামভিত্তিক ওয়েবসাইট, যা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করে এবং চিত্রকর্ম, ভেক্টর চিত্র, গ্রাফিক্স এবং ফন্টসমূহে প্রবেশ সরবরাহ করে। এটি অপেশাদারদের পাশাপাশি পেশাদাররাও ব্যবহার করেন।[১][৪] সরঞ্জামগুলি ওয়েব এবং মুদ্রণ মিডিয়ায় ডিজাইন এবং গ্রাফিক্স উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে।

সোশ্যাল মিডিয়া কি?এটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হল সামাজিক মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ তথ্য প্রযুক্তির এই...
16/10/2022

সোশ্যাল মিডিয়া কি?
এটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হল সামাজিক মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ তথ্য প্রযুক্তির এই যুগে যেসকল মাধ্যম ব্যবহার করে একটি ভার্চুয়াল কমিউনিটি বা কৃত্রিম সমাজ গড়ে তোলা যায় তাকেই মূলত সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। এর ব্যবহারকারীরা অন্যদের সাথে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কন্টেন্ট শেয়ার করতে পারে খুব সহজেই। নিজের অনুভুতি প্রকাশ করতে পারে বিভিন্ন পোস্টের মাধ্যমে। দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই প্লাটফর্ম। অসংখ্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে। তাদের মধ্যে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইউটিউব, পিন্টারেস্ট,ইন্সটাগ্রাম,হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি উল্লেখযোগ্য।

সোশ্যাল মিডিয়ার সুফল বা উপকারিতাঃ

পৃথিবীর সকল মানুষের কাছে নিজের মনের ভাব প্রকাশ করা যায়।

যোগাযোগ, তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোন জুরি নেই।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেকোনো বিজনেসকে খুব সহজেই প্রমোট করা যায়।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসে অনলাইন ইনকাম করা যায়।

আজকের ক্লাসটা আমার খুব  ভালো লেগেছে, ক্লাস টপিক ছিল    Ms Excel । আমাদের  ক্লাসটা নিয়েছেন Akhi Akter Nishi  মেডাম । কি ক...
12/10/2022

আজকের ক্লাসটা আমার খুব ভালো লেগেছে, ক্লাস টপিক ছিল
Ms Excel । আমাদের ক্লাসটা নিয়েছেন Akhi Akter Nishi মেডাম । কি কি কাজ আমরা করতে পারি তা সম্পর্কে আমরা সম্পুর্ন ধারণা পেয়েছি। কিভাবে আমরা সেলারী সিট তৈরী করতে পারবো সেটাও আমরা শিখতে পেরেছি ওনার পুরো ক্লাসটা ছিল অসাধারণ।

আলহামদুলিল্লাহ  সত্যি বলতে আজকে আমি মন থেকে অনেক খুশি  কারন প্রিয় Boloram Roy  স্যার এর  ক্লাস করে বুঝলাম যে আমরা কিভাবে...
11/10/2022

আলহামদুলিল্লাহ সত্যি বলতে আজকে আমি মন থেকে অনেক খুশি কারন প্রিয় Boloram Roy স্যার এর ক্লাস করে বুঝলাম যে আমরা কিভাবে একটা প্রফেশনাল ভাবে CV লিখতে পারি । নিজের দক্ষতায় আর Microsoft Word দিয়ে কিভাবে আমরা আমাদের ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করতে পারি। ফ্রিলান্সিং জগতে। প্রিয় Mr.Boloram Roy স্যার আপনার প্রতি আমার হৃদয়ের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা🌹। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ফ্রিলান্সিং জগতে আমার নিজের জায়গা দখল করতে পারি।😇

Tools management এর প্রধান কাজ হলো:১.আপনারা মোবাইল ফোন দিয়া Chrome browser open করুন, তারপর 3ডট বাটনে ক্লিক করুন, এরপর ল...
10/10/2022

Tools management এর প্রধান কাজ হলো:

১.আপনারা মোবাইল ফোন দিয়া Chrome browser open করুন, তারপর 3ডট বাটনে ক্লিক করুন, এরপর লেখা আছে Desktop site এর পাশে ঠিক দিন, এরপর আপনার মোবাইল ফোন কম্পিউটার বা ল্যাপটপ মুড হবে।

২. আপনারা মোবাইল ফোন দিয়া Chrome browser open করুন, যেকোনো একটা website গিয়া তারপর 3ডট বাটনে ক্লিক করুন, তারপর add to home screen এ ক্লিক করুন, অাপনার display তে add হবে।

৩. আপনারা মোবাইল ফোন দিয়া Chrome browser আপনার পছন্দের যেকোনো web site গিয়া, এরপর 3ডট বাটনে Ster বাটনে ক্লিক করুন। এরপর bookmark হবে।

27/09/2022

❝সমাজ❞ 😪
ভয়ানক একটি নাম 🙂💔

Address


Alerts

Be the first to know and let us send you an email when Farhan Ahmed Rahul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhan Ahmed Rahul:

  • Want your business to be the top-listed Media Company?

Share