আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি....
সেই রেল লাইনের ধারে.....
শিল্পী : সাবিনা ইয়াসমিন
সৌজন্যে : RADIO MAGPIE
সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি
শিল্পী : রাজীব
মূল শিল্পী: আব্দুল হাদী
গীতিকার: মনিরুজ্জামান মনির
সুরকার: আলাউদ্দিন আলী
সৌজন্যে : Radio Magpie
একটি বাংলাদেশ 🇧🇩
গীতিকারঃ নঈম গওহর
সুরকারঃ অজিত রায়
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সৌজন্যে: Radio Magpie
বোরো ধানের চাষ
হাওর বা বাঁওড় শব্দ থেকে বোরো শব্দের উৎপত্তি। বোরো ধানগুলো এককালে আমাদের দেশে হাওর ও বাঁওড় এলাকায় চাষ হতো। বর্তমানে সেচের বিস্তার হওয়ায় অন্যান্য উঁচু জমিতেও এর চাষ হচ্ছে। বোরো মওসুমে ধানগাছ প্রচুর সূর্যকিরণ পায়, সার বেশি গ্রহণ করে অথচ গাছ ও পাতা হেলে পড়ে না, ফলবান কুশি বেশি হয় এবং অধিক ফলন পাওয়া যায়। তাই এ মওসুমে আধুনিক জাতের বোরো ধানের চাষ সম্প্রসারণ করা প্রয়োজন। বোরো ধানের ভালো ফলন পেতে হলে জমি তৈরি, সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার এবংসময়মতো চারা রোপণ করে অন্যান্য পরিচর্যা সঠিকভাবে করতে হবে।
জমি তৈরি
--------------
ধানের চারা রোপণের জন্য জমি কাদাময় করে উত্তমরূপে তৈরি করতে হবে। এ জন্য জমিতে প্রয়োজনমতো জল দিয়ে মাটি একটু নরম হলে ১০-১৫ সেন্টিমিটার গভীর করে সোজাসুজি ও আড়াআড়িভাবে চার-পাঁচটি চাষ ও মই দিতে হবে যেন মাটি থক