Eat To Survive

Eat To Survive Social Welfare Organisation.

ক্ষমা করবেন। দুটোই অপবিজ্ঞান
23/12/2024

ক্ষমা করবেন।
দুটোই অপবিজ্ঞান

উন্নায়ন,উন্নয়নআমার নাম জনসিনা। আমার বন্ধুর বাবা মারা যাওয়ার পর সে আমাকে বলল, "দোস্ত, আমি গ্রামে যাচ্ছি। এক মাসের জন্য ব...
13/12/2024

উন্নায়ন,উন্নয়ন
আমার নাম জনসিনা। আমার বন্ধুর বাবা মারা যাওয়ার পর সে আমাকে বলল, "দোস্ত, আমি গ্রামে যাচ্ছি। এক মাসের জন্য বাড়িটা দেখে রাখিস।" আমি বললাম, "স্বজন হারানোর ব্যাথা যে কি তা আমার থেকে ভালো কে জানে"😭😭😭"কোনো চিন্তা করিস না। সব ঠিক থাকবে।"

বন্ধু গ্রামে চলে যাওয়ার পর, আমি বাড়িতে ঘুরতে ঘুরতে একটা বাক্স পেলাম। বাক্সের ভেতর ১৮ লাখ টাকা ছিল! আমি সেখান থেকে ১৪ লাখ টাকা আমার ছেলে কুজিব এর বিদেশে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম। বাকি ৪ লাখ টাকা দিয়ে ঘরের জন্য ফ্রিজ, টিভি আর আসবাবপত্র কিনলাম।

দেড় মাস পর, বন্ধু তার বাবার চল্লিশা শেষ করে বাড়ি ফিরল। ঘরে ঢুকেই ফ্রিজ, টিভি আর নতুন আসবাব দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, "এসব কোথা থেকে এলো?" আমি গর্ব করে বললাম, "তোর বাক্সের টাকায় বাড়ির উন্নয়ন করেছি!"

বন্ধু চমকে উঠে বলল, "কী সর্বনাশ করলি?!" সে টাকার হিসাব মেলাতে গিয়ে দেখল, ১৮ লাখ টাকার মধ্যে জিনিসপত্র কেনার পরও ১৪ লাখ টাকা উধাও। সে রেগে গিয়ে বলল, "তুই চুরি করেছিস! এটা আমার কষ্টের টাকা ছিল।"

আমি রেগে গিয়ে বললাম, "চুরি নয়, উন্নয়ন করেছি। ফ্রিজ,টিভি, এসব কে দিয়েছে? আমি দিয়েছি।

বন্ধু কাঁদতে কাঁদতে বলল, "তোর চুরির টাকায় আরও অনেক কিছু করা যেত।" আমি জবাব দিলাম, "পারলে আমার মতো ফ্রিজ কিনে দেখা। আমি উন্নয়ন করেছি, আর তুই আমাকে চোর বলছিস? যদি তুই এত ভালো মানুষ হোস, তাহলে এখন তুই বাড়ির দায়িত্ব নে। আর পারলে আরেকটা ফ্রিজ কিনে দেখা।

#কপি

24/11/2024

তোমাকে ছাড়া ১ দিন, আমার ২৪ ঘন্টা মনে হয়।

হাঁসহাঁসের মতোই দুলকি চালে চলে আপনার জীবন। কোনো কিছু করার আগে বা কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে আপনি বেশ ভাবনা-চিন্ত...
23/11/2024

হাঁস
হাঁসের মতোই দুলকি চালে চলে আপনার জীবন। কোনো কিছু করার আগে বা কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে আপনি বেশ ভাবনা-চিন্তা করেন। সব বিষয়ে আপনি বিচার-বিশ্লেষণ করেন। আচমকা কোনো কিছু করা আপনার কাজ নয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পছন্দ করেন আপনি। আর তার ছাপ আপনার জীবনের সিদ্ধান্তগুলোতে দেখা যায়। বলা যায়, আবেগ নয় আপনি বিবেকের কথা শুনে চলেন।

খরগোশ
আপনি খরগোশের মতোই অস্থির স্বভাবের। আপনি সবকিছু খুব দ্রুত ও সঠিক সময়ে করতে পছন্দ করেন। আর সেজন্য আপনি মনের কথা শুনেই চলতে পছন্দ করেন। অনেক সময় আবেগের বশবর্তী হয়ে হয়তো সঠিক কাজটি করা হয় না। তবুও বিবেক খাটিয়ে কালক্ষেপণ না করে আবেগের দেখানো পথেই চলেন আপনি। আর এটাই আপনার বিশেষত্ব, যা সবাইকে টানে।

ছবি: ড. আশমিজার ইন্সটাগ্রাম (বাইট সাইজ লিডারশিপ)

একজন ৩৫০ টাকা কে‌জি‌তে পেঁয়াজ খাওয়া‌নোর পর হা‌সিমু‌খে ব‌লে‌ছি‌লো, পেঁয়াজ খাওয়া বাদ দেন, আ‌মি পেঁয়াজ ছাড়াই তরকা‌রি রান্...
20/11/2024

একজন ৩৫০ টাকা কে‌জি‌তে পেঁয়াজ খাওয়া‌নোর পর হা‌সিমু‌খে ব‌লে‌ছি‌লো, পেঁয়াজ খাওয়া বাদ দেন, আ‌মি পেঁয়াজ ছাড়াই তরকা‌রি রান্না ক‌রি।।

২৫০ টাকা কে‌জি‌তে বেগুন খাওয়া‌নোর পর ব‌লে‌ছি‌লো কুমড়া দিয়া বেগু‌নের কাম চালিয়ে দেন।।

গরুর গোস্ত এ‌ড়ি‌য়ে চলার পরামর্শ দি‌য়ে ব‌লে‌ছি‌লো, কাঁঠাল খান।।

১২০০ টাকা কে‌জি‌তে ম‌রিচ খাওয়া‌নোর পর ব‌লে‌ছি‌লো, ম‌রিচ খাই‌লে আলসার হয়।।

৩ হাজার টাকা কে‌জি‌তে ই‌লিশ খাওয়া‌নোর পর ব‌লে‌ছি‌লো, ই‌লিশ খাওয়া বাদ দেন, ই‌লি‌শের প‌রিব‌র্তে তেলা‌পিয়া মাছ খান।।

এসব খুব বে‌শি পুরনো খবর নয়, এখ‌নো চো‌খের সাম‌নে ভাস‌ছে।। ম‌নে আ‌ছে কি ??

゚ spss.tv Eat To Survive spss tv🌹 Md. Abu Sayed

18/11/2024

কিছু মহিলা আছেন,
এরা একসাথে দশটা পরিবারের টেনশনে ভোগেন!
একটা নিজের, দু'টো প্রতিবেশীর আর
বাকি সাতটা ভারতীয় টিভি সিরিয়ালের।

17/11/2024
কথা কন ঠিক কি না?
16/11/2024

কথা কন ঠিক কি না?

With spss.tv – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉
14/11/2024

With spss.tv – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉

***পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, মাত্র ৬ শব্দের....সবচেয়ে ছোট গল্পগুলোর মধ্যে বিখ্যাত একটি হলো আর্নেস্ট হ্যামিংওয়ের গল্পটি। ম...
12/11/2024

***পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, মাত্র ৬ শব্দের....

সবচেয়ে ছোট গল্পগুলোর মধ্যে বিখ্যাত একটি হলো আর্নেস্ট হ্যামিংওয়ের গল্পটি। মাত্র ছয় শব্দের গল্প। গল্পটা প্রায় সকলেরই জানা।

হ্যামিংওয়ে গল্পটা লিখেছিলেন বাজি ধরে। এখন মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই! কার সঙ্গে বাজি ধরেছিলেন হ্যামিং? প্রচলিত আছে বাজি ধরেছিলেন অপর দুই মহারথীর সঙ্গে।

এক গ্রীষ্মে বোটে করে মাছ ধরতে গিয়েছেন তিনজন। হ্যামিংওয়ে, ফিদেল কাস্ত্রো আর চে গুয়েভরা। অনেকক্ষণ বড়শি নিয়ে বসে থেকেও কোনো মাছের দেখা না পেয়ে বিরক্ত হয়ে উঠছেন সবাই। বিরক্তি কাটাতে চে গুয়েভরা বললেন- আরে ধূর! মাছে খায় না তো কী হয়েছে? আমরা তো খেতে পারি।

বলতে বলতে তিনি স্ন্যাক্সের প্যাকেট খুলে খাওয়া শুরু করলেন। হ্যামিংওয়ে আর ক্যাস্ত্রোই বা আর বসে থাকবেন কেন। খাওয়া শুরু করলেন তারাও। খেতে খেতে ফিদেল কাস্ত্রো হ্যামিংওয়েকে বললেন- তা কী এমন গল্প লেখো? এখন একটা গল্প লিখে দেখাও তো। হ্যামিংওয়ে বললেন- এখন? এই মাঝ নদীতে গল্প লিখব কী করে? নোটবুক খাতাপত্র তো সব রেখে এসেছি।

চে গুয়েভরা তখন খাওয়া শেষে টিস্যু পেপারে হাত মুছছিলেন। হাত মোছা বন্ধ করে তিনি টিস্যু পেপারটা হ্যামিংওয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন- এই নাও টিস্যু পেপার। ইচ্ছে থাকলে এখানেও লেখা যায়। হ্যামিংওয়ে হাত বাড়িয়ে টিস্যু পেপারটি নিলেন। খাওয়া বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন নদীর শান্ত স্বচ্ছ জলের দিকে। তারপর লিখলেন ছয়টি শব্দ।

এই ছয়টি শব্দ পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্ষুদ্র ছোট গল্প হয়ে গেল। তিনি লিখলেন- 'ফর সেল, বেবিস সুজ,নেভার ওরন।' অর্থ্যাত্‍, 'বিক্রির জন্য, শিশুর জুতো, ব্যবহৃত নয়'।

গল্পটির ভাবার্থ এইরকম- বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল। তবে সেই বাচ্চাটি পৃথিবীর আলোই দেখেনি। মায়ের গর্ভেই শিশুটির মৃত্যু হয়। ছয় শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি! এ ধরণের গল্পকে বলা হয় 'ফ্ল্যাশ ফিকশন' বা অণুগল্প। মাইক্রো শর্ট স্টোরি নামেও ডাকা হয় এসব গল্পকে। গল্পটি দারুণ পছন্দ হলো ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভরা দু'জনেরই। ক্যাস্ত্রো সঙ্গে সঙ্গে ১০ ডলার বের করে বকশিশ দিলেন হ্যামিংওয়েকে।

তবে এই গল্পটার রচনা নিয়ে আরো একটি গল্প চালু আছে। হ্যামিংওয়ে একদিন তার অফিসের ছয় কলিগের সঙ্গে গল্প করছিলেন। হঠাত্‍ তিনি বললেন- মাত্র ছয় টি শব্দ দিয়ে তিনি একটি চমত্‍কার গল্প লিখতে পারবেন। তার কলিগরা হেসেই উড়িয়ে দিলো। বললো, ঠিক আছে। ১০ ডলারের বাজি। হ্যামিংওয়ে গল্পটা লিখলেন এবং বাজিতে জিতে গেলেন।

মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি সাতটি উপন্যাস, ছয়টি ছোট গল্প সংকলন এবং দুটি নন ফিকশন গ্রন্থ প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পর আরো তিনটি উপন্যাস, চারটি ছোট গল্প সংকলন এবং তিনটি নন-ফিকশন গ্রন্থ প্রকাশ হয়েছিল। তার প্রকাশিত গ্রন্থের অনেকগুলোই আমেরিকান সাহিত্যের চিরায়ত বা ক্লাসিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।

পৃথিবীর আরেকটি ক্ষুদ্রতম গল্প বা ফ্ল্যাশ ফিকশনের কথা জানেন কি? ‘নক’ নামের এ গল্পটির লিখেছিলেন ফ্রেড্ররিক ব্রাউন। এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত ভূতের গল্প। এ গল্পের লেখক ফ্রেড্ররিক ব্রাউনও ছিলেন আমেরিকান। গল্পটি নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে? গল্পটি হলো-

'দ্য লাস্ট ম্যান অন আর্থ সেট আ রুম। দেয়ার ওয়াজ আ নক অন দা ডোর'। এর অনুবাদ করলে দাঁড়ায়, পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকী একটা রুমে বসে আছেন। হঠাত্‍ কে যেন তার দরজায় নক করল।

লাইনটি পড়তে পড়তে আপনার মনে হয়তো অনেক প্রশ্নের উদয় হয়েছে? ভাবছেন পৃথিবীর শেষ মানুষ… তাহলে দরজায় নক করলে কে? এজন্যই এই লাইন দুটি জায়গা করে নিয়েছে ছোট গল্পের তালিকায়।






















spss.tv Eat To Survive Md. Abu Sayed spss tv🌹

আমার গণতন্ত্র, জবাবদিহিতা ইত্যাদি সংস্কার লাগবে। কী আছে আপনাদের দোকানে?
11/11/2024

আমার গণতন্ত্র, জবাবদিহিতা ইত্যাদি সংস্কার লাগবে। কী আছে আপনাদের দোকানে?

বীজ শোধন ছাড়া আলু বীজ কেউ লাগাবেন না। ১০ কেজি বীজ + ১০ লিটার পানি + ৩০ গ্রাম কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক অর্থাৎ ১ ...
11/11/2024

বীজ শোধন ছাড়া আলু বীজ কেউ লাগাবেন না।

১০ কেজি বীজ + ১০ লিটার পানি + ৩০ গ্রাম কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক

অর্থাৎ ১ কেজি বীজের জন্য ১ লিটার পানি ও ৩ গ্রাম ছত্রাক নাশক। এভাবে হিসেব করে নেবেন।

এর মধ্যে আলু বীজ ১০ মিনিট চুবিয়ে রেখে তুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বাতাসে শুকিয়ে জমিতে রোপন করুন৷

তাহলে অনেকগুলো রোগ থেকে আলু বেচে যাবে ইনশাআল্লাহ।

মোঃ আব্দুল্লাহ আল মাসুম
বিসিএস কৃষি ক্যাডার

আপা ও আপা সেলফি ডিলেট করেন, না হয় সমস্যা হবে🤣
07/11/2024

আপা ও আপা সেলফি ডিলেট করেন, না হয় সমস্যা হবে🤣

আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর ট্রাম্প সাহেব তার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন।ডোনাল্ড ট্রাম্প আগামী ৮ নভেম্বর ওয়াশিংটন থেকে...
06/11/2024

আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর ট্রাম্প সাহেব তার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প আগামী ৮ নভেম্বর ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার সাথে সভা হওয়ার কথা আছে। পরেরদিন ৯ নভেম্বর চাটার্ড ফ্লাইটে শেখ হাসিনাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবতরন করবেন বলে শোনা গেছে। সেখানে মাজার জিয়ারত করে সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জ থেকে শেখ হাসিনাকে নিয়ে গনভবনে আসবেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন তিনি গণ ভবণেই। তারপর ট্রাম্পের সম্মানে একটি নৈশ ভোজ হবে। সেই নৈশ ভোজে নরেন্দ্র মোদীর অংশ নেওয়ার কথা রয়েছে। নৈশ ভোজ শেষে রাত ১০টায় তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
🥴🥴🥴😜😜😜

জয়ভাঙ্গা

!N     ゚
03/11/2024

!
N

Address

Rajgonj Bazar
Jessore
7440

Telephone

+8801516186746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eat To Survive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share