দৈনিক বাংলার দর্পণ

দৈনিক বাংলার দর্পণ � .... সত্যির জয় একদিন হবেই.. ।
____==ইন-শাহ-আল্লাহ==___।।

25/12/2024

২৫ ডিসেম্বর -২৪, নাকোল রাইচরন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।
মাগুরায় কৃষক সমাবেশ।

দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ এর অংশ হিসেবে আজকে মাগুরার শ্রীপুর নাকোল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে "কৃষক সমাবেশ" অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক জননেতা শহিদুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জনপ্রিয় ব্যাক্তিত্ব, জেলা বিএনপির নবনিযুক্ত সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

একটি চমৎকার কৃষক সমাবেশ করার জন্য মাগুরা জেলা কৃষকদল এবং স্থানীয় কৃষক নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতিআজ সকালে যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের স...
25/12/2024

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি

আজ সকালে যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত’রা যশোর ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। এ ধরণের লোমহর্ষক, পৈশাচিক, বর্বরোচিত ও কাপুরুষোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে কোনভাবেই মেনে নিতে পারছে না বলেই বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন-খারাবীর মতো পৈশাচিক ও লোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে। আওয়ামী ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠীর পশুর চেয়েও হিংস্রতা ও ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়। খুন-খারাবির মাধ্যমে ঘাপটিমারা আওয়ামী দুস্কৃতিকারিরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই জনগণসহ বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা ও গুরুতর আহত করা হচ্ছে। যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা নির্দয়ভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোন বিকল্প নেই। সন্ত্রাসীদের দমণে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে। নইলে সন্ত্রাসীদের দাপটে দেশ আবারো অস্থিতিশীল হয়ে পড়বে। তাই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।”

বিএনপি মহাসচিব বিবৃতিতে যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে গুরুতর আহতকারী আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অপর এক বিবৃতিতে জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাকে কুপিয়ে গুরুতর আহত করার নির্মম ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

23/12/2024
23/12/2024

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য | সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মানে ঠাকুরগাঁওতে বিএনপি'র জনসভা | ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার
ভিডিও কৃতজ্ঞতায়ঃ সময় টিভি।

#বিএনপি #মির্জাআলমগীর #জনসভা #ঠাকুরগাঁও

আপনার চোখে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদ কে? পছন্দের ক্রীড়াবিদকে ভোট দিয়ে নির্বাচিত করতে ক্লিক করুন   .sportsaward.pro
22/01/2024

আপনার চোখে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদ কে? পছন্দের ক্রীড়াবিদকে ভোট দিয়ে নির্বাচিত করতে ক্লিক করুন .sportsaward.pro

....দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিনটি ইউপি) আসন থেকে আওয়ামী লীগ প্...
18/12/2023

....দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিনটি ইউপি) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যার অংশ হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন এই কণ্ঠশিল্পী।

নৌকা প্রতীক পেয়ে মমতাজ বলেন, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের প্রধান শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে তৃতীয়বারের মতো নৌকা প্রতীক দেওয়ার জন্য। আমি মনে করি নৌকা সকলের পরিচিত মার্কা, উন্নয়নের মার্কা। আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সুন্দর, সুষ্ঠ নির্বাচন হবে ও আমরা জয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

প্রসঙ্গত, ২০০৮ সালের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রথমবার সংসদ সংদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মমতাজ বেগম আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। টানা তৃতীয়বারের মতো মমতাজ বেগম নৌকা প্রতীকে ভোটের লড়াই করবেন।

18/12/2023

Evidence আছে নিয়োগ ছিলো মহিলা কোটায় চাকরি করছেন পুরুষ তাহলে
ঘুষের টাকা কার কার পকেটে সব মিলিয়ে শিক্ষক নিউজ চলবেই। ফ্যাক্ট হাইস্কুল নিয়োগের অনিয়ম-দুর্নীতির মুখোশ উন্মোচন।
জেলা. ঝিনাইদহ
থানা.মহেশ পুর
ইউনিয়ন. স্বরুপ পুর....!!!🙂

Happy birthday mama  khan..!! many many return of the day mama🙂🥰
18/12/2023

Happy birthday mama khan..!! many many return of the day mama🙂🥰

আজ ১৮ ডিসেম্বর দৈনিক বাংলার দর্পণ পত্রিকার প্রকাশক ও ক্ষুরধার লেখনীতে সমৃদ্ধ সাহসী সাংবাদিক তুহিন খানের শুভ জন্....

Address

Dhaka
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বাংলার দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক বাংলার দর্পণ:

Videos

Share