18/07/2024
কো*টা আন্দো*লনের প্রেক্ষিতে আমার একজন বড় ভাই এর সাথে গতকাল ফোনে কথা হয়েছিলো। যিনি অনেক বড় একজন ইউটিউবার এবং বিভিন্ন সর*কারী কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি নাম গোপন করে একটা পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যদি একমাত্র এটা বাস্তবায়ন করতে পারো তাহলে সর*কার বাধ্য হবে তোমাদের এই আ*ন্দোলন নিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে।
সেটা হচ্ছে, বাংলাদেশের সমস্ত ব্যাং*কগুলোর সামনে গিয়ে একত্রিত হয়ে ব্যাং*ক এ ঢুকার সকল রাস্তা ব্ল*ক করে ব্যাং*ক এর সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া।
কারণ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাট বন্ধ হলে এতে করে শুধুমাত্র সাধারণ জনগণের ভোগান্তি হবে যেটায় সর*কারের কিছুই যায় আসে না। কিন্তু বাংলা*দেশের ব্যাং*কগুলো ব*ন্ধ করা গেলে কোটি কোটি টাকা লেনদেন বন্ধ থাকবে, হাজার কোটি কা*লো টাকা আটকে যাবে। নিম্ন থেকে শুরু করে একদম বড় বড় ব্যবসায়ীদের জন্য সমস্যা সৃষ্টি হবে। এবং তখন তারাই সর*কারকে চাপ দিবে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য
লিখাটা কপি করে আপনিও আন্দো*লন কারী ভাই বোনদের জানার ব্যাবস্থা করে দিন যাতে শক্তির সাথে সাথে বুদ্ধি দিয়েও এগিয়ে যেতে পারে।
পোস্ট করুন, কমেন্ট করুন, পরিচিতো দের কাছে পাঠিয়ে দিয়ে তাদেরও ছড়িয়ে দিতে বলুন লিখাটা
Collect.
তবে আপনারাও এটা শেয়ার করে সবার কাছে পৌছে দেন।সবার কাছে রিকোয়েস্ট থাকলো।যে যেভাবে পারেন সাহায্য করেন।