ইসলামের আলো

ইসলামের আলো content creator

21/11/2024

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷

21/11/2024

হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর ও দয়া কর, দয়ালুদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ দয়ালু।
( সুরা: আল-মুমিনুন-১১৮)
আমিন

21/11/2024

আপনার জানা অজানা পাপের পাহাড়ের দিকে একটু চোখ মেলে তাকান তো! এবার ভাবুন— আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ ক্ষমা আপনার প্রয়োজন! অন্তত সেই প্রয়োজনের তাগিদে হলেও, অন্যকে ক্ষমা করতে শুরু করুন। যারা ক্ষমা করে, তারাই ক্ষমাপ্রাপ্ত হয়।

21/11/2024

আপনি দৈনিক একজনের কাছে দাওয়াহ পৌছে দিলে। বছরে সেটা ৩৬৫ জন৷

আপনার একা দাওয়াহ তে পরিবর্তন হবে না এই হতাশা থেকে বেড়িয়ে পড়ুন৷
ফেসবুক ফ্যান্টাসি, সেলিব্রিজম ফ্যান্টাসি থেকে বেড়িয়ে গুরাবাদের মত মেহনত করুন।

নীরব মেহনত করে যান৷ এটার প্রাপ্য আখিরাতে পাবেন। দুনিয়ার পরিচিত খুব নগন্য।
দ্বীন বিজয়ে আপনার ত্যাগ ও ভূমিকা আ'ল্লা'হ তায়ালা হাশরের দিন সমস্ত মানবজাতির সামনে উপস্থাপন করবেন।

এটাই প্রকৃত সেলিব্রেটি রবের পক্ষ থেকে।
আর দুনিয়ার অনেক সেলিব্রেটি ই আখিরাতে লাঞ্ছিত হবে আখিরাতে।
সেদিন তারা লজ্জায় মুখ লুকাতে এদিক সেদিন ছুটে বেড়াবে৷

তাই দুমিয়ার খ্যাতির দিকে ছুটে যাওয়া নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয়৷

25/05/2024

সবাইকে পড়ার অনুরোধ করছি।
১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি :-

১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।
(নাউজুবিল্লাহ)

২. তোর মুখে ফুল চন্দন পড়ুক। (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)।

৩. কষ্ট করলে কেষ্ট মেলে।
(কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?)

৪. মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল?
(মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)।

৫. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
(এটি ইসলামের নামে কটুক্তি করা)।

৬. লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা।
(হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে এটি হারাম)।

৭. কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা।
(জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে)।

৮. দুনিয়াতে কাউকে শাহেনশাহ বলা।
(এর অর্থ রাজাদের রাজাধীকার)।

৯. নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসি পাতা বলা।
(এটি অনইসলামিক পরিভাষা যা হারাম)।

১০.ইয়া খাজাবাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা।
(এটি শির্ক, ইসলামের সবচেয়ে বড় পাপ)।

১১. ইয়া আলি, ইয়া রাসূল (সঃ) বলে ডাকা।
(মানে দোয়া করা অর্থে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া) (আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু পার্থনা করা শির্ক)।

১২. বিসমিল্লায় গলদ বলা।
(এটি সরাসরি কুফরি)।

১৩. মৃত্যুর সাথে পান্জালড়া বলা।
(কুফরি বাক্য, তাই সাবধান)।

১৪. মধ্যযুগ বর্বরতা বলা।
(মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ)।

১৫. মন ঠিক থাকলে পর্দা লাগে না।
( ইসলাম ধ্বংসকারী মতবাদ)।

১৬. নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলা।
(ইসলাম থেকে বের করার মূলনীতি)।

তাই মুসলিম ভাই ও বোনেরা যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন

আর এসব কথা ভুলেও মুখে আনবেন না,,,প্লিজ,
আল্লাহতায়ালা আমাদের সঠিক বুঝ দান করুন।
(আমীন)।

24/05/2024

আমি শুদু বিশ্বাস করি আমার নিজের ছায়া!👼
অন্য কাউকে বিশ্বাস করি না মনের ভিতর যতই হোক মানুষদের প্রতি কঠিন মায়া।☠

Address

Jessore

Telephone

+8801868701527

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share