High School CluB

High School CluB High School Club is Bangladeshi education based page. This channel is uploaded class six to

10/07/2023

আগামী বছরের এসএসসি পরীক্ষা ১০০ নম্বরে

বিস্তারিত কমেন্টে

03/07/2023
https://youtu.be/XfqC1bPg8HY
04/05/2023

https://youtu.be/XfqC1bPg8HY

In this video, we will guide the students on how to write an application to the headmaster. Writing an application is an important skill that every student s...

https://youtu.be/zYxBN5k5oK4
19/04/2023

https://youtu.be/zYxBN5k5oK4

In this video, we will guide the students on how to write an application to the headmaster. Writing an application is an important skill that every student s...

18/12/2022

Confusing Narration //১৩ টি বিভ্রান্তিকর Narration এর Rules// Part 07//Rules of Passage Narration

06/12/2022
06/11/2022
02/11/2022
15/08/2022
05/08/2022

Changing Narration //Assertive Sentence//Direct থেকে Indirect করার উপায়// Part 02//Speech//SSC//HSC

22/07/2022
17/07/2022

সারাদেশে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়া, এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর মাসে।

(দৈনিক ইত্তেফাক)

12/06/2022
08/06/2022

এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র
পদাশ্রিত নির্দেশক : বহুনির্বাচনি প্রশ্ন

১. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?

ক. প্রথমে খ. মাঝে

গ. শেষে ঘ. কোথাও না

২. পদাশ্রিত নির্দেশকের অপর নাম কী?

ক. অনন্বয়ী অব্যয়

খ. পদাশ্রিত অব্যয়

গ. পদান্বয়ী অব্যয়

ঘ. সমুচ্চয়ী অব্যয়

৩. যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায়, তাকে কী বলে?

ক. সংখ্যা

খ. পদাশ্রিত নির্দেশক

গ. লিঙ্গ

ঘ. উপসর্গ

৪. পদাশ্রিত নির্দেশক কিসের নির্দিষ্টতা জ্ঞাপন করে?

ক. বচনের খ. ব্যক্তি বা বস্তুর

গ. সংখ্যার ঘ. পদের

৫. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে কী বোঝায়?

ক. A কে

খ. An কে

গ. The কে

ঘ. A, An ও The কে

৬. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?

ক. ক্রিয়া খ. বাক্য

গ. বচন ঘ. অর্থ

৭. কী ভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?

ক. বচনভেদে খ. লিঙ্গভেদে

গ. অর্থভেদে ঘ. কারকভেদে

৮. ‘সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি’ — এখানে ‘টি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. অর্থপূর্ণভাবে খ. দ্ব্যর্থহীনভাবে

গ. সার্থকভাবে ঘ. নিরর্থকভাবে

৯. ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’ — এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করছে?

ক. নিরর্থক ভাব খ. অনির্দিষ্টতা

গ. নির্দিষ্টতা ঘ. সামান্যতা

১০. ‘ছেলেটা অঙ্কে কাঁচা’— এখানে ‘টা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সমার্থকতা খ. নিরর্থকতা

গ. নির্দিষ্টতা ঘ. অনির্দিষ্টতা

সঠিক উত্তর

পদাশ্রিত নির্দেশক: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.গ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.ক ১০.গ

08/06/2022

"ধ্বনি পরিবর্তন" থেকে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ কিছু নৈবত্তিক (সমাধান সহ)

১. Prothesis অর্থ হলো?

ক. মধ্যস্বরাগম খ. আদি স্বরাগম

গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি

২. ‘মধ্যস্বরাগম’-এর অপর নাম কী?

ক. অসমীকরণ খ. বিষমীভবন

গ. বিপ্রকর্ষ ঘ. সমীভবন

৩. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?

ক. অভিশ্রুতি খ. বিষমীভবন

গ. স্বরলোপ ঘ. অন্তর্হতি

৪. স্বরভক্তির অপর নাম কী?

ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি

গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি

৫. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে কী বলা হয়?

ক. অপিনিহিতি

খ. অসমীকরণ

গ. স্বরসংগতি

ঘ. অন্ত্যস্বরাগম

৬. পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?

ক. বিপ্রকর্ষ খ. স্বরাগম

গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি

৭. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?

ক. পরাগত খ. সম্প্রকর্ষ

গ. স্বরসংগতি ঘ. অসমীকরণ

৮. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক. স্বরলোপ খ. সমীকরণ

গ. অন্তঃস্বরলোপ ঘ. স্বরসংগতি

৯. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?

ক. আদি স্বরসংগতি

খ.পরাগত স্বরসংগতি

গ. প্রগত স্বরসংগতি

ঘ. মধ্য স্বরসংগতি

১০. অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে?

ক. সমীভবন খ. প্রগত স্বরসংগতি

গ. অভিশ্রুতি ঘ. পরাগত স্বরসংগতি

১১. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে?

ক. বিষমীভবন খ. সমীভবন

গ. স্বরসংগতি ঘ. সম্প্রকর্ষ

১২. শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক. অপিনিহিতি খ. অসমীকরণ

গ. ধ্বনি বিপর্যয় ঘ. বিষমীভবন

১৩. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক. ইস্কুল খ. রিসকা

গ. বসতি ঘ. বিলিতি

১৪. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক. মুড়া > মুড়ে খ. বাক্স > বাস্ক

গ. মোজা > মুজো ঘ. দেশি > দিশী

১৫. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

ক. আজি > আইজ খ. পিশাচ > পিচাশ

গ. পাকা > পাক্কা ঘ. স্কুল > ইস্কুল

১৬. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কী বলে?

ক. সমীভবন খ. অসমীকরণ

গ. মধ্যস্বর লোপ ঘ. পরাগত সমীভবন

১৭. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?

ক. সমীভবন খ. বিষমীভবন

গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. ব্যঞ্জনবিকৃতি

১৮. বিষমীভবনের উদাহরণ কোনটি?

ক. গ্রাম > গেরাম খ. বিলাতি > বিলিতি

গ. ধোবা > ধোপা ঘ. লাল > নাল

১৯. কোনটি বিষমীভবনের উদাহরণ?

ক. শরীর খ. গেরাম

গ. কপাট ঘ. জম্ম

সঠিক উত্তর

১.খ ২.গ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.ঘ ৮.ঘ ৯.গ ১০.ঘ ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.ক

07/06/2022

সন্ধি থেকে পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন (সমাধানসহ)

১. সন্ধি কী?

ক. পদের মিলন খ. শব্দের মিলন

গ. বর্ণের মিলন ঘ. বাক্যের মিলন

২. কোনটি সন্ধির উদ্দেশ্য?

ক. শব্দের মিলন

খ. বর্ণের মিলন

গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন

ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন

৩. সন্ধির প্রধান সুবিধা কী?

ক. পড়ার সুবিধা

খ. লেখার সুবিধা

গ. উচ্চারণের সুবিধা

ঘ. শোনার সুবিধা

৪. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?

ক. সমাসের খ. প্রত্যয়ের

গ. সন্ধির ঘ. বচনের

৫. তৎসম সন্ধি কয় প্রকার?

ক. তিন খ. দুই

গ. চার ঘ. পাঁচ

৬. কোন সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?

ক. তৎসম সন্ধি খ. বাংলা সন্ধি

গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি

৭. স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?

ক. ব্যঞ্জন সন্ধি খ. বিসর্গ সন্ধি

গ. অনুস্বার ঘ. স্বরসন্ধি

৮. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. কাঁচা + কলা = কাঁচাকলা

খ. নাতি + বৌ = নাতবৌ

গ. বদ্ + জাত = বজ্জাত

ঘ. রুপা + আলি = রুপালি

৯. ‘বিদ্যালয়’ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. বিদ্য + আলয় খ. বিদ্যা + অলয়

গ. বিদ + আলয় ঘ. বিদ্যা + আলয়

১০. ‘মহেন্দ্র’-এর সন্ধি কোনটি?

ক. মহে + ইন্দ্র খ. মহা + ইন্দ্র

গ. মাহা + ঈন্দ্র ঘ. মহ + ইন্দ্র

১১. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

ক. শুভ + অচ্ছা খ. শুভ + এচ্ছা

গ. শুভ + ইচ্ছা ঘ. শুভে + ইচ্ছা

১২. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. শীত + ঋত খ. শীত + আর্ত

গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত

১৩. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. মত + এক খ. মত + ঐক্য

গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্যঃ

১৪. ‘রবীন্দ্র’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. রব + ইন্দ্র খ. রবী + ইন্দ্র

গ. রবি + ইন্দ্র ঘ. রবি + ঈন্দ্র

১৫. ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. প্রত্য + উষ খ. প্রত্য + ঊষ

গ. প্রতি + উষ ঘ. প্রতি + ঊষ

১৬. ‘অন্বেষণ’- এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. অন্ব + এষণ খ. অনু + এষণ

গ. অন্ব + ষণ ঘ. অনু + ষণ

১৭. ‘গায়ক’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গা + অক খ. গৈ + অক

গ. গায় + ক ঘ. গা + য়ক

১৮. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গব + এষণা খ. গো + এষণা

গ. গো + ষণা ঘ. গ + বেষণা

১৯. ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. না + ই খ. নো + ইক

গ. না + বিক ঘ. নৌ + ইক

২০. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?

ক. স্বরসন্ধি

খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ সন্ধি

ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

২১. ব্যঞ্জনসন্ধি কত প্রকার?

ক. একপ্রকার নেই

খ. দুই প্রকার

গ. তিন প্রকার

ঘ. চার প্রকার

২২. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?

ক. বিষমীভবন খ. সমীভবন

গ. অসমীকরণ ঘ. স্বরসংগতি

২৩. স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে সন্ধিতে কী ধরনের পরিবর্তন হয়?

ক. স্বরধ্বনি দ্বিত্ব হয়

খ. ব্যঞ্জনধ্বনি লোপ হয়

গ. ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব হয়

ঘ. স্বরধ্বনি লোপ হয়

২৪. ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. ষড় + যন্ত্র খ. ষট্ + যন্ত্র

গ. সৎ + যন্ত্র ঘ. স্বত + যন্ত্র

২৫. ‘রাজ্ঞী’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. রাজ্ + নী খ. রাগ্ + নী

গ. রাজ্ + গি ঘ. রাজন + গি

২৬. ‘বৃষ্টি’র সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. বৃস + তি খ. বৃশ + টি

গ. বৃষ্ + তি ঘ. বৃষ + টি

২৭. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে কী বলে?

ক. ব্যঞ্জনসন্ধি

খ. স্বরসন্ধি

গ. নিপাতনে সিদ্ধ সন্ধি

ঘ. বিসর্গ সন্ধি

২৮. গোষ্পদ - এর সন্ধিবিচ্ছেদ কী হবে?

ক. গোর + পদ

খ. গো + পদ

গ. গৌ + পদ

ঘ. গৌর + পদ

২৯. ‘মনীষা’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. মনস + ঈষা

খ. মনঃ + ঈষা

গ. মনশ + ইষা

ঘ. মনি + ঈষা

৩০. ‘বনস্পতি’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. বনঃ + পতি

খ. বন + স্পতি

গ. বনস + পতি

ঘ. বন + পতি

১.গ ২.গ ৩.গ ৪.গ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.খ ১১.গ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.খ সন্ধি: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ঘ

05/06/2022
04/06/2022

সমাস এর উপর গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন

১. ‘সমাস’ শব্দের অর্থ কী?

ক. মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ

খ. সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ

গ. সংক্ষেপ, মিলন ও একপদীকরণ

ঘ. সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা

২. অর্থসংগতিবিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?

ক. সমাস খ. কারক

গ. বাচ্য ঘ. বচন

৩. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

ক. আরবি খ. ফারসি

গ. সংস্কৃত ঘ. ইংরেজি

৪. সমাসের সঙ্গে কোনটির কিছুটা মিল আছে?

ক. কারক খ. ধাতু

গ. প্রকৃতি ঘ. সন্ধি

৫. যে যে পদে সমাস হয়, তাদের প্রতিটির নাম কী?

ক. সমস্যমান পদ খ. ব্যাসবাক্য

গ. সমাসবাক্য ঘ. সমস্তপদ

৬. সমস্ত শব্দটির অন্তর্গত পদগুলোকে কী বলা হয়?

ক. সমস্যমান পদ খ. ব্যাসবাক্য

গ. সমাসবদ্ধ পদ ঘ. উত্তরপদ

৭. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?

ক. ব্যাসবাক্য খ. বিগ্রহবাক্য

গ. সমস্যমান পদ ঘ. সমস্তপদ

৮. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?

ক. পূর্বপদ খ. দক্ষিণপদ

গ. উত্তরপদ ঘ. প্রধান পদ

৯. ব্যাসবাক্যের অপর নাম কী?

ক. বিগ্রহ বাক্য খ. যৌগিক বাক্য

গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য

১০. সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?

ক. সরল বাক্য বা মিশ্র বাক্য

খ. মিশ্র বাক্য বা জটিল বাক্য

গ. সরল বাক্য বা জটিল বাক্য

১১. দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করা হয়?

ক. দ্বন্দ্ব সমাসের

খ. কর্মধারয় সমাসের

গ. তৎপুরুষ সমাসের

ঘ. বহুব্রীহি সমাসের

১২. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?

ক. তৎপুরুষ খ. দ্বন্দ্ব

গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব

১৩. প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?

ক. নিত্য সমাস খ. দ্বন্দ্ব সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. তৎপুরুষ সমাস

১৪. ‘জমা-খরচ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. জমা খরচ

খ. জমাকে খরচ

গ. জমা হতে খরচ

ঘ. জমা ও খরচ

১৫. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

ক. অলুক খ. নিত্য

গ. প্রাদি ঘ. উপপদ

১৬. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?

ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি

গ. তৎপুরুষ ঘ. কর্মধারয়

১৭. কর্মধারয় সমাসের কোন পদ প্রধান?

ক. অন্যপদ খ. উভয় পদ

গ. পূর্বপদ ঘ. পরপদ

১৮. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কোন সমাস হয়?

ক. দ্বিগু খ. কর্মধারয়

গ. দ্বন্দ্ব ঘ. তৎপুরুষ

১৯. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?

ক. দ্বিগু সমাস খ. প্রাদি সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস

২০. মহাকীর্তির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মহান কীর্তি যার

খ. মহা যে কীর্তি

গ. মহতী যে কীর্তি

ঘ. মহান যে কীর্তি

২১. সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে?

ক. রূপক খ. মধ্যপদলোপী

গ. উপমিত ঘ. উপমান

২২. সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় সমাস বলে?

ক. সাধারণ কর্মধারয়

খ. রূপক কর্মধারয়

গ. উপমিত কর্মধারয়

ঘ. উপমান কর্মধারয়

২৩. ‘মুখচন্দ্র’ - এর ব্যাসবাক্য কোনটি?

ক. মুখ চন্দ্রের ন্যায়

খ. চন্দ্র মুখের ন্যায়

গ. চন্দ্রের ন্যায় মুখ

ঘ. মুখের ন্যায় চন্দ্র

২৪. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক. চন্দ্রের ন্যায় মুখ

খ. চন্দ্ররূপ মুখ

গ. মুখ চন্দ্রের ন্যায়

ঘ. মুখ ও চন্দ্র

২৫. ‘মনমাঝি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মন যে মাঝি খ. মন মাঝির ন্যায়

গ. মনরূপ মাঝি ঘ. মন ও মাঝি

২৬. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

ক. পূর্বপদ খ. পরপদ

গ. অন্য পদ ঘ. উভয় পদ

২৭. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?

ক. অব্যয়ীভাব খ. তৎপুরুষ

গ. কর্মধারয় ঘ. দ্বিগু

২৮. ‘চিরসুখী’ - এর ব্যাসবাক্য কোনটি?

ক. চিরকালব্যাপী সুখী

খ. চিরকালব্যাপী সুখ

গ. চিরদিনের জন্য সুখী

ঘ. চিরদিন ধরে সুখী

২৯. ‘রাজপথ’ - এর ব্যাসবাক্য কোনটি?

ক. রাজার পথ খ. রাজা নির্মিত পথ

গ. রাজাদের পথ ঘ. পথের রাজা

৩০. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ প্রভৃতি কোন সমাসে আছে?

ক. পঞ্চমী তৎপুরুষ

খ. ষষ্ঠী তৎপুরুষ

গ. তৃতীয়া তৎপুরুষ

ঘ. অলুক তৎপুরুষ

সঠিক উত্তর কমেন্টে আছে

https://youtu.be/QrNngWWrC_M
04/06/2022

https://youtu.be/QrNngWWrC_M

Hello, guys i hope you're well. In this class i will discuss about Tag question. It is one of the most important topic for ssc. এই ভিডিওটা যদি তোমরা মনোযোগসহ...

29/05/2022
https://youtu.be/NBGtqQz1SwM
27/05/2022

https://youtu.be/NBGtqQz1SwM

Hello, guys i hope you're well. In this class i will discuss about Tag question. It is one of the most important topic for ssc. এই ভিডিওটা যদি তোমরা মনোযোগসহ...

27/05/2022

একই উচ্চারণে বিভিন্ন English Words

Dye - রং
Die - মরা

Sole- একমাত্র
Soul - আত্না

Tale - গল্প
Tail - লেজ

Right - সঠিক
Write - লেখা

Aye - সর্বদা, চিরকাল
Eye - চোখ

See - দেখা
Sea - সমুদ্র

Waste - নষ্ট
Waist - কোমর

27/05/2022

Tag Question এর উপর চতুর্থ ক্লাস প্রকাশিত হবে YouTube আজ সন্ধ্যা ৭.০০

21/05/2022
https://youtu.be/zAQEzH8Y1PY
20/05/2022

https://youtu.be/zAQEzH8Y1PY

Hello, guys i hope you're well. In this class i will discuss about Tag question. It is one of the most important topic for ssc. এই ভিডিওটা যদি তোমরা মনোযোগসহ...

19/05/2022

Tag Question Part -1//Tag Question for SSC//প্রথম থেকে খুব সহজ ভাবে

19/05/2022

কিংবদন্তি সাংবাদিক ও একুশে গানের রচয়িতা (আমার ভাইয়ের রক্তে রাঙানো) আবদুল গফ্ফার চৌধুরী ইন্তেকাল করেছেন।

Address

Jessore
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when High School CluB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to High School CluB:

Share

Category