04/06/2022
সমাস এর উপর গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন
১. ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ
খ. সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ
গ. সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
ঘ. সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা
২. অর্থসংগতিবিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?
ক. সমাস খ. কারক
গ. বাচ্য ঘ. বচন
৩. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. আরবি খ. ফারসি
গ. সংস্কৃত ঘ. ইংরেজি
৪. সমাসের সঙ্গে কোনটির কিছুটা মিল আছে?
ক. কারক খ. ধাতু
গ. প্রকৃতি ঘ. সন্ধি
৫. যে যে পদে সমাস হয়, তাদের প্রতিটির নাম কী?
ক. সমস্যমান পদ খ. ব্যাসবাক্য
গ. সমাসবাক্য ঘ. সমস্তপদ
৬. সমস্ত শব্দটির অন্তর্গত পদগুলোকে কী বলা হয়?
ক. সমস্যমান পদ খ. ব্যাসবাক্য
গ. সমাসবদ্ধ পদ ঘ. উত্তরপদ
৭. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
ক. ব্যাসবাক্য খ. বিগ্রহবাক্য
গ. সমস্যমান পদ ঘ. সমস্তপদ
৮. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক. পূর্বপদ খ. দক্ষিণপদ
গ. উত্তরপদ ঘ. প্রধান পদ
৯. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. বিগ্রহ বাক্য খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য
১০. সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?
ক. সরল বাক্য বা মিশ্র বাক্য
খ. মিশ্র বাক্য বা জটিল বাক্য
গ. সরল বাক্য বা জটিল বাক্য
১১. দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করা হয়?
ক. দ্বন্দ্ব সমাসের
খ. কর্মধারয় সমাসের
গ. তৎপুরুষ সমাসের
ঘ. বহুব্রীহি সমাসের
১২. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?
ক. তৎপুরুষ খ. দ্বন্দ্ব
গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব
১৩. প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
ক. নিত্য সমাস খ. দ্বন্দ্ব সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. তৎপুরুষ সমাস
১৪. ‘জমা-খরচ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. জমা খরচ
খ. জমাকে খরচ
গ. জমা হতে খরচ
ঘ. জমা ও খরচ
১৫. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
ক. অলুক খ. নিত্য
গ. প্রাদি ঘ. উপপদ
১৬. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?
ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ ঘ. কর্মধারয়
১৭. কর্মধারয় সমাসের কোন পদ প্রধান?
ক. অন্যপদ খ. উভয় পদ
গ. পূর্বপদ ঘ. পরপদ
১৮. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কোন সমাস হয়?
ক. দ্বিগু খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব ঘ. তৎপুরুষ
১৯. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
ক. দ্বিগু সমাস খ. প্রাদি সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস
২০. মহাকীর্তির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহান কীর্তি যার
খ. মহা যে কীর্তি
গ. মহতী যে কীর্তি
ঘ. মহান যে কীর্তি
২১. সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে?
ক. রূপক খ. মধ্যপদলোপী
গ. উপমিত ঘ. উপমান
২২. সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় সমাস বলে?
ক. সাধারণ কর্মধারয়
খ. রূপক কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. উপমান কর্মধারয়
২৩. ‘মুখচন্দ্র’ - এর ব্যাসবাক্য কোনটি?
ক. মুখ চন্দ্রের ন্যায়
খ. চন্দ্র মুখের ন্যায়
গ. চন্দ্রের ন্যায় মুখ
ঘ. মুখের ন্যায় চন্দ্র
২৪. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. চন্দ্রের ন্যায় মুখ
খ. চন্দ্ররূপ মুখ
গ. মুখ চন্দ্রের ন্যায়
ঘ. মুখ ও চন্দ্র
২৫. ‘মনমাঝি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মন যে মাঝি খ. মন মাঝির ন্যায়
গ. মনরূপ মাঝি ঘ. মন ও মাঝি
২৬. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ খ. পরপদ
গ. অন্য পদ ঘ. উভয় পদ
২৭. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?
ক. অব্যয়ীভাব খ. তৎপুরুষ
গ. কর্মধারয় ঘ. দ্বিগু
২৮. ‘চিরসুখী’ - এর ব্যাসবাক্য কোনটি?
ক. চিরকালব্যাপী সুখী
খ. চিরকালব্যাপী সুখ
গ. চিরদিনের জন্য সুখী
ঘ. চিরদিন ধরে সুখী
২৯. ‘রাজপথ’ - এর ব্যাসবাক্য কোনটি?
ক. রাজার পথ খ. রাজা নির্মিত পথ
গ. রাজাদের পথ ঘ. পথের রাজা
৩০. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ প্রভৃতি কোন সমাসে আছে?
ক. পঞ্চমী তৎপুরুষ
খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. তৃতীয়া তৎপুরুষ
ঘ. অলুক তৎপুরুষ
সঠিক উত্তর কমেন্টে আছে