Desh Dorshon

Desh Dorshon জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াসী
(3)

25-06-2015, Dhaka (জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াসী মতামত বিশ্লেষণধর্মী প্রকাশনা)
= শুভেচ্ছা সম্পাদকীয় =
১. চিন্তা হচ্ছে মানবীয় সমস্ত কর্মকাণ্ডের প্রাণ। সুস্থ ও স্বচ্ছ চিন্তা যে কোনো ভালো কাজের ভিত্তি। এ চিন্তার জগতে আমাদের দৈন্য এখন স্পষ্ট। সমাজের সিংহভাগ মানুষের চিন্তার সময় নেই। এরা বেকারত্ব, হতাশা, প্রতিহিংসা, অসুস্থ প্রতিযোগিতায় আকণ্ঠ নিমজ্জিত। আর যে স্বল্পসংখ্যক মানুষের সময় আছে তাদের চিন্তা বিভ্রা

ন্ত হচ্ছে চারপাশের অনাকাঙ্ক্ষিত তর্ক-বিতর্কে; অস্পষ্ট ধ্যান-ধারণায়। এ পরিস্থিতিতে সমাজের সামগ্রিক চিন্তাজগতে ইতিবাচক পরিবর্তনের প্রয়াস চালানো অপরিহার্য। সে লক্ষ্যেই অপ্রস্তুত যাত্রা শুরু করেছে পাক্ষিক ‘দেশ দর্শন’। ভিন্নতা এতে সুস্পষ্ট, তবে প্রকৃত কল্যাণকামিতায় ভিন্নতাই যথেষ্ট নয়, আরো অনেক শর্ত আছে যার সব হয়তো আমরাও জানি না। তাই আপনাদের সার্বিক সহযোগিতা, সহমর্মিতা ও সমালোচনা একান্ত কাম্য।

২. দৈনিক পত্রিকায়, সাপ্তাহিক-পাক্ষিক ম্যাগাজিনে, অন্যান্য নিয়মিত অনিয়মিত ছোট বড় কাগজে প্রতিদিন অসংখ্য কলাম, প্রবন্ধ-নিবন্ধ, মতামতধর্মী লেখা আসছে। প্রতিটি কাগজে লেখার ভিড়ে নির্দিষ্ট কোনো লেখা বা লেখকের নাম খুঁজে পাওয়া মুশকিল। কেন এতসব লেখা? কী হচ্ছে এসব লেখায়? যারা লিখছেন, ছাপছেন, তাদের অর্থ, চিন্তা-চেতনা, কাগজ-কালির অপচয় হচ্ছে কি না ভেবে দেখার বিষয়। তার চেয়েও বড় কথা, লক্ষ লক্ষ পাঠকের মাথা কতটুকু ঠিক থাকছে চারপাশের এতসব তর্ক-বিতর্কে? এতে করে বিতর্ক কমছে না বাড়ছে, হানাহানি কমছে না বাড়ছে, সন্দেহ-সংশয় কমছে না বাড়ছে তা চিন্তাশীল লেখক-পাঠক-সম্পাদক-প্রকাশকের অবশ্যই বিবেচনার দাবি রাখে। এমতাবস্থায় ক্লান্ত-বিরক্ত পাঠকের হাতে আরেকটি কাগজ ধরিয়ে দেয়া মারাত্মক জুলুম বৈ কিছুই নয়। তারপরও এ জুলুমটি না করে পারছি না চলতি ধারার বাইরে আমাদের কিছু মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে। সমাজকে, দেশকে, মানুষকে, আমাকে, আপনাকে, সঠিক পর্যালোচনার দাবি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত। দয়া করে আমাদের ক্ষমা করবেন। আমরা দায়সারা গোছের, পেশাগত চিন্তার, গতানুগতিক সংশয়-বিতর্কের, শাখাগত সমস্যার ফিরিস্তি বয়ানের এতসব লেখা আপনাদের সামনে হাজির করতে চাই না। প্রতিটি সংখ্যায় অল্প ক’টি লেখা যথার্থ পর্যালোচনা ও সমালোচনার দাবি নিয়ে আপনাদের সামনে হাজির করতে চাই। আমরা বিশ্বাস করি, প্রকৃত পরিবর্তনের জন্য, সমাজকে নাড়া দেয়ার জন্য, চিন্তার খোরাক দেয়ার জন্য ভালো মানের অল্প লেখাই যথেষ্ট। তবে যদি আমরা মানসম্পন্ন চিন্তাশীল ব্যাপকসংখ্যক পাঠক-লেখক তৈরি করতে পারি তাহলে তাদের মতামত প্রকাশে কলেবর বৃদ্ধি করার ইচ্ছে আছে।

৩. দেশ-বিদেশের প্রতি মুহূর্তের ‘ঘটনা’র সংবাদ এখন প্রায় প্রত্যেকের হাতের নাগালেই। চাইলেই পাচ্ছেন, না চাইলেও। কিন্তু প্রশ্ন জাগে, এসব সংবাদ আমাদের কতটুকু সচেতন বা আত্মসচেতন করছে? তর্ক তোলা যায় বিস্তর। কিন্তু না, তর্ক করার বা শোনার ইচ্ছে ও সময় কোনোটাই নেই। কারণ আজকাল তর্কের অভাব নেই। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়া, চায়ের দোকানে, হাটে-ঘাটে-মাঠে তর্ক বিস্তর। তাহলে এগুলো কী? প্রশ্নটা আজকের মতো থাক।

৪. মাহে রমজান সমাগত। বিশ্ব মুসলিমের কাছে যার গুরুত্ব, মর্যাদা, দাবি অনেক। এ বছর অর্থাৎ ১৪৩৬ হিজরির (২০১৫) রমজানে আমরা নতুন কী লক্ষ্য দাঁড় করিয়েছি? আত্মসমালোচনা ও আত্মসংশোধনের (তাযকিয়ায়ে নফস্) প্রস্তুতি নিয়েছি কতটুকু? আমাদের, এ শতাব্দির বিশ্বমুসলমানের সাম্প্রদায়িক আচার-আচরণে, অমানবিক কর্মকাণ্ডে, লৌকিক প্রতিযোগিতামগ্নতায় অন্যরা আমাদের প্রতি কী ধারণা পোষণ করছে? এতে আমার, আপনার, একেবারে অন্তরের গভীর থেকে কান পাতলে কী শুনি?

30/06/2024
29/06/2024

মাছ মারবেননি?

29/06/2024

ইয়াকুব আলী ইমাম ( Eakub Ali Imam )। বাড়ি শ্রীমঙ্গল। আমার সহপাঠী এবং সহকর্মী। তিনি আমার অধীনে কাজ করেছেন, আবার আমিও তার অধীনে কাজ করেছি। একজন সরল, সহজ ও সাদা মনের যুবক। তবে টিকে থাকার খাতিরে যতটুকু কঠিন ও কঠোর হওয়া দরকার তাও তিনি করেন। 'ভালো'র প্রচলিত সংজ্ঞাটা ভেঙ্গে দেন। তার সম্পর্কে লিখতে গেলে লেখা অনেক বড় হবে।

অন্যরা যেখানে গ্রাম থেকে শহরে গিয়ে শিক্ষা নিয়ে এরপর আরো বড় শহরে 'সেটেল্ড' হওয়ার চিন্তা করেন, সেখানে তিনি সারাদেশ ঘুরে ঘুরে শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে নিজ গ্রামে গত ১০-১২ বছর ধরে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন। তার চারপাশে সহমন ও সহযোগিতার কেউ না থাকলেও ষড়যন্ত্রের মানুষ অনেক। ভোরে ফজর নামাজ পড়িয়ে মক্তব পড়ানো দিয়ে তার দিন শুরু। এরপর সমাজ, সংসার, মসজিদ এবং ছোট্ট একটু ব্যবসা।

ডাক্তারি জ্ঞান আছে। মাদরাসা পরিচালনার অভিজ্ঞতা আছে। আর শুরুটা হয়েছিল লেখালেখি ও সাহিত্য দিয়ে। সেই ছোট্টবেলায়। কোরআনে হাফেজ। এখনো সময় পেলে মসজিদে তেলাওয়াত করতে বসে যান। এমন যুবক বর্তমানে সমাজে নেই বললেই চলে। সমাজ চাইলে তার কাছ থেকে অনেক উপকার নিতে পারে। আর না চাইলে কিছু করার নেই। তিনি মহান আল্লাহর মেহেরবানীতে ভালোই আছেন।

28/06/2024

কেন আপনি বড়লোক বা ধনী হয়েও গরিব! একটু ভেবে দেখেছেন কি?

সমাজ উন্নয়ন ও পুনর্গঠ‌নে মস‌জি‌দের ভূ‌মিকাwww.deshdorshon.com/1378
27/06/2024

সমাজ উন্নয়ন ও পুনর্গঠ‌নে মস‌জি‌দের ভূ‌মিকা

www.deshdorshon.com/1378

মস‌জিদ‌কে বলা হয় আল্লাহর ঘর। মস‌জি‌দের আভিধা‌নিক অর্থ সিজদার জায়গা। খোলা প্রাঙ্গন, গম্বুজ ও উঁচু মিনার‌ বি‌শিষ....

26/06/2024

ব্রাহ্মণবাড়িয়া সদর শিমরাইলকান্দি লইস্কা বিলে মাছ ধরা

জীবনের খেলাঘরে বন্ধুত্বের দোলাচল
25/06/2024

জীবনের খেলাঘরে বন্ধুত্বের দোলাচল

মানুষ আল্লাহর তায়ালার শ্রেষ্ঠতম সৃষ্টি। বিবেক ও বিবেচনাবোধ মানব জীবনের অপরিহার্য বিষয়। শৈশব, কৈশোর,যৌবন ও বার্ধ....

25/06/2024

সুদভিত্তিক প্রচলিত ব্যাংকিং নিয়ে বিস্ফোরক বক্তব্য ও তাত্ত্বিক বিশ্লেষণ: সম্পূর্ণ ভিডিও

নগ্ন পৃ‌থিবী, নগ্ন বাংলা‌দেশ
24/06/2024

নগ্ন পৃ‌থিবী, নগ্ন বাংলা‌দেশ

রাজনী‌তিক, সাংবা‌দিক, শিক্ষক, বু‌দ্ধিজীবী, ছাত্র, তরুণ- সবার ধান্ধাগু‌লো প্রায় একই। অপ‌কৌশল, হঠকা‌রিতা, ভণ্ডা‌ম....

24/06/2024

হাজীবাড়ি যুবকদের একাংশ। সুজন, রাব্বি, লাল মিয়া, বাপ্পুল, শামীম, জুয়েল। #হাজীবাড়ি_বুক_ক্যাফে

23/06/2024

প্রচলিত ব্যাংক: সুদ, অবৈধ সম্পদ জমা ও বৃদ্ধির আস্তানা (পর্ব-২)

18/06/2024

লইস্কা বিল, দু'গাঙ্গী, শেখ হাসিনার সড়ক, দ্বিতীয় ব্রিজ, শিমরাইলকান্দি, ব্রাহ্মণবাড়িয়া।

যেন রীতিমতো আটাশির বন্যা। ব্রাহ্মণবাড়িয়ায় কালীবাড়ি মোড় থেকে পৈরতলা বাসস্ট্যান্ড পর্যন্ত সরকারপাড়া রোডে একটু বৃষ্টি...
17/06/2024

যেন রীতিমতো আটাশির বন্যা। ব্রাহ্মণবাড়িয়ায় কালীবাড়ি মোড় থেকে পৈরতলা বাসস্ট্যান্ড পর্যন্ত সরকারপাড়া রোডে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়ে যায়।

16/06/2024

ব্রাহ্মণবাড়িয়া শহরে কালীবাড়ি মোড় থেকে পৈরতলা বাসস্ট্যান্ড পর্যন্ত সরকারপাড়া রোডে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়ে যায়। যেন রীতিমতো আটাশির বন্যা। ভিডিও পাঠিয়েছেন মুফতি শরীফ মুবারক।

ক্যারম খেলার মাধ্যমে মাতৃভাষা একাডেমির ২১ ভাষা শিখন প্রোগ্রামে প্রখ্যাত শিশুসাহিত্যিক আসলাম সানি, আলি নেয়ামত প্রমুখ।
16/06/2024

ক্যারম খেলার মাধ্যমে মাতৃভাষা একাডেমির ২১ ভাষা শিখন প্রোগ্রামে প্রখ্যাত শিশুসাহিত্যিক আসলাম সানি, আলি নেয়ামত প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
10/06/2024

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

#2024

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
09/06/2024

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

৭ জুন রবিবার দুপুর ১২টায় জেলা শহরের কলেজপাড়া ডিসিএসপি রোডে অবস্থিত আয়কর অফিসে এ অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অ...

09/06/2024

ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৪ (পর্ব-২)

09/06/2024

ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৪

শিমরাইলকান্দি হাজীবাড়ি রোড, ব্রাহ্মণবাড়িয়া সদর। কালীবাড়ি মোড় থেকে পূর্ব দিকে শেখ হাসিনা সড়ক পুল (চাষী ভবন সংলগ্ন) ...
08/06/2024

শিমরাইলকান্দি হাজীবাড়ি রোড, ব্রাহ্মণবাড়িয়া সদর। কালীবাড়ি মোড় থেকে পূর্ব দিকে শেখ হাসিনা সড়ক পুল (চাষী ভবন সংলগ্ন) থেকে ডানদিকে খাদ্য গুদাম ও বিএডিসি পার হয়ে প্রথম তিন রাস্তার মোড়। এটিই 'হাজীবাড়ি মোড়' নামে পরিচিত। এই মোড় থেকে পশ্চিম দিকের পুরো রাস্তাটাই হাজীবাড়ি রোড। #হাজীবাড়ি_বুক_ক্যাফে #শিমরাইলকান্দি_ভিউজ

শিমরাইলকান্দি হাজীবাড়ি রোড, ব্রাহ্মণবাড়িয়া সদর। কালীবাড়ি মোড় থেকে পূর্ব দিকে শেখ হাসিনা সড়ক পুল (চাষী ভবন ...

07/06/2024

শিমরাইলকান্দি মসজিদঘাটে (তিতাস নদীর পাড়ে) মান্নানের দোকান

06/06/2024

প্রত্যেক গ্রামে গ্রামে বুক ক্যাফে ও পাঠাগার হওয়া উচিত

27/05/2024
এই ডাকাতির বিরুদ্ধে কি সর্বোচ্চ আওয়াজ তোলা যায় না? ভালো লাগলে লেখাটা শেয়ার করে ছড়িয়ে দিন।অফিসে এবং অফিসের বাইরে আমা...
24/05/2024

এই ডাকাতির বিরুদ্ধে কি সর্বোচ্চ আওয়াজ তোলা যায় না? ভালো লাগলে লেখাটা শেয়ার করে ছড়িয়ে দিন।

অফিসে এবং অফিসের বাইরে আমাকে প্রতিদিন প্রায় ৭/৮ বোতল পানি কিনে খেতে হয়। বাইরে সাধারণত মামের ৫০০ মিলির বোতল কিনি, হাতে রাখার সুবিধার্থে। প্রশ্ন হল, বাংলাদেশের সব পানি-বিক্রেতা ৫০০ মিলির পানির খুচরা মূল্য কীভাবে ২০ টাকা নির্ধারণ করলেন?

১৫ টাকার পানি সর্বপ্রথম একোয়াফিনা এবং কিনলে ২০ টাকা নির্ধারণ করেছিল। দোকানদারেরা সেদিকে ঝাঁপিয়ে পড়লো। কারণ পেপসিকো এবং কোকাকোলা তাদের পানির ডিলার প্রাইজ না বাড়ির খুচরা দাম বৃদ্ধি করে দোকানদারদের অতিরিক্ত মুনাফা করার সুযোগ দিয়েছিল। অর্থাৎ আগে যে দোকানদার ৮ টাকা দিয়ে পানি কিনে ১৫ টাকায় বিক্রি করতেন, সেই দোকানদার দাম বাড়ানোর পরে একইভাবে ৮ টাকার পানি ২০ টাকায় বিক্রি শুরু করলেন। বাড়তি মুনাফা এলো আরো ৫ টাকা। সহজ ভাষায়, ৮ টাকার পানি কিনে ২০ টাকায় বিক্রি! প্রফিট মার্জিন তাহলে এখানে কতো?

দেশি কোম্পানিগুলো শুরুর দিকে পানির মূল্য বৃদ্ধি করতে চায়নি। বিশেষ করে মাম, স্পা, জীবন, প্রাণ, রিভেরা, ফ্রেশ, সান, একমি, অমৃতসহ আরও অনেক কোম্পানির পানির মূল্য ১৫ টাকাই ছিল। সমস্যা দেখা দিলো তখন, যখন খুচরা বিক্রেতারা অনীহা দেখাতে শুরু করলো। কারণ একেবারেই সহজ। ৮ টাকায় পানি ক্রয় করে কিনলে আর একোয়াফিনা বিক্রি করে যেখানে প্রফিট আসে ১২ টাকা, সেই একই ইনভেস্ট করে ৮ টাকার পানি কেন ৭ টাকা লাভে দোকানদার বিক্রি করবে? বাড়তি পাঁচ টাকার লোভ কীভাবে সংবরণ করবে বিক্রেতারা!

ভোক্তা অধিকার আইনে অনেক কিছু লেখা থাকলেও বাস্তবে আমরা সে আইনের প্রয়োগ দেখি না। একটা কোম্পানি, ডিলার এবং খুচরা বিক্রেতারা কতো পার্সেন্ট মুনাফায় পণ্য ক্রয়-বিক্রয় করবেন তার সুস্পষ্ট বর্ননা দেওয়া আছে। ৮ টাকার পানি যদি ২০ টাকায় কিনতে হয় তাহলে একজন খুচরা বিক্রেতা প্রফিট করছেন ১৫০ শতাংশ! এটা কীভাবে সম্ভব? কীভাবে? সংগৃহীত

Address

Shahid Faruk Sharnee
Jatrabari
1205

Alerts

Be the first to know and let us send you an email when Desh Dorshon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Dorshon:

Videos

Share

Category

ইংরেজি পরিহার

সম্পাদকীয় : দেশ দর্শন

বাংলা লেখায় ও বলায় যথাসম্ভব ইংরেজি পরিহার করুন

ইংরেজির আরেকটি সমস্যা হল, ওতে পাশ্চাত্য বুদ্ধিজীবী-দার্শনিকদের ভোগবাদ, বস্তুবাদ, সংশয়বাদ, নৈরাশ্যবাদই প্রতিফলিত। জীবন সম্পর্কে অনেক সত্য উপলব্ধি ও জ্ঞান ওতে অনুপস্থিত। তাই মানবজীবন ও জগতের সামগ্রিক দিক নিয়ে চিন্তা-গবেষণা করে বাংলায় তা প্রকাশ করতে পারলে আমাদের চিন্তা-চেতনা যেমন উন্নত হবে, তেমনি বাংলা ভাষাকেও বৈশ্বিক মর্যাদা এবং গ্রহণযোগ্যতা দান করবে নিশ্চিত। বিস্তারিত- http://www.deshdorshon.com/news/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D/


Other Magazines in Jatrabari

Show All