Najat Creation

Najat Creation Welcome to Najat Creation✌️ .keep loving and supporting to our page❣️
(1)

04/12/2024

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল 🥰🥰🥰 শুভ সকাল

সুন্দর একটা বাড়ি তার পাশে নারিকেল গাছ দেখতে খুবই অসাধারণ 🥰🥰
17/11/2024

সুন্দর একটা বাড়ি তার পাশে নারিকেল গাছ দেখতে খুবই অসাধারণ 🥰🥰

17/11/2024

আপনাদের ভালোবাসায় আজ আমার ৮০০ ফলোয়ার হয়েছে 😍 আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম 🥰🥰

17/11/2024

আলহামদুলিল্লাহ ৮০০ ফলোয়ার ডান🥰🥰🥰

16/11/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে আনুমানিক ভোর ৫:৩৫ মিনিটে আমার আম্মু খালু আল্লাহ পাক এর ডাকে সারা দিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

ফুফুর হলুদ সন্ধ্যা 🥰😍
10/11/2024

ফুফুর হলুদ সন্ধ্যা 🥰😍

Najat Creation
07/11/2024

Najat Creation

04/11/2024

মাটন বিরিয়ানি রেসিপি

উপকরণ:

মাটন: ১ কেজি

চাল (বাসমতি): ৫০০ গ্রাম

পেঁয়াজ: ৩-৪ টি (কাটা)

আদা-রসুন পেস্ট: ২ টেবিল চামচ

টমেটো: ২টি (কাটা)

দারুচিনি: ২-৩ টুকরো

এলাচ: ৩-৪টি

লবঙ্গ: ৩-৪টি

জিরা: ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

লাল মরিচ গুঁড়ো: ২ চা চামচ

গরম মসলা: ১ টেবিল চামচ

তেল বা ঘি: ১ কাপ

দই: ১ কাপ

ধনেপাতা: ১/৪ কাপ (কাটা)

পুদিনা পাতা: ১/৪ কাপ (কাটা)

লেবুর রস: ২ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

প্রণালী:

1. মারিনেশন: মাটনকে ভালোভাবে ধুয়ে নিন। একটি বাটিতে মাটন, দই, আদা-রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, লেবুর রস ও নুন মিশিয়ে ২-৩ ঘণ্টা মেরিনেট করুন।

2. চাল সেদ্ধ: একটি পাত্রে জল গরম করে তাতে জিরা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ যোগ করুন। তারপর চাল যোগ করে প্রায় ৭০% সেদ্ধ করুন। জল ঝরিয়ে রাখুন।

3. পেঁয়াজ ভাজা: একটি কড়াইতে তেল বা ঘি গরম করে পেঁয়াজগুলি সোনালি হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। এরপর তাতে টমেটো যোগ করে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

4. মাটন রান্না: ভাজা পেঁয়াজের মিশ্রণে মেরিনেট করা মাটন যোগ করুন। ভালোভাবে মিশিয়ে ঢেকে ৩০-৪০ মিনিট রান্না করুন।

5. বিরিয়ানি তৈরি: মাটন রান্না হয়ে গেলে তাতে সেদ্ধ চাল দিয়ে দিন। উপর থেকে ধনে ও পুদিনা পাতা ছড়িয়ে দিন। গরম মসলা ছিটিয়ে দিন।

6. ডেমি সেদ্ধ: ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ২০-২৫ মিনিটে খুব কম আঁচে রান্না করুন যাতে সব মসলার স্বাদ ও গন্ধ মিশে যায়।

7. পরিবেশন: গরম গরম মাটন বিরিয়ানি পরিবেশন করুন রায়তা বা সালাদের সাথে।

উপভোগ করুন!

01/11/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ🥰😊 সবাইকে পবিত্র জুম্মা মোবারক 🕋🕋🕌🌃

31/10/2024

আমরা যারা নতুন আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসা দেই তাহলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ 🥰

29/10/2024

আমাদের সবারই ইচ্ছে আছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার,তাই আসুন কেউ কারো প্রতি হিংসা না করে সবাই সবার পাশে থাকি

27/10/2024

আসসালামুয়ালাইকুম 🥰সবাই কেমন আছেন? কমেন্ট বলে যাবেন।
নতুন এবং পুরাতনদের সবার প্রতি আমার মন খুলে ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️ আমার পেজে এক্টিভ ফলোয়ার লাগবে 💖💖💖

27/10/2024

শুভ রাত্রি সবাই কে🥰🥰🥰

ইন্না-লিল্লাহ😭😭ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী,কমিউটার ট্রেন এ জামালপুর ষ্টেশনে,একজন যাত্রীট্রেনে'র নিচে পরে,একটি হাত...
24/10/2024

ইন্না-লিল্লাহ😭😭

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী,
কমিউটার ট্রেন এ
জামালপুর ষ্টেশনে,একজন যাত্রী
ট্রেনে'র নিচে পরে,একটি হাত হারিয়ে ফেলেছে।
কেউ তাকে হাসপাতালে নিয়ে না গিয়ে,,
সবাই ছবি তুলতে ব্যস্ত 🥺🥺
খুবই মর্মান্তিক 😓😓

09/10/2024

সকালবেলা বৃষ্টির অপরুপ সুন্দর দৃশ্যNajat Creation ゚viral

05/10/2024

আজ ছোট কন্টেন্ট ইউজার বলে কেউ সাপোর্ট করে না 🙂 আজ বড় কন্টেন্ট ইউজার হতাম তাহলে সবাই সাপোর্ট করতে NNajat Creation

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
07/09/2024

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবে। ইনশাআল্লাহ ❤️❤️    ゚v...
25/08/2024

জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবে। ইনশাআল্লাহ ❤️❤️ ゚viral

Address

Jatrabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najat Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share