Abu Saleh Obaidullah

Abu Saleh Obaidullah Entrepreneur | Storyteller | Social worker | Content Writer.

❝মানুষ তার স্বপ্নের সমান বড়❞

19/12/2023

কেউ ঘর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দরজা লাগাতে নেই - ছোটবেলায় মা শিখিয়েছিল। এই কথা যখন বলেছিল তখন আমি খুবই ছোট। এত কিছু বুঝিনি। খালি চোখ বুজে মেনে নিয়েছিলাম মায়ের কথা।বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু ভুলে গেছি কিন্তু এটা ভুলিনি। এখনো দরজার লাগানোর সময় দেখি লোকটি কতদূর গেছেন, তারপর এমন আস্তে করে দরজা লাগিয়ে দিই যাতে যে চলে যাচ্ছে তার কানে টুঁ শব্দ যেন না পৌঁছায়।

জীবনে কিছুজন আসেন যাদের ছেড়ে দিতে কষ্ট লাগে। মনে হয় আঁকড়ে থাকি অনেকক্ষন। সময়ের অভিশাপে তাদের ছেড়ে দিতে হয়। ছেড়ে দিয়ে শেষ অব্দি দেখি পিছন ফিরে সে তাকায় কি না, ক্রন্দনরত চোখে ' আরেকটু থাকার আকুতি' লুকিয়ে আছে কি না।

তখন আর দরজা লাগাই না। শুধু তার চলে যাওয়া দেখি।

28/11/2023

জীবনে কত মানুষ হারাইলাম। কত বন্ধু গেলো, কত সম্পর্ক বিচ্ছেদ হলো। এখন শুধু একটা হাসি দিয়ে সামনে আগাই। কারণ জানি আগামীকালও হয়তো কেউ একজন হারাবে,

হারানোর এই পৃথিবীতে, "হারিয়ে যাওয়া" কে ভয় পেয়ে কি লাভ?

10/11/2023

কী অদ্ভুত তাই না?
আপনি সারা রাত জাগেন ঘুম আসে না। আবার সে আপনিই ফজর পড়তে পারেন না—কারণ আপনার ঘুম ভাঙে না।

কোথায় আমাদের ঈমান?
আসলেই আমরা কতটুকু মুসলিম হতে পেরেছি ?

07/11/2023

কারো জন্য কারো জীবন থেমে থাকে না, তবে থমকে যায়, স্বাভাবিক গতি হারায়। জীবনযাত্রায় ছন্দপতন ঘটে।

05/11/2023

ব্যাস্ততা কখনো কখনো পেইনকিলারের মত কাজ করে। আপনি যদি মানসিক পেইন থেকে স্বস্তি পেতে চান ; কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ুন। ব্যস্ততার নিচে আপনার দুঃখবোধ চাপা দিয়ে যাবে। ব্যপারটা সাময়িক সময়ের জন্য হলেও আপনাকে স্বস্তি দিবে। মুহুর্তকাল আপনি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

04/11/2023

বিরক্তিকর দিন, অনিশ্চিত ভবিষ্যৎ, অনিয়মিত ঘুম; দিন চলে যায়, নতুন কিছুই নাই!

সাংবাদিককে জিজ্ঞেস করা হলো গাজার অবস্থা কেমন? তিনি বললেন, 'সকালে যে ব্যক্তি লাশ বহন করে নিয়ে আসে, বিকেলে সে নিজেই লাশ হয়...
04/11/2023

সাংবাদিককে জিজ্ঞেস করা হলো গাজার অবস্থা কেমন?

তিনি বললেন, 'সকালে যে ব্যক্তি লাশ বহন করে নিয়ে আসে, বিকেলে সে নিজেই লাশ হয়ে ফিরে আসে।'

এই সাংবাদিক নিজেও শহীদ হয়েছেন।

03/11/2023

কাল বাজারে গেছি, দেখলাম এক লোক তার ছেলেকে কোলে নিয়ে মুরগির দোকানে গেল। আস্ত মুরগি কেনার সামর্থ্য নেই, তাই গিলা-কলিজার দাম জিজ্ঞেস করল। সেই দাম মেটানোর পয়সাও হয়তো ছিল না তার কাছে। সে জন্যে দোকানিকে বলল, ১০০টাকার গিলা-কলিজা দিতে। দোকানদার চোখ বড় বড় করে বলল, এক কেজির কম বেচি না।
লোকটা তার ছেলেকে নিয়ে মাছের বাজারের দিকে হাঁটা দিল।
আমি জানি না, সে একশো টাকা দিয়ে কোনো মাছ কিনতে পেরেছিল কি না।
হয়তো বাপ-বেটা মুরগির সালুন দিয়ে ভাত খাওয়ার ইরাদা করেছিল। কিন্তু শেষমেশ সবজি জুটাতে পেরেছে কি না, কে জানে!

লিখেছেন - জাকারিয়া মাসুদ

02/11/2023

জীবনে ঠিক ততোখানি সরল হোন, যতোখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার মাটি সরে যাবে না।

একটু খেয়াল করলে বুঝবেন।  ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে। দিনের হিসেবে এটা ৬০০+ দিন হয়। এ যুদ্ধে এখন পর্যন্...
31/10/2023

একটু খেয়াল করলে বুঝবেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে। দিনের হিসেবে এটা ৬০০+ দিন হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৯৭০১ জন নিহত হয়েছে।

ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়েছে এ মাসের ৭ তারিখ থেকে। দিন হিসেব করলে ২৫ দিন হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৮০০০+ জন সাধারণ মানুষ শহীদ হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।

এই হিসেবটা ভালোভাবে দেখলে বুঝবেন পশ্চিমা দেশগুলো নিজেদের সভ্য বুঝায় আর ভেতরে লুকিয়ে রাখে হিংস্র মনস্তত্ত্ব

আহা আমাদের ফিলিস্তিন 💔
30/10/2023

আহা আমাদের ফিলিস্তিন 💔

ফিলিস্তিনের গাজা থেকে এক ভাইয়ের মেসেজ:"মুসলিম দেশগুলোকে বলে দিন, আমাদের জন্য গায়েবানা জানাযার নামাজ আদায় করবার প্রস্তুতি...
29/10/2023

ফিলিস্তিনের গাজা থেকে এক ভাইয়ের মেসেজ:

"মুসলিম দেশগুলোকে বলে দিন, আমাদের জন্য গায়েবানা জানাযার নামাজ আদায় করবার প্রস্তুতি নিতে হবে না। কেননা আমরা তো জীবিত। বাস্তবিক অর্থে তোমরাই মৃত!!"

আল্লাহ তায়ালা হেফাজত করুন!

গাজা যখন পুড়ছিল, সৌদি আরব তখন লিটারেলি বাঁশি বাজাচ্ছিল। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদি আরবে আজ থেকে শুরু হতে যাচ্ছে রি...
28/10/2023

গাজা যখন পুড়ছিল, সৌদি আরব তখন লিটারেলি বাঁশি বাজাচ্ছিল। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদি আরবে আজ থেকে শুরু হতে যাচ্ছে রিয়াদ সীজন ২০২৩।

গাজায় নিহতদের স্মরণে এই অনুষ্ঠান স্থগিত বা বিলম্বিত করার আহ্বান অগ্রাহ্য করে সৌদি বিনোদন কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠান যথাসময়েই শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্য অনেক আইটেমের পাশাপাশি কলম্বিয়ান পপ তারকা শাকিরার একটা কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

[অ্যাংগ্রি রিয়েক্ট না দেওয়ার অনুরোধ রইলো। অ্যাংগ্রি রিয়েক্ট দিলে ফেসবুক সেই পোস্টের এবং আইডির রিচ কমিয়ে দেয়।]

Umar Ibn Al Khattab (R.A) said,"Invite People to Islam even without words".People asked: How?He said:  "With your manner...
26/10/2023

Umar Ibn Al Khattab (R.A) said,
"Invite People to Islam even without words".
People asked: How?
He said: "With your manners"…💞

25/10/2023

আমরা এক হতে গিয়ে একলা হয়ে যাই,,,,,,

25/10/2023

একটা লাইফ লেসন শেয়ার করি।

আপনি যত বেশি জেনুইন হবেন, জগতে তত বেশি পস্তাবেন।

আপনি যদি পড়াশোনায় একটু ভালো ও পারিবারিকভাবে দায়িত্ববান হন তাহলে পুরো পরিবার আপনার ওপর পাহাড়সমান এক্সপেকটেশন নিয়ে বসে থাকবে। এক্সপেকটেশন ফুলফিল করতে না পারলে আপনি দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মানুষ হিসেবে ভূষিত হবেন।

আপনি যদি কর্মক্ষেত্রে রেস্পন্সিবল হন, আপনার ওপর আরো কাজ চাপানো হবে। নিজের যোগ্যতায় যদি ভালো করেন বাকিদের চক্ষুশূল হবেন। দিনশেষে কর্মক্ষেত্র বা সহকর্মী কেউই আপনার আবদান মনে রাখবে না।

আপনি যদি ভালোমতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেন তাহলে আপনি আতেল হিসেবে গণ্য হবেন৷ সহপাঠীরা তেল দিবে সামনে সামনে, কিন্তু পেছনে ঠিকই বদনাম করে বেড়াবে। পরীক্ষায় নিজের মূল্যবান সময় নষ্ট করে আরেকজনকে না দেখানোর অপরাধে ভীষণ স্বার্থপর হিসেবে পরিচিতি পাবেন।

আপনি যদি রিলেশনশিপে অনেস্ট ও সিরিয়াস হন, তাহলে টেকেন ফর গ্র‍্যান্টেড হয়ে যাবেন। আপনার পার্টনার বুঝে যাবে সে যাই করুক না কেন, আপনি তাকে ক্ষমা করে দেবেন। আপনার ইমোশোনের বিশেষ কোন মূল্য তার কাছে থাকবে না। সে আপনার সাথে বার বার সমস্যা তৈরি করবে, কমিটমেন্ট ভাঙবে, আপনি ক্ষমা করে দিয়ে সামনে আগাবেন। এটা সাইকেল সার্কেলে চলতে থাকবে।

কোথাও নিয়ম মেনে লাইন ধরে দাঁড়ালে দেখবেন আপনার সামনে কত মানুষ এসে ঢুকে গেছে। লেন মেনে গাড়ি চালালে দেখবেন রং ওয়েতে গাড়ি আপনার আগে চলে যাচ্ছে৷ এমন উদাহরণ সারাদিন ভুড়ি ভুড়ি দেয়া যাবে।

ক্ষেত্রে বুঝে বেপরোয়া, দায়িত্বহীন, তেলবাজ, ফাঁকিবাজ, গলাবাজ, ডমিন্যান্ট, সুযোগ-সন্ধানী, অনিয়মানুবর্তী, কূটনা না হলে পদে পদে পিষ্ট হতে থাকবেন।

সব জায়গায় জেনুইন হওয়া যাবে না। যত বেশি জেনুইন হবেন, তত বেশি মানুষের দ্বারা ব্যবহৃত হবেন। কিছু ক্ষেত্রে ফেক আর কেয়ারলেস হউন, দেখবেন পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে চলে আসবে।

তবে শংকার বিষয় হলো, অতিমাত্রায় আপনি জেনুইন হওয়ায় না পারবেন কিছু করতে, না পারবেন ওদের মত হতে। বারবার বিবেকের কাছে আটকে যাবেন। এটাই আপনার নিয়তি। ভালো মানুষ হওয়ার পরেও দিনশেষে সঠিক মূল্যয়ন পাবেন না।

21/10/2023

'ভাগ্যে ছিলো' এই কথাটা বলে আমরা নিজেদের 'বুঝানোর' চেষ্টা করি! আমরা নিজেদের বুঝাই 'যা হয়ে গেছে,সেটা ভাগ্যে ছিলো বলেই হয়েছে!'

কিন্তু আসলে নিজেকে বুঝানো যায়না! অনেক কষ্ট,অনেক হাহাকার, অশ্রু বিসর্জন, ঘুম না আসা রাত জানে যেটা হয়েছে,সেটা না হলেও পারতো! মানুষ টা তো আমার ও হতে পারতো!

কিছু ব্যাপার থাকে,যা মানা যায়না! কিছুতেই মানা যায়না! যে যাকে চায়,সে তাকে পায়না!

20/10/2023

তবুও কোথাও কি যেন একটা কষ্ট জেগে ওঠছে ভেতর থেকে...

18/10/2023

"পিতা দু' টুকরো কাপড়ের মধ্যে সন্তানের শরীরের ছিন্নবিচ্ছিন্ন অংশ বয়ে নিয়ে যাচ্ছেন। মা চিৎকার করে কাঁদছেন কারণ সন্তানের দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুদের লাশ পড়ে আছে খুলি ফেটে চৌচির, কান দিয়ে গড়িয়ে বেরিয়ে আসছে রক্ত আর মগজ

২ রবিউসসানি, ১৪৪৫। গ। য।, ফিলিস্তিন...

আমরা এ অপরাধের সাক্ষী থাকলাম। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মাহর কেবল একজনও যদি পৃথিবীতে বেঁচে থাকে, তবু মৃত্যুর আগ পর্যন্ত পুরো উম্মাহর পক্ষ থেকে এ অপরাধের প্রতিশোধ নেয়ার চেষ্টা সে চালিয়ে যাবে, বিইযনিল্লাহ।"

12/09/2023

এ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে, যে বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া তার আর কোন বন্ধু নেই। মানুষের কাছ থেকে তার আশা করা তখন কমে যায়। কারো ভাল ব্যবহারে সে খুব বেশি উৎফুল্লও হয় না, খারাপ ব্যবহারেও পায় না তেমন কষ্ট। কেননা সে জানে, মানুষ পরিবর্তনশীল, তার রব তো নন। মানুষ ধোঁকা দিতে পারে, তার ইলাহ তো নন।

যে জানবে, কবরে তাকে একাই থাকতে হবে। জবাবদিহিতার মুখে সে একাই পড়বে। কেউ এসে তাকে সাহস দিয়ে যাবে না। অভয় দেয়ার মত থাকবে না কেউ - দুনিয়ার জীবনে কে দূরে সরে গেল, কেই বা কাছে এলো, এসব নিয়ে তার খুব একটা মাথা ব্যাথা হবে না। আপন পর হবে, পর আপন হবে, পৃথিবীর এ স্বাভাবিক নীতিতে সে অভ্যস্ত হয়ে যাবে সহজেই।

আলহামদুলিল্লাহ! আমার একজন রব আছেন, যিনি সব শুনেন সব জানেন। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সবচেয়ে দয়ালু। একজন দুর্বল বান্দার জন্য এর চেয়ে বড় সান্ত্বনা তো আর কিছু হতে পারে না।

ওয়ালিল্লাহিল হামদ.. লিখেছেন : Rizwanul Kabir

12/07/2023

বেশিরভাগ মেয়ে তার জীবনের কঠিনতম সময় পার করে একা একা। কাউকে পাশে পায়না কেউ পাশে থাকে না।

পরিবারের লোকজনও বুঝতে পারেনা ভিতর থেকে তিলেতিলে শে'ষ হয়ে যাচ্ছে একটা মানুষ। বন্ধুবান্ধব সবাই ভাবে সে খুব ভালো আছে ; যখন কিনা সে তার সবচেয়ে বাজে সময় টুকু পার করছে।

10/07/2023

নামাজ আপনাকে শক্তিশালী করে তুলবে। আপনি ভেঙে যাওয়া হৃদয় নিয়ে নামাজে দাঁড়িয়ে যান। কিছুক্ষণ পর অনুভব করবেন আপনার প্রতিপালক আপনার হৃদয়ে প্রশান্তি ঢেলে দিচ্ছেন।

কখনোই নামাজ ছেড়ে দিবেন না যদি নামাজের পবিত্র অনুভূতি অন্তরে অনুভব না করেন, তবু পড়ুন। যদি অলসতা লাগে, তবু পড়ুন। যদি ইচ্ছে না করে,তবু পড়ুন। মন যদি অন্য কিছুতে আচ্ছন্ন হয়ে থাকে, তবু নামাজ পড়ুন।

বলেছেন- উস্তাদ নোমান আলী খান

28/06/2023

ঈদের আগের রাতেও তীব্র মন খারাপ হয়ে যাওয়ার মতো বা'জে ব্যাপার আর নাই! আপনার আশেপাশে অনেক মানুষ তবুও আপনি একা!

কী আজিব না!লোকগুলোর তাকদিরে মৃত্যু লেখা ছিল সাগরের চার কিলোমিটার গভীরে, গহীন তলদেশে।এজন্য ভিন্ন ভিন্ন দেশের এই ধনী লোকগু...
23/06/2023

কী আজিব না!
লোকগুলোর তাকদিরে মৃত্যু লেখা ছিল সাগরের চার কিলোমিটার গভীরে, গহীন তলদেশে।

এজন্য ভিন্ন ভিন্ন দেশের এই ধনী লোকগুলো পকেটের কোটি টাকা খরচ করে স্বেচ্ছায় সজ্ঞানে সেই অকুতস্থলে হাজির হয়েছিল।

এজন্য একাধিক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গাফলতির আকস্মিক মৃত্যু থেকে পানাহ চেয়েছেন এবং উম্মতকে পানাহ চাওয়ার অনেকগুলো দুআও শিখিয়ে দিয়েছেন।
যার একটি হলো,
اللّهُمّ إنّى أعُوذُ بك منْ زوال نعْمتك، وتحوُّل عافيتك، وفُجاءة نقْمتك، وجميع سخطك.
আসুন, মুখস্থ করি; জপি; আল্লাহর কাছে পানাহ চাই।

15/06/2023

একা একা ঘুরে দাঁড়ানোর সাহস রাখুন,
জগত মানুষকে জ্ঞান দেয়, কিন্তু সঙ্গ দেয় না!!

পৃথিবীর পুরোনো পথের রেখা হয়ে যায় ক্ষয় 💔🥀
13/06/2023

পৃথিবীর পুরোনো পথের রেখা হয়ে যায় ক্ষয় 💔🥀

পৃথিবীর সকল ভা'ঙা মানুষের মনে ফুল ফুটুক...
10/06/2023

পৃথিবীর সকল ভা'ঙা মানুষের মনে ফুল ফুটুক...

07/06/2023

অথচ আমার তো গল্প ফুরাইবার আগে, মানুষই ফুরাইয়া যায়!!🖤

15/05/2023

শতমাইল দুরে প্রিয় মানুষ'টা ভালো থাকুক! কোন বিপদ তাঁকে স্পর্শ না করুক!'🖤

14/05/2023

কিছু মানুষ বেশ অদ্ভুত!
তার প্রয়োজনে আপনার যতটা প্রশংসা করবে! প্রয়োজন শেষ হলে তারচেয়ে বেশি বদনাম ছড়াবে।

এরদোয়ানের বিজয়ে কি পেতে যাচ্ছে মুসলিম বিশ্ব?১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর...
14/05/2023

এরদোয়ানের বিজয়ে কি পেতে যাচ্ছে মুসলিম বিশ্ব?

১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলছে পশ্চিমা মিডিয়া। শুধু তুরস্ক নয় মুসলিম বিশ্বের জন্যও একটি টার্নিং পয়েন্ট হবে এই নির্বাচন।

এরদোয়ানের জয়-পরাজয়ের সাথে জড়িত হয়ে আছে একবিংশ শতাব্দিতে ইসলামি সভ্যতার উত্থান ও পতন। কিভাবে? ৮ টি পয়েন্টে এখানে তুলে ধরছি।

১.
১৯২৩ সালে খিলাফত পতনের পর থেকে মুসলিম বিশ্ব অবিভাবকহীন। ৫৬টি মুসলিম দেশের মধ্যে এখনো তুরস্কই মুসলিম জাতিকে নেতৃত্ব দেয়ার মতো প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক, সামরিক ও ভৌগলিক অবস্থানের অধিকারী। ঘাটতি ছিল শুধু ইসলামি নেতৃত্বের।

এরদোয়ানের উত্থানে সেই অভাব পূরণ হয়েছে। তবে সেক্যুলার সামরিক বাহিনীর তৈরী করা সংবিধানে তুরস্কের প্রেসিডেন্টের হাতে সীমিত ক্ষমতা ছিল। এরদোয়ান কয়েকদফা সংবিধান সংশোধন করেছে। তবে ২০২৩ সালে নির্বাচিত হলে একটি নতুন সংবিধান নিয়ে নতুন চেহারায় ফিরবে তুরস্ক। ধারণা করা হচ্ছে সেখানে রাষ্ট্রধর্ম ইসলামসহ আরো অনেক বিপ্লবী পরিবর্তন আনা হবে।

২.
মুসলিম বিশ্বের সামরিক অভিভাবক তুরস্ক: গত ১০০ বছরের বিভিন্ন মুসলিম দেশের উপর যে বিদেশী আগ্রাসন চলেছে তাকে বন্ধ করার মতো কোন শক্তিশালী মুসলিম দেশ ছিলো না। যাদের শক্তিশালী আর্মি আছে তারাও সমরাস্ত্রের জন্য পশ্চিমাদের উপর নির্ভরশীল ছিল। কিন্তু গত ১০ বছরে তুরস্ককে সমরাস্ত্রে ৮০ ভাগ স্বয়ংসম্পূর্ণ করেছেন এরদোয়ান।

এবার নির্বাচিত হলে তা ১০০ ভাগে চলে আসবে। তুরস্ক নিমার্ন করেছে নিজস্ব ট্যাংক, কামান, মিসাইল, এয়ার ডিফেন্স, সাবমেরিন, ড্রোণ, বিমানবাহী জাহাজ। ২০২৮ সালের মধ্যে নির্মান শেষ হবে বৃহদাকার বিমানবাহী রনতরী। সেখানে মোতায়েন হবে তুরস্কে নিজস্ব ফিফথ জেনারেশন ফাইটার জেট। ফলে তুরস্ক মুসলিমদেশ গুলোকে রক্ষার করার ক্যাপাসিটি অর্জন করবে। সিরিয়া, কাতার, আজারবাইজান ও লিবিয়ার মুসলমানদের পর এবার ফিলিস্তিনি উইঘুরসহ নির্যাতিত মুসলমানদের পাশে দাড়াতে পারবে।

৩.
ডিপ্লোমেটিক সহায়তা: বিবাদ-বিভাজনে বিভিক্ত মুসলিম বিশ্বের অনেক দেশেই রক্ত ঝরছে অভ্যন্তরীণ সংঘাতে। গত ২৩ বছরের এরদোয়ান অনেক মুসলিম দেশের সংকট নিরসনের নিরলস কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রনালয়কে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। বিশ্ব শান্তিতে বড় ভূমিকা পালন করার মতো দক্ষতা ও প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেছে তুরস্ক।

৪.
পারমানবিক শক্তি: তুরস্কের আদানা শহরে প্রথম পারমানবিক স্থাপনার কাজ শেষ প্রান্তে। সিনপ শহরে চলছে ২য় পারমানবিক প্রকল্পের কাজ। অচিরেই পারবমানবিক শক্তিধর তুরস্কের আবির্ভাব হবে। এই শক্তি মুসলিম বিশ্বের প্রতিরক্ষাসহ অন্যান্য কাজে ব্যবহার হবে।

৫.
বিজ্ঞান ও প্রযুক্তিখাতে তুরস্কের বিপ্লব: এরদোয়ানের নেতৃত্ব গত ১০ বছরে তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এক অভাবনীয় সাফল্য অর্জন করছে তুরস্ক। গত রমজানের আমার আসেলসান, রকেটসানের মতো তুরস্কের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে সফরের সুযোগ হয়েছে। নিজের চোখে দেখে এসেছি যে, তুরস্ক এখন ল্যাপটপ, ফোন, গাড়িসহ সব ধরনের যন্ত্রের জন্য প্রয়োজনীয় মাইক্রোচিপ তৈরী করছে। আগামীর বিশ্ব বন্দি এই চিপের ভেতর। বিশ্বের অল্প কয়েকটি দেশ চিপ তৈরী করতে পারে। তুরস্ক তার একটি।

৬.
সাংস্কৃতিক বিপ্লব: তুরস্কে সরকারী চ্যানেলগুলোতে আগে পশ্চিমাদেশ থেকে আমদানি করা ও নিজেদের তৈরী অর্থহীন ও অশ্লীল নাটক-সিনেমা চালানো হত। সেই স্রোত পাল্টে দিচ্ছে এরদোয়ান। তুরস্কে সরকারী ও বেসরকারী উদ্যোগে এরতুরুল, পাইতাহ, কুরতুলুস উসমানের মতো সিরিয়াল তৈরী করেছে। ইতিমধ্যে তুরস্ক নেটফ্লিক্সের বিকল্প হিসেবে বাজারে এনেছে তাবি নামক ডিজিটাল প্লাটফর্ম। একই সাথে ৫ টি ভাষায় বিনামূল্যে দেখা যাচ্ছে তাবি। ইবনে সীনা, ফাতিহ সুলতানদের মতো চরিত্রগুলোকে জীবন্ত ভাবে তুলে ধরছে তরুন সমাজের সামনে।

৭.
এরদোয়ানের যুগে তুরস্কের স্বর্ণের রিজার্ভ ছাড়িয়ে গেছে ইংল্যান্ডকে। নিজেদের দেশের স্বর্ণখনির তোলা স্বর্নের সাথে সাথে বিদেশী বাজার থেকেও প্রতিবছর স্বর্ণ কিনে রিজার্ভ বাড়াচ্ছে এরদোয়ান। যে কোন সময়ে ডলার পতন হলে নতুন অর্থনৈতিক ব্যবস্থায় নেতৃত্ব দিতে চায় তুরস্ক।

৮.
উচ্চ শিক্ষায় সুবিধা: এরদোয়ানের আমলে তুরস্কের প্রতিটি প্রদেশে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে। মুসলিম বিশ্ব থেকে প্রতিবছর হাজার হাজার বিদেশী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে নিয়ে আসা হচ্ছে তুরস্কে। বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। জ্ঞান ও বিজ্ঞানকে একসাথে আয়ত্ব করার মাধ্যমে নতুন করে ইসলামী সভ্যতার উত্থানে পরিকল্পিতভাবে কাজ করে গেছে এরদোয়ান।

শেষ কথা গত ৮০ বছর তুরস্ক পশ্চিমাদের দাসত্ব করতে বাধ্য হয়েছিল। নিজের জাতির উপর জুলুম করেছে পশ্চিমাদের পুতুল সরকারগুলো। মাত্র ২১ বছরে এরদোয়ান ১০০ বছরের ফেলে রাখা কাজ করে গেছে। আগামী ১০০ বছর তুরস্ক যাতে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে পারে তার অবকাঠামোই তৈরী করা হয়েছে গত ২১ বছর ধরে। ২০২৩ সালে নির্বাচিত হতে পারলে লিবারেলিজম ও সেক্যুলারিজমের খোলস ছেড়ে আসল পরিচয়ে ফিরবে তুরস্ক। আয়া সোফিয়ায় নির্বাচনী প্রচারণা শেষ করার মাধ্যমে সেই ইঙ্গিতই দিচ্ছে এরদোয়ান।

তাইতো সারা বিশ্বের মুসলমানরা আজ দোয়া করছে এরদোয়ানের জন্য। দোয়া হচ্ছে মক্কা-মদীনায়। চারদিকে আজ ইসলামের উত্থানের গুঞ্জরন।

লিখেছেন: জাহিদুল ইসলাম সরকার ভাই।

13/05/2023

এখন পর্যন্ত পাওয়া গতিপথ অনুসারে, ঘূর্নিঝড় মোখা-য় সেন্ট মার্টিন সম্পূর্ন পানির নিচে চলে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।

আতঙ্কিত জনপদ 'সেন্ট মার্টিন' থেকে বলছি.. মসজিদে নামাজ শেষে মোনাজাতে সহজে আমার কান্না আসে না। শেষবার কান্না আসছিল প্রায় ৮...
13/05/2023

আতঙ্কিত জনপদ 'সেন্ট মার্টিন' থেকে বলছি..

মসজিদে নামাজ শেষে মোনাজাতে সহজে আমার কান্না আসে না। শেষবার কান্না আসছিল প্রায় ৮ বছর আগে, দাদিমার মৃত্যুর পরে। তাও আবেগে।

কিন্তু আজ জুমার নামাজের পর, ইমাম সাহেব যখন মোনাজাত ধরলেন। সবাই হাউমাউ করে কান্না শুরু করেছে। চোখের পানি ধরে রাখা কঠিন ছিল।

মৃতের বাড়ির মতো সবার কান্না যেন মনের ভেতর থেকে মোচড় দিয়ে উঠে। এতো আতঙ্কে দ্বীপবাসীকে কখনো দেখিনি।

শেষ বয়সে এসে মুরব্বিরা যেভাবে মোনাজাতে বিলাপ করছেন। সত্যিই আতঙ্কিত হবার মতো ঘটনা।

সমুদ্রের মাঝখানে যাঁদের জন্ম ও বসবাস। প্রাকৃতিক ঝড়-ঝঞ্ঝা যাঁদের নিত্যসঙ্গী। প্রকৃতির সাথে সংগ্রাম করে যাঁদের জীবন চলা, তারাও আজ ভয়ে কাবু হয়ে গেছে।

দ্বীপের মানুষের মনে ভয় ঢুকেছে 'সিত্রাংকের' সময় থেকে। সামান্য ঘূর্ণিঝড়ের সময় যেভাবে জলোচ্ছ্বাস হয়েছিল। বড় ঘূর্ণিঝড় হলে তা যে আরো ভয়াবহ হবে সেটাই সবার ধারণা।

গত তিনদিন ধরে ট্রলার, স্পিডবোট করে হাজারের উপর মানুষ জন্মভূমি সেন্টমার্টিন থেকে টেকনাফ চলে গেছে।

যারা যেতে পারেনাই বা যায়নি তারা যথেষ্ট আতঙ্কে আছে সেটা বুজলাম জুমার পর মোনাজাতে।

আতঙ্কিত হবার অন্যতম কারণ। ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য গতিপথ সেন্টমার্টিন দ্বীপ ও আশেপাশের এলাকা। কিন্তু দ্বীপে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই। নেই টেকসই বেড়িবাঁধ।

প্রাকৃতিক রক্ষাকবচ পাথরের বাঁধ নড়েবড়ে হয়েছে ১৯৯১ ও ১৯৯৪ সালের ঘূর্ণিঝড়ে। আর ভাঙনে বিলিন হয়ে গেছে বালিয়াড়ি ও কেয়াবন।

অবিবেচকের মতো কাটা হয়েছে গাছ। অনিয়ন্ত্রিত তৈরি হয়েছে স্থাপনা। সবমিলিয়ে সেন্টমার্টিন এখন 'আতঙ্কের জনপদ!'

দোয়া আর প্রার্থনা ছাড়া এখন আর কারো করার কিছু নেই!

মহান আল্লাহ সবাইকে হেফাজত করুক।

লিখেছেন - Tayub Ullah

মাদরাসায় পড়াকালীন সময় হুজুরের একটা কথা মনে পড়ে গেলো। ক্লাসে তিনি কথার ফাকে বলেছিলেন, কখনো খেয়াল করেছো তোমরা, "লা ইলাহা...
09/05/2023

মাদরাসায় পড়াকালীন সময় হুজুরের একটা কথা মনে পড়ে গেলো। ক্লাসে তিনি কথার ফাকে বলেছিলেন, কখনো খেয়াল করেছো তোমরা, "লা ইলাহা ইল্লাল্লাহ" হলো সবচেয়ে সহজ জিকির? এটা বলতে গেলে মুখের ভিতর জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াইতে হয়না। না দাঁত নড়ে, না ঠোঁট নড়ে। শুধু জিহ্বাটাকে উপর নিচ করতে পারলেই হয়।

হুজুরের কথা শুনে আমরা সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম। আসলেই তো। শুধুমাত্র জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না। তখন আমাদের বিস্মিত মুখ দেখে বলছিলেন, আচ্ছা বলো তো, আল্লাহ তা'আলা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন?

আমরা হুজুরকে জিজ্ঞেস করলাম, কেন?

তিনি বললেন, মৃত্যুর আগের ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে, তখন যাতে বান্দা কোনো রকম কষ্ট ছাড়াই অনায়াসে 'লা-ইলাহা-ইল্লাল্লাহ' বলতে পারে। এটাই কারণ। আর কিচ্ছু না।

!!!সুবহানাল্লাহ!!! Collected

06/04/2023

❛❛ যখন আপনি কোন সৃষ্টির উপর বিশ্বাস রাখবেন, আশা রাখবেন আপনি প্রতিনিয়ত নিরাশ হবেন, আশাহত হবেন। যখন আপনি আল্লাহর উপর আশা রাখবেন, তখন কিছুই আপনাকে আশাহত করবে না। এটাই বিশ্বাস, তাওয়াক্কুল ❜❜

— উস্তাদ নোমান আলী খান

একবার বাগদাদে আগুন লাগলো। আগুনে অনেক দোকান পুড়ে গেলো। তবে, সামান্যের জন্য রক্ষা পেলো সারি আস সাকতি রাহিমাহুল্লাহর দোকান৷...
04/04/2023

একবার বাগদাদে আগুন লাগলো। আগুনে অনেক দোকান পুড়ে গেলো। তবে, সামান্যের জন্য রক্ষা পেলো সারি আস সাকতি রাহিমাহুল্লাহর দোকান৷

সারি আস সাকাতি ছিলেন জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর মামা।

তাকে যখন বলা হলো, 'অনেক দোকান পুড়েছে, কিন্তু আপনার দোকানের কিছু হয়নি' —তখন তিনি 'আলহামদুলিল্লাহ' পড়লেন।

এই আলহামদুলিল্লাহ পড়ার জন্য তিনি ৩০ বছর আফসোস করেন!

কারণ, তিনি অন্যের বিপদে কষ্ট না পেয়ে বরং নিজেরটা চিন্তা করেছেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি তোমার ভাইয়ের জন্য তাই চাও, যা নিজের জন্য চাও; এমনটা না হলে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না।

সারি আস সাকাতি আকস্মিক নিজের কথা ভেবে উল্লাস প্রকাশ করায় সারাজীবন ব্যথিত হন।

বঙ্গবাজার আগুনে পোড়ায় আপনার হয়তো কিছু হয়নি, আর্থিক ক্ষতি হয়নি। কিন্তু, মুসলিম হিশেবে আমি-আপনি ব্যথিত। এটা আমাদের ঈমানের দাবি।

----Ariful Islam vai

Pray that no matter how unkind people get, you never lose that gentle heart of yours..Pray that no matter how evil the w...
29/03/2023

Pray that no matter how unkind people get, you never lose that gentle heart of yours..

Pray that no matter how evil the world is, you never stop seeing the beauty in the calm blue skies..

Pray you have the strength to let go of something that is only meant to be a chapter in your life..

And pray you never get attached to things that aren’t meant to be.

28/03/2023

Ramadan Kareem 🥰

28/03/2023

মাঝে মাঝে এমনসব জায়গা থেকে দুঃখ পাবেন যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেন না।

মাঝে মাঝে আপনার সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় ক্ষতিটা করে দেবে।

কখনো কখনো দেখবেন— যার জন্য সারাজীবন কেঁদে গেছেন, আপনার কান্নার দিনে সে উল্লাস করে হাসছে।

আপনাকে বুঝতে হবে— এসবকিছুই জীবনের অনুষঙ্গ। মাঝে মাঝে আপনার অন্তরকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আপনাকে বোঝাতে চান যে— বন্ধু হিশেবে, আপন হিশেবে, সুহৃদ আর শুভাকাঙ্ক্ষী হিশেবে দিনশেষে তিনিই আপনার শেষ আশ্রয়স্থল।

যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন, তারা কখনোই আপনার ছিলো না।

ইশ! বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথে...
14/11/2021

ইশ! বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️

ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।

বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসাই থাকবে।

আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে।

সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে হবে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে বাট কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সাওয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন।

দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাঁচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলো মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।

তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি-বাকরি, অথবা ব্যবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসাই তার বউকে নিয়ে আসবে।

এতে করে বাঁচবে সমাজ, হবেনা ধর্ষণ, হবেনা কোনো যিনা, হবেনা কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার ভাবা উচিত।

এই পদক্ষেপের বিপরীতে কি কি মতামত থাকতে পারে, কমেন্টে জানাবেন।

Address

Jatrabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Saleh Obaidullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category