SinMow

SinMow হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই

officiali ami Gorib & U
01/02/2025

officiali ami Gorib
&
U




01/02/2025

🥸

01/02/2025

বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি 😎🥸🥸



"খুন হয়েছে আমার ভাই,খুনী তোদের রক্ষা নাই"স্লোগানে উত্তাল দনিয়া কলেজের শিক্ষার্থীরা।স্থান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
30/01/2025

"খুন হয়েছে আমার ভাই,খুনী তোদের রক্ষা নাই"

স্লোগানে উত্তাল দনিয়া কলেজের শিক্ষার্থীরা।

স্থান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

30/01/2025

প্রিয় মিনহাজ ভাই এর জানাযা 😅💔


30/01/2025
সংবাদ: রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় দনিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের সামনে পূর্ব শত্রুতার জেরে মিনহাজুল ইসলাম (২৫) নামে এক...
29/01/2025

সংবাদ: রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় দনিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের সামনে পূর্ব শত্রুতার জেরে মিনহাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দনিয়া কলেজের সামনে ঘটনাটি ঘটে।
রক্তাক্ত অবস্থায় এলাকার ছোট ভাই ও বন্ধুরা মিনহাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মিনহাজকে মৃত ঘোষণা করেন।
তানজিল হোসেন নামে নিহতের এলাকার এক ছোট ভাই জানান, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র ছিলেন। একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। মিনহাজের বাবা রফিকুল ইসলাম মহানগর দক্ষিণের ওলামা দলের সাধারণ সম্পাদক। কদমতলি সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় বসবাস করেন।
তিনি জানান, নুরপুর এলাকার মাহফুজ, শাওন, সাইফুল, সোহান, সৌরভ নামে কয়েক যুবক মিনহাজের সঙ্গে দনিয়া কলেজে পড়াশোনা করতেন। তাদের মধ্যে সাইফুল ও সোহান ছাত্রলীগের রাজনীতি করতেন। মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিলেন। এ নিয়ে তিনজনের মধ্যে বিবাদ ছিল। ছাত্র আন্দোলনের সাথে মিনহাজ সক্রিয় ছিলেন। গত পরশু তানজিলকে গলায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন মাহফুজসহ কয়েকজন। সোমবার দনিয়া কলেজের সামনে মিনহাজকে একা পেয়ে তারাই কুপিয়ে আহত করে। পরে তারা মিলে মিনহাজকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিরআখড়া এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্ধুরা জানান, পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

SinMow
#

প্রিয় মিনহাজ ভাই এর শেষ কথা ।তোরা আমারে বাঁচতে দিলি না 😅💔
29/01/2025

প্রিয় মিনহাজ ভাই এর শেষ কথা ।
তোরা আমারে বাঁচতে দিলি না 😅💔

23/01/2025

❥সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন!!.❥!!✾-” ভালোবাসার জন্য রূপ না সুন্দর একটা মনের প্রয়োজন🖤🥀
SinMow

13/01/2025

আমার ডাইরিতে আজও লেখা আছে তোমার নাম-

12/01/2025

why aren't more people talking about
SinMow

11/01/2025

প্রথম দেখায়, তুমি ছিলে পাশে,
হাসি ছিলো ঠোঁটে, চোখে অনেক আশা,
কখনো ভাবিনি যে, এমন হবে দূরে,
কখনো ভাবিনি, হারাবো তোমায় এই পথে।

তোমার সঙ্গেই ছিলাম, সময়টা ছিলো অমলিন,
কিন্তু মনে হয় যেন, কিছু একটাও ছিল না ঠিক।
প্রথম দেখায় কি শেষ দেখা ছিল বন্ধু?
আমার হৃদয়ে রয়ে গেলো কেবল সেই দিনগুলো।

প্রথম দেখায় কি শেষ দেখা ছিল বন্ধু?
শুধু মনে থাকে সেই এক মুহূর্ত,
তোমার হাসির রেখা, আমার চোখের জল,
তুমি কি জানো, কত দূর চলে গেছ তুমি?
প্রথম দেখায় কি শেষ দেখা ছিল বন্ধু?

এখনও মনে পড়ে তোমার সেই কথা,
"চলে যাবো না, থাকবো সবসময় তোমার সাথে,"
কিন্তু সময়ের স্রোতে ভেসে গেলো সে সব,
কিছু ছিল না স্থায়ী, কিছু ছিল না সত্যি।

তুমি ছিলে আমার পাশে, ছিলো এক আকাশ,
কিন্তু কেন যেন সেসব স্বপ্ন, হারিয়ে গেছে রাতে।
প্রথম দেখায় কি শেষ দেখা ছিল বন্ধু?
এখনো তোমার কথা মনে পড়ে গভীর রাতে।

প্রথম দেখায় কি শেষ দেখা ছিল বন্ধু?
শুধু মনে থাকে সেই এক মুহূর্ত,
তোমার হাসির রেখা, আমার চোখের জল,
তুমি কি জানো, কত দূর চলে গেছ তুমি?
প্রথম দেখায় কি শেষ দেখা ছিল বন্ধু?

তুমি কি জানো, শেষ দেখা ছিল না কখনো,
তোমার ছায়া ছুঁয়ে আমি হারিয়ে গেলাম,
প্রথম দেখা, তুমি কি জানো,
তাহলেই শেষ হয়ে গেছে, সব কিছু হারিয়ে গেছে।

তবে চিরকাল থাকবে, সেই প্রথম দেখা,
আমার মনে থাকবে, সেগুলোই সব শেষ কথা।
প্রথম দেখায় কি শেষ দেখা ছিল বন্ধু?
আমার হৃদয়ে থাকবে তুমি, চিরকাল..
SinMow

Address

Dhaka
Jatrabari
1204

Website

https://www.instagram.com/sinmow3230/

Alerts

Be the first to know and let us send you an email when SinMow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SinMow:

Videos

Share