Animation Movies SinMow

Animation Movies SinMow হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই

21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: প্লে-গ্রুপ ভবনে ভয়াবহ দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা
ঢাকা, ২১ জুলাই ২০২৫ – রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটির মুহূর্তে শিক্ষার্থীদের ক্লাস শেষ হতেই প্লে-গ্রুপ ভবনের ওপরই বিধ্বস্ত হয় বিমানটি। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

বিমান বাহিনীর জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি একটি F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে এটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত তিনটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত আছেন। কলেজের প্লে-গ্রুপ বিভাগে ক্লাস চলছিল এবং শিক্ষার্থীরা ঠিক ছুটির প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় দুর্ঘটনাটি ঘটে।

"এই ভূখণ্ডে ক্ষমতা মানে সুরক্ষা, আর নিঃস্ব মানে শিকার। সুবিচার এখানে অলীক — কেবল দেয়ালের এপারে বসে এক শ্রেণি 'ইনসাফ' সাজ...
11/07/2025

"এই ভূখণ্ডে ক্ষমতা মানে সুরক্ষা, আর নিঃস্ব মানে শিকার। সুবিচার এখানে অলীক — কেবল দেয়ালের এপারে বসে এক শ্রেণি 'ইনসাফ' সাজায়, আর অন্য পাশে আমরা নিঃশব্দে পুড়ি। মানুষ আজ আর ন্যায় চায় না, শুধু নিজের পালা না আসুক — এই কামনা করে বেঁচে থাকে।"
"ক্ষমতার আসনটায় বসে যারা সুবিচার বেছে নেয়, তারা ভুলে যায়—এই ভূমিতে সুবিচারেরও ক্ষমতা নেই। কারণ এখানকার মাটি 'ন্যায়' নয়, 'নিরাপত্তা' চেনে।"

পুরান ঢাকার রক্তাক্ত বিকেল…মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকে, মানুষের ভিড়ের মাঝেই পিটিয়ে মারা হলো লাল চাঁদ ওরফে সোহাগকে।...
11/07/2025

পুরান ঢাকার রক্তাক্ত বিকেল…

মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকে, মানুষের ভিড়ের মাঝেই পিটিয়ে মারা হলো লাল চাঁদ ওরফে সোহাগকে।
ইট-পাথর দিয়ে থেঁতলে দেওয়া হলো মাথা।
মরদেহের ওপরও চললো বর্বরতা, যেন এই দেশে আইনের নাম নেই, নিরাপত্তার বালাই নেই!

লোকজন দেখেছে—চোখের সামনে এমন নৃশংসতা।
কেউ এগিয়ে আসেনি।
পাশেই ছিল আনসার ক্যাম্প—তারা নীরব, নিশ্চুপ।
এই নীরবতাও এক ধরনের অপরাধ নয় কি?

ভিডিওতে স্পষ্ট দেখা গেছে কারা করেছে!
তারা কে কোন দলের—সেটা গুরুত্বপূর্ণ না।
কারণ, সন্ত্রাসীরা কোনো দলের হয় না—তারা কেবল হত্যাকারী, তারা সমাজের শত্রু।

এই রাষ্ট্র যদি ৩ দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারে—
তাহলে প্রশ্ন থেকে যায়,
এই সরকার আমাদের নিরাপত্তা দেবে কিভাবে?
এই সরকার দরকার কি আমাদের?

আমরা চাই বিপ্লবী সরকার—
যে সরকার সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
আজ যারা দেখেছে, চুপ থেকেছে—তারাও দায় এড়াতে পারে না।
সবাই অপরাধী।

জাগো বাংলাদেশ!
সন্ত্রাসের বিরুদ্ধে এক হও!
আজ যদি মুখ না খোলো—আগামীকাল হয়তো তোমার লাশ পড়ে থাকবে রাস্তায়…
আর সবাই চেয়ে দেখবে—নীরবে, নিশ্চুপে।









#সোহাগ_হত্যা
#মিটফোর্ড_হাসপাতাল
#ঢাকার_অপরাধ
#বাংলাদেশ_জাগো
#সন্ত্রাসের_বিরুদ্ধে
#আইনের_শাসন_চাই
#নিরাপত্তা_চাই

26/06/2025

25/06/2025

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: পারমাণবিক শক্তির পথে? | Missile Analysis 2025

আজ ইরান থেকে উৎক্ষেপণ করা হলো একটি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা ৬ হাজার কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম।
বিশ্লেষকরা বলছেন, এতে রয়েছে ১৫০ থেকে ২৫০ কেজি ওয়ারহেড।
এটা কি কেবল প্রতিরক্ষা প্রস্তুতি, নাকি ইরান পারমাণবিক শক্তির দিকে এগোচ্ছে?

এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে এই উৎক্ষেপণের পেছনের কৌশল ও সম্ভাব্য আন্তর্জাতিক প্রতিক্রিয়া।
আপনার মতামত জানাতে ভুলবেন না!

#ইরান #আন্তর্জাতিকসংবাদ #পারমাণবিকশক্তি #বিশ্বরাজনীতি

23/06/2025

"সজীব, কে আমি অনেক ভালোবাসি,

"সজীব বারো ভাটাইরা 😶‍🌫️ | বোরখার পেছনের কষ্টের গল্প | নাটকীয় কনফেশন 🎭"

#সজীব

বন্ধুর মাথায় যা ঘুরে
03/06/2025

বন্ধুর মাথায় যা ঘুরে

15/05/2025

মিষ্টি এক পান্ডার নাচের মাতাল মুহূর্ত!

দেখুন কীভাবে এই ফুর্তিবাজ প্রাণী বাঁশবনের ছায়ায় তালে তালে দুলছে, পেট নেড়ে নেড়ে তৈরি করছে মজাদার ভিডিও কন্টেন্ট। এর নড়াচড়ায় মিশে আছে প্রকৃতির ছন্দ, আর চোখে-মুখে শিশুসুলভ উচ্ছ্বাস। এই ভিডিও আপনার দিনের সকল ক্লান্তি দূর করে দেবে! 🎥

#পান্ডা_নাচ, #মজাদার_প্রাণী, #বাঁশবনের_মিউজিক, #প্রাণীজগতের_মজা, #পান্ডালাভ, #নাচের_তালে, #কিউট_এনিম্যালস, #ভাইরাল_ভিডিও, #জঙ্গল_গ্রুভ, #প্রকৃতির_উৎসব

Address

Jatrabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animation Movies SinMow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animation Movies SinMow:

Share