Mr & Mrs Miraz

Mr & Mrs Miraz video creator

আসসালামু আলাইকুম অনভ্যাসের কারনে অথবা আমাদের দৈনন্দিন ব্যাস্ততায় মাথায় নিয়মিত তেল ব্যবহারের প্রয়োজনীয়তা আমরা প্রায় সময়েই...
14/09/2024

আসসালামু আলাইকুম
অনভ্যাসের কারনে অথবা আমাদের দৈনন্দিন ব্যাস্ততায় মাথায় নিয়মিত তেল ব্যবহারের প্রয়োজনীয়তা আমরা প্রায় সময়েই ভেবে দেখি না। ফলশ্রুতিতে এ থেকেই শুরু হয় হেয়ার ফল, হেয়ার ড্যামেজ, খুশকি ও চুলের গ্রোথ কমে যাওয়া সহ নানা ধরণের চুল ও স্ক্যাল্পের সমস্যা।



চলুন জেনে নেই নিয়মিত মাথায় ন্যাচারাল ও অর্গানিক তেল ব্যবহার করার উপকারিতা এবং কোন তেল চুলের কোন সমস্যার সলিউশন এনে দিতে পারে তা সম্পর্কে :



1️⃣ নিয়মিত ওয়েলিং স্ক্যাল্পকে হাইড্রেটেড রেখে চুলে জট বাঁধা, খুশকি ও চুল পড়া নিয়ন্ত্রন করে।



2️⃣ ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ স্টিমুলেট করে ।



3️⃣ প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে চুলের গোড়া শক্ত ও মজবুত করে, চুল পড়া বন্ধ করে।



4️⃣ চিরতরে ড্যান্ড্রাফ ও স্ক্যাল্প ইনফেকশন থেকে মুক্তি দেয়।



5️⃣চুলের আগা ফাটা ও চুল ভেঙ্গে যাওয়া রোধ করে, হেয়ার ড্যামেজ রিকভার করে।



6️⃣ চুলকে ঘন ও লম্বা করে, অকালে পেকে যাওয়া রোধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।



7️⃣ স্ক্যাল্পের গভীরে পৌঁছে চুলের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিনস ও মিনারেলসের যোগান দেয়।





তাহলে জেনে তো নিলেন হেলদি, শাইনি ও ঝলমলে চুল পেতে ওয়েলিং কতটা প্রয়োজনীয়। নিজেদের ফিটনেস ও পুষ্টির দিকে লক্ষ্য রাখলেও চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে আমরা প্রায় সময় অবহেলা করে থাকি। আর এমনটা নয়, আপনাদের প্রয়োজনীয় ন্যাচারাল হেয়ার অয়েল এখন হাতের কাছে পেতে আর দাম জানতে ইনবক্স করুন।
Organic ghanite vangga coconut 🥥 oil

23/05/2023
08/05/2023

Ami o re na diye khaicelam.ti ekn se niye khawa suru korce

07/05/2023

বৃষ্টি বিলাস

02/04/2023

ট্রেন যাত্রীদের জন্য জরুরি বিষয়। আজ ০১/০৪/২০২৩ তারিখ দিচ্ছে ১১/০৪/২৩ পর্যন্ত রেলের টিকিট। আজ থেকে যাত্রার ১০ দিন আগে থেকে দেয়া টিকিট সিস্টেম কার্যকর হয়েছে। অথচ খেয়াল করে দেখুন আজ ১ তারিখ ধরে ১১ তারিখ পর্যন্ত কিন্তু ১১ দিন হচ্ছে।

হ্যাঁ, আজ থেকে একটা নতুন নিয়ম কার্যকর হয়েছে। আগে টিকিট দেয়ার দিন ধরে ৫ দিন গুণতে হত। এখন সেটা বাদ দিয়ে পরের দিন থেকে তারিখ গুণতে হবে। যেমন আজ ১ তারিখ বাদ দিয়ে গুণতে হবে ২ তারিখ ধরে ১০ দিন। মানে আজ দেয়া হবে ১১ তারিখের টিকিট।

এটা মনে রাখবেন প্লিজ। নাহলে টিকিট মিস করবেন হয়ত। আপনি টিকিট কাটার দিন ধরে যদি ১০ দিন হিসেব করে টিকিট কাটতে যান, দেখবেন আগের দিন টিকিট সবাই কেটে ফেলেছে।

জানি না বুঝাতে পেরেছি কিনা।

আজ থেকে কোন কোটা নেই। কাউন্টার অনলাইন ফ্রী করে দেয়া হয়েছে। শুধু ৭ এপ্রিল থেকে ঈদ যাত্রায় অনলাইনে টিকিট কাটতে হবে। কাউন্টার বন্ধ থাকবে।

ঈদের পর আবার কোটাবিহীন কাউন্টার অনলাইন ফ্রী হবে। যদি সিদ্ধান্ত চেঞ্জ না হয়।

লেখা- মাহবুব কবির মিলন স্যার।

02/04/2023

Shei level ar marsmari cholce

18/03/2023

চট্টগ্রামের বাণিজ্য মেলা রাতের লাইটিং টা দেখতে সুন্দর

04/02/2023

Ctg to Dhaka journey

Address

Jatrabari
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr & Mrs Miraz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr & Mrs Miraz:

Videos

Share

Category