Ki khabo

Ki khabo __۵ღউদ্দেশ্য།ছাড়া།কেউ།কাছে།
আসে།না།আর།স্বার্থ།ছাড়া།কেউ།পাশে།
থাকে།না…༊☺️🦋

08/05/2024

ঢেড়শ ভাজি

゚viral

পুলিশের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা ছোটবেলা থেকেই।শ্রদ্ধা আরো বেড়ে গেছে এই ছবি দেখে। স্যালুট ।
15/04/2023

পুলিশের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা ছোটবেলা থেকেই।শ্রদ্ধা আরো বেড়ে গেছে এই ছবি দেখে। স্যালুট ।

15/04/2023

Milkshake 🤤🤤🤤

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান'র কাছে যখন সাংবাদিকরা তার হিজাব সম্পর্কে জানতে চায় এবং তার বুদ্ধি ও শি...
06/09/2022

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান'র কাছে যখন সাংবাদিকরা তার হিজাব সম্পর্কে জানতে চায় এবং তার বুদ্ধি ও শিক্ষার স্তরের সাথে এটি কীভাবে সমানুপাতিক নয় সে সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তখন সে উত্তর দিয়েছিল, "প্রাথমিক পর্যায়ে মানুষ প্রায় নগ্ন ছিল এবং তার বুদ্ধির বিকাশের সাথে সাথে সে পোশাক পরতে শুরু করেছে। আমি আজ যা আছি এবং আমি যা পরেছি তা মানুষের উচ্চতর চিন্তা ও সভ্যতার প্রতিনিধিত্ব করে। যা মানুষ অর্জন করেছে এবং এটি পশ্চাৎমুখী নয়। পুনরায় জামাকাপড় অপসারণ করাই হচ্ছে প্রাচীন যুগে ফিরে আসা।"

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু ছাদে উঠে, গাধা আর নামতে চাইছে না। বহু চেষ্টা ...
02/09/2022

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন।

কিন্তু ছাদে উঠে, গাধা আর নামতে চাইছে না।

বহু চেষ্টা বিফলে গেল। গাধা মোটেও নামবে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন।

আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেল, তবুও গাধা নামছে না।

মোল্লা নাসিরুদ্দিন অনুভব করলেন, গাধা পদাঘাত করে তাঁর বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ ভেঙে ফেলতে চাইছে।

মোল্লা ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে, ঝড়-জলের দিনে থাকবেন কোথায়!

বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতেই চায় না, ছাদের উপর ক্রমাগতঃ লাথি মেরে চলেছে।

মোল্লা শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধা মোল্লাকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল।

ভীষণ রকম আহত হয়ে মোল্লা মাটিতে পড়ে রয়েছেন। ওদিকে গাধাও ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে গেল। মোল্লা রক্তাক্ত, গাধাও তাই। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত পা ভেঙে গিয়েছে!

মোল্লা নাসিরুদ্দিন সেদিন বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে নিয়ে যেতে নেই। নিয়ে গেলে গাধা -
প্রথমতঃ, যে জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গার ক্ষতি করবে।
দ্বিতীয়তঃ, যিনি নিয়ে যাবেন, তাঁর ক্ষতি করবে।
তৃতীয়তঃ, গাধা নিজেরও ক্ষতি করবে।

অযোগ্য কাউকে ওপরে তুললে এই অবস্থাই হয়।

সংগৃহীত

02/09/2022

Reality

29/08/2022

🤣🤣🤣

23/08/2022
ভয়াবহ দুর্ঘটনা- রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কারের উপর বিআরটি'র স্ল্যাব পড়ে ৪ জন নিহত।
15/08/2022

ভয়াবহ দুর্ঘটনা-
রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কারের উপর বিআরটি'র স্ল্যাব পড়ে ৪ জন নিহত।

07/06/2022

উনি এসিতে থাকেন। আপনারা বুঝবেন না।

22/05/2022

হাসতে হাসতে দাত খুলে পড়ে গেছে....
টু মাচ ফানি..😅😅😅

কাজের বুয়াকে মাঝেমাঝে টুকিটাকি জিনিস দেই, সাধ্যানুযায়ী আরকি। নতুন, পুরাতন, আমাদের ইচ্ছা বা তার চাহিদা। শেষবার তার গ্রামে...
22/05/2022

কাজের বুয়াকে মাঝেমাঝে টুকিটাকি জিনিস দেই, সাধ্যানুযায়ী আরকি। নতুন, পুরাতন, আমাদের ইচ্ছা বা তার চাহিদা।
শেষবার তার গ্রামের বাড়ী যাওয়ার সময় তার ব্যাগ দরকার। আমার স্ত্রী তাকে ২/৩ টা অব্যবহৃত ব্যাগ দিল।
স্ত্রীকে জিজ্ঞেস করলাম, বুয়া খুশি হয়েছে? ও বল্ল, জিজ্ঞেস করিনি। বল্লাম, কেন? বলে, জিজ্ঞেস করলে সে একটা বাঁকা উত্তর দিবে, তাই জিজ্ঞেস করিনি।
কথাটা আসলে মোটামুটি সঠিক। কয়েকটা উদাহরণ দিচ্ছিঃ
১। বুয়া বল্ল, "ভাবী, আমার মেয়ে মীনা স্কার্ফ পরতে চায়। একটা স্কার্ফ থাকলে দিয়েন।"
মীনার বয়স ৬ বছরের মত। বাচ্চা মানুষ, আবদার করেছে। আমরা পারিবারিক শপিং সারার সময় মীনার জন্য একটা স্কার্ফও নিলাম।
আমার স্ত্রী পরদিন জিজ্ঞেস করল," মীনার পছন্দ হয়েছে?"
বুয়া বল্ল, "না ভাবী, ও ঝলমল আয়নাওয়ালা স্কার্ফ চায়।"
মনটা খারাপ হয়ে গেল।
২। বুয়ার বিছানার চাদর নষ্ট হয়ে গেছে। আম্মাকে বলাতে আম্মা একটা চাদর দিল।
আম্মা আমার সাথে গল্প করতে করতে বল্ল, কেমন মেয়ে, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না।
৩। ঈদে কাপড় দেয়া হল। সে বল্ল, "কাপড়ের কি দরকার? টাকাটা দিয়ে দিলেই বেশি ভাল হত।
ইফতার দেয়ার সময়ও সে ইফতার নেয় নি। বল্ল, " টাকা দেন।"
ফিতরার সময়ও সে চাল নিবে না। আমি আর টাকা দেইনি।
তো এরকমই। কখনো সে রিসিভ করে সন্তুষ্টিটা দেখায় না।
এই রং ভাল লাগে না...,কাপড় দিলেন কেন? চাদরের নকশা সুন্দর না...এরকমই বলতে থাকে
এরকম শোকর না করার কারণে আমার মা ও স্ত্রী দু'জনই ওকে আর তেমন কিছু আগ বাড়িয়ে দিতে চায় না।
আমি বল্লাম, "হয়তো সত্যিই আমাদের দেয়া উপহার ওর পছন্দ হয়না।"
আমার স্ত্রী বল্ল, "এজন্য কিছু দিতে ইচ্ছে করে না। নতুন হোক, পুরাতন হোক,কখনো হাসিমুখে গ্রহণ করে না। তাই দিতে ইচ্ছে করে না। হাসিমুখে গ্রহণ করলে দিতে ভাল লাগে, দিতে ইচ্ছে করে। কিছু জিনিসে ওর উপকার হলে, আমার তো ক্ষতি নেই।"
তখন আমি বল্লাম, আসলেই ঠিক। তুমি দেখ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কত কত উপহার প্রতিদিন আমরা ভোগ করছি! পানি, বাতাস, খাদ্য, বাসস্থান, সুস্বাস্থ্য....
অথচ আমরা সেগুলোর জন্য কি আল্লাহর কাছে পর্যাপ্ত শোকর করি!
আমরা বলি, বাসাটা বড় না, অথচ রাস্তায়ও অনেক মানুষ আছে।
বলি, শরীরটা ভাল না, সর্দি কাশি...অথচ কত মানুষ ক্যান্সার ব্যাধিতে ভুগছেন!
বলি, আয় পর্যাপ্ত না, অথচ কত মানুষের আয় সর্বনিম্ন পর্যায়ের।
বলি, "মানুষ আমাকে পছন্দ করে না, অথচ কত জনই আমাকে ভালবাসে...
বলি, ছেলেমেয়ে মানুষ করতে পারলাম না, অথচ অনেকে আছে নিঃসন্তান...
আমি আর আমার স্ত্রী নিজেদের একটা প্রশ্নের মুখোমুখি দাড় করালামঃ " শোকর গুজারের ক্ষেত্রে আমরা কি বুয়ার চেয়ে বেটার?"
যদি বেটার না হই, তাহলে আল্লাহ কেন আমাদের দিতে চাইবেন?
আর শোকর করলে আল্লাহর ভান্ডারে কি অভাব আছে?
অথচ শোকর করতে চাইলে এটাইতো যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই আল্লাহ দিবেন---হিসাব ছাড়া দিবেন।

Collected

19/05/2022

চোখের পলকে সিলেটের একটা ব্রিজ ভেঙে পরেছে😰

13/05/2022

সৌদিতে প্রায় প্রতিদিন দোয়ার মধ্যে একটা কথা বলে, “আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।”
আরেক জায়গায় দোয়া শুনেছিলাম, “আল্লাহ! তুমিই তো অভাগীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাগীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?”
-অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে!🖤

07/05/2022

Could be Usss❤️🌸

07/05/2022

Indian Serial থেকে কিছু শিক্ষামূলক অংশ

Address

Jatrabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ki khabo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category