23/02/2025
আজকে আল্লাহ এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে গালি দেয়া রাখাল রাহা ও সোহেল গালিবের বিরুদ্ধে Govt. M M College, Jashore (সরকারি এম এম কলেজ, যশোর)মানববন্ধন হয়েছে।মুসলিম উম্মাহর ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে কলেজের শিক্ষার্থীরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।এটি কেবল একটি প্রতিষ্ঠান বা অঞ্চলের বিষয় নয়; অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের এগিয়ে আসা উচিৎ। এটা সবার ঈমানের সাথে জড়িত ইস্যু।
মান সাব্বা নাবিয়্যান ফাক্বতুলুহু !