পারাপার,যশোর।

পারাপার,যশোর। "আর্ত মানব সেবার প্রত্যয়ে"

31/08/2023
12/08/2023

বাংলাদেশ কিছু গুনি শিল্পী আছেন যাদের বদনে মহানাম সংকীর্তন শ্রবন করতে বার বার দেশের বিভিন্নপ্রান্তে ছুটে চলি । শ্রী জয় গুরু সনাতন সম্প্রদায়, ফরিদপুর। মাষ্টার সুপ্লব কুমার বিশ্বাস, মোবাইল : ০১৭১৫-৪৮৪৩৩৬ l

09/08/2023

দুই বাংলার কির্তন সম্রাজ্যের মুকুট যার একক দখলে, "স্বপন বড়াল"।

05/08/2023

নবদ্বীপের একজন মুসলিম পদকর্তা "মলয় চাঁদ কাজী" রচিত সুমধুর পদ পরিবেশন করে ভক্তদের মুগ্ধ করলেন কীর্তনীয়া উত্তমআনন্দ দাস উজ্জল।

24/07/2023

লীলা কীর্তনে একটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা।

24/07/2023
09/07/2023

মহানাম সংকীর্তন। শ্রী মন্ মহাপ্রভূ সম্প্রদায়, মাদারীপুর। উৎসব অঙ্গন - শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, বাগেরহাট। মাষ্টার স্বপন বড়াল, মোবাইল ০১৭১২-৮৮৪৫৮৭, ০১৭৪৯-০৪২৭৫৪, আসর রাত ১২-২ টা। তারিখ ২৩/৫/২০২৩ ইং।

05/07/2023

শ্যামা সম্প্রদায়, মাগুরা। উৎসব অঙ্গন - তেকাটিয়া শ্রী শ্রী হরিবাসর প্রাঙ্গন, ফকিরহাট, বাগেরহাট। মাষ্টার : শ্যামা, আসর সকাল ১০-১২ টা। তারিখ ২৬/৫/২০২৩ ইং।

01/07/2023

শ্রী অদ্বৈত সম্প্রদায়, খুলনা। উৎসব অঙ্গন - তেকাটিয়া শ্রী শ্রী হরিবাসর প্রাঙ্গন, ফকিরহাট, বাগেরহাট। মাষ্টার : মনাশীষ বালা, মোবাইল ০১৭৪-৬৪৮৬১১৫, আসর রাত ৪-৬ টা। তারিখ ২৬/৫/২০২৩ ইং।

27/06/2023

ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু। হিন্দু সংস্কৃতির অংশ হিসাবে শব যাত্রা সহ জলন্ত চিতার পার্ষে রাম নাম চলছে।

23/05/2023

মহানাম সংকীর্তন। শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, খুলনা। উৎসব অঙ্গন - শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, বাগেরহাট। সেবক : শ্রীবাস রায় , আসর রাত ২-৪ টা। তারিখ ২৩/৫/২০২৩ ইং।

18/05/2023

মহানাম সংকীর্তন। শ্রী জয় গুরু সনাতন সম্প্রদায় ফরিদপুর। উৎসব অঙ্গন - কালীখোলা নাট মন্দির পূর্ব দাশড়া মানিকগঞ্জ। আসর রাত ২-৪ টা। তারিখ ১৯/৫/২০২৩ ইং।

23/09/2022

সুর সম্রাট পলাশ সরকার।

23/09/2022

দেবালয় শ্রী শ্রী রমাই ঠাকুরের আশ্রম পলাশ, নরসিংদী আয়োজিত অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনায় পশ্চিম বঙ্গ থেকে আগত শ্রীমতি বন্দনা রাহা।

মহাদেব এর শিবলিঙ্গ তথা বিগ্রহগুলো মন্দিরে স্থাপিত না হয়ে জাদুঘরে স্থান পাবে কেন???.............আপনারা ছবিতে দেবাদিদেব মহ...
19/09/2022

মহাদেব এর শিবলিঙ্গ তথা বিগ্রহগুলো মন্দিরে স্থাপিত না হয়ে জাদুঘরে স্থান পাবে কেন???.............

আপনারা ছবিতে দেবাদিদেব মহাদেব এর শিবলিঙ্গ ও আরো কিছু অন্য বিগ্রহ দেখতে পাচ্ছেন, সেগুলো মন্দিরে স্থান না পেয়ে জাদুঘরে স্থান পেয়েছে।

এখন মূল বিষয় হচ্ছে, আমাদের আরাধ্য দেবতা মহাদেব এর শিবলিঙ্গ তথা অন্য কষ্টিপাথর এর বিগ্রহগুলোর মর্মার্থতা একমাত্র সনাতন ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের অনুসারী কি মর্মার্থতা বুঝবে??? বুঝবেনা।

বাংলাদেশের সকল হিন্দু তথা সংগঠন এর এগুলো নিয়ে সর্বাত্মক প্রচার করা উচিত।
এখানে যদিও মন্দির না কিন্তু অনেকেই জুতা পরে আসবে হাত দিবে নানান ভাবে অপবিত্র করবে।
এই সমস্ত বিগ্রহগুলোকে কি আমরা যেকোন মন্দির করে স্থাপন করতে পারি না?
আমাদের এখন সকলের উচিত এই বিষয় নিয়ে সরকারের কাছে জানানো।

স্থান :- ঢাকা, জাতীয় জাদুঘর।

(শাস্ত্রপৃষ্ঠা এর ওয়াল থেকে নেওয়া)

09/09/2022

শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির ও মহাশ্মশান, শিববাড়ী গাজীপুর এ চলছে অষ্টকালীন লীলা কীর্তন, আক্ষেপ অনুরাগ ও অভিশার পরিবেশনায় ঃ সাতক্ষীরা থেকে আগত কীর্তনীয়া শ্রীমতি অঞ্জলি সরকার।

09/09/2022

শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির ও মহাশ্মশান, শিববাড়ী গাজীপুর এ চলছে অষ্টকালীন লীলা কীর্তন, গৌর সোনার রুপ পরিবেশনায় ঃকীর্তনীয়া বাবু শ্রী চৈতন্য দাস উত্তম।

      😪😪😪
17/07/2022



😪😪😪

বিনামূল্যে যদি কোন হিন্দু দাদা, তার ছেলেকে ভোপাল গুরুকুলে পড়াতে চান, তাহলে আচার্য পানিগ্রহী চতুর্বেদ সংস্কৃত বেদ পাঠশাল...
23/02/2022

বিনামূল্যে

যদি কোন হিন্দু দাদা, তার ছেলেকে ভোপাল গুরুকুলে পড়াতে চান, তাহলে আচার্য পানিগ্রহী চতুর্বেদ সংস্কৃত বেদ পাঠশালা ভোপাল মধ্যপ্রদেশে 15ই মার্চ থেকে 15ই জুলাই 2022 পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এই তারিখের মধ্যে নিম্নের নাম্বারে যোগাযোগ করতে হবে।

৬ষ্ঠ শ্রেণী পাশ থাকতে হবে । গুরুকুলে থাকা, খাওয়া-দাওয়া সবই ফ্রি। এবং প্রতি মাসে 8000 টাকা বৃত্তিও দেওয়া হবে! শিশুকে চারটি বেদ, ব্যাকরণ, সাহিত্য, ইংরেজি ইত্যাদি আধুনিক বিষয়েও শিক্ষা দেওয়া হবে।
আর একজনকে বেদে বিশেষজ্ঞ করা হবে। আচার্য (M.A.) অধ্যয়নের জন্যও নির্দেশিত হবেন। আপনার সন্তানদের ধর্মের গৌরবময় স্কুল প্রচারের জন্য আরও বেশি করে প্রতিটি হিন্দুর কাছে পৌঁছানোর চেষ্টা করুন।
যোগাযোগ করুন!
আচার্য ললিত জি 9639490429, 9058584924 আচার্য জি 9009284924


* সনাতন ধর্মের সত্যকে, আমাদের শিক্ষা, বিদ্যা মন্দির, গুরুকুলের জন্য অভিনন্দন।

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান ।  প্রয়োজনে আবার দেবো রক্ত ঢেলে , বজায় রাখতে বিজয়ের মান । মোদের দেহে থা...
16/12/2021

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে,
পেয়েছি যে বিজয় নিশান ।
প্রয়োজনে আবার দেবো রক্ত ঢেলে ,
বজায় রাখতে বিজয়ের মান ।
মোদের দেহে থাকতে রক্ত ,
বৃথা যাবেনা শহীদদের দান।

এই প্রতিজ্ঞা বুকে ধারণ করে সকলে জানায় বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Jashore
Jashore

Telephone

+8801713526467

Website

Alerts

Be the first to know and let us send you an email when পারাপার,যশোর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পারাপার,যশোর।:

Videos

Share


Other Digital creator in Jashore

Show All