Rakib

Rakib এই পেজে নতুন কোনো ডিফেন্স এর চাকরির ছ?

I Love Defence, My Futere Defence

Name :Md Rakib Hadan

Death of Birth:12.02. 2004

Address :Chorkura,Jamtoil,Kamarkhand, Sirajgonj

Country :Bangladesh

সেনাবাহিনীর সৈনিক পদে মৌখিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন (১) ও উত্তর,(নিয়মিত আমার পোষ্ট পড়তে চোখ রাখুন আমাদের গ্রুপে)প্রার...
27/11/2020

সেনাবাহিনীর সৈনিক পদে মৌখিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন (১) ও উত্তর,
(নিয়মিত আমার পোষ্ট পড়তে চোখ রাখুন আমাদের গ্রুপে)
প্রার্থী : আসসালামু আলাইকুম।
সভাপতি : ওয়ালাইকুমুস - সালাম, বসুন।
১. আপনার নাম কি (.......)
উত্তর : জ্বী, স্যার।
২.আপনার নামের কী কোন বিশিষ্ট ব্যক্তি আছেন?
উত্তরঃ
৩, এসএসসিতে আপনার কোন গ্রুপ ছিল?
উত্তর : বিজ্ঞান বিভাগ।
৪. আপনিতাে ২০১৯ সালে এসএসসি পাস করেছেন। কোথায় ভর্তি হয়েছেন।
উত্তর : জ্বী জনাব। সিটি কলেজ, ঢাকা
৫. পড়ালেখা ছেড়ে আপনি সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন?
উত্তর : আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে হবে। তাই আমি সেনাবাহিনীতে আসতে আগ্রহী। তাছাড়া দেশের সেনাবাহিনীতে যােগদান করে। দেশ সেবা করার যথেষ্ট সুযােগ থাকায় আমি সেনাবাহিনীতে যােগদান করতে ইচ্ছুক।
৬. বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে?
উত্তর : ২৫ মার্চ ২০০৭ সালে।
৭. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন হয়?
উত্তর : ১৭৯৩ সালে।
৮. শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
উত্তর : ১৪ই ডিসেম্বর।
৯. বাংলাদেশের জাতীয় প্রতীক কী?
উত্তর : উভয়পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।
১০. কবে বর্ডার গার্ড বাংলাদেশ বিডিআর(বিজিবি) নামে যাত্রা শুরু করে?
উত্তর : ২৩ জানুয়ারি ২০১১।
১১. বাংলাদেশের নতুন চারটি বীরত্ব খেতাব (বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয়) কবে ঘােষণা করা হয়?
উত্তর : ২৮ নভেম্বর ২০১১।
১২. বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কী? উত্তর : জেনারেল আজিজ আহমেদ (২৫ জুন ২০১৮)।
১৩. বাংলাদেশে প্রথমবারের মতাে কবে একযােগে সেনাবাহিনীতে ৮৭৯ জন নারী সৈনিক অন্তর্ভুক্ত হয়?
উত্তর : ২৯ জানুয়ারি ২০১৫।
১৪, বাংলাদেশ সেনাবাহিনীর (১২ ফেব্রুয়ারি ২০১৩) প্রথম নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) কে?উত্তর : ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
১৫. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর : শ্রীমাভো বন্দরনায়েক, শ্রীলঙ্কা।
১৬. ২৩ মার্চ ২০১৪ কোন বাহিনীর নিজস্ব র্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়?
উত্তর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৭. সেনাবাহিনীর প্রথম দুই নারী বৈমানিকের নাম কী?
উত্তর : মেজর নাজিয়া নুসরাত হােসেন ও মেজর শাহরীনা বিনতে আনােয়ার (২৬ এপ্রিল ২০১৬)।
১৮. ৭ম টি-২০ মহিলা এশিয়া কাপ-২০১৮ এ কোন দল রানার আপ হয়?
উত্তর : ইন্ডিয়া।
১৯, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এর ক্যাম্পাস কোথায় অবস্থিত?
উত্তর : মিরপুর সেনানিবাস।
২০. ২০১৮ সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘােষণা করা হয় না?
উত্তর : সাহিত্য।
সভাপতি : আপনি এখন আশতে পারেন.
প্রার্থী : জ্বী, স্যার, আসসালামু আলাইকুম।

13/11/2020

28/10/2020

সেনাবাহিনীতে যেভাবে পুশআপ ও সিটআপ দেয়ানো হয়😍

11/10/2020

Love You Army

07/10/2020

আমার সোনার বাংলা💙💙💙💙💙

ধর্ষন!

গৃহককর্মীকে ধর্ষন করে তারপর ভিডিও ভাইরাল করে দিলো অমানুষের দল!

এরপরও চুপ থাকবেন?

নিজেকে প্রশ্ন করেন......
Sorry Bangladesh

05/10/2020

সাবধানে থাকিস বোন দেশটা কুত্তা, জানোয়ারে ভরে গেছে!

৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সদুঃসাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করুন। যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ তম বিএমএ দীর্ঘমেয়া...
18/09/2020

৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

দুঃসাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করুন। যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স-এ।
বিস্তারিত দেখুন- https://joinbangladesharmy.army.mil.bd

যোগ্যতাঃ

১। বয়স: ০১ জানুয়ারি ২০২১ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

২। শারীরিক যোগ্যতা (ন্যূনতম):
ক। উচ্চতা: পুরুষ প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি।
খ। ওজন*: পুরুষ প্রার্থীদের জন্য ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)। মহিলা প্রার্থীদের জন্য ৪৭ কিলোগ্রাম (১০৩ পাউন্ড)।
গ। বুক: পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক – ৩০ ইঞ্চি, প্রসারণ – ৩২ ইঞ্চি।
মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক - ২৮ ইঞ্চি, প্রসারণ- ৩০ ইঞ্চি।

* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

৩। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):

ক। জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

খ। ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ে নুন্যতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ।

অথবা, ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও ১টিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ।

* বিঃ দ্রঃ ২০২১ সালের নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। কিন্তু এসএসসিতে নুন্যতম জিপিএ ৫ থাকতে হবে।

৪। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

৫। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।

নির্বাচন পদ্ধতিঃ

৬। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা:
প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ০১ ফেব্রুয়ারি ২০২১ হতে ৩০ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
(করোনার জন্য তারিখ গুলো সম্ভব্য বলে ধরা হয়েছে)

৭। লিখিত পরীক্ষা:
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারিখ joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৮। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা:
লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাতকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।

৯। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১০। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান:
উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

18/09/2020

সাবধান, সাবধান, এই সব প্রতারক দের কাছ থেকে সাবধান

14/09/2020

সিরাজগঞ্জের ছেলেটি যখুন বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোস সাপ নিয়ে যখুন ট্রেনিং করে।
#❤You_BD_Army

12/09/2020

Bangladesh Army Comando treling
❤u Bd Army

08/09/2020

Bd_AirForce_Treling
Love_You_bd_Air_Men

07/09/2020

আমাদের কে যে ভাবে করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করতে হবে😂😂
BD ARMY,AIR FORCE,NAVY,BGB,POLICE,
Just funny

06/09/2020

Life of a Science Student🤓🙄
~ BIRTH🙂
- ক্যালকুলাস, জৈব রসায়ন, রাসায়নিক বিক্রিয়া, বৈজ্ঞানিক সূত্রাবলী, E=mc², মানব শরীরতত্ত্ব, DNA, RNA, XX, XY🐸

•DEATH🙃

Science Rakib

06/09/2020

সাপ,কাকরা,কুইচা.....দিয়ে রান্না করা খিচুরি,
খাদ্যগুলা নিক্রষ্ট হলেও,দেশের জন্য খাওয়াটা অনেক আন্দের❤
Love_You_Bd_Army

04/09/2020

সেনাবাহিনীর কমান্ডারদের কঠিন ট্রেনিং,
যা দেখলে এমনিতেই চোখ দিয়ে জল বের হয়ে যায়,

যাদের আর্মির পরিক্ষা তাদের জন্য কিছু ভাইবা সাজেশন :প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীরপ্রতিষ্টিা কবে?উঃ ১২ জুলাই ১৯৭১ সালে।প্রশ...
03/09/2020

যাদের আর্মির পরিক্ষা তাদের জন্য কিছু ভাইবা সাজেশন :

প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
প্রতিষ্টিা কবে?
উঃ ১২ জুলাই ১৯৭১ সালে।
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
বার্তা কতটি ও কি কি?
উঃ ৩ টি। ক। সেনাবার্তা
খ। সেনা প্রবাহ
গ। আর্মি জার্নাল
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
সদর
দপ্তর কোথায়?
উঃ ঢাকা সেনানিবাস
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
শ্লোগান কি?
উঃ সমরে আমরা শান্তিতে আমরা
সর্বত্র
আমরা দেশের তরে
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
প্রতিক কি?
উঃ ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং
কোণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
প্রথম
জেনারেল কে?
উঃ জেনারেল মুহাম্মুদ আতাউল গনী
উসমানী
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
বীরশ্রেষ্ট কতজন?
উঃ ৩ জন।
ক। সিপাহি মোস্তফা কামাল
খ। সিপাহি হামিদুর রহমান
গ। ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
প্রশ্নঃ বাংলাদেশের কোথায়
কোথায়
সেনানিবাস আছে?
উঃ ঢাকা সাভার, ঢাকা মিরপুর,
রাজেন্দ্রপুর(গাজিপুর), বগুড়া,
রাজশাহী,কাদিরাবাদ
(নাটোর),শহীদ
সালাউদ্দিন(ঘাটা
ইল /টাঙ্গাইল),ময়মনসিংহ, কুমিল্লা,
জালালাবাদ(সিলেট),চট্রগ্রাম,
যশোর,
জাহানাবাদ(খুলনা),রংপুর, সৈয়দপুর
(নিলফামারী),খাগড়াছড়ি,
রাঙ্গামাটি

প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
পূর্বনাম কি?
উঃ ইস্টবেঙ্গল রেজিমেন্ট
প্রশ্নঃ ইস্টবেঙ্গল রেজিমেন্টের
প্রতিষ্টাতা কে?
উঃ মেজর গনী
প্রশ্নঃ মেজর গনী কে কোন যুদ্ধে
""টাইগার"" উপাধী দেওয়া
হয়েছিলো?
উঃ ১৯৬৫ সালে পাক - ভারত যুদ্ধে
প্রশ্নঃ বাংলাদেশ সামরিক জাদুঘর
কোথায় অবস্থিত?
উঃ বিজয় সারণি, তেজগাঁও (ঢাকা)
প্রশ্নঃ বাংলাদেশ মিলিটারি
একাডেমী কোথায় অবস্থিত?
উঃ চট্রগ্রামের ভাটিয়ারিতে
(পূর্বেছিলো কুমিল্লায়)

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

💗Knock knee -বা হাটু লেগে যাওয়া সমাধানঃ১ নিয়োমিতো পায়ে বালিশ দিয়ে সুয়ে থাকতে হবে।২/ সর্বদা পা ফাক করে হাটতে হবে।৩/ রোজ স...
02/09/2020

💗Knock knee -বা
হাটু লেগে যাওয়া
সমাধানঃ
১ নিয়োমিতো পায়ে বালিশ দিয়ে সুয়ে থাকতে হবে।
২/ সর্বদা পা ফাক করে হাটতে হবে।
৩/ রোজ সকালে পায়ে বালিশ দিয়ে দুই পা একথে "V" ভি এর মতো জোর করে চাপিয়ে রাখতে হবে কমপক্ষে ৫ মিনিট।
৪/ পা ফাক করে উঠা - বসা করতে হবে রোজ ৪০ বার।
৫/ দৌড়াতে হবে রোজ সকালে (-)২০ মিনিট
৬/ দুই পায়ের বৃদ্ধা আঙ্গুল একত্র করে পায়ের গোড়া দূরে (উল্টা ভি /\) জোর করে বসা+ উঠা চেষ্টা করতে হবে
৭/ উপোরক্ত ব্যায়াম গুলো ৭-১৫ দিন করার পর
উপোরক্ত ব্যায়াম গুলো সঠিক ভাবে করতে পারলে আশা করি আপনার সমস্যা টা সমাধান হবে - ইনশা-আল্লাহ।
💗Admin💖

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

01/09/2020

ট্রেনিং শেষএ সেনাবাহিনীর শপথ গ্রহণ

আপনাদের জন্য আজ একটা খুশির খবর নিয়ে আসলাম,,,,❤আপনারা এতো দিন শুধু জানতে চাইছেন ভাইয়া পুলিশ এর সারকুলার দিবে কবে? নাকি এই...
30/08/2020

আপনাদের জন্য আজ একটা খুশির খবর নিয়ে আসলাম,,,,❤

আপনারা এতো দিন শুধু জানতে চাইছেন ভাইয়া পুলিশ এর সারকুলার দিবে কবে? নাকি এই বছর দিবে না?
এতো দিনের বহু প্রতিক্ষা ও অপেক্ষার পর আগামী ০১/০৯/২০২০ তারিখে পুলিশের সারকুলার হচ্ছে।
তাই আপনারা আপনাদের সকল প্রয়োজনীয় কাগজ নিয়ে সারকুলার টিতে আবেদন করার জন্য প্রস্তুত থাকবেন।

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

👮👮 #সৈনিকের_মাঠে_যে_যে_বিষয়ে_নাম্বার_দেওয়া_হয়_তা_হলো: 🎯 ১.s.s.c রেজাল্ট=১০🎯 ২.উচ্চতা = ১০🎯 ৩.শারীরিক = ১০🎯 ৪.রিটেন পরিক্...
29/08/2020

👮👮 #সৈনিকের_মাঠে_যে_যে_বিষয়ে_নাম্বার_দেওয়া_হয়_তা_হলো:

🎯 ১.s.s.c রেজাল্ট=১০
🎯 ২.উচ্চতা = ১০
🎯 ৩.শারীরিক = ১০
🎯 ৪.রিটেন পরিক্ষায় = ১০
🎯 ৫.ভাইভা পরিক্ষা = ১০

📌এর মধ্যে ২৮ বা ৩০ নম্বর পেলেই চাকুরি সম্ভাবনা অবশ্যই থাকবে।।

📌 .s.s.c. রেজাল্ট GPA 5 পেলে ১০ এ ১০ পাবে!

📌উচ্চতায় 5'10" হলে ১০ এ ১০ নম্বার পাবে!

📌 শারীরিক ব্যায়াম এ

📌 দৌড়! ২ মিনিটে ২০০ মিটার কি ৩০০ মিটার যেনো,
📌বিম দেওয়া 5 বার

📌 সীট-আপ: ওঠা আর বসা ১ মিনিটে ২০ বার

📌 বুক ডাউন ২০ বার!

📋📋এর পরে ভাইভা পরিক্ষায় আপনার দক্ষতা ও আপনার সম্পর্কে সকল তথ্য জানার জন্য আপনাকে অফিসাররা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে।

🎉সব কিছু হয়ে গেলে বিকাল / সন্ধ্যার আগে রেজাল্ট ঘোষণা করবে।।

🔥একটা কথা মনে রাখবেন টাকার বিনিময়ে চাকরী হয় না

🎖🎖বিঃদ্রঃ বাংলাদেশ সেনাবাহিনী স্থগিত মাঠের কার্যক্রম শুরু হয়েছে।সবাই নিজেকে প্রস্তুত রাখুন।

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

 #বিমানসেনার_পরীক্ষা_পদ্ধতি_এবার_পরিবর্তন_হতে_যাচ্ছে 🎯 পরীক্ষা গ্রহণ করা হতে পারে ৩ টি ধাপে-✅১ম ধাপঃ-  লিখিত পরীক্ষা (আই...
27/08/2020

#বিমানসেনার_পরীক্ষা_পদ্ধতি_এবার_পরিবর্তন_হতে_যাচ্ছে

🎯 পরীক্ষা গ্রহণ করা হতে পারে ৩ টি ধাপে-

✅১ম ধাপঃ- লিখিত পরীক্ষা (আই-কিউ, ইংরেজি, গণিত, পদার্থ /জিকে)

🚫 এবছর বিমানসেনার লিখিত পরীক্ষার রেজাল্ট দিনের দিন নাও দিতে পারে। ১ম দিন সকল লিখিত পরীক্ষা দিতে হতে পারে এবং ১০/১৫ দিন পর রেজাল্ট দিতে পারে। তারপর নির্বাচিতদের মেডিকেল ও ভাইভার জন্য ডাকতে পারে। যেটা এবার MODC পরীক্ষার সময় হয়েছে।

✅ ২য় ধাপঃ- মেডিকেল ও ভাইভা।

🚫 মেডিকেল পরীক্ষার রেজাল্ট সাথে সাথে দিবে কিন্তু ভাইভা পরীক্ষার রেজাল্ট পরবর্তী তে দিতে পারে।

✅ ৩য় ধাপঃ- ব্লাড টেস্ট ও ডোপ টেস্ট (CMH- Dhaka)

🚫 যারা মেডিকেল ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ৩য় ধাপের জন্য ডাকা হবে।

🎯 উল্লেখ্য এবছর বিমানসেনার সকল জেলার পরীক্ষা ঢাকা তে হবে।

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

পুলিশ কনস্টেবল হতে চাই কিন্তু কি কি যোগ্যতা লাগে জানি না? ১) #শিক্ষাগত_যোগ্যতা : প্রার্থীকে কমপক্ষে SSC কিংবা SSC সমমান ...
27/08/2020

পুলিশ কনস্টেবল হতে চাই কিন্তু কি কি যোগ্যতা লাগে জানি না?

১) #শিক্ষাগত_যোগ্যতা : প্রার্থীকে কমপক্ষে SSC কিংবা SSC সমমান পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নুন্যতম জিপিএ ২.৫০ হতে হবে।
২) #শারীরিক_যোগ্যতা : পুরুষদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই ৫ফুট
৬" ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা ৫ফুট ২"
ইঞ্চি হতে হবে।
#নোটঃ যেহেতু পুলিশ লাইনে তাদের ফিতার মাপে উচ্চতা সব সময় আমাদের চেয়ে এক ইঞ্চি কম হয় তাই আমাদের নিজেদের মাপে ছেলেদের উচ্চতা ৫ফুট ৭ইঞ্চি এবং মেয়েদের উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি হলে ভালো হয়।তাহলে বাদ পরার চান্স নেই।
#মুক্তিযোদ্ধা_কোটার_ক্ষেত্রে : পুরুষদের ক্ষেত্রে উচ্চতা
অবশ্যই ৫ ফুট ৪" ইঞ্চি হতে হবে এবং মেয়েদের উচ্চতা ৫
ফুট ২" ইঞ্চি হতে হবে।
#নোটঃআমাদের নিজেদের মাপে ছেলেদের উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি এবং মেয়েদের উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি হলে ভালো হয়।তাহলে বাদ পরার চান্স নেই।
৩) #বয়স : ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স
অবশ্যই ১৮-২০ বছরের মধ্যে হতে হবে ।
#নোটঃ ১৮ থেকে ২০ বছরের মধ্যে মানে হলো ১৮ বছর ১ দিন থেকে ১৯ বছর ১২ মাস ৩০ দিন।
#মুক্তিযোদ্ধা_কোটার_ক্ষেত্রে : ছেলে প্রার্থীদের ক্ষেত্রে বয়স
১৮-৩২ বছরের মধ্যে হতে হবে এবং মেয়ে প্রার্থীদের ক্ষেত্রে
বয়স অবশ্যই ১৯-৩২ বছরের মধ্যে হতে হবে ।
৪) #ওজনঃ ৫ফুট ৬ ইঞ্চি উচ্চতার জন্য ওজন ছেলেদের ওজন ৫৫-৬৫ কেজির মধ্যে হতে হবে এবং ৫ফুট ২ ইঞ্চির জন্য মেয়েদের ওজন ৪৫-৫৫ কেজির মধ্যে হতে হবে।
৪) প্রার্থীকে অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
#তথ্য: বাংলাদেশ পুলিশের কনস্টেবল সার্কুলার হতে নেয়া।
#বিঃদ্রঃ কবে সার্কুলার দিবে ? এই ধরনের অহেতুক প্রশ্ন কেউ করবেন না প্লিজ ,দেশের অবস্থা কি সবাই দেখতেই পাচ্ছেন, সুতরাং এই অবস্থায় কোন ভাবেই সার্কুলার দেয়া সম্ভব না কারণ সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আর যাদের বয়স প্রায় শেষ হয়ে যাচ্ছে তারা প্লিজ ধৈর্য ধরে সার্কুলার দেয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন সারকুলারে কি বলে ?? হতে পারে করোনা ভাইয়াসের জন্য সরকার বয়সসীমা কিছুটা শিথিল করে দিবে, আর আমরা এমনটাই আশাবাদী।রিজিকিকের মালিক আল্লাহ।
#জিজ্ঞাসা: কোন কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্স সবার জন্য উম্মুক্ত।

ধন্যবাদ সাথে থাকার জন্য 💔💔💔

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর স্টেশন অফিসার পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশমৌখিক পরীক্ষাঃ ১২ সেপ্টেম্...
26/08/2020

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর স্টেশন অফিসার পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

মৌখিক পরীক্ষাঃ ১২ সেপ্টেম্বর ২০২০

গত ২২/০২/২০২০ খ্রিঃ তারিখে স্টেশন অফিসার পদে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণের ফলাফল ও মৌখিক পরীক্ষার সময় সূচী

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

একনজরে বাংলাদেশ সেনাবাহিনীপ্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীরপ্রতিষ্টিা কবে?উঃ ১২ জুলাই ১৯৭১ সালে। প্রশ্নঃবাংলাদেশ সেনাবাহিনীরব...
26/08/2020

একনজরে বাংলাদেশ সেনাবাহিনী
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
প্রতিষ্টিা কবে?
উঃ ১২ জুলাই ১৯৭১ সালে। প্রশ্নঃ
বাংলাদেশ সেনাবাহিনীর
বার্তা কতটি ও কি কি?
উঃ ৩ টি। ক। সেনাবার্তা
খ। সেনা প্রবাহ
গ। আর্মি জার্নাল
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর সদর
দপ্তর কোথায়?
উঃ ঢাকা সেনানিবাস
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
শ্লোগান কি?
উঃ সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র
আমরা দেশের তরে
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
প্রতিক কি?
উঃ ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং কোণিক
অবস্থায় জাতীয় ফুল শাপলা
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম
জেনারেল কে?
উঃ জেনারেল মুহাম্মুদ আতাউল গনী
উসমানী
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
বীরশ্রেষ্ট কতজন?
উঃ ৩ জন।
ক। সিপাহি মোস্তফা কামাল
খ। সিপাহি হামিদুর রহমান
গ। ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর প্রশ্নঃ
বাংলাদেশের কোথায় কোথায়
সেনানিবাস আছে?
উঃ ঢাকা সাভার, ঢাকা মিরপুর, রাজেন্দ্রপুর
(গাজিপুর), বগুড়া, রাজশাহী,কাদিরাবাদ
(নাটোর),শহীদ সালাউদ্দিন(ঘাটা
ইল /টাঙ্গাইল),ময়মনসিংহ, কুমিল্লা,
জালালাবাদ(সিলেট),চট্রগ্রাম, যশোর,
জাহানাবাদ(খুলনা),রংপুর, সৈয়দপুর
(নিলফামারী),খাগড়াছড়ি, রাঙ্গামাটি

প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর
পূর্বনাম কি?
উঃ ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রশ্নঃ ইস্টবেঙ্গল
রেজিমেন্টের প্রতিষ্টাতা কে?
উঃ মেজর গনী
প্রশ্নঃ মেজর গনী কে কোন যুদ্ধে ""টাইগার""
উপাধী দেওয়া হয়েছিলো?
উঃ ১৯৬৫ সালে পাক - ভারত যুদ্ধে প্রশ্নঃ
বাংলাদেশ সামরিক জাদুঘর
কোথায় অবস্থিত?
উঃ বিজয় সারণি, তেজগাঁও (ঢাকা)
প্রশ্নঃ বাংলাদেশ মিলিটারি একাডেমী
কোথায় অবস্থিত?
উঃ চট্রগ্রামের ভাটিয়ারিতে (পূর্বেছিলো
কুমিল্লায়) প্রশ্নঃ গোপন স্থান থেকে
আক্রমন চালানোর স্থানকে কি বলে?
উঃ ব্লাক আউট

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

BGB তে যারা আবেদন করেছেন তাদেরর লিখিত পরিক্ষার জন্য কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন....১.বাংলাদেশর জনসংখ্যা বৃদ্ধির হার কত ?উত্...
24/08/2020

BGB তে যারা আবেদন করেছেন তাদেরর লিখিত পরিক্ষার জন্য কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন....
১.বাংলাদেশর জনসংখ্যা বৃদ্ধির হার কত ?
উত্তরঃ 1.37 ।
২. প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
৩.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
৪. বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি?
উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
৫. বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ নুরজাহান বেগম।
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।
৭. বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৮. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?
উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।
৯. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে?
উত্তরঃ শায়েস্তা খান ।
১০. ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?
উত্তরঃ সুবেদার ইসলাম খান ।
১১. কুতুব মিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লীতে।
১২. ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
১৩.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১৭ বার।
১৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
১৫.“দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ সম্রাট আকবর ।
১৬. বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ?
উত্তরঃ দোলাই খাল বা দোলাই নদী।
১৭.লাল কেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৮. তাজমহলের নির্মাতা কে ?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?
উওরঃ শিবাজী।
২০.বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন কে?
উত্তরঃ হুমায়ুন।
২১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
২২. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?
উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।
২৩.উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?
উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।
২৪. প্রথম জেলা গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ?
উত্তরঃ সচিব।
২৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
২৭.বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তরঃ সুরাইয়া বেগম ।
২৮. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?
উত্তরঃ গারো পাহাড়।
২৯.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ তাজিনডং।
৩০. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দর বনের দক্ষিণ উপকূলে।
৩১.ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ হেরোডোটাসকে ।
৩২. প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায় ?
উত্তরঃ চীনে।
৩৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।
৩৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে ?
উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।
৩৫. মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে?
উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।
৩৬.প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো?
উত্তরঃ ১৩ টি দেশ।
৩৭.বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন ?
উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।
৩৮.নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ সিঙ্গাপুর ।
৩৯. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ?
উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র) ।
৪০. জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে ?
উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন) ।
৪১. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ফ্রোয়েবল।
৪২.কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয় ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।
৪৩. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ?
উত্তরঃ হযরত আলী (রাঃ) ।
৪৪. বাংলাদেশের সংবিধান কি ধরনের?
উত্তরঃ লিখিত সংবিধান ।
৪৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান ।
৪৬. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
৪৭ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ?
উত্তরঃ স্যার সৈয়দ আহমাদ খান।
৪৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্।
৪৯. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।
৫০. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
উত্তরঃ গ্রীসে।
৫১. দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র
আবিস্কৃত হয়েছে কতটি?
উত্তর : ২৩টি।
৫২. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?
উত্তর : ১৯৬১ সালে।
৫৩. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত
হয় কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
৫৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
প্রবর্তিত হয় কত সালে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৫৫. ইসরাইলের রাজধানীর নাম কি?
উত্তর : জেরুজালেম।
৫৬. সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের
নাম কি ছিল?
উত্তর : বাথ পার্টি।
৫৭. সুদানের দারফুরে যুদ্ধরত আরব
মিলিশিয়া বাহিনীর নাম কি?
উত্তর : জানজাবিদ।
৫৮. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিসমার্ক।
৫৯. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে
অবসর নেন কত সালে?
উত্তর : ১৯৯৯ সালে।
৬০. মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মাদার তেরেসা।
৬১. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের
নাম কি?
উত্তর : মাও সেতুং।
৬২. পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।

৬৩। যুদ্ধোত্তর বাংলাদেশ : বদরুদ্দীন ওমর
৬৪। বিদেশী সাংবাদিকদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ : মাহবুব কামাল অনূদিত, (তাজমহল বুক ডিপো);(অনন্যা, ১৯৯৫)
৬৫। চিত্রসাংবাদিকদের ক্যামেরায় মুক্তিযুদ্ধ: রবিন সেনগুপ্ত
৬৬। চরমপত্র : এম আর আখতার মুকুল
৬৭। একাত্তরের ডায়েরী: বেগম সুফিয়া কামাল
৬৮। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) : মুনতাসীর মামুন
৬৯। ভিনকোয়েস্ট জেনারেল : মুনতাসীর মামুন
৭০। মুক্তিযুদ্ধ কোষ (১-৫ খন্ড) : মুনতাসীর মামুন সম্পাদিত
(মূল্য দেড় হাজার টাকা,প্রাপ্তিস্থান সাগর পাবলিশার্স, বেইলী রোড)
৭১। মুক্তিযুদ্ধ কোষ (১-৪ খন্ড) : আফসান চৌধুরী সম্পাদিত
(মূল্য ২৮০০ টাকা,প্রাপ্তিস্থান মুক্তিযুদ্ধ যাদুঘর এ

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

২৪/২৫/২৬ তারিখ যে সকল পরিক্ষার্থীদের মাঠ তাদের জন্য।সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় সম্ভব্য প্রশ্নমালা।সময়ঃ ১ঘন্টা পুর্ণমানঃ ...
23/08/2020

২৪/২৫/২৬ তারিখ যে সকল পরিক্ষার্থীদের মাঠ তাদের জন্য।
সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় সম্ভব্য প্রশ্নমালা।

সময়ঃ ১ঘন্টা পুর্ণমানঃ ১০০

বাংলা
১।রচনা যেকোন ১টি ১। মুক্তিযুদ্ধের চেতনা২। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য .১X১০=১০

২।ভাব-সম্প্রসারণ লিখঃ স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে?পশু সেই জন।১X৫=৫

৩।তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও এই মর্মে তোমার বড় বোনের

নিকট ১টি পত্র লিখ। ১X৫=৫

৪।বাংলা অনুবাদ করঃ ১X৫=৫

English is an international language.it is used all over the world.it is an official language.Bangla is our mother language.21st February is a memorable day in our national history.We should respect our freedom fighter.

ENGLISH

Write a paragraph about YourHobby OR Your School life. 1×10=10
2.Tense কত প্রকার? প্রত্যেক Tense এর চারটি রূপ লেখ?1×10=10

3.Make Sentence any Five: Book,Bangladesh,Soldier,Aim,Fan,Map,Freedom 1×5=5

গণিত

১। বৃওকাকেবলে ? ২X৫=১০
২।রেখাকাকেবলে ?
৩।বৃওের কেন্দ্র কাকেবলে ?
৪।জ্যা কাকেবলে ?
৫। বিন্দু কাকেবলে ?
৬।দুটি রাশির অনুপাত ৫:৪ এবং এদের পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত? ১X৫=৫

৭।সেনাবাহিনীর একটি পরীক্ষায় ৫% সৈনিক নেয়া হবে।মোট পরীক্ষার্থী ৫০,০০০ জন হলে কত জন সৈনিক নিয়োগ পাবে? ১X৫=৫

৮।ধারা সম্পর্ণ কর ৫টি। ১X৫=৫

2, 3, 5, 6, 8, 11, ………?
2,4,3,6,4,8,?,?
49,7,64,8,81,9,?,?
A4,B8,C16,?
1, 19, 4, 16, 7, 13, ?

সাধারণ জ্ঞান

১। বাংলাদেশে সেনাবাহিনী,বিমান বাহিনী,বিজিবি,র‍্যাব ও পুলিশের প্রধানের নাম কি ? ২৫
২। ৭জন বীরশ্রেষ্ঠের নাম লিখ?
৩। কম্পিউটার কি?
৪। বাংলাদেশের বৃহত্তম জাদুঘরের নাম কি?
৫।৩১তম অলেম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
৬।বাংলাদেশের জাতীয় সংগীতের ১ম ৫লাইন লিখ?
৭।টীকা লিখঃ জাতির জনক শেখ মুজিবর রহমান।
৮।বিভিন্ন দেশের রাজধানীর নাম লিখঃ
ভারত,পাকিস্তান,মালয়েশিয়া,কুয়েত,নেপাল।।।

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

19/08/2020

বাংলাদেশ সেনাবাহিনীর কষ্টকর ট্রেনিং,, দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে আসে😭😭

(MODC)Air ANTY NO:48 লিখিত পরীক্ষার রেজাল্ট পাব্লিসিটি হইছে সবাই দেখে নেনআর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পে...
19/08/2020

(MODC)Air ANTY NO:48
লিখিত পরীক্ষার রেজাল্ট পাব্লিসিটি হইছে সবাই দেখে নেন

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।

https://www.facebook.com/23.RakibHasan/

বিমানসেনা পদে ২০২০ সালে আবেদন করার ধারণক্ষমতা শেষ। এই বছর আর আবেদন করা যাবে না। কয়েক দিন / কয়েক সপ্তাহ পর কোন জেলার কবে ...
18/08/2020

বিমানসেনা পদে ২০২০ সালে আবেদন করার ধারণক্ষমতা শেষ। এই বছর আর আবেদন করা যাবে না। কয়েক দিন / কয়েক সপ্তাহ পর কোন জেলার কবে পরীক্ষা সেটা ওয়েবসাইটে জানানো হবে।

17/08/2020

বাংলাদেশ নৌ-বাহীনির শক্তিশালী সাবমেরিন যা বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক শক্তিশালী

13/08/2020

DateLine UpDatE
Air(MODC) এর লিখিত পরিক্ষার ফলাফল 18 আগস্ট প্রকাশিত হবে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে।

পুলিশ এ Job করার আগে এগুলো জানা একান্ত দরকার.বাংলাদেশ পুলিশে ৩টি পদে সরাসরি লোকবল/জনবল নিয়োগ দেয়া হয়। ১) পুলিশ কনস্টেবল(...
13/08/2020

পুলিশ এ Job করার আগে এগুলো জানা একান্ত দরকার.

বাংলাদেশ পুলিশে ৩টি পদে সরাসরি লোকবল/জনবল নিয়োগ দেয়া হয়।

১) পুলিশ কনস্টেবল(টিআরসি)
যোগ্যতাঃ SSC/সমমান পাশ,জিপিএ-২.৫০।
উচ্চতাঃ পুরুষ-৫ফুট ৬ইঞ্চি এবং মহিলা-৫ফুট ২ ইঞ্চি।
বয়সঃ ১৮-২০ এর মধ্যে,মুক্তিযোদ্ধা কোটা ১৮-৩২ বছর।

২)এস আই/পুলিশ সার্জেন্ট।
যোগ্যতাঃ অনার্স কিংবা সমমানের ডিগ্রী পাশ।
উচ্চতাঃপুরুষ-৫ফুট ৪ইঞ্চি,মহিলা-৫ফুট ২ ইঞ্চি।
বয়সঃ ২৭ বছর।মুক্তিযোদ্ধা কোটা ৩২ বছর পর্যন্ত।

১) এএসপি(বিসিএস দিয়ে)।
যোগ্যতাঃ অনার্স পাশ/ডিগ্রীতে মাস্টার্স পাশ করতে হবে।জিপিএ-২.৫০।
উচ্চতাঃপুরুষ-৫ফুট ৪ইঞ্চি এবং মহিলা-৫ফুট।
বয়সঃ সাধারণ ৩০ বছর,মুক্তিযোদ্ধা কোটা ৩২ বছর।

আর যে কোন চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই পেজটিতে লাইক ফলো করে রাখেন।
পেজ লি:https://www.facebook.com/23.RakibHasan/

13/08/2020

আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর মিসন,,,,,,কিভাবে তারা যুদ্ধ করছে,,,নিজের জীবন বাজী রেখে

Love you Bangladesh Army❤

Address

Jamtoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib:

Videos

Share

Category


Other Jamtoil media companies

Show All